“লিনাক্স ডে – ২০১১” – বাংলাদেশ,কুড়ি বছর পূর্তি উৎসবে আমি আসছি।আপনারা আসছেন তো?

১৯৯১ সালের ২৫শে আগস্ট, হেলসিংকি বিশ্ববিদ্যালয়ের তথ্য প্রযুক্তির এক ছাত্র লিনুস টরভ্যাল্ডস ঘোষনা দেন উন্মুক্ত সোর্স ভিত্তিক কার্নেল “লিনাক্স” রিলিজের। সেই থেকে আজ অবধি লিনাক্স ভিত্তিক অপারেটিং সিস্টেম সারা বিশ্বের সার্ভারের জগৎটা দাপিয়েই বেড়াচ্ছে। কিন্তু লিনাক্স ভিত্তিক অপারেটিং সিস্টেমগুলো এখন আর শুধুই সার্ভারের জগতেই সীমাবদ্ধ নয়। এই বিষয়টা প্রযুক্তিপ্রেমী সব বাংলাদেশী কে জানাতে, বোঝাতে এবং ডেক্সটপ দুনিয়ায় লিনাক্স ভিত্তিক অপারেটিং সিস্টেমের বীরত্বপূর্ণ সাফল্য গাঁথার কিছু ইতিহাস সবার সামনে তুলে ধরার লক্ষ্যে ফাউন্ডেশন ফর ওপেন সোর্স সলিউশনস বাংলাদেশ (Foundation for Open Source Solutions Bangladesh) বা সংক্ষেপে এফওএসএস বাংলাদেশ (FOSS Bangladesh) এবছরে লিনাক্সের ২০ তম জন্মবার্ষিকীতে “লিনাক্স ডে – ২০১১” উদযাপন করতে যাচ্ছে। আপনি যদি প্রযুক্তিপ্রেমী হোন এবং লিনাক্স সম্পর্কে জানতে আগ্রহী থাকেন তো চলে আসুন আমাদের এ আয়োজনে।

আয়োজনের তারিখ ও সময়: ২৫ শে আগস্ট, ২০১১ইং, বৃস্পতিবার। সকাল ১০টা থেকে শুরু হবে এ আয়োজন।

আয়োজন স্থল: ছাত্র-শিক্ষক কেন্দ্র বা টিএসসি (লবি ও গেমস রুম), ঢাকা বিশ্ববিদ্যালয়।

আয়োজনের বিস্তারিত সূচী:

১। সকাল ১০টায় ব্যানার-ফেস্টুন সহ পদযাত্রা/শোভাযাত্রা শাহবাগের পাবলিক লাইব্রেরীর সামনে থেকে শুরু হয়ে, রাজু ভাস্কর্য, শহীদ মিনার হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি’র পাখি চত্বরে এসে শেষ হবে।
২। সকাল সাড়ে দশটা থেকে শুরু হয়ে দিনব্যাপী টিএসসির করিডোর আর লবিতে বিভিন্ন ধরনের লিনাক্স ডিস্ট্রোর ইতিহাস আর চিত্রসহ ডঙ্গল, ফেস্টুন, ব্যানার নিয়ে প্রদর্শনী চলবে এবং এ আয়োজন সবার জন্য উন্মুক্ত থাকবে।
৩। আরো থাকছে ওপেন সোর্স এবং লিনাক্স নিয়ে আমাদের এবং দেশী-বিদেশী বিভিন্ন সংগঠনের সেবামূলক কাজকর্মের ভিডিও চিত্র প্রদর্শনী, দিনব্যাপী।
৪। বিকাল ৪টা থেকে শুরু হবে আমন্ত্রিত অতিথি ও দশর্কদের মাঝে মত বিনিময় এবং আলোচনা অনুষ্ঠান।
৫। এছাড়াও আয়োজনস্থলে বিভিন্ন জনপ্রিয় লিনাক্স ডিস্ট্রোগুলোর পেনড্রাইভ বা পছন্দের মিডিয়াতে অথবা সিডি/ডিভিডিতে বিতরনের ব্যবস্থা থাকবে।

আপনাকে শুধু ছোট্ট এই কাজ করতে হবে অংশগ্রহনের আগে।অনেকের হয়তো মনে থাকবে না তাই আগেভাগেই মোবাইলে রিমাইন্ডার দিয়ে রাখুন। 😀

ফেসবুকের এই ইভেন্ট থেকে কপি মারা।

Level 0

আমি নিশাচর নাইম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 47 টি টিউন ও 1182 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

তেমন কিছু জানি না, কিছু জানলে তা অন্যদের শিখানোর চেষ্টা করি যতটুকু সম্ভব।জ্ঞান নিজের মাঝে সীমাবদ্ধ না রেখে সবার মাঝে ছড়িয়ে দেয়াই প্রকৃত সার্থকতা।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

vai ami linux theke ai site a dhukci, bangla likhte parteci na.
keu ki bolben kivave linux a bangla likhbo???

    @তৌহিদ: আপনি অভ্র ব্যবহার করে লিখতে পারেন।এজন্য প্রথমে এখান থেকে http://scim-avro.googlecode.com/files/scim-avro_0.0.2-1ubuntu9.10_i386.deb ডেভ ফাইলটি ডাউনলোড করে রাইট বাটন ক্লিক করে ইন্সটলার রান করে ইন্সটল প্যাকেজ এ ক্লিক করবেন।এরপর স্টার্ট মেনু থেকে টার্মিনাল ওপেন করে নিচের কোডটি লিখে এন্টার দিলে একটি পেইজ ওপেন হবে ওখান থেকে যত নাম্বারে স্কিম (scim) টি আছে সেটি সিলেক্ট করে দিয়ে এন্টার দিবেন।এরপর পিসি রিস্টার্ট দিলে অভ্র ফোনেটিক কিবোর্ড ডান কোনায় দেখতে পাবেন।এই ফোনেটিক চালুর জন্য Ctrl+Space চাপুন এবং পুনরায় ইংরেজীতে যাওয়ার জন্যও একইভাবে আবার চাপুন।

    এরপরেও কোন সমস্যা হলে এখানথেকে ঘুরে আসুন।

হেহে। সচলায়তনের ইমো মাইরা দিলেন যে! 🙂

আসলে আপনার সাথে দেখা হবে ভাইয়া ?

Level 0

মনে হচ্ছে LENUX ই USE করতে হবে।Windows 7 এর “windows explorer has stopped working” then “windows explorer is restarting” এরকম সমস্যার কারনে আর windows7 use করতে ইচ্ছা করছে না। কত কিছু করলাম তাও কিছু হয়না।

খুব আফসোস লাগতেছে আমি আসতে পারি নাই তাই। অফিস থেকে ছুটি আদায় করা খুব কষ্ট, তাই বিনীত অনুরোধ যদি সম্ভব হয় ছুটির দিনগুলোতে অনুষ্ঠান সূচি করবেন।

ঊন্ডোজ এক্সপি ই ভাল আমার, আজকে উবুন্তুতে ঢুকে মজিলায় google.com দিয়ে এন্টার দিলাম পেজ আসতে ২ মিনিট লাগছে। অথচ System Monitore এ 26-28 KIB using দেখাচ্ছে।
মজিলা কাটে দিলেও এই using টা দেখায়।
কেন ব্যাবহার করব লিনাক্স?? না আছে ভাল সফটওয়ার সাপোর্ট না আছে গেমস… 😀