সংগ্রহে রাখুন কিছু প্রয়োজনীয় MS Word কী বোর্ড শর্ট কাট

বন্ধুরা আবার ফিরে এলাম কিছু নিত্য প্রয়োজনীয় MS Word কী বোর্ড শর্ট কাট নিয়ে যা MS Word এর কাজকে গতিশীল করে তুলবে তাতে কোন সন্দেহ নাই । শুধু MS Word এ নয় কম্পিউটারের যে কোন ক্ষেত্রে দ্রুত কাজ করার জন্য কী বোর্ড শর্ট কাট অতি প্রয়োজন । কারণ মাউস ব্যবহার করে যে কাজটি করতে ৫ মিনিট সময় লাগে কী বোর্ড শর্ট কাট জানা থাকলে আমার মনে হয় ৩ মিনিটেই সে কাজটি করা সম্ভব । আপনারা কি বলেন ? তাই MS Word এ  ব্যবরিত অতিব  প্রয়োজনীয় কিছু কী বোর্ড শর্ট কাট আপনাদের সামনে তুলে ধরলাম ঃ-

১) Ctrl + N ঃ- MS Word এ নতুন একটি ডকুমেন্ট আনার জন্য ব্যবহার হয় ।

২) Ctri + Enter ঃ MS Word এ নতুন একটি পেজ আনার জন্য ব্যবহার হয় ।

৩) Ctrl + W ঃ- MS Word এর কোন ডকুমেন্ট কে ক্লোজ করার জন্য ব্যবহার হয় ।

৪) Ctrl + S ঃ- MS Word এর কোন ডকুমেন্ট সংরক্ষন (Save) করে  রাখার জন্য ব্যবহার হয় ।

৫) Ctrl + Shift + S ঃ- MS Word এ Save As কমান্ডের জন্য ব্যবহার হয় , আর Save As কমান্ডটি পূর্বেই Save করা কোন ডকুমেন্টকে পূনরায় অন্য জায়গায় বা অন্য নামে Save করার কাজে ব্যবহার করা হয় ।

৬) Ctrl + O ঃ- MS Word এ Save করা কোন ডকুমেন্টকে ওপেন করার জন্য ব্যবহার করা হয় ।

৭) Ctrl + C ঃ- MS Word এর কোন লেখা অন্য কোন জায়গায় নেওয়ার জন্য (Copy) ব্যবহার করা হয়, অবশ্যই সে লেখা সিলেক্ট করে নিতে হবে ।

৮) Ctrl + X ঃ- MS Word এর কোন লেখা এক জায়গা থেকে মুছে  অন্য জায়গায় নেওয়ার জন্য (cut) ব্যবহার করা হয়, অবশ্যই সে লেখা সিলেক্ট করে নিতে হবে ।

৯) Ctrl + V ঃ- MS Word এর কোন লেখা Copy অথবা Cut করে অন্য জায়গায় রাখার জন্য ব্যবহার করা হয় ।

১০) Ctrl + P ঃ- MS Word এর কোন ডকুমেন্ট প্রিন্ট করার জন্য ব্যবহার করা হয় ।

১১) Ctrl + Z ঃ- MS Word এ ডিলেট হওয়া কোন লেখা পূনরায় ফিরিয়ে আনার জন্য ব্যবহার করা হয় ।

১২) Ctrl + F ঃ- MS Word এ লিখিত কোন অক্ষর বা শব্দ খুজে বের করার জন্য ব্যবহার করা হয় ।

১৩)   Ctrl + H ঃ- MS Word এর লিখিত কোন অক্ষর বা শব্দ কে অন্য কোন অক্ষর বা শব্দ দ্বারা পরিবর্তন করার জন্য ব্যবহার করা হয় ।

১৪) Ctrl + G ঃ- MS Word এর নির্দিষ্ট কোন পেজে যাওয়ার জন্য ব্যবহার করা হয় ।

১৫) Ctrl + B ঃ- MS Word এর কোন লেখা বোল্ড করার জন্য ব্যবহার করা হয় ।

১৬) Ctrl + U ঃ- MS Word এর কোন লেখার নিচে আন্ডার লাইন দেওয়ার জন্য ব্যবহার করা হয় ।

১৭) Ctrl + I ঃ- MS Word এর কোন লেখা বাকা ভাবে উপস্থাপন করার জন্য ব্যবহার করা হয় ।

১৮) Ctrl + A ঃ- MS Word এ ওপেন করা কোন ডকুমেন্টের সকল লেখা একবারে সিলেক্ট করা জন্য ব্যবহার করা হয় ।

১৯) Ctrl + L ঃ- MS Word এ বাম পাশ থেকে লেখা শুরু করার জন্য ব্যবহার করা হয় ।

২০) Ctrl + E  ঃ- MS Word এ মাঝখান থেকে লেখা শুরু করার জন্য ব্যবহার করা হয় ।

২১) Ctrl + R ঃ- MS Word এ ডান পাশ থেকে লেখা শুরু করার জন্য ব্যবহার করা হয় ।

২২) Ctrl + J ঃ- MS Word এর লেখা গুলোকে উভয় পাশে সমান করার জন্য ব্যবহার করা হয় ।

২৩) Ctrl + D ঃ- MS Word এ ফন্ট অপ্সহন আনার জন্য ব্যবহার করা হয় ।

২৪) Ctrl + [ ঃ- MS Word এ ফন্ট ছোট করার জন্য ব্যবহার করা হয় ।

২৫) Ctrl + ] ঃ- MS Word এ ফন্ট ছোট করার জন্য ব্যবহার করা হয় ।

২৬) Ctrl and Shift and Plus ঃ-MS Word এ একটি অক্ষর এর উপরে অন্য একটি অক্ষর লিখার জন্য ব্যবহার করা হয় ।

২৭) Ctrl and Plus ঃ- MS Word এ একটি অক্ষর এর নিচে অন্য একটি অক্ষর লিখার জন্য ব্যবহার করা হয় ।

২৮) Alt + E ঃ- MS Word এ Envelopes এর অপশন আনার জন্য ব্যবহার করা হয় ।

২৯) Alt + H ঃ- MS Word এ Alt কী চেপে রেখে H দুই বার চাপলে  Fill Color এর অপশন আসবে ।

৩০) Alt + F4 ঃ- MS Word থেকে বের হয়ে যাওয়ার জন্য ব্যবহার করা হয় ।

বিঃ দ্রঃ – উপরল্লেখিত কীবোর্ড কমান্ড গুলো শুধু মাত্র MS Word এর ক্ষেত্রে প্রযোয্য তা কিন্তু নয়,

আজ এ পর্যন্ত আবার দেখা হবে পরের টিউনে এই আশা বাদ ব্যক্ত করে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ ।

পোষ্টটি প্রথম প্রকাশিত  এখানে

সোজন্যে ঃ টেকটুইট ২৪ ডট কম

Level 0

আমি কবির হুসাইন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 107 টি টিউন ও 57 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস