শিখুন বেসিক Microsoft Office Access 2007 (পর্ব 2)

১ম টিউনটি দেখুন

টেলিভিশন অনুষ্ঠান এর মতো বলতে ইচ্ছে করছে “ আমাদের সাথে খাকার জন্য ধন্যবাদ।‍‍”

Microsoft Office Access 2007 program এ double click করলে প্রথম view এরকম। File Name টা আমাদের ইচ্ছে মতো দিব। Blank Database-Create আমরা ইচ্ছে করলে File Name এর পাশে ফোল্ডার চিহ্নিত স্থান থেকে ফোল্ডার এর লোকেশন Change করতে পারব।

First Look

যা হোক- Create এ Press করার পর আমরা মনে হয় Microsoft Office Access এর এ রূপ সুধা পান করছি।

Data Sheet view

Microsoft Office এর একটি অন্যতম বৈশিষ্ট্য হল প্রায় সবগুলোর Application এর Tab জমজ ভাই-বোনের মতো। যেমন: Home Tab, Insert Tab….. ইত্যাদি। সবগুলোর Function প্রায় একই।

Microsoft Office Access এর উপরের বাম কোনায় দেখতে পাচিছ View Button। View Button এর মাধ্যমে View Change করতে পারব। Microsoft Office Access এ আমরা দুই ধরনের view নিয়ে কাজ করব। Design view ও Datasheet view । Design view তে সকল প্রকার design করব। যেমন: কোন ব্যাক্তির নাম নম্বর না টেক্স? বলুন তো ....... মনে করি, আপনার নাম কাশিক্লান্ত। এটি বর্ণের সমষ্টি। তাই এটি টেক্স। আবার আপনার ক্লাসের রোল নং: ০৭। এই ০৭ হল সংখ্যা। ডিজাইন view তে আমরা কোনটি text বা কোনটি Number ইত্যাদী ডিজাইন নির্বাচন করব। Datasheet view তে আমরা ডাটা input দিব এবং Design অনুযায়ী দেখব। তো Design view তে যাবার জন্য আমরা এ view তে ক্লিক করব।

Click করুন (ভয় পাবেন না, এটা কামড় দিবে না।)

Save As (এটা পুরো ফাইটি সেভ করা নয়, বরং টেবিলটি কি নামে সেভ করবে না জানতে চাচেছ।)আমরা এ টেবিলের নাম দিলাম Student। টৈবিল হল ডেটাবেজ এর তথ্যভান্ডার। কারণ Microsoft Office Access সব তথ্য আমরা টেবিলে রাখতে হবে। আমরা মনে করি, আপনি একটি স্কুলের ডেটাবেজ দায়িত্বে নিয়োজিত। আপনাকে কোন বিষয়গুলোর ডাটা রাখতে হবে। চিন্তা করুন তো, চিন্তা করুন, চিন্তা করুন, চিন্তা করুন, .............................. চিন্তা করে আমাকে জানাবেন। অন্যকেও জানান।
ছোট বেলা থেকেই আমার একটি ভাল অভ্যাস ছিল ও আছে। তা হল বেশি সময় পড়তে ইচ্ছে করে না। ১০ মিনিট পড়াশুনা করলে আধাঘন্টা Rest, আযান দিলে rest, গল্পকরা বা আড্ডা মারা rest এর অন্তর্ভুক্ত নয়। আমার মত Student এর পাশ করা সহজ, ফেল করা কঠিন, ভাল রেজাল্ট করা ও কঠিন। ভালো থাকবে সবই।

Level 2

আমি িশহাব। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 58 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি শিহাব। গ্রাজুয়েশন শেষ করেছি।বিষয় ব্যবস্থাপনা। ভাল লাগে ঘুরতে। সবচেয়ে ভাল লেগেছে সুন্দরবন। এছাড়া আমি খেলতে খুব ভালবাসি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

valo hacche calai zan. abaro bolche minimum 15 ta tune cai. aneker moto a kahanei shesh korben na. Boro asha kore apner sathe thaklam.

    ভাই আমি আছি। কছ্ছপের কামড়।@theole2007:

শিখে মজা পাবো মনে হচ্ছে!! 😀 চালিয়ে যান ভাই, এক্সেস শিখতে চাই 😀

    পরামর্শ পেলে চালিয়ে যাব@মিহিদানা:

Level 0

দারুন শুরু করেছেন, আমি একটু একটু জানতাম কিন্তু সব ভুলে গেছি। আপনার সাহায্যে এবার মনে রাখবো।

    আপনি শিখুন অন্যকেও শিখান। @bisukgp: