“Default Game Cannot Be Updated” প্রব্লেম সল্ভড…!!!

সবাই কেমন আছেন? আজ অনেকদিন পর নতুন আরেকটি টিউন লিখতে বসলাম। আশা করি ভাল লাগবে। আমরা অনেকেই চায়না মোবাইল (symphony, micromax, zte) ইত্যাদি ইউজ করে থাকি যাতে অপেরা মিনি বিল্ট ইন দেয়া থাকে। এই ডিফল্ট অ্যাপ্লিকেশন গুলো মুছা যায় না। ফলে আমরা যখন এগুলোর আপডেট ভার্সন ইন্সটল করতে যাই তখন এই এরর মেসেজটি দেখায়, "Default Game Cannot Be Updated"। তাই আমরা অপেরা মিনি বা ইবাডি ইত্যাদি অ্যাপ্লকেশনের আপডেট ভার্সন ইউজ করতে পারি না। তাই এখন আমি দেখাব কিভাবে এই ডিফল্ট বিল্টইন অ্যাপ্লিকেশন গুলো না মুছেই এর আপডেট ভার্সন ইনস্টল করা যায়। আমি এখানে অপেরা মিনি ৬.৫ ভার্সনটি ইনস্টল করা দেখাব।

স্টেপসমূহঃ

১. প্রথমে পিসি থেকে mini.opera.com লিঙ্ক এ গিয়ে অপেরা মিনির ৬.৫ ভার্সনটি ডেস্কটপে ডাউনলোড করে নিন।

২. এবার ডেস্কটপে থাকা "opera-mini-6.5.26955-advanced-en-us.jar" ফাইলের উপর রাইট ক্লিক করে ওপেন উইথ winrar সিলেক্ট করুন বা ফাইলটি winrar দিয়ে ওপেন করুন।

৩. winrar এ jar ফাইলটি ওপেন করে "META-INF" ফোল্ডারে গিয়ে "MANIFEST.MF" ফাইলটি ডেস্কটপে এক্সট্রাক্ট করুন।

৪. এবার winrar মিনিমাইজ করে ডেক্সটপে থাকা "META-INF" ফোল্ডারে গিয়ে "MANIFEST.MF" ফাইলটি নোটপ্যাডে ওপেন করুন।

৫. এখানে প্রথম লাইনে "Midlet-Name: Opera Mini" দেয়া আছে। এখানে "Opera Mini" এর জায়গায় অন্য কোন নাম বা "Opera Mini Browser" দিন।

৬. তাহলে লাইনটি দেখতে এরকম হবেঃ Midlet-Name: Opera Mini Browser

৭. এবার ফাইলটি সেইভ করে বের হয়ে আসুন।

৮. এবার winrar এ "META-INF" ফোল্ডারে গিয়ে এখানে সদ্য change করা "MANIFEST.MF" ফাইলটি ড্রাগ করে এনে ছেড়ে দিন এবং ওভাররাইট করুন।

৯. ব্যাস হয়ে গেল...!!! এবার jar ফাইলটি মোবাইলের মেমরি কার্ডে নিয়ে মোবাইল থেকে ইনস্টল করুন।

আপনাদের সুবিধার্থে কিছু স্ক্রিনশট দিলামঃ

এভাবে আপনি যেকোন গেইম বা অ্যাপ্লিকেশনের নাম চেইঞ্জ করে আপডেট করতে পারবেন।

আপনাদের সুবিধার্থে আমি অপেরা মিনি ৬.৫ এর Changed ভার্সনটা আপলোড করে দিলামঃ http://www.mediafire.com/?if5yk0k2r6h5f4e

আজ এই পর্যন্তই, এই টিউন আগে প্রকাশিত হয়েছে কিনা জানিনা। ভাল লাগলে বা কোন সমস্যা হলে কমেন্ট করবেন।

Level 0

আমি ওয়াহিদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 178 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাল পোস্ট। ধন্যবাদ।

@Mashriqus…..apnake o dhonnobad.

Level 0

vhaia menifest.mf file edit korar por drag kore chere dile ager ta replace hoy na.notun kore areo ekta add hoy.tai ager ta kete dilam and amar edit korata rakhlam.kintu install korte gele bolse jar file courupt.ki korte pari ekhon? pls janaben. janie rakhi ami nimbuzz aps ta edit korar chesta koresilam.

ভাই আপনি কি winrar দিয়ে ওপেন করেছেন? কাজ না হওয়ার তো কথা না…!! আপনি কোন ব্রান্ডের মোবাইল ইউজ করছেন? যাই হোক আমি নিমবাজ ৩.২.০ এর mod ভার্সনটা এখানে আপলোড করে দিলাম, দেখুন কাজ হয় কিনাঃ
http://www.mediafire.com/?a52dfmo7n2bwnfw

@@@@ অবুঝ ছেলে…

Level 0

ami symphony FT15 handset use korsi.ami winzip die open koresilam.vaia ami winrar die try kore apnake janacchi.jodi apnar dea ei system tai”Default Game Cannot Be Updated” kaz hoii tahole amar onek upokar hoy.r nimbuzz mod er jonno onek thanks..

still showing “does not have the permission it requires” @ Symphony FT30

Level 0

i did almost the same in a different way. but thanks for sharing. অন্যদের কাজে লাগবে

Tunes korar jonno dhonno add . . . . . 3 yr age thake use kortese 😐 ai soft ta thake nimbuzz ar chat room a duka jay nd admin owenar powar ow kata jay 😀

commen vul hole dlt dibo kemne? Sry amar uparer commen ta vul past korte jay vul hoye gase