আপনার সিমবিয়ান ফোনে যোগ করুন ভিন্ন ধাচের পাং পুং ষ্টাইল !

আমার পূর্ববর্তী টিউনগুলির কারণে আপনারা হয়ত এখন সবাই কাষ্টম ফ্রার্মওয়্যার ইনস্টল করার হাফেজ হয়ে গেছেন ! তাই নতুন কোন কাষ্টম ফার্মওয়্যার পেলেই সেগুলি ইনস্টল করে ফেলেন। কারণ কাষ্টম ফার্মওয়্যার ছাড়া মোবাইল ব্যবহার করে মজা নাই। যাহোক কাষ্টম ফার্মওয়্যারের কল্যানে অলরেডি বিল্ট-ইন ভাবে অনেক পাং পুং ষ্টাইল থাকে।

কিন্তু আফসোস ! যে, এখনো অনেকেই তাদের মোবাইলে কাষ্টম ফার্মওয়্যার ইন্সটল করার সাহস পান না। তাই বলে কি তারা তাদের ফোনে একটু ষ্টাইল যোগ করবেনা? অবশ্যই করবে !

আজকে আমি আপনাদের সিমবিয়ান S60 V3, V5, S^3, Anna এবং Belle এর জন্য স্লাইড থিম ইফেক্ট সেয়ার করব। থিম ইফেক্টটি আমার কাছে অসাধারণ লেগেছে ! ষ্টাইলটি কেমন জানার জন্য নিচের ভিডিওটি দেখুন। কারণ এটি লিখে বর্ণনা করা সম্ভব নয় 😉

কি? কেমন লাগল?

আসুন এখন ইনস্টল করিঃ

ইন্সটল করার আগে নিচের নিশ্চিত হউন আপনার ফোনটিতে এটি ইন্সটল করা যাবে কিনা?

রিকুয়ারমেন্টঃ

১। ফোন হ্যাক করা থাকতে হবে

২। ফোনের মধ্যে Rompatcher নামক এপ্লিকেশনটি ইন্সটল থাকতে হবে (হ্যাকড ফোনে এই এপ্লিকেশনটি ইনস্টল করা থাকে)

৩। ফোনে X-Plore নামক সফটওয়্যারটি থাকতে হবে (ডাউনলোড লিংক)

ইনস্টলেশনঃ

১। প্রথমে এখানে ক্লিক করে ফাইলটি ডাউনলোড করে নিন।

২। ডাউনলোডকৃত .zip ফাইলটি 7zip বা Winrar এর সাহায্যে এক্সট্রাক্স করুন

৩। ফোল্ডারটি আপনার মেমোরী কার্ডে কপি করুন।

৪। C2Z Maker সফটওয়্যাটি আপনার ফোনে ইন্সটল করুন।

৫। ইন্সটল শেষে সফটওয়্যারটি চালু করুন এবং অপশন থেকে Co3AaTb c2z.rmp সিলেক্ট করুন।

৬। সফটওয়্যারটি থেকে বেরিয়ে এসে X-Plore চালু করুন এবং আপনার মেমোরী কার্ড অর্থাৎ E ড্রাইভ থেকে C2Z.rmp ফাইলটি কপি করুন এবং ফোন মেমোরীরর অর্থাৎ C ডাইভে Patchs ফোল্ডারে পেষ্ট করুন। C ড্রাইভে Patchs ফোল্ডার না পেলে মোমোরী কার্ডে দেখুন।

৭। এবার ডাউনলোডকৃত ফোল্ডারটি হতে EFFECTS নামক ফোল্ডারটি কপি করে C ড্রাইভের Resource ফোল্ডারে পেষ্ট করুন

৮। এবার X-Plore থেকে বেরিয়ে এসে আপনার Rompatcher এপ্লিকেশনটি চালু করুন এবং C2Z প্যাচটি এপ্লাই করে Auto তে নিন। Rompatcher ক্লোজ করুন

৯। এবার আপনার ফোনের Settings > Themes > General > Options > Themes Effects > ON করে দিন।

৯। ব্যাস ! এবার ফোন ব্রাউজ করুন। আর দেখুন মজা !

১০। কাজ না করলে ফোনটা একবার রিষ্টাট দিয়ে দেখতে পারেন। তবুও না হলে পূণরায় পুরো প্রসেসটি আবার ফলো করুন।

ভাল থাকুন

Level 2

আমি সাইফুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 185 টি টিউন ও 3440 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

টপটিউনার হতে ‍চাই !


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 3

আমার টা জাভা ফোন । তাই মজা বুঝলাম না

Level 0

authorize download lika ute. Download korte parchi na.

nokia c5 e hobe vai?

Level 0

Awesome hoise vaia…. Bt 2mi 1ta vul kotha bolso……. Amar nokia 5630xp phon a software ta kaj kore…… Vaia tomr kase 5233 phon ar jonno spb software ase? Crack kora.

    @md.rudro: আমি S60 V3 তে কখনো ট্রাই করিনাই তাই ওটার কথা লিখিনি। কাজ করলে ভালোই !

    আর SPB সফটওয়্যাটি নিয়ে টেকটিউনস এ বেশ কয়েকটি টিউন হয়েছে আপনি একটু খুজে দেখুন পেয়ে যাবেন ইনশাআল্লাহ ! 🙂

Eai ta ki sudu touch mobile er jonno naki keypad mobile ao hobe?????????????????

C ড্রাইভের Resource ফোল্ডারে পেষ্ট করার পর লিখা আসে Can’t create dir:
তারপর আর কপি হয় না। এখন তাহলে কি করতে পারি?

Level 0

vaiya, Symbian s60v3 er jonno ekta cfw downloader link den

আমার PC তে তো ভিডিওটাই চালু হয় না।

    @ছালাউদ্দিন মজুমদার (মাসুদ): আপনি ফায়ারফক্স ব্যবহারকারী এবং IDM ব্যবহার করলে এই সমস্যা হতে পারে। আপনি Add-ons থেকে IDMCC এক্সটেনশনটা ডিজাবল করে দিয়ে দেখতে পারেন। দেখা শেষ হলে পূণরায় এক্টিভ করে দিবেন।

আমার মোবাইলে কাজ করে কিন্তু সমস্যা হচ্ছে C2Z patch apply করার পর unsigned software গুলো install করা যাচ্ছে না। সাইফুল ভাই এই সমস্যার কি কোনো সমাধান আসে?? আমার মোবাইল এর মডেল নম্বর হচ্ছে Nokia 5233.

Level 0

ধন্যবাদ। এরকম আর কিছু থাকলে share করুন।

Level 0

hasan vai extract korte hobe. C drive a. Ar hmmmm ai software ta v3 and v5 a working. Amar kase v3 and v5 phon ase. Vaia karo kase nokia 5233 phon ar SPB Software crack vartion ase?

অচাম চালা। 😀 পুং পাং কাম করতাচে । 😀 😀
ধইন্যা +++ 😀 😀
মোবাইলঃ 5233 Nokia

ROM Patcher থেকে Install Server Rp+ এবং Open4All RP+ Patches দুটি option>All patches>Apply করে তারপর copy করেন তাহলে হবে……… @হাসান যোবায়ের

saiful VAI::::::::: themes option a kono effect name option ase nai r baki sobe thik hoise rom patchs a right chinno asse… Taile prob koi???

আদিমকালের মুপাইল চালাই, ঔটা কুন অপারেটিং সিস্টেমে চলে সেইটাই কইতে পারি না; পাং পুং ইষ্টাইল দেখুম ক্যামতে? 😥 🙁

সাইফুল তো দেখি ভালই পাং পুং শিখছ 😉 ..

কাজ হইছে। সবাইকে ধন্যবাদ আমাকে সাহায্য করার জন্য।
সাইফুল মুড়ি খায় ঘুমাইয়া ঘুমাইয়া। 😛

সিম্বিয়ান ভাই, হেল্প করুন, আমার Nokia 5233 ডেড হয়ে গেছে।
pls pls pls help me.

আমার Nokia 5233 তে ফ্লাস দিতে গিয়ে ডেড হয়ে গেছে।

টেকটিউনস এ একটা CFW পেয়ে ইচ্ছা হল ফ্লাশ দেই।

my firmware was RM625_50.1.001

প্রথমে আমি jaf দিয়ে CFW দিয়ে ফ্লাশ দিলাম।
but CFW was corrupted and not flashed.

তাই আমি jaf দিয়ে ওরিজিনাল FW দিয়ে ফ্লাশ দিলাম।
firmware was rm-625 v 40.1.3, এটা সংগ্রহে ছিল।
সবকিছুই ঠিক ছিল।
ফ্লাশ হল।
pooling হল।
কিন্তু সেট রিস্টাট নিল না আর।
on করতেও পারলাম না আর।
vibration হয়ে unresponsive থাকে।

পরে phoenix দিয়ে ফ্লাশ দিলাম।
এখানেও একই।
সবকিছুই ঠিক ছিল।
ফ্লাশ হল।
pooling হল।
কিন্তু সেট রিস্টাট নিল না আর।
on করতেও পারলাম না আর।
vibration হয়ে unresponsive থাকে।

তারপর ২০ বারের মত ফ্লাস দেয়া হয়ে গেছে।
ফার্ম ওয়ার change করলাম।
কিনতু একই ফলাফল।

আমি এর আগে এই সেট টিকে Phoenix দিয়ে successfully flash করেছিলাম।

এখন কোন ভাবেই পারছিনা কিছু করতে।
আমার মন খুব খারাপ।
সিমবিআন সাইফ ভাই… কিছু করার আছে আমার? প্লিজ হেল্প করেন আমাকে।

    @nurul afsar: লক্ষ্য করুন আপনার ফোনের আগের ফার্মওয়্যারের ভার্সন ছিল 50.1.001 আর আপনি পরবর্তীতে 40.1.3 ভার্সনের ফাইল দিয়ে ফ্লাস দেওয়ার চেষ্টা করেছেন অর্থাৎ আপনি আপনার ফোনকে ডাউনগ্রেড করার চেষ্টা করেছেন তাই Polling Phone এ গিয়ে আটকে যাচ্ছে। এটি গুরুতর কোন সমস্যা নয় তাই একদম টেনশন নেয়ার প্রয়োজন নেই। আপনি নাভিফ্রেম দিয়ে আপনার ফোনের জন্য 50.1.001 ভার্সনের ফার্মওয়্যারটি ডাউনলোড করে ফোন ফ্লাস করুন। আশা করি ঠিক হয়ে যাবে। 🙂

Level 0

@সাইফুল ইসলাম..EFFECTS নামক ফোল্ডারটি কপি করে C ড্রাইভের Resource ফোল্ডারে পেষ্ট হচ্ছেনা…কি করবো???????

    @numaan: আপনার Rompatcher থেকে Open4All প্যাচটি অপ্লাই করুন। তারপর চেষ্টা করুন।

awesome vaia….:)

vaia apnar akta help dorkar…….

Apnar cfw er method ta dekhe flash dite iccha holo….bt cfw core download er link theke download korte gia link broken pelam……to core onno site theke download dilam…..jaf a green light ashtese na……bole ini not found …..so flash deoar file gulor link jodi aktu dite …..pls…….

    @Rahman Maksudur: ফ্লাস ফাইলগুলাতে সমস্যা আছে তাহলে। অপেক্ষা করুন কাষ্টম ফামওয়্যার নিয়ে আরেকটি টিউন আসছে।

Level 0

Help me! Help me! KERN EXEC 3 pr0blem in my s60v5. My ph0ne is hake already. S0 h0w i rem0ve that. When i play any apps thene kern exec3 st0p that apps. [may i get ur fb id]. Plz must be help me. Its murgi

Level 0

via ami unsign software gulo sis editor diye sign kore install kori.apnar deya software ta o ki avabe install korte parbo?

Level 0

mem0ry card khule hard f0rmet dile h0be? Ar mem0ry f0rmet k0rte parb0na. H0be t0?

    @murgi89.6: হবে। তবে মেমোরী কার্ড থেকে System, Resource, Sys ফোল্ডারগুলি ডিলিট করে দিতে হবে।

vi hoy na