MicroSoft Office Excel শিখতে নিয়ে নিন আমার তৈরি করা ১টি বই (কাজের বই)

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি।

MicroSoft Office Word পাবলিশ করার পর অনেকে বলেছে, হোছাইন ভাই বই টি অনেক সুন্দর হয়েছে আর যদি MicroSoft Office Excel বই টি শেয়ার করতেন এভাবে অনেকে ফেইসবুকে মেসেজ দিয়ে জানতে চেয়েছেন MicroSoft Office Excel বইটির কথা, তাই অনেক সময় নিয়ে আজ সময় পেয়ে বইটি সবার মাঝে শেয়ার করার জন্য টিটিতে আসা।

ইনশাআল্লাহ! বাকি MS Access, MS Power Point, Adove Photoshope, HTML, WordPress এর বইগুলো শেয়ার করব ।


আমরা অনেকেই মাইক্রোসফট এক্সেল সম্পর্কে জানি না ।

কম্পিউটার চালাতে, কোম্পানীতে চাকুরী করতে এবং বিভিন্ন রকম হিসাব নিকাশ রাখতে মাইক্রোসফট এক্সেল সমন্ধে জানা অতি প্রয়োজন । তাই বাংলা শিখুন।


Ms Excel Microsoft Office গ্রুপের একটি প্যাকেজ প্রোগ্রামঃ- গানিতিক, আর্থিক, বিজ্ঞানিক যাবতীয় ক্যালকুলেশনের সেরা প্রোগ্রাম হলো মাইক্রোসফট এক্সেল। গং ঊীপবষ দিয়ে চার্ট তৈরী করা, ডেটা সর্ট করা, ডেটা ফিল্টারিং করা, ফরম পূরন করে ডেটা এন্ট্রি করা, সাবটোটাল নির্ণয় করা, ভ্যালিডেশনের সাহায্যে ডেটা এন্ট্রি নিয়ন্ত্রন করা, টেবিলের সাহায্যে এক বা দুই চলক ডেটা টেবিল হিসাব করা, ডেটা কনসলিডেট করা, গোল সিকের সাহায্যে বিনিয়োগের লক্ষ্য মাত্রা নির্ধারন করা, ফাংশন ব্যবহার করে জটিল জটিল ক্যালকুলেশন করা, সিনারিও তৈরী করা,বেতন বিবরণী হিসাব করা, রেজাল্ট শীট তৈরী করা, কমিশন হিসাব করা, মজুরী নির্ণয় করা, পারসেনটিজ হিসাব করা,আয় কর হিসাব করা, ইত্যাদি গানিতিক কাজ এই এক্সেল দিয়ে দ্রুত করা যায়।


তাই আর দেরি কেন MS Word এ তৈরি করা ১৯ পেইজের ৫ মেগাবাইটের বইটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।

ভালো লাগলে টিউমেন্ট করতে ভুলবেন না, আজ এই পর্যন্ত।আল্লাহ হাফেজ।

Level 0

আমি হোছাইন আহম্মদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 485 টি টিউন ও 2510 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 14 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি হোছাইন আহম্মদ, কম্পিউটার ট্রেনিং সেন্টারে আছি শিক্ষক হিসাবে। ভালবাসি ব্লগিং, ডিজাইনিং এবং তথ্য প্রযুক্তি সম্পর্কিত যে কোন কিছু, খুবই সামান্য যা জানি শেয়ার করি এবং কিছু শেখার চেষ্টা করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

vai download link ta kaj kore na……

Level 0

vai download to hoi na

Level 0

ভাইরাস দিয়েন না।

    @মম: ভাইরাস দিতে যাবে কেন:) আপনাদের জন্য বই তৈরি করলাম আর বলেন ভাইরাস, ভালোর প্রতিদান এই হয়।

Level 0

link thik koren

আসসালামু আলাইকুম ভাই। কি ভাবে নতুন টিউনস করব তার link দিলে খুবই উপকার হত।

link eror

Thanks

Link Error

Level 2

Tutorial টা দেখলাম, ভালো হয়েছে। Excel beginner দের বেশ কাজে আসবে।

ভাই বইটা মিডিয়া ফায়ারে, ড্রপ বক্স বা আপি ইট যেকোনো একটাতে আপ্লোড করেন। সলিড ফাইলে ঢুকা যায় না। ফোর সেয়ার্ড থেকে ডাউলোড করতে হইলে একশ একটা ঝামেলা পার করতে হয়।

ভাল হয়েছে।

Level 0

হোছাইন ভাই, আমি এক্সেলে ফর্মূলা শিট টু শিট এবং ব্যাকআপ করতে চাচ্ছি, একটু হেল্প করবেন?

Dwnlod korlam, Dhonyobad

হোছাইন আহম্মদ ভাই আমি আপনার বই download করতে পারতেছি না।page শুধু block দেখায়। কি করতে পারি…………please help me