মাইক্রোসফট এক্সেল ২০১৩ বাংলা টিউটোরিয়াল – সম্পূর্ণ কোর্স একটি টিউনেই – কথা দিচ্ছি ট্রেনিং সেন্টারের থেকে বেশি শিখবেন

আপনাদের সামনে নিয়ে এলাম আরো একটি পরিপূর্ণ টিউটোরিয়ালের সিরিজ । মাত্র একটি টিউনেই আপনি মাইক্রোসফট অফিস এক্সেল ২০১৩ শিখতে পারবেন । তাউ আবার বাংলা ভাষায় । আপনার জানেন, মাইক্রোসফট অফিস এক্সেল হল একটি Spreedsheet সফটওয়ার । যে কোনো কাজে মাইক্রোসফট এক্সেল অপরিহার্য । এবং মাইক্রোসফট এক্সেল ২০১৩ হল অফিস প্যাকেজের চুরান্ত ভারসন অর্থাৎ সর্বশেষ ভার্সন ।

এর আগে আমি মাইক্রোসফট অফিস ওয়ার্ড ২০১৩ বাংলা টিউটোরিয়াল নিয়ে একটি টিউন করেছিলাম আপনারা দেখে আসতে পারেন ।

এই কোর্সটি সম্পূর্ণ ধারাবাহিক ভাবে করা হয়েছে । কোনো রকম স্টেপ জাম্প করা হয়নি । যারা নতুন কম্পিউটার শিখছেন তাদের জন্য এই কোর্সটি খুবই উপকারী কোর্স । এমনকি যারা কম্পিউটার জানেন অথবা মাইক্রোসফট এক্সেল জানেন তারাও এই কোর্সটি আরও একবার রিভিশন দিয়ে নিতে পারে । কারন এই কোর্সটিতে বেসিক লেবেল থেকে এডভান্স লেবেল পর্যন্ত স্টেপ বাই স্টেপ বর্ণনা করা হয়েছে ।

আমি কথা দিচ্ছি ট্রেনিং সেন্টারের থেকে বেশি শিখবেন

 

যারা এই কোর্সটি ভাল ভাবে follow করবেন, আমার মনেহয় তাদের আর কোনো কম্পিউটার ট্রেনিং সেন্টারে যেতে হবে না । এবং কম্পিউটার ট্রেনিং সেন্টারের থেকে ভালই শিখবেন । যাদের জানা রয়েছে তারা এই কোর্সটি ডাউনলোড করে রাখতে পারে । আর YouTube থেকে ভিডিও কিভাবে ডাউনলোড করতে হয় তা জানবার জন্য এখানে ক্লিক করুন

আর যাদের Microsoft Office 2013 Software টি নে তারা এই লিঙ্ক থেকে Download করে নিতে পারেন ।

  🙄 আসুন দেখে নিই এক নজরে, এই কোর্সটিতে কি কি রয়েছে 🙄

মোট ১৬ টি Lesson রয়েছে এবং ১৭ টি ভিডিও রয়েছে ।
সম্পূর্ণ কোর্সটি বাংলা ভাষায় ।
সম্পূর্ণ টিউটোরিয়ালটি HD Formate রেকর্ড করা হয়েছে ।
Latest Version software ব্যবহার করা হয়েছে ।

সমস্ত Function details এ বোঝানো হয়েছে

চলুন তাহলে দেখে আসি, কোর্সটি কি রকম করা হয়েছে । সম্পূর্ণ কোর্সটি YouTube এ দেখার জন্য এখানে ক্লিক করুন

আর যারা Download করতে চান তারা এই লিঙ্ক থেকে জেনেনিন কিভাবে YouTube থেকে Video download করতে হয়

ধন্যবাদ !

Level 0

আমি Biswajit Das। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 73 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Hi, This is Biswajit. I hope, I'll give 2 TT sweet sweet tunes.


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

প্রিয়তে রাখলাম

ধন্যবাদ। আমি ইউটিউব থেকে আপনাকর লিস্টকে সেইভ করে নিয়েছি। যদিও আমি অফিস প্রোগ্রাম জানি, তবে আপনার লিস্টটা আমার ভালো লাগছে।

ধন্যবাদ ভাই। এই টিউনটিই খুঁজছিলাম।

DADA, ms powerpoint 2013 tutorial korun. apnk onek dhonnobad.