টেলিটক সিম : থ্রিজি অফার : কিছু কথা

টেলিটক আগমনের সময় অনেকেই সারারাত জেগে, লাইনে দাঁড়িয়ে থেকে, রোদে পুড়ে, না খেয়ে, পুলিশের লাঠির বাড়ি খেয়েও অবশেষে সিম কার্ড (দিল্লি কা লাড্ডু) কিনতে না পেরে ক্লান্ত, শ্রান্ত শরীর নিয়ে মন খারাপ করে বাড়ি ফিরেছিলেন। অবশ্য টেলিটকের অব্যবস্থাপনার কারণে এখন এসব লাড্ডুর (সিমের) বেশিরভাগই শোভা পাচ্ছে মানিব্যাগ বা টেবিলের ড্রয়ারের কোন এক চিপায়। যাক গে, এসব কথা বলে আপনাদের মন খারাপ করতে চাই না।

তবে মাঝে মাঝে আমাদের জোর করে ‘দিল্লি কা লাড্ডু’ খাওয়ানোর চেষ্টা করা হয়। যেমন- সরকারি বিভিন্ন পরীক্ষায় বাধ্যতামূলকভাবে টেলিটক দিয়ে টাকা জমা দেয়া; এবং অবশেষে আমাদের ভোগান্তি..... যা বলে শেষ করা যাবে না। টেলিটক দিয়ে টাকা পাঠানোর আমি বিরোধিতা করছি না, বরং টেলিটক কিছু টাকা কামালে আমাদের খুশিই লাগার কথা; কারণ এটি আমাদেরই ফোন। কিন্তু কোম্পানি ১০ টাকা কামাই করতে গিয়ে জনগণের ‌‌৩০ টাকা ক্ষতি করার কোন মানে হয় না। চুনোপুটি খেয়ে সাধারণ জনগণকে ভোগান্তি করার চেয়ে স্থায়ীভাবে কোম্পানির আয় বাড়ানোর জন্য মোবাইল ব্যবহারকারীদের প্রতি মনোযোগ দিলেই তো হয়। অবশ্য এসমস্ত সুবুদ্ধি দিয়ে লাভ নেই; কারণ আপনারা অনেকেই এ সম্পর্কে লিখেছিলেন।

সামান্য ব্লগিং করে তো আর অতবড় পরিবর্তন আনতে পারবো না! আমরা জনগণরা সারাজীবন ছাগলের তিন নাম্বার বাচ্চা হয়েই থাকা লাগবে আরকি !

যাককে, কাজের কথায় আসি। আমাদের অনেক প্রতীক্ষার ফসল থ্রিজি আসছে। এতে পুরাতন টেলিটক গ্রাহকগণ [যাদের মানিব্যাগের চিপায় বা ড্রয়ারে সিম আছে অথবা এবং যারা শত বাধা পেরিয়ে দেশ প্রেমকে সামনে রেখে  এতীমের মতো (গ্রাহক সেবা ব্যতীত) সিমটি ইউজ করে যাচ্ছেন] অগ্রাধিকার ভিত্তিতে থ্রিজি সিম পাবেন। আর নতুনদের জন্য রয়েছে Gravity অফার: যা কিনা একটানা তিনমাস ১৫০০ টাকা ইউজ করে ও তাদের শর্তগুলো পূরণ করলে পাওয়া যেতে পারে।

Gravity অফারটি বিস্তারিত দেখুন:

========================================================

  • মূল আকর্ষণ: এক সেকেন্ড পাল্স-এর সবচেয়ে আকর্ষণীয় বান্ডল প্যাকেজ
  • মূল্য: ৫০০ টাকা (ভ্যাটসহ)
  • সর্বমোট টকটাইম: ৬০০ মিনিট (অন-নেট ৩০০ মিনিট এবং অফ-নেট ৩০০ মিনিট)
  • সর্বমোট এসএমএস: ২০০টি (অন-নেট ১০০টি এবং অফ-নেট ১০০টি)

 বোনাস অফার:

* এই বান্ড অফারের মেয়াদ শেষে প্রত্যেক সফল Gravity ক্লাব সদস্য পাবেন বিনামূল্যে কাঙ্ক্ষিত থ্রিজি (3G) সংযোগ

* Gravity ক্লাব রেজিস্টার্ড সর্বোচ্চ রিচার্জকারীদের ২ মাস পর থেকে অগ্রাধিকার ভিত্তিতে 3G সংযোগ প্রদান করা হবে

* এছাড়াও প্রত্যেক সফল গ্রাহকই পাবেন ১ জিবি ইন্টারনেট ব্যবহারের সুযোগ, যা ৩০ দিন পর্যন্ত কার্যকর থাকবে।

আকর্ষণীয় পুরস্কার প্রদান:

যে সকল গ্রাহক এই বান্ডল অফার একটানা ৩ মাস ব্যবহার করবেন, সেক্ষেত্রে এই অফার শেষে লটারির মাধ্যমে নির্বাচিত নির্দিষ্ট সংখ্যক ভাগ্যবান গ্রাহক পাবেন বিনামূল্যে 3G সংযোগসহ স্মাট ফোন, ১ মাসের ফ্রি ভিডিও কল এবং ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের সুবিধা

Gravity ক্লাবে যোগদানের নিয়মাবলি ও শর্তাবলি:

* টেলিটকের সকল প্রিপেইড প্যাকেজের ক্ষেত্রে অফারটি প্রযোজ্য হবে। * আগ্রহী গ্রাহকের মোবাইলে ন্যূনতম ৫০০ টাকা ব্যারেন্স থাকলে তাঁকে মেসেজ অপশনে গিয়ে Gravity টাইপ করে 666 নম্বরে পাঠাতে হবে। এরপর গ্রাহকের মোবাইল থেকে ১ মাসের জন্য ৫০০ টাকা কেটে নিয়ে তাঁকে Gravity ক্লাকে রেজিস্টার করা হবে। * রেজিস্ট্রেশন করার পর ৩০ দিন পূর্ণ হওয়ার পূর্বে গ্রাহককে আবার পরবর্তী মাসের জন্য ৫০০ টাকা ব্যালেন্স নিশ্চিত করার জন্য জানানো হবে এবঙ ৩০ দিনের মধ্যে ব্যালেন্স নিশ্চিত করতে হবে। পরবর্তী ২ মাসের জন্যও একই নিয়ম প্রযোজ্য হবে। * ৩০ দিন শেষ হবার ৩ দিনের মধ্যে মোবাইলে ৫০০ টাকা ব্যালেন্স নিশ্চিত না করলে রেজিস্ট্রেশন বাতিল বলে গণ্য হবে। এক্ষেত্রে গ্রাহক ৫০০ টাকা ব্যালেন্স নিশ্চিত করে নতুনভাবে পূর্বে বর্ণিত নিয়মানুযায়ী রেজিস্ট্রেশন করতে পারবেন, তবে গ্রাহককে অবশ্যই পরবর্তী ২ মাস নিরবিচ্ছিন্নভাবে প্রতিমাসে তাঁর মোবাইলে ৫০০ টাকা ব্যালেন্স নিশ্চিত করতে হবে। * প্রাথমিকভাবে এ সুযোগ শুধু ঢাকা শহর ও পার্শ্ববর্তী এলাকা (টঙ্গী, গাজীপুর, সাভার), নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, সিলেট ও কক্সবাজার শহরের জন্য প্রযোজ্য হবে।

সূত্র: টেলিটক

========================================================

এখানেও কিছু তথ্য আছে

আমার কাছে এই Gravity অফারটি অনেক হিজিবিজি এবং পলিসিটা একটুও ভালো লাগেনি, বরং মনে হয়েছে অনেকটা অন্যান্য অপারেটরদের চাপাবাজির মতো। চাপাবাজি শুনে শুনে আমরা এখন বিরক্ত হয়ে গেছি, এখন চাই সাদাসিদা অফার

তবে অফারটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই তা জানাবেন।

আর শেষ কথা হচ্ছে টেলিটক আমাদের দেশের সম্পদ। কোম্পানির প্রতিনিধিগণ যেন এই বিষয়টি মাথায় রাখেন যে, "জোর করে ঘাড়ে চাপিয়ে বেশিক্ষণ রাখা যাবে না, ঘাড় ব্যথা হয়ে গেলে গ্রাহকগণ এমনিতেই ফেলে দিবে"। সুতরাং আমরা চাই "ভালো ভালো অফার এবং উন্নত গ্রাহক সেবা" ; যেন বাংলাদেশের সকল মোবাইল ব্যবহারকারীই স্বাচ্ছন্দে টেলিটক ব্যবহার করতে রাজি হয়।

আর আশা করব, নিম্নের কোম্পানীগুলোর নামের টাইটেলের মতো যেন টেলিটকের কোন টাইটেল (টাইটেলগুলো সব নেট থেকে নেয়া) যোগ না হয়।

---------------------------

গ্রামীণফোণ (হারামী ফোন)

রবি (তিনধাপ পিছিয়ে)

বাংলালিংক (ভাঙ্গালিংক)

এয়ারটেল (জোঁকের তেল)

সিটিসেল (চিটিংসেল)

---------------------------

(টাইটেলগুলো পড়ে খুবই হেসেছিলাম তাই এখানে দিলাম; যদিও আশা করি সবাই টাইটেলগুলো সম্পর্কে একটু-আধটু আগেই জানেন। তবে কোম্পানির কেউ থাকলে মাইন্ড করবেন না; শুধুমাত্র মজার করার জন্যই টাইটেলগুলো দিলাম)

টিউনটি পড়ার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আর মন্তব্য করতে কিন্তু অলসতা করবেন না।

Level 0

আমি আনসার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 62 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

দেশের একমাত্র সরকারী মালিকানাধীন মোবাইল ফোন অপারেটর টেলিটক নিয়ে দৈনিক নয়া দিগন্তের রম্য ম্যাগাজিন ‘থেরাপি’র এক সংখ্যায় ছাপা হয়েছিল একটি মজার কার্টুন। টেলিটক সিম কেনার জন্য মানুষের দীর্ঘ লাইন সেই ভোর থেকে। দুপুর গড়িয়ে বিকাল হতে চলল। তবুও লাইনে দাড়িয়ে অনেক সাধের (!) কাঙ্খিত ‘সরকারী মোবাইল ফোনের সিম’ হাতে না পেয়ে একদল মানুষ উত্তেজিত হয়ে পড়লো। তাদের ঠান্ডা করার দায়িত্বে এগিয়ে এল সরকারের আরেক লাইসেন্সধারী গুন্ডা বাহিনী , জনগনের বন্ধু (!) খ্যাত ‘পুলিশ’। পুলিশ নিজ দায়িত্বে সযতনে রাখা লাঠিখানার ব্যবহারে যথেষ্ট আন্তরিকতার পরিচয় দিতে লাগলো লাইনে দাড়ানো মানুষগুলোর প্রতি। আর হুংকার দিয়ে লাইনে দাড়ানো মানুষ গুলোকে জিজ্ঞাস করছিলো, ‘সরকারী মোবাইলে আর কথা কইবি? দাড়া তোগো শখ মিটাইতেছি’।

এ কার্টুনটির প্রেক্ষাপট ছিল পুরোপুরি বাস্তব ঘটনা থেকে নেয়া। ইতোমধ্যেই বেশ কয়েকটি বছর পার হয়েছে কিন্তু টেলিটক কর্তৃপক্ষের স্বেচ্ছাচারিতার অবসান হয়নি আজও। এর প্রমান মিলেছে সাম্প্রতিক তাদের কর্মকান্ডে।পহেলা বৈশাখ উপলক্ষ্যে টেলিটক কর্তৃপক্ষ তাদের মোবাইল ট্যারিফ কমানোর নামে ট্যারিফ বাড়িয়ে সিমের মেয়াদ কমানোর খেলায় মেতে ওঠে। স্বাধীনতা নামের প্যাকেজে ‘অটো’ মাইগ্রেশনের নামে গ্রাহকদের বাড়তি ভোগান্তিতে ফেলে কী সুযোগ নিতে চাইছে টেলিটক, তা অনেকটাই ধুম্রজালের মত অস্বচ্ছ এর গ্রাহকদের কাছে। মোবাইল সিমের দীর্ঘ মেয়াদী জীবন দেয়ার ক্ষেত্রে টেলিটক ছিল ‘পাইওনিয়ার’।

টেলিটক গ্রাহকদের কারও কারও সিমের মেয়াদ ২০১৬/১৭ পর্যন্ত ছিল। কিন্তু পহেলা বৈশাখে ঘুম থেকে উঠে ‘ব্যালান্স’ চেক করতে গিয়ে কারও কারও চোখ কপালে উঠেছে এবার। সিমের মেয়াদ ২০১৬/১৭ থেকে নামিয়ে ২০০৮ এ এনেছে টেলিটক। শুধু তাই নয়, যদি এই সিম ১০০ দিনের মধ্যে অব্যবহৃত থাকে তবে স্থায়ীভাবে এই সিমকে ‘কবর’ দিতে হবে তার গ্রাহককে! এছাড়াও মোবাইল বিল বিকাল ৫টার পর অন্যান্য অপারেটর থেকে সবচেয়ে বেশি (১.৪৫ টাকা, ভ্যাট ছাড়া) ধরা হয়েছে। এক্ষেত্রে কলরেট বাড়ানোর ব্যাপারে কোন ব্যাখ্যা দেয়া হয়নি। আর নেটওয়ার্কের দুর্বলতা অনেকটা স্থায়ী ব্যাধির মত বাসা বেঁধেছে টেলিটক নেটওয়ার্কে।দিন দিন যেখানে অন্যান্য অপারেটররা তাদের সুযোগ সুবিধা বাড়াচ্ছে, সেখানে সরকারী কোম্পানি হিসাবে টেলিটকের উচিৎ তাদের সার্ভিস বাড়ানোর আর ট্যারিফ রেট কমানোর। কিন্তু উল্টো রথে চলতেই যেন তারা ভালবাসে! গ্রাহকদের কেউ কেউ অবশ্য মন্তব্য করেছেন আসলে টেলিটকের জন্ম তো সেই টিএন্ডটি’র কর্মকর্তা আর কর্মচারীদের ভেতর থেকেই। তাই ভোগান্তিমূলক সেবা(!) দেয়ার জন্য যা যা করনীয় তার কোনটিই বাকি রাখতে চায় না টেলিটক কর্তৃপক্ষ।

গ্রাহকদের প্রত্যাশা পুরণে ব্যর্থ এক মোবাইল অপারেটর হিসাবেই রয়ে গেল সমালোচিত টেলিটক কর্তৃপক্ষ। ভুক্তভোগি গ্রাহকদের জিজ্ঞাসা এখন একটিই, এসব ভোগান্তি থেকে কী কোন মুক্তি নেই তাদের? এমন কেউ কী নেই তাদের এসব ভোগান্তি থেকে মুক্তি দেয়ার?
-দুরন্ত ।

    @জিহাদুর রাহমান নয়ন: দৈনিক নয়া দিগন্তের রম্য ম্যাগাজিনের লেখাটা খুবই মজা পেলাম।

    আমরা সবাই অধীরভাবে অপেক্ষা করছি দেশের কোম্পানিটির স্থায়ী সমাধান হোক।

ওরে মারে ! গ্রামীনরেও মনে হয় ছাইড়া গেল, এত কাহিনি করে থ্রীজি এর চেয়ে প্রয়োজনে গ্রামীন ইউজ করুম ! !

    @মুহিব: আমরা সবাই চাই টেলিটকের মাধ্যমে সহজ শর্তে থ্রিজি পেতে; গ্রামীণের কথা মুখেও আনবেন না। কথায় আছে না- (কিভাবে যেন বলে) “নিজের দুধের গরুর লাত্থি খাওয়াও ভালো।”

গ্রামীণফোণ (হারামী ফোন),রবি (তিনধাপ পিছিয়ে), বাংলালিংক (ভাঙ্গালিংক), এয়ারটেল (জোঁকের তেল), সিটিসেল (চিটিংসেল)
হাসতে হাসতে পেট বেথা হয়ে গেছে, টেকটিউনসে আপনাকে স্বাগতম

    @অর্জন: @অর্জন: Awesome লিখেছেন ভাই। কিন্তু খুলনা তে কি থ্রিজি পাব??

      না লেইখাই প্রশংসা 🙂 ভাই খুলনা কেন সারা বাংলাদেশে পাবেন সমস্যা একটাই ২০-২৫ বছর অপেক্ষা করা লাগবে (যদি ভালটা চান)

    @অর্জন: ভাই বেশি হাসবেন না, কারণ পেট বেশি ব্যথা হলে পরে ঔষধও খেতে পারবেন না; সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করতে হবে।

boss ami akhon vodafone 3G use kore ei comment ta korchi… 3-4 din aage 105mb video song matro 3min e namiyechi… BD er jonno suvokamona roilo….

    @Amit Deb Biswas: আপনাকেও অনেক শুভেচ্ছা। “আর অমনে বললে তো লোভ লাগে”। অমন করে কবে পাবো আমরা !

Level 0

ভাই সবাই কে একটাই অনুরধ করবো অপেক্ষা করেন একসময় সেধে সেধে 3G সিম দিতে চাইবে, এতদিন যেহেতু পেরেছি আরও কয়েকটা দিন পারব

    @rafarayhan: এটাই হওয়া স্বাভাবিক। আর অপেক্ষা ছাড়া আমাদের কোন উপায় নেই, কারণ অত দাম দিয়ে রসগোল্লা (আপাতত ধরে নিচ্ছি পঁচা রসগোল্লা) খাওয়ার ইচ্ছা আপাতত নেই।

আমার মনে হয় বিষয় টাকে তারা ইচ্ছে করেই একটু জটিল করেছে কারণ তাদের মতে সবাইকে 3G কানেকশন দেয়া সম্ভব হবে না। তাই যদি তারা একটা সহজ অফার দিত তাহলে সবাই টেলিটক সিম কিনে 3G কানেকশন চাইত যেটা দেওয়া সম্ভব হত না তাদের জন্য। তবে 3G কানেকশন সবার জন্য সহজলভ্য করা উচিৎ। দেশের ইন্টারনেটের অবস্থা এখনো মান্ধাতা আমলেই পড়ে আছে যেটা লজ্জাজনক। আমার মনে হয় এর জন্য দায়ী এই খাতে সুষ্ঠু ব্যবস্থাপনার অভাব।

    @নক্ষত্র: ভাই যেটাকে ‘জটিল’ বলেছেন ওটা মনে হয় “জগা খিচুড়ি”। জটিল হোক সমস্যা নেই কিন্তু জগা খিচুড়ি চাই না; যেমনভাবে সিমের প্যাকেজ ও কলরেটে করে রেখেছে। যার জন্য আমরা কেউই এখন আর টেলিটক নিয়ে মাতামাতি করি না।

আরে মিয়া আমি 5G ব্যবহার করতাছি ।
জিপিতে ২কেবিপিএস স্পীড পাইতেছি!!!!
খামখেয়ালি কথা নাকি?

ভাই গ্রামীনের জালায় জীবন অতিষ্ঠ । মনে করছিলাম 3G আসলে হয়ত একটু আরামসে নেট ইউজ করতে পারমু । কিন্তু মনে হয় তা আর হবে না ।

    @স্বপ্নবাদী সিফাত: ভাই অত অধৈয্য হলে চলবে? আপনি না পারেন আপনার ছেলে-মেয়ে তো পারবে ! এটাতে তো অন্তত আপনার শান্তি পাওয়ার কথা।

Level New

নয়ন ভাই আওনেক কষ্টে বাপের পকেট মাইরা ১২০০ টেকা দিয়া একখান সিম কিনছিলাম কিনা বাসায় আইসা দেখি নেট পাইনা আজ ৪ বছর থেকে আশায় আছি যদি নেট পায় । কিন্তু আপনার কথা শুইনা ত মাথায় হাত । তাইলে তো আমার সিম কবর হইয়া গ্যাছে । এখন কি করমু ? আপনারা যায় বলেন না কেন ভাল হোক খারাপ হোক হারামি ফোন ই ভাল ।

j sim kinte line e daraiya police er pitani khaite hoise,, sei sim ven garite o bikrri hoise……. j 3G er jonne eto kotha ekdin oita o ven garite bikrri hobe…… bangalir to ase bansh, apatoto na hoy BANSH diya thekna diya e net use korlam ki ar korar amader onek dhorjo,,,…. kar kach theke jani sunsilam sobure meoya fole, oti sobure meoya poche jay.. jak poche gele dust bin e fele dibe goribra oi theke e khuje nibe…. dirgho sas chara kisu bolar nai karon amra ondho boba kala.

    @অমিত: ভাই ‘ভ্যান গাড়িতে নয়’ অপেক্ষা করেন “টুকরিতেই পাবেন”।

আমাদের সরকারী নীতিনির্ধারকেরা কি খান তারা নিজেরাই জানেন না!! ১৬০ জিপিপি এস ইন্টারনেটের মাত্র ২২ জিবিপি এস আমরা ব্যবহার করি। বাকি টা কে খায়?? আমরা তথ্য প্রযুক্তি থেকে বঞ্চিত হচ্ছি। সরকার রাজস্ব হারাচ্ছে। টেলিটকের ক্ষেত্রেও তাই হচ্ছে। আমাদের দেশীয় কোম্পানীকে পঙ্গু করে বিদেশী আয়ারটেল কে সুবিধা দিচ্ছে। দেশের টাকা লুটে নিয়ে যাচ্ছে তারা। অন্যদিকে ডিজিটাল বাংলাদেশের সপ্নই দেখে যেতে হবে, বাস্তবায়ন করার দরকার নাই। সত্য বলতে কি আমাদের এত কথা বলে লাভ নাই। বাঁশ খেতে খেতে আমরা অভ্যস্ত হয়ে গেছি। তাই বাঁশের সাইজ যত বড়ই হোক না কেন, আমাদের বাঙ্গালীদের সমস্যা হবে না।

এত সমস্যার কথা শুনলে মাথাটা গরম হয়ে যায়। যে হারামীর বাচ্চাগুলার জন্য দেশের আজ এই হাল, মন চান অইগুলারে ফায়ারিং স্কোয়াডে দাড় করিয়ে ব্রাশ ফায়ার করতে। তাহলে যদি কিছু হয়।

    @গাজী মোঃ ইয়াছিন: “যে হারামীর বাচ্চাগুলার জন্য দেশের আজ এই হাল, মন চান অইগুলারে ফায়ারিং স্কোয়াডে দাড় করিয়ে ব্রাশ ফায়ার করতে। তাহলে যদি কিছু হয়।”

    ভাই আপনি “গাজী” মানুষ আপনার মুখেই এসব মানায়।

    “১৬০ জিপিপি এস ইন্টারনেটের মাত্র ২২ জিবিপি এস আমরা ব্যবহার করি। বাকি টা কে খায়??”

    “ভাই ওগুলার থেকে প্রতি মাসে মাসে জমিয়ে কিছু “জিবিপিএস” তাদের বাচ্চা-কাচ্চার জন্য জমা রাখে”।

Level 2

rafa vaier cmnt valo laglo…… 🙂

    @Leo: এটাই হওয়া স্বাভাবিক। আর অপেক্ষা ছাড়া আমাদের কোন উপায় নেই, কারণ অত দাম দিয়ে রসগোল্লা (আপাতত ধরে নিচ্ছি পঁচা রসগোল্লা) খাওয়ার ইচ্ছা আপাতত নেই।

Level 0

Teletalk -er customer care -re phone kore j sebar paye chilam tarpor teke dokkhe sheshmesh sim tai…………

    @mana: ভাই দুঃখ করে এরকম সিদ্ধান্ত নিলে হবে? কথায় আছে না ! : “একবার না পারিলে দেখ শতবার”। এ সমস্ত প্রবাদ বাক্য তো আমাদের জন্যই।

Sobai comment korlo ami abar korbo na keno? Amio korlam.

ইশ……… আপনার মতো যদি সামাজিক হতে পারতাম?

Ans Vaaaiiiii! It’s Awesome guro. First of all thanks a lot for your valuable post. I think it should be seen by govt———

কমেন্টসের জন্য ধন্যবাদ।
তবে আনিস ভাই, অসাম কিছু লিখিনি।
গতকাল এক ভাই খুব খুশি খুশি হয়ে আমাকে বললেন, টেলিটক তো এবার থ্রিজি দিয়েই দিচ্ছে। শুনে টেলিটকের ওয়েবে গিয়ে দেখে মেজাজটাই খারাপ হয়ে গেল। তাই সবার সাথে শেয়ার করা।

Khuti(network) e pai na. abar 3G. opps.

Bhai,
R koto dream dekhbo bolun… Teletalk dive 3 G koto dhani panai ……

    @S.M.Ariful Mamun: ভাই আমাদের স্বপ্নই দেখতে হবে। জেগে গেলে দেখবেন সবই খালি।

Level 2

Vi robi te to 2G ase ate ki 3G asbe?

চারটি প্রতিষ্ঠানকে থ্রিজির লাইসেন্স দেয়া হবে। টেলিটক একটি, দুটি পাবে বর্তমান পাঁচটি মোবাইল কোম্পানি থেকে যেকোনো দুটি এবং একটি পাবে বাইরে থেকে। তবে আমার যতটুকু মনে হচ্ছে বাকিটা হয়ত ভারতের ‘রিলায়েন্স’ অথবা ‘টাটা’ পাবে।

    @আনসার: রিলায়েন্স বা টাটা পেলে হয়ত আমরা ভাল নেটওয়ার্ক কভারেজ আশা করতে পারি । সেক্ষেত্রে হয়ত আপনারা বলতে পারেন দেশের টাকা দেশের বাইরে চলে যাবে । কিন্তু টেলিটক যদি নিজের ভাল না বুঝে তাহলে আমাদের কি করার আছে ।

      @স্বপ্নবাদী সিফাত: নেটওয়ার্ক কভারেজের দিক দিয়ে টেলিটকের চেয়ে বেশি কেউ যেতে এগিয়ে পারবে না (অবশ্য যদি টেলিটক চায়)। তবে টেলিটকের চেয়ে অন্য কোম্পানির সার্ভিস ভালো হবে মোটামুটিভাবে ১‌০০% শিওর (অবশ্য যদি কোন মিরাকল ঘটে তাহলে অন্য কথা)।

Level 0

Teletalk -er gusti chudi………. amader alakae net ei paya na …….. abar 3G chodaya????? internet download speed 10kbps up hoy ei na……….. 3G chaina valo speed ar net chai

Level 0

md.rudro Bro. Kottin leksen. Ar akta sotti kotta ki janen aivabe (apnar moto kore) na likte parle Expression ta boja ba bujanu jay na.

Level 0

Ami O airokom asoda 3G’r gusti cudi.

Level 0

গাজী মোঃ ইয়াছিন Bro. ami apnar sate 1mot. Desh er Gusti cudi Abroad a cole jamu bohut vala thakmu.( ontoto airokom cuda cudi theke baste parmu).

Level 2

teletalk na kenna onno j 2 ta te 3G ASBE segulu kinbex

    @Noman: কিন্তু আমাদের উদ্দেশ্য তা নয়; আমরা চাই আমাদের দেশি কোম্পানিই আমাদের ভাল সার্ভিস দিক, আমরা সেটাই ব্যবহার করবো।

Level 2

deshi kon jinistae valo balon to

Level 2

obosso apner ko tha thik

Level 0

সোজা বাংলা কথা আমাগো ভাজ্ঞে থ্রী জি ইন্টারনেট নেই। টিউনারকে ধন্যবাদ।

    @Saikat: আমাদের ভাগ্যে না থাকলেও আমাদের ছেলেমেয়েদের ভাগ্যে তো অন্তত জুটবে ! তাতেও কম কি ! এই সমস্ত চোর-বাটপারের দেশে অন্তত পরবর্তী প্রজন্মের জন্য আশা করা যায়।

Level 0

Teletalk cheton hote hote onno gulo cheton hoyjabe dekhben.

@GBoy1987: “cheton” ?? ভাই দুঃখিত বুঝলাম না।

bd te ki 2.1ghz e 3G spectrum sell hobe naki 700mhz e hobe???? 700mhz hole coverage ta motamuti valo pawa jabe…. kolkata te 4G chalu hoyeche 10th april 2012 te over LTE… flat 40mbps speed… kolkata 1st city in india to get LTE… but price still high… ar ami sunechi bd te naki 2G net costly…. jodi 3G bd te jai initially it will cost 5-10x costlier than 2G… 3G cost in india went down last month upto 70% last month… 1GB still cost 255rs(400bdt approx)…

    @Amit Deb Biswas: আমি মনে করি আমাদের দেশে প্রথম দিকে যদি ১ জিবি ৪০০ টাকাও হয় তাহলেও চলে। কিন্তু পরবর্তীতে কমাতে হবে; যদি না কমায় তাহলে সাধারণ মানুষ থ্রিজি ইউজ করবে না। কারণ ১ জিবি যদি অনেক কেয়ারফুলিও ইউজ করে তবু বড়জোর ১ সপ্তাহ যাবে।

Level 0

টাকা দিমু 3G নিমু… বুজলাম না teletalk এত জগাখিচুড়ি কেন করসে। যাই হক আপাদত আমার 3G এর দরকার নাই, কারন ভার্সিটি তে চরম স্পড নেট এর… class যাবার সময় ২GB এর মুভি download দিয়া গেলে class শেষে দেখা যাই download complete. খালি একটা ই আশা কবে বাসাই এই speed ta পামু। সবাই দোয়া করেন … cuz এইটা ছাড়া আমাদের এর কিছু করার নাই।

    @SAWDIP: আজ হোক, কাল হোক থ্রিজি তো সবাই পাবোই, কিন্তু কথা হচ্ছে সেটা কি সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকবে কি না !

গত ৫ বছর ধরে যত মোবাইল ইউস করতেছি সবই 3g সাপোর্টেড (শুধু আমি না অনেকেই) কিন্তু সেই 3g এখনও ইউস করতে পারলাম …………………………………

    সরি পারলাম না হবে……

      @Mijan Ahmed: ভাই এটা হওয়াই স্বাভাবিক। কারণ আমাদের হর্তা-কর্তারা শুধুই টাকা আর ক্ষমতাই চিনল; প্রযুক্তি চিনল না। যদি তারা নিজেরা প্রযুক্তির প্রয়োজনীয়তা অনুভব করতো তাহলে আমরা এত পিছিয়ে থাকতাম না।

Level New

ami ki bhabay ja arombo korbo ta bojta parci na . prothomay ami khoma prarthai ami bangla type pari na . ami thaki probasa . satti apnara sobay amer bondor moto tai post ta pora comments korta icca korca , amether desh ta ki kokhono manuser kollaner janna kichoi korba na. honestly onek kharap lagay ja amather desh er first world country er modhay koto parthokko. sobchaitay ekta bisoy feel kory ami thaki london . friend’s apnara bisas korben na era ja e kora manuser janna kora . ora eita believe kora ja ei prithibi ta sristi hoyaca manuser janna. kinto amether desh dekhen monay hoy kono kicho build kora ba chalo kora manay desher manuser cas thaka suson koray taka naya. janen allaher kachay onek onek sukraiya ja allah amaka life ja koto sundor abong manuser jeebon ja koto value sai ta upolovdhe korer janna. amether desh to manuser kono value e nai. borongo monay hay takaer golami korer jann manuser sristi hoya ca . manay koren manuser khaber thaka suro kora treatment porjanta sob kicho tai dornity er sai khany to samanno 3g connection . ami eita ka hayo korci na just difference ta bojanur chesta korci. manuser life ja khanay insecure sai khanay techenology ki valu. manuser kollener janna e to sob. sorry friends kono vul holay khoma korben plz

    @Monir1207: মনির ভাই কে অনেক ধন্যবাদ।

    আসলে এসব কথা লিখতে গেলে লিখে শেষ করা যাবে না। অনেকেই বলেন যে, “ভারতের মানুষের মধ্যে যে দেশপ্রেম আছে আমাদের মাঝে তার বিন্দুমাত্রও নেই।”
    চিন্তা করুন, আমাদের majority percent মানুষই দরিদ্র। বস্ত্র, শিক্ষা, চিকিৎসা আর বাসস্থান তো দূরের কথা দু’মুঠো অন্নই যে জাতি জোগাড় করতে পারে না- সে জাতির মধ্যে দেশপ্রেম না থাকাটাই স্বাভাবিক। আসলে একটি জাতির মধ্যে ততক্ষণ পর্যন্ত দেশপ্রেম জাগবে না; যতক্ষণ পর্যন্ত সেই জাতির শাসকদের মধ্যে দেশপ্রেম না জাগে। আমাদের শাসকগণ নিজেদের নিয়েই ব্যস্ত। একবার ক্ষমতায় আসার পর পরবর্তীবার ক্ষমতায় আসার জন্য ব্যস্ত হয়ে পড়ে। এতে জনগণকে ইমপ্রেস করার জন্য যতটুকু সেবা দেওয়ার দরকার হয় তার হয়তো সামান্যই তারা করে। এতে স্পষ্টই বোঝা যায় যে “তাদের সেবার মানসিকতা নাকি ইমপ্রেস করার মানসিকতা”।
    একবার ভাবুন, আপনি-আমি দেশ থেকে কি পাচ্ছি?
    আমাদের শাসকবর্গের মধ্যে যদি দেশপ্রেম ও জাতির জন্য কিছু করার মানসিকতা থাকত আর ক্ষমতা/টাকার লিপ্সা না থাকত আর যেই সময় এবং চিন্তা ক্ষমতা এবং নিজের আখের গোছানোর জন্য জন্য ব্যয় করে; সেটা যদি জনগণ ও দেশের জন্য ব্যয় করত তাহলে হয়ত আমরা দেশ থেকে কিছু পেতাম।

Thanks for your kind information.ভাই আমি কিভাবে Grameen Modem এ Teletok sim use করতে পারি জানাবেন। Congiguration টা দিয়েন।That means APN: & etc….

    @তুশার: আপনি মডেমের সেটিংস-অপশনে যাবেন; সেখান থেকে নেটওয়ার্কে যাবেন। সেখানে থেকে ফাইন্ড নেটওয়ার্ক/ ম্যানুয়্যাল নেটওয়ার্ক দেখতে পাবেন। তারপর দেখবেন গ্রামীণ, রবি/একটেল/ বাংলালিংক দেখাবে আর টেলিটকের টা বিজিডি…… টাইপের কিছু দেখাবে। সেখানে থেকে আপনি যে নেটওয়ার্ক ইউজ করতে চান সেটা সেট করে দিলেই আপনি ইউজ করতে পারবেন।
    (আসলে আমার কাছে কোন গ্রামীণের মডেম নেই; থাকলে ভালোভাবে বলতে পারতাম। অনেকদিন আগে এক বন্ধুকে করে দিয়েছিলাম তো ! সেটার কিছু কিছু মনে আছে)।
    ধন্যবাদ ভালো থাকবেন।

      আর এতে কোন কনফিগারেশন/এপিএন লাগবে না।

Level New

thanks answer , i really proud of you. apni amether desher vabmurti ta to bujta paracen. ekta desher janna sorbo prothom dorker oi desher nation er mowlik chahida gulo poron kora . kinto dekhen amether desh ki korca , monay hoy desher manus golo jano rajnoitik doler leader der kacha putol , jokhon icca holo suson korca aber jakhon icca tader kacha hat patay vote vikka chacca. ei monovub ta khakono asa na amera vikka chaibo kano manus amether ka valobesa vote dibay. jak amether vaggo onek kharap e chara er kichoi boler nai. allah apner valo karuk ei kamona e kori .plz ei grinno monmanosikota thaka dora thaken ei kamona kori. plz ei request ta amer tectunes er sokol friend’s er janna

    @Monir1207: আসলে আমাদের দেশের মানুষগুলোর মন অন্যান্য দেশের মানুষের তুলনায় অনেক সাদাসিধা, বেশি প্যাঁচ-ঘোচও বুঝে না; মন অনেক নরম ও অল্পতেই আবেগপ্রবণ হয়ে যায়। আর বেশিরভাগ মানুষ দরিদ্র হওয়ার কারণে আমাদের লোভের পরিমাণটা বেশি। আর এই লোভের কারণেই যত সব সমস্যা-
    * কেউর টাকা/বাড়ি-গাড়ির লোভ * কেউর ক্ষমতার লোভ * কেউর সম্মান পাওয়ার লোভ; স্তরভেদে একেক জনের একেক রকম লোভ।

    আর সব দেশের মানুষের মাঝেই লোভ নিহিত; তারা অতি চালাক হওয়ার কারণে সহজে তাদের লোভের বিষয়বস্তু বোঝা যায় না। আর আমরা সহজ-সরল হওয়ার কারণে লোভকে প্রশমন/দমাতে বা অন্যের কাছ থেকে লুকাতে পারছি না; অন্য কেউ সহজেই আমাদের স্ক্যান করতে পারে।

    আমার দেশের মানুষ যদি চালাক হতো তাহলে “একবারে সব সোনার ডিম পাবার লোভে হাঁসের পেট কাটত না; প্রতিদিন একটি সোনার ডিম পেয়েই আশ্বস্ত থাকত।”

    যেমন রাজনীতিবিদদের কথাই ধরুন একেকজনের বিরুদ্ধে কত রকমের অভিযোগ ! তারা যদি সত্যিই চালাক হতো তাহলে চিন্তা করতো “সৎ ও নিষ্ঠাবান থেকে সবার মন জয় করে প্রতিবার অল্প অল্প করে খাবো।” একটা মানুষের জীবনে জন্য কত টাকার দরকার !!

    তারা চিন্তা করে “পাঁচ বছর পেয়েছি, ভবিষ্যতে আর পাব-কি পাবো না তার ঠিক-ঠিকানা আছে? সুতরাং যা পারি এখনই হজম করতে হবে; কারণ পরবর্তী চৌদ্দ পুরুষকে খাওয়াতে হবে তো !”
    আর এই হজমের জন্য “পারফেক্ট হজমি” হচ্ছি আমরা সাধারণ জনগণ।
    [কথাগুলো আমার একান্তই ব্যক্তিগত মত]

এগুলা দেখে মনে হচ্ছে থ্রি…………………জি দেশে নিয়ে আসা আর না নিয়ে আসা সমান 🙁 লাগবো না তোর থ্রিজি। থ্রিজি তে যদি এতো ভ্যাজাল করে তাহলে ফউর জি (4G) তে কি হবে?

Level New

You are right answer . tai to otirikta chalak na hoya sochaton hota hobay. ta holay life hobay sundor er susomo. thanks answer somayer janna right time e apner comments er uttor ditay pari na ter janna sorry. take care

আসলে ভাই, চালাক বলুন আর সচেতন বলুন; মানুষ যদি সঠিকভাবে ধর্ম পালন করে তাহলে তার মধ্যে পশু সুলভ আচরণ না থাকাটাই স্বাভাবিক। আর তখন সে অন্যের কষ্টার্জিত সম্পদকে নিজের পৈত্রিক সম্পদ ভাববে না।

আমাদের দেশের অধিকাংশ মানুষই মুসলমান। আর ইসলামের বিধি-বিধানসমূহ জানা তো দূরের কথা, আমাদের মধ্যে ধর্মের মৌলিক জ্ঞানটুকুও নেই। আর যতটুকু জানি তাও ক’জনেই বা মানি ! তাই মুসলমান হয়ে আমাদের মধ্যে যেসমস্ত গুণগুলো থাকা খুবই স্বাভাবিক ছিল তাও এখন আমাদের মাঝে নেই। আর তাই ক্ষমতাসীনরা দেশের সম্পদকে পৈত্রিক সম্পদ মনে করে আর জনগণকে তাদের গোলাম মনে করে।

একটি রাষ্ট্রে যদি ১৫ কোটি মানুষ থাকে, তাহলে পুরো ১৫ কোটি মানুষই সেই রাষ্ট্রের সম্পদের মালিক। আর সেই সম্পদের কোন অংশ যদি কোন একক ব্যক্তি বা গোষ্ঠী কুক্ষিগত করে বা ব্যক্তি বা দলের স্বার্থে খরচ করে তাহলে কিয়ামতের দিন সেই কুক্ষিগত সম্পদের হিসাব রাষ্ট্রের সমস্ত মানুষকে দিতে হবে।

আল্লাহ তা‌’আলা আমাদের ক্ষমা করুন এবং আমাদের শাসকবর্গকে অন্তত নিজের ভালোটুকু বোঝার তৌফিক দান করুন।

টেলিটক সিম কিনব নাকি টেলিটকের নিয়ম কিনব…..???????????

    @Tarikul islam007: ভাই শত হলেও তো এটা বাংলাদেশ; কয়েকদিন অপেক্ষা করুন, দেখবেন সবই সহজ হয়ে যাবে।

http://a.pgtb.me/TRFMC9?app_data=entry_id%253D16301955
Teletalk 3G quiz…only take 2-3 min……
please join and play to win smart phone with 3G compatibility
Teletalk 3G sim, Teletalk Flash Modem &
Branded T-Shirt……..