sony ericsson এর জটিল একটা সেট ( না দেইখা মিস কইরেন না !!!!! )

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই , আশা করি সবাই ভাল আছ, ভাল থাক, সুন্দর থাক, স্বুস্থ থাক , নিরাপদে থাক এটাই আমি সব সময় প্রত্যাশা করি, আপনাদের সর্ব সাফল্য আমি একান্ত ভাবেই কামনা করি ।

এই পোস্টটি আগে MOBILE PRICE IN BANGLADESH এই ফেসবুক পেজে পোস্ট করা হয়েছে ।
sony ericsson live with walkman

" sony ericsson live with walkman "

এন্ড্রয়েড স্মার্টফোন নিয়ে এর আগে আমি কিছু পোস্ট করেছিলাম । মুলত এন্ড্রয়েড স্মার্টফোন এর প্রতি আমার বিশেষ আগ্রহের কারনে বার বার এই বিষয়ে পোস্ট করে চলেছি । আমার আজকের পোস্টটিও একটি এন্ড্রয়েড স্মার্টফোন নিয়ে ।

নাম ও দাম :

> Live with walkman এর প্রকৃত Code name বা মডেল হল WT19i ।
> এটি বাজারে আছে ১৫৯০০ টাকায় ।

প্রসেসর :

> সনি এরিকসন এর Live with walkman এ আছে ১ গিগাহার্জ গতির Qualcomm 8255 Snapdragon মডেল এর প্রসেসর যা ARMv7 processor এর উন্নত ভার্সন।

> ARMv7 প্রসেসর এর মুল সুবিধা হল এটি ফুল ফ্ল্যাশ সাপোর্ট করে । যেকোনো ব্রাউজার দিয়ে মোবাইল থেকে ফ্ল্যাশ ভিডিও,অ্যানিমেশন চলে এবং ফ্ল্যাশ ভিত্তিক গেমস খেলা যাই । আপনি ব্রাউজ করার সময় বুঝতেই পারবেন না আপনি মোবাইল নাকি কম্পিউটার এ ব্রাউজ করছেন ।

> ARMv7 প্রসেসর এর আরেকটি সুবিধা হল HD Video চালানো যায় । আমার মোবাইল দিয়ে 720p HD Video খুব মসৃণ ভাবে প্লে করে ।

**স্যামসাং গ্যালাক্সি Y, গ্যালাক্সি POP/mini ইত্যাদি মোবাইল এ ARMv6 প্রসেসর ব্যাবহার করা হয়েছে যা ARMv7 এর পুরানো ভার্সন ।

এন্ডড্রয়েড অপারেটিং সিস্টেম :

> অপারেটিং সিস্টেম হিসেবে আছে গুগল এর জনপ্রিয় এন্ড্রয়েড ২.৩ জিঞ্জারব্রেড।

> সবচেয়ে আকর্ষণীয় বিষয় হল এটার জন্য শীঘ্রই Latest 4.0 আইসক্রিম সান্ডউইছ এর অফিসিয়াল আপগ্রেড আসছে।

র‍্যাম ও গ্রাফিক্স :

> স্মার্টফোনটিতে আছে ৫১২ মেগাবাইট র‍্যাম এবং HD Games খেলার জন্য Adreno 205 GPU

**উল্লেখ্য স্যামসাং গ্যালাক্সি POP/mini/ACE. HTC Wildfire S/Explorer, LG optimus one ইত্যাদি মোবাইল এ পুরানো Adreno 200 GPU ব্যাবহার করা হয়েছে যা অনেক সময় লেটেস্ট HD Games চালাতে পারেনা । স্যামসাং গ্যালাক্সি Y/Pocket এ আলাদা কোন গ্রাফিক্স প্রসেসর নেই ।

ক্যামেরা :

Sony Ericsson Live With Walkman এ আছে ৫ মেগাপিক্সেল ক্যামেরা এবং LED ফ্ল্যাশ । আপনারা যারা সনি এরিকসন আগে ব্যাবহার করেছেন তারা নিশ্চই জানেন Sony Ericsson এর ক্যামেরার মান নোকিয়া কিংবা স্যামসাং থেকে অনেক উন্নত । এই ফোন এর ক্যামেরা তে আছে সনি সাইবারশট ডিজিটাল ক্যামেরার বেশ কিছু সুবিধা ।

যেমন -

> অটোফোকাস, ফেস ডিটেকসন,টাচ ফোকাস

> 3D sweep panaroma, image stabilization,Red eye detection

> Geo tagging,16X zoom.

এতে আরও আছে 720p video recording এবং Secondary VGA Front camera

ডিসপ্লে ও মাল্টিটাচ :

> ৩.২ ইঞ্চির ফুল টাচ স্ক্রীন ডিসপ্লে এবং ১৬ মিলিয়ন কালার । এটি ক্যাপাসিটিভ ডিসপ্লে হাওয়াতে বেশ Smooth কাজ করে ।

> সাথে আছে মাল্টিটাচ সুবিধা। ৪ আঙ্গুল পর্যন্ত মাল্টিটাচ সুবিধা আছে ।

> Scratch resistance হাওয়াতে ডিসপ্লেতে দাগ পরবে না ।

বাংলা সুবিধা :

শুনে অবাক হবেন এই মোবাইল এ সম্পূর্ণ বাংলা সাপোর্ট আছে । ইউজার ইন্টারফেস পুরো বাংলায় সেট করা যায় । মায়াবী কীবোর্ড ব্যাবহার করে বাংলা লিখতেও পারবেন । ওয়েবসাইটের বাংলা পরার জন্য আলাদা কিছু প্রয়োজন হয়না । যেকোনো ব্রাউজার দিয়েই পরতে পারবেন ।

মিউজিক :

আইপড আসার আগে সনি walkman ছিল সেরা portable music player. ৮০-৯০ দশকের তরুন দের কাছে walkman ছিল জনপ্রিয় গান শোনার ডিভাইস । সনি এরিকসন তাদের মিউজিক ফোন গুলোতে ওয়াকমান লোগো ব্যাবহার করে । এই মোবাইল এর stereo speakers, Sony xLOUD enhancement, Dedicated Walkman button সঙ্গীত প্রেমীদের অন্য অনুভুতি এনে দেয় । এই দামের ভিতর এর চেয়ে সেরা অডিও কোয়ালিটি আর কোন মোবাইল এ পাইনি ।

দুর্বলতা :

১। ডিসপ্লে কন্ট্রাস্ট কিছুটা কম ।
২। ব্যাটারি ব্যাকআপ কিছুটা কম ( সব এন্ড্রয়েড এর মতই ) ।

এটি সনি এরিকসন এর তৈরি শেষ ওয়াকমান ( Walkman ) ফোন । ভবিষ্যৎ এ সনি এরিকসন মোবাইল আর আসবেনা কারন গত বছর এরিকসন থেকে সনি সব শেয়ার কিনে নিয়ে পুরো কোম্পানি অধিগ্রহন করেছে । এখন শুধু মাত্র সনি নামের মোবাইল বের হবে ।

আশা করি পোস্টটি আপনাদের ভাল লাগবে । আর আপনাদের মোবাইলের ক্ষুধা মেটাতে MOBILE PRICE IN BANGLADESH এই ফেসবুক ফ্যান পেজটি লাইক করুন ।

Level 0

আমি প্রত্যয়। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 32 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

খাই, দাই, ঘুমাই আর আপনাদের কাছ থাইকা শিখি ।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ভাই এটি পাওয়া যাবে কোথায়, ওয়ারেন্টি আসে কি?

সুন্দর ১টা টিউন এর জন্য আপনাকে ধন্যবাদ …. আমি Sony Ericsson Xperia X10 mini pro টা কিনতে চাই আপনার কি মতামত ? …

ধন্যবাদ সুন্দর ১টা টিউন এর জন্য।ভাই আমি Sony Ericsson Xperia nio টা কিনতে চাই।যদি বলতেন কেমন হবে?

Level 0

3g, wifi asee?

হায়রে কবে যে এমন একটা সেট কনতে পারব !

target e rakhlam bhai.samay hole kine nebo.Khub bhalo tune korechen.

ভবিষ্যতে আপনার আরও এই রকম টিউন চাই।

Level New

GSM arena তে দেখলাম, এই সেটে USB on the go এই সুবিধা আছে…এই সম্পর্কে কিছু বলবেন ভাইয়া ?

Level 0

আমি প্রথমে উইন্ডোস সেট কিনতে চেয়েছিলাম রিমোট ডেক্সটপ এপস এর জন্য কিন্তু এই সেটটা ২ মাস আগে কিনলাম টেকিদের অনুপ্রেরনায়। বিশেষ করে আমাদের এঞ্জেল সাহেবের কথাই।
জোস সেট। এখন গুগল প্লেতে প্রয়োজনীয় সব কিছুই আছে, আরে মজা……।।

vai amar ei nokia e72 keu kinben? 2 mas holo kinsi. Eta bikri kore ota kinbo.

Vai ai phone kinar jonno khub goragori krtisilam.oboses a paye gelam ai tune ta.ki bole j donnobad dibo bujate partisina.vai ai phone ta kotai warenty soho intake paket paoa jabe?plz plz plz janan vaiyera

Level New

ভাই রাগ করিয়েন না আমি একটা অন্য বিষয়ে সাহায্য চাই । সেটা হল symphony Xplorer W10 মোবাইল টি ক্যামন হবে তা যদি জানাতেন তবে খুব খুশি হতাম ।

Level 0

ei tune a sompurno nokol kora.chur kuthakar

Level 0

GSM arena তে দেখলাম, এই সেটে USB on the go এই সুবিধা আছে…এই সম্পর্কে কিছু বলবেন ভাইয়া ?

Level 0

ব্যাবহার করছি…খুব ভালো সেট…।

Level 2

Vai ata ki asol PRIZE????ami onno jaegae dakhlam 22800 taka…plz aktu janaben…..

@Sazid ahmed bhai set ta jotil set. ami last November a kinchi. set ta jodi Basundhara city theke kinte chan tahole bivinno Dokane bivinno dam chaibey. Best way communication shop no 35,36. Ei khane r ei set ti paben na. Ami jokon gelam kinte tokhon bollo j ei set ta purono model. tai ora r sale korche na.