মোবাইল রিভিউ, ইনসাইড ভিউ [পর্ব-০১] :: Nokia 5530

সালাম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। বর্তমানে মোবাইল ব্যাবহার করে না এমন লোক পাওয়া দুষ্কর! কিন্ত মোবাইল কিনার পর দেখা যায় নানা সমস্যা আছে মোবাইলে। ক্যামেরা ভালো নাহ, Wifi কাজ করে না, ভার্সন পুরনো, স্ক্রিন ছোট ইত্যাদি ইত্যাদি। আর এর জন্যই আমার এই চেইন টিউন।

এই টিউন গুলোতে আপনারা বিভিন্ন মোবাইল এর সুবিধা-অসুবিধা, দাম ইত্যাদি সম্পর্কে জানতে পারবেন। তহ চলুন শুরু করা যাক।

আজ আমি Nokia 5530 সম্পর্কে লিখবো। আমরা সবাই জানি যে নোকিয়া বর্তমানে জনপ্রিয় একটি মোবাইল কোম্পানি। যদিও Nokia 5530 অনেক পুরনো একটা মোবাইল তারপরও আজকে আমি এটি নিয়েই লিখবো পরবর্তী টিউন গুলোতে আমি নতুন নতুন মোবাইল এর রিভিউ দিব।

Nokia 5530 এর সুবিধাঃ

  • Symbian S60 5th Edition Mobile.
  • 3.2 Megapixel Camera With Auto Focus And LED Flash.
  • Wifi Support করে।
  • MicroSD Upto 4GB
  • 3.5mm Audio Jack যা দিয়ে আপনি আপনার Speaker এ লাগিয়েও গান শুনতে পারবেন।
  • Office Document Viewer আছে।
  • OVI তে Direct ছবি ও ভিডিও Share করতে পারবেন।
  • চমৎকার Sound Qaulity.
  • চার্জ তাড়াতাড়ি শেষ হয় নাহ। দীর্ঘক্ষণ চার্জ থাকে।

Nokia 5530 এর অসুবিধাঃ

  • 3G সাপোর্ট করে না [ বাংলাদেশে এখনও 3G আশে নাই তাই No চিন্তা ]
  • Poor Sunlight Legibility যার কারনে রোদ এর মধ্যে ব্যাবহার করতে সমস্যা হতে পারে।
  • ছোট স্ক্রিন আর  স্ক্রিন ছোট হওয়ার কারনে ফন্টও ছোট।
  • ভিডিও রেকর্ডিং Quality ভালো না। (VGA@30fps Video Recording)
  • Divx ভিডিও ফরম্যাট সাপোর্ট করে নাহ।

এই ছিল Nokia 5530 এর সুবিধা ও অসুবিধা। এখন চলুন এক নজরে Nokia 5530 এর Full Specification দেখে নেই।

Full Specification:

Camera3.15 Megapixel || Video: Yes, 30fps
InternetGPRS: Class 32 || EDGE: Class 32
FM RadioStereo FM radio
Audio PlayerYes
Video PlayerYes
First ArrivalAugust, 2009
Memory70 MB Built-in
Memory Card SlotExpandable Up to 16GB( 4GB Included)
BluetoothYes, v2.0
USBYes
InfraredNo
Weight107 gm
StatusAvailable
Display360*640
Talk Time4.9 Hour
Stand By336 Hour
BrowserWAP 2.0, HTML, S60 OSS Browser
JavaYes
Other FeaturesRecording, Speaker Phone, Multiple Numbers Per Contact, Picture ID,Email

-

দামঃ

  • [১৫০০০ টাকা - 4GB]
  • [ ১৪,৫০০ টাকা - 2GB]

-

মোবাইল এর কিছু ছবিঃ

# আজ এই পর্যন্তই। পরবর্তী টিউন এ কোন মোবাইল সম্পর্কে লিখবো মতামত দিন।

কৃতজ্ঞতাঃ হাসান জুবায়ের ভাইয়া এই টিউন করতে অনেক সহায়তা করেছেন। ধন্যবাদ ভাইয়া আমাকে হেল্প করার জন্য......।
আমার সাথে যোগাযোগ করতে চাইলে  এখানে ক্লিক করুন অথবা ,
আমার ফেসবুক: Tuner Rafi-Tithon

ধন্যবাদ সবাইকে............


Level 0

আমি Shopnil। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 26 টি টিউন ও 242 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভালো হইছে

Thanks. SonyEricsson Xperia10 mini nia jodi Tiune Korten Please…….!!

এই সেট আমি গত দের বছর হল ব্যবহার করছি।

প্রথমত এই সেটের ইনডোর পিকচার (ঘরের ভেতর তোলা ছবি) কোয়ালিটি খুবি খুবি বাজে। তার পর ভিডিও কোয়ালিটি তো আছেই।

দ্বিতীয়ত দিনের বেলায় রাস্তায় হাটতে হাটতে এই সেটের দিকে তাকালে কিচ্ছু দেখা যায়না। ফোন আসলে বা করতে চাইলে রাস্তা থেকে সরে কোন ছাদের নিচে আসতেই হবে তাছারা দেখা অসম্ভব।

তৃতীয়ত এই সেটে আশানুরুপ চার্জ থাকেনা। যদি GPRS ব্যবহার করা হয় তাইলে তো কথাই নাই।

এই সেট যদি কেও কিনতে চান (যদিও এটা তার ব্যক্তিগত বিষয়) আমি বলব এই সেট থেকে “Samsung Galaxy Y” কেনা অনেক অনেক ভালো এবং লেটেস্ট।

প্রিয় টিউনার আপনার টিউনটি টেকটিউনস চেইন টিউন হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। অভিনন্দন আপনাকে!

টেকটিউনসে চেইন টিউন কীভাবে প্রক্রিয়া হয় তা জানতে টেকটিউনস সজিপ্র এর https://www.techtunes.io/faq “চেইন টিউন” অংশ দেখুন।

নিয়মিত চেইন টিউন করুন। এখন থেকে আপনার নতুন করা চেইন টিউন গুলো টেকটিউনস থেকে চেইন এ যুক্ত করা হবে। চেইন টিউনে যুক্ত হবার ফলে চেইনের প্রতিটি পর্ব একসাথে থাকবে।

চেইনে নতুন পর্ব যুক্ত হলে তা টেকটিউনসের প্রথম পাতায় দেখা যাবে এবং “সকল চেইন টিউনস” https://www.techtunes.io/chain-tunes/ পাতায় চেইন টিউনটি যুক্ত হবে।

ধন্যবাদ আপনাকে।

মেতে থাকুন প্রযুক্তির সুরে আর নিয়মিত করুন চেইন টিউন!

Level 3

N73 কি 3G এই সেট সম্পর্কে জানতে চাই

Yes,bro.Nokia N73 3G phone and symbian 3rd(s60v3) editoner handset.

Level 0

review ta sundor hoyece. Vai sony ericsson xperia neo v ar akta review post koren plz……

সুন্দর চেইন টিউন! চালিয়ে যান। তবে 1,4000 টাকায় নকিয়া না কিনে এনড্রয়েড কেনাটাই বুদ্ধিমানের।

Level 0

সজিব ভাইয়ের সাথে একমত। কিন্তু কম টাকায় নোকিয়া ৫৫৩০ এর চেয়ে ভাল স্মার্ট ফোন দুনিয়াতে মনে হই নাই

অনেক সুন্দর হয়েছে । আরও কিছু আশা করি আপনার কাছে থেকে,
ধন্যবাদ,
টেকনোলজি পাগল

হুম এই সেট আমিও ব্যবহার করি। আমাদের সাইফুলও এই সেট ব্যবহার করে 😉
নেট মাস্টার ভাইয়ের কথায় সামনে এন্ড্রয়েড নিমু 😀
ধন্যবাদ টিউনের জন্য।

Level 0

up to 4gb arek jaigai upto 16gb!
Bai o bai afne ki hasina khaledar attio

Level 0

arek ta kotha ai set to resistive touch. 15000 dia 2012 te resistive touch neo mone hoi buddhi maner kaj na. 15 te second Hand iphn e paoa jabe. New android paoa jabe. Ami nokia 500 use kori. Onk jhamela nokia akhon.

    @athalsten: ১৫ হাজার টাকার মধ্যে Galaxy Y কিনা ভালো আমার মতে আর হাসিনা খালেদার আত্মীয় হইলে টিটি তে টিউন করতাম না দেশটারে বেইচ্চা খায়া বিদেশ এর ব্যাংক অ্যাকাউন্ট এ টাকার পাহাড় তুলতাম লুল… 😀