রবি পোস্টপেড এ ৪৯৪ টাকাই আনলিমিটেড নেট ইউজ করুন!!! সিমের দাম ০০ টাকা ( সঠিক তথ্য হিসাবে) সবার জন্য। !!

রবি সিমের দাম ৩০০ টাকা। সাথে থাকছে ৩০০ টাকার ক্রেডিট লিমিট> নেট অ্যাক্টিভ করতে হলে আপনাকে ৫০০ টাকা ডিপোজিট দিতে হবে অর্থাৎ, প্রথমে আপনার লাগবে ৩০০+৫০০= ৮০০ টাকা।

আর নেট বিল ৪৮৮ টাকা মাস শেষে কাটবে।

এখন আপনি ৮০০ টাকা দিয়ে লাইন অ্যাক্টিভ করি নিন। ১ মাস পর ৪৮৮ টাকা বিল আসবে তখন আপনার লিমিট থাকে কাটবে  ৩০০ টাকা আর ১৮৮ টাকা রিচাজ করতে হবে>

তাহলে আপনি আবার পরের মাসে নেট ইউস করতে পারবেন।  পরের মাস শেষ হলে সিম টি ফেলে দিয়ে আরেকটি নতুন সিম কিনেন।

অর্থাৎ, আপনার মোট টাকা লাগবে

৫০০+৩০০+১৮৮ = ৯৮৮ টাকা। (২ মাসে)

অর্থাৎ, ৪৯৪ টাকা প্রতি মাসে।

সিম কেনা বাবদ কোন টাকা লাগসে না কারন ৩০০ টাকা দিয়ে সিম

কিনলে ৩০০ টাকাই ক্রেডিট লিমিট পাবেন যা পরের মাসে নেট এর বিল দিতে লাগবে।

আর আপনি কথা বলেও লিমিট শেষ করতে পারেন।

ডিপোজিট করার নিয়ম-

সিম অ্যাক্টিভ করে ৫০০ টাকার রবি কার্ড কিনতে হবে।

১০০ টাকার ৫ টি অথবা ৫০ টাকার ১০ টি অথবা ২০ টাকার ২৫ টি আভাবে ৫০০ টাকার কার্ড কেনার পর

SMS করুন এভাবে,

DEP<> 018xxxxx (apnar number)<>card ar number

send korun 8729 number a.

এভাবে সব কার্ড ডিপোজিট করার পর আপনি নেট অ্যাক্টিভ করতে পারবেন।

আর সমস্যা হলে পোস্টপেড সিম টা থেকে ১২৩ তে কল করে বিস্তারিত জানতে পারেন বিনামুল্লে।

১২৩ কল ফ্রী।

এভাবে আমি রবি ইউস করি। আর কিছু জানার থাকলে জানাবেন।

Level 0

আমি kazi Kowshik। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 22 টি টিউন ও 281 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

thanks sotik totho debar jonno

আপনাকেও ধন্যবাদ

    Level 0

    @এম এম কৌশিক: এই কাজ করার কি দরকার। রবি পোস্টপেড সিম এ তো এমনিতেই ১ম ৬ মাস ৪২৫/মাস unlimited

    @এম এম কৌশিক: “তাহলে আপনি আবার পরের মাসে নেট ইউস করতে পারবেন। পরের মাস শেষ হলে সিম টি ফেলে দিয়ে আরেকটি নতুন সিম কিনেন।”
    Vhai, ar maney ki, ate to kharoch berei jacce.
    800tk diye kinei to 3rd month theke per month 450tk recharge kore, net use kora jay.
    R ato sim kinar dorkar ki?
    ami november theke use kortesi, service valoi, speed average 20kbps dokan thekei recharge kora jay.
    Just dokandar k notify korte hobe j ata postpaid.

net speed kemon??

Level 0

zoom ultra is the best…….

GP POSTPAID EI VALO 😀

    @ফয়সাল মুন্সী: নো। সিম হিসেবে স্পীড থাকলে পূর্ণ নেটওয়ার্ক এ রবি ই ভালো। 3GB এক মাসের জন্য ৪৭৫ + ভ্যাট(১৫%) = ৫১৭.২৫ ৳ । আমি আমার নোকিয়া C5 কে আমার কম্পিউটার এ নোকিয়া পিসি সুইট দিয়ে মডেম হিসেবে ব্যবহার করি। স্পীড পূর্ণ নেটওয়ার্ক এ ডাউনলোড স্পীড প্রায় ১৬০ কিলো বাইটস প্রতি সেকেন্ডে, এবং স্বাভাবিক ডাউনলোড স্পীড ৩০-৬০ kbps………. বিশ্বাস না হলে করার কিছুই নাই। কারণ এটা একেবারেই সত্যি। প্রয়োজনে আমার ব্লগে দেখতে পারো। http://www.mdmamunur.blogspot.com

Level 2

ভাই আমি StarHub use করি আমার গর speed 7.2mbps

ভাই এটি “সাথে থাকছে ৩০০ টাকার ক্রেডিট লিমিট” ভুল
এখন ২৫০ টাকা ক্রেডিট লিমিট .

bulbulbd@:StarHub use করি আমার গর speed 7.2mbps vi atar service ki dhakar vire ase.??.mounthly fee and establishing charge kemon jodi bolten??

Level 0

valo amio use kori

Level 0

@bulbulbd ভাই star hub কোথায় পাব যদি দয়া করে বলতেন।…..

ভাই !!! আপনাদের কাছে কি এমন কোন ট্রিক্স আছে যেটা দিয়ে একখান ল্যাপটপ পামু (দরকার হইলে ২/৩ শ ট্যাকা খরছ করতেও রাজি আছি…!!!!

যলদি কোন ট্রিক্স বের করে আমগো লগে শেয়ার করেন। কারন PC ছাড়া এইসব আজাইরা নেট দিয়া কি করুম।

অপেক্ষায় থাকলাম…।

Level 2

@damnamsogood:ভাই আমি মাসে ৪০ ডলার বিল দেই এবং ডাউনলোড ও আপলোড আনলিমিটেড

Level 2

@শুভ: সিঙ্গাপুর এ পাবেন

Level 2

@আশরাফুল খন্দকার: ওয়াইফাই দিয়া ৩০mbps এর বেশিত পাইবাই কারন এটা free জাকিনা সিঙ্গাপুর এবেলএবেল

Level 2

ভাই @শুভ যদি দেশে আসি আপনার জন্য একটা StarHub এর মডাম আনমু।ধন্যবাদ

Level 0

এই কাজ করার কি দরকার। রবি পোস্টপেড সিম এ তো এমনিতেই ১ম ৬ মাস ৪২৫/মাস unlimited

thanks

Level 0

ভাই এক নামে অনেকগুলা সিম কিনলে তো কেস হয়ে যাবে

Level 0

বাহ !! সুন্দর হিসাব চালিয়ে যান ব্রাদার

Level 0

১৮৮ টাকা রিচাজ করতে হবে!! No No no. Apni 188 taka recharge na korle o 2months use korte parben BUT SPEED kintu So bad!!!!!!!!!!!