আমার দেখা সবচেয়ে দুর্দান্ত Nokia s60v5 কাস্টমাইজড ফারমওয়্যার “Skyfire Belle 2.1”

হাজির হয়েছি আপনাদের সামনে নকিয়া সিম্বিয়ান s60v5 অপারেটিং সিস্টেম চালিত হ্যান্ডসেট গুলোর জন্যে তৈরী করা একটি দুর্দান্ত কাস্টম ফারমওয়্যার “Skyfire Belle v2.1” নিয়ে। প্রথমেই বলা প্রয়োজন কাস্টম ফারমওয়্যার কি ? কাস্টম ফারমওয়্যার হচ্ছে নকিয়া এক্সপারটদের তৈরিকৃত নকিয়া অরিজিনাল ফারমঅয়্যার এর মডিফাইড ভার্সন। সিম্বিয়ান এক্সপার্টরা অরিজিনাল ফারমওয়্যার এর বেশ কিছু বাগ ফিক্সিং ও কিছু টুইক করে তৈরী করেন এই কাস্টমাইজড ফারমওয়্যার গুলো। আসলে এ কাস্টম ফারমওয়্যার এর ব্যাপারে তেমন কিছু বলার আসলে তেমন প্রয়োজন ও থাকছেনা সাইফুল ইসলাম ভাই এর টিউনের পর (সাইফুল ইসলাম ভাই এর টিউন এর লিঙ্কঃ  ) , আমার এই টিউনটির উদ্দেশ্য হচ্ছে শুধুমাত্র “skyfire Belle v2.1” এর কিছু স্পেসিফিকেশন শেয়ার করা। আর এ শেয়ার করাটাও আমার এই ফারমওয়ার এর উপর মুগ্ধতা থেকেই।

কাজের কথায় আসা যাক, skyfire belle v2.1 এর প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এটা দ্রুতগতি সম্পন্ন এবং এর দুর্দান্ত  ইউজার ইন্টারফেস।

 এতে আছে ফাস্ট গ্যালারী সারচিং সুবিধা- অর্থাৎ ইমেজ গ্যালারী লোড হবে খুব দ্রুত। আর ছবি গুলো মার্ক ও করা যাবে খুব সহজে ।

তাছাড়া যে কোন সিস ফাইল ইন্সটল করা যাবে সারটিফিকেট এরর ছাড়াই, তাই ইউজারকে free signer  ব্যাবহার করা বা ফোন হ্যাকিং এর কোনরুপ ঝামেলা পোহাতে হবেনা।

র‍্যামের সীমাবদ্ধতা থেকেও কিছুটা মুক্তি পাওয়া যাচ্ছে কারন এতে heap size আর system cache বাড়ানো আছে। ফলে আপনি ইন্টারনেট ব্রাউসিং ও করতে পারবেন আগের চে একসাথে অনেক পেজ ওপেন রেখে।

আপনার ফোন মেমরীর প্রায় ৬০ মেঃবাঃ জায়গা খালি পাবেন।

ডিফল্ট ব্রাউজার এও আনা হয়েছে ব্যাপক পরিবর্তন। আপনি HTML 5 পেজ ও লোড করতে পারবেন এতে। আর ডাউনলোড করতে পারবেন রিজিউম সাপোরট সহ।

নোকিয়া ফোনের সবচেয়ে বিরক্তিকর ব্যাপারটা হচ্ছে এর স্লো ডিস্প্লে অটো-রোটেটিং। তবে এ ফারমওয়্যার এ আপনি রোটেশন স্পিড দেখে আসলেই মুগ্ধ হবেন।

মিঊজিক প্লেয়ার এ সূধুমাত্র music ফোল্ডার এর গান ই প্লে-লিস্টেড হবে, রিং টোন আসবে না।আর গ্যালারীতেও শুধু ক্যামেরা ফোল্ডার থেকে ছবি দেখাবে, অন্য কোন হিডেন ছবি দেখাবে না।

তাছাড়াও এতে প্রিলোডেড হিসেবে আছে Message Reader, Memory check, KillMe, Zip Drawing ইত্যাদি জনপ্রিয় সফটওয়্যার।

এছাড়াও পাবেন আরো হাজারটা টুইক এতে। আর আমি হলফ করে বলতে পারি আপনি কখনই আগের ফার্মওয়্যার এ ফিরে যেতে চাইবেননা একবার যদি কাস্টম ফার্মওয়্যার এ মজা পেয়ে যান।

আর আমার প্রথম টিউন সাপেক্ষেই হোক, অথবা ফারমোয়ার এর গুনেই হোক- যদি আপনার এই ফার্মওয়্যার ভাল লেগে থাকে তাহলে ডাউনলোড করে দেখতে পারেন। ডাউনলোড লিঙ্কঃ

নোকিয়া 5530 Xpress Music:

Core (v40):                  http://www.mediafire.com/?ohia63tk8dkdpqc

ROFS+uda :                  http://www.mediafire.com/?1os41x9y42uai5e

নোকিয়া 5800 Xpress Music:

Core (v60.0.003):    http://www.mediafire.com/?qc7p6ntvgfkwurd

ROFS+uda :                  http://www.mediafire.com/?z0w2vgwz599ezfl

নোকিয়া 5233:

Core (V51.1.002):     http://www.mediafire.com/?3b5dpu7iqdr216k

ROFS uda :                    http://www.mediafire.com/?m7mvmhfamwft4gg

নোকিয়া X6:

Core (v40):                  http://www.mediafire.com/?ka48993czvl5a45

ROFS2+UDA:             http://www.mediafire.com/?8f7y15z0hoex2t3

নোকিয়া 5230:

Core (v51.6.002):   http://www.mediafire.com/?pmv59orrdj3esdi

ROFS+uda :                http://www.mediafire.com/?ocf815j4si0c9bu

(বিঃ দ্রঃ লিঙ্ক গুলো forum.dailymobile.se থেকে সরাসরি কাট পেস্ট করা, তাই কমেন্ট এ আমাকে দুষা যাবেনা কিন্তু এ ব্যাপারে)

আর কিভাবে আপনার সেটে কাস্টমাইজড ফার্মওয়্যার ইন্সটল করবেন তা দেখতে সাইফুল ইসলাম ভাই এর টিউন পাবেনঃ https://www.techtunes.io/mobileo/tune-id/84586

JAF P-Key Emulator টাও দিয়ে দিলাম ( courtesy সাইফুল ভাই)

http://dl.dropbox.com/u/19438807/For%20Computer/J.A.F.With.P-Key.Emulator.By.Saiful.zip

Level 0

আমি সশরীরে অশরীরী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 90 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

প্রযুক্তি হোক মানুষের কল্যানে......... জীবন ধ্বংসে নয়.........।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই আমারটা নোকিয়া 5233:

Core (V51.1.001)
এটাতে কি চালানো যাবে??

ফাইল মিসিং দেখায়

Level 0

ভাই আমারটা নোকিয়া X6-00 16GB RM-559 core(v32) এটাতে কি চালানো যাবে??

amar N8 hobe na???

আমার নোকিয়া ৫৮০০ আরএম ৩৫৬ v 60.0.003c01.01 আপনার দেওয়া ওই দুটা দিয়ে কি হবে ?

আমার নোকিয়া N97 (32gb) আরএম 505 দিয়ে কি হবে ?

@আবু নাসির রাজন শেখ: নকিয়া এন-৯৭ এর জন্য কোন রিলিজ আসেনাই

nokia x5-01 , hoba ki??

Level 0

After installing “Skyfire Belle 2.1”
i cant use my phone as Standard Modem Over Bluetooth Link.
when i connect my phone with my pc it gets connected but the modem driver is not installing

Nokia 5230
RM-588

need a solution
or help me about re installing original nokia firmware. please help

Level 0

ROFS+uda ki??

Level 0

amar mobile nokia c5-03 hobe ki?

Level 0

dhur dwnload link a clik korle page faka dekhay! :s

Level 2

ভাইরে আমারটা নোকিয়া 5233। কিন্তু কাস্টম ফারমওয়্যার ইনস্টল করতে ভয় লাগে। পরে যদি সেট ডেড হয়ে যায়।

amar nokia 5233 RM-625, eta Diya flash hoyna, file missing or corrupted show kore, then ami photon c6-06 rofs2 file ta download kore apnar deya core file use kore flash koresi. But tahole apnar rofs2 file ta te ki problem? Amk valo 1ta rofs2 file den plz.

    @mdmonwar.mono: বস, এখন skyfire belle অনেক পুরনো হয়ে গেছে। তাই ডাউনলোড না করার জন্য অনুরোধ করছি। আমি এখন নিজেই কাস্টমাইজড ফারমোয়ার তৈরি করার চেস্টায় আছি। কিছুদিন ধৈর্য ধরেন , আমি নতুন ফার্মওয়্যার বানিয়ে টিউন করব। আশা করি আমার বানানো ফার্মওয়ার সবার ভাল লাগবে। ধন্যবাদ।

Level 0

নোকিয়া 5800 Xpress Music:

Core (v60.0.003): http://www.mediafire.com/?qc7p6ntvgfkwurd

ROFS+uda : http://www.mediafire.com/?z0w2vgwz599ezfl

ROFS+uda : এটা download করেছি কিন্তু Core (v60.0.003) : এটা mediafire থেকে delete হয়ে গেছে । আর একবার upload করবেন দয়া করে বা link টা দেবেন ???

Level 0

peye gechi vai dorkar nei..