মাত্র ৭-৮ পয়সায় বন্ধুর মোবাইল এ message পাঠান !!!

বর্তমানে মোবাইল এ খরচ এত বেড়েছে যা বলার মত না । কাউকে msg পাঠাতে গেলে ৫০ পয়সা কেটে নেয় । কিন্তু এ খরচ আমরা চাইলেই কমাতে পারি । চলুন দেখি কিভাবে ৭-৮ পয়সায় বন্ধুর মোবাইল এ msg পাঠানো যায় ।

এর জন্য যা যা লাগবেঃ

১। আপনার এবং আপনার বন্ধুর facebook account । যা বর্তমানে প্রায় সবার আছে ।

২। আপনার এবং আপনার বন্ধুর মোবাইল এ ইন্টারনেট সুবিধা । ( browser হিসেবে default ছাড়া অন্য browser  থাকলে ভাল হয় )

৩। আপনার এবং আপনার বন্ধুর মোবাইল এ facebook mobile চালু থাকা ।

যা যা করতে হবেঃ

১। facebook mobile  চালু করার জন্য এই লিঙ্ক এ যান । add a phone click করুন ।  country তে বাংলাদেশ select করুন আর Mobile carrier হিসেবে আপনার

sim কোন company এর তা select করুন । next চাপুন ।

এবার আপনার মোবাইল থেকে F লিখে 32665 এ msg পাঠান । facebook msg এর মাধ্যমে আপনাকে একটি confirmation code পাঠাবে । এই code টি ২ নং ঘরে

লিখে next দিন । ব্যাস আপনার facebook mobile  চালু হয়ে গেল ।

এই কাজটি আপনার বন্ধুকেও করতে বলবেন ।

২। মোবাইল এ ইন্টারনেট active করুন । মোবাইল দিয়ে facebook এ ঢুকে যেই বন্ধুকে msg পাঠাতে চান তার msg page এ যান । page টি আপনার browser এ

save করে রাখুন । যাতে আমাদের বার বার এই page টী load করতে না হয় । opera mini তে page টি save করার জন্য  যান  menu==>tools==>save page ।

অন্য যেকোনো browser এই menu তে গেলে page save করার option পাবেন ।

শুধু msg এর msg পেতে যানঃ মোবাইল দিয়ে settings এ যান তারপর text messaging এ যান এবং আপনার মনের মত করে change করুন ।

এবার আমাদের test করার পালা । save করা যেকোনো একটি বন্ধুর page open করুন । msg box  এ আপনার বক্তব্য লিখুন আর send করুন । দেখুন সাথে সাথে

আপনার বন্ধুর নাম্বার এ msg চলে গেছে ।

একটি msg send করতে 3 KB net use হয় । যা payper use package এ মূল্য ৭-৮ পয়সা । আর যদি আপনার bundle package নেয়া থাকেই তাইলে তো আর কথাই নেই । ফ্রী ফ্রী msg পাঠাতে পারবেন যত খুশি তত।

আপনাদের  উপকারে লাগলে জানাবেন ।

আমার website

Level 0

আমি ফিদা আল হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 23 টি টিউন ও 308 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

কিছু অসুবিধে ও আছে ,
ঠিক মতো ম্যাসেজ আসে না , এছাড়াও প্রচুর নোটিফিকেশন আসতে থাকে , বিরক্তিকরও বটে !

    @প্রিন্স মাহমুদ: নাহ msg সাথে সাথেই আসে । notification থেকে বাঁচতে চাইলে আরেকটি facebook id খুলা যেতে পারে যেটাতে ঐ frnd রা ছাড়া আর কেউ থাকবে না ।
    আর জানেন ই তো কিছু পেতে গেলে কিছু জ্বালা সইতে হয় 😉

      @ফিদা আল হাসান:
      @ফিদা আল হাসান, আমার মনে হচ্ছে আপনি নিজেই ব্যাপারটা পরিষ্কারভাবে বোঝেন না। ফেসবুকের টার্মসে একাধিক আইডি খোলা আইনত দন্ডনীয়। আপনি কাউকে আইন ভঙ্গের পরামর্শ দিতে পারেন না।

      @প্রিন্স মাহমুদ, আপনি ফেসবুকের একাউন্ট সেটিংস পাতায় গেলে নোটিফিকেশন অপশান খুঁজে পাবেন মোবাইলের জন্য। তারপর নির্ধারণ করে দিন কোন ধরণের নোটিফিকেশান আপনি পেতে চান। তাহলে বাড়তি নোটিফিকেশনের ঝামেলা থেকে রেহাই পাবেন।

hmm ta thik.. eto msg asle mobile hang korte pare… lol ar idea ta valo laglo… 🙂

Not so good.

Not good, but not bad.

পৃথিবী কোথা থেকে কোথায় এগিয়ে গেল আর আমরা আজো সস্তা এসএমএসের ধান্দা করি। যেখানে ২৫ পয়সা দিয়ে এক মিনিট কথা বলা যায় আজকাল।

    @এফ রহমান: ভাই আমরা গরিব মানুষ । তাই সস্তার ধান্দা করতে হয় । অন্য দেশের তুলনায় আমাদের দেশে call charge আর sms charge যথেষ্ট বেশি ।

Binu থেকে msc দেওয়া ফেসবুক থেকে খুব সহজ এবং খুব দ্রুত যাই। আমি প্রায় ১ বছর থেকে ব্যবহার করতেছি।

Not bad
THANKS

TOTAL BAJE POST….UNDOUBTLY

Level 0

“বর্তমানে মোবাইল এ খরচ এত বেড়েছে যা বলার মত না” can you justify it? i don’t think so. Cell phone charges is decreasing day by day. Again “কাউকে msg পাঠাতে গেলে ৫০ পয়সা কেটে নেয় ” it gives you the highest flexibility. And your idea consists certain pre-requisites like net connection, GPRS based handset as well as internet package.

Poor post

    @Tutul: কি ভাই সস্তায় চাইবেন তাও আবার কোন ভেজাল ছাড়া? কোন কিছু সহজে পাওয়া যায় না । আর আপনার কথা শুনে মনে হচ্ছে আপনি সচারচর মেসেজ পাঠান না । কিন্তু আমি দিনে অনেক মেসেজ পাঠাই তাই আমার সস্তা খুজতে হয় ।

Level 0

As far i know All operators now offer bulk sms packages so go for that. FYI per day i send more that 500 sms’s during office time so don’t try to tell me those craps. One thing are you student? if yes, then no need to reply.

আগে অনেক ফ্রি চাইতাম। এখন ফ্রি ভালো লাগে না। অফিম গুলা ভাতে মরবে। আমরা ২/১ টাকা না দিলে তারা খাইবো কি?

@moniazadi: vai apnar ta free kivabe????????????? apnar ta pathateo net lagbe and net a apnar page ta load hote amar page ar theke beshi KB khoroch hobe . frnd ar number koybar mukhosto kore type korben? r koto fast apnar msg ashbe? apnar msg limit 130 character . ar mobile theke ashob msg send kora vejal . tai ai way ta bolsi . so bolen kar ta valo?

@moniazadi: বাঙালী ফ্রি খেতে পছন্দ করে।