নকিয়ার সেরা!! অপারেটিং সিস্টেম সিম্বিয়ান S60v3 এর স্মার্টফোনগুলোর জন্য নিয়ে এলাম কয়েকটি সুপার এইচডি গেম।

যারা এখনো নকিয়ার রকিং!! অপারেটিং সিস্টেম সিম্বিয়ান S60v3 এর মোবাইল ইউস করছেন কিন্তু এনড্রয়েড আর আইফোন ওয়ালাদের এইচডি গেম দেখে আফসুস করেন তাদের জন্য আজকে নিয়ে এলাম ছয়টি সুপার এইচডি গেম। এই গেমগুলো শুধুমাত্র সিম্বিয়ান S60v3 ফিচারপ্যাক 1 এবং 2 হ্যান্ডসেটগুলোতে চলবে। যদিও এখন প্রায় সবাই এনড্রয়েড আর আইফোন নিয়ে মেতে আছেন তারপরেও নকিয়ার সিম্বিয়ানের এইচডি গেমগুলো কিন্তু খুবই জনপ্রিয় ছিল বিশেষ করে সিম্বিয়ান S60v3 সিরিজের এইচডি গেমগুলোত অসাধারন ছিল। সম্প্রতি নকিয়া তার নিজস্ব পুরনো সিম্বিয়ান অপারেটিং সিস্টেম থেকে সরে এসে নিজস্ব নতুন অপারেটিং সিস্টেম বের করেছে যার নাম “নকিয়া বেলে”। এই অপারেটিং সিস্টেমের সেটগুলোর মধ্যে নকিয়া N8, C7, E7, C6-01, 700, 701 সেটগুলো উল্লেখযোগ্য। যাই হোক আজকে নকিয়ার S60v3 হ্যান্ডসেটগুলোর জন্য সেরা কয়েকটি এইচডি গেম নিয়ে এলাম এগুলো হয়ত অনেকেই খেলেছেন আমিও প্রায় এক বছর আগে এগুলো শেষ করেছিলাম আর যারা খেলেননি তারা এখান থেকে ডাউনলোড করে গেমগুলো শুরু করতে পারেন।
১. এসপাল্ট 4 এলিট রেসিং এইচডি - অসাধারন একটি রেসিং গেম। এই গেমে রাইড কালেকশনে প্রথমবারের মত কারের সাথে দুটি মোটরসাইকেলও যুক্ত করা হয়। ট্র্যাক কালেকশনে আছে লস এঞ্জেলস, নিউ ইয়র্ক, প্যারিস, মণ্টে কারলো, দুবাই এবং সাংহাই শহরের রিয়েল রাস্তাগুলো। এসপাল্ট সিরিজের সবচাইতে জনপ্রিয় গেম এটি। না খেললে বুঝবেন না কতটুকু থ্রিলিং ছিল এই গেমটিতে। এই গেমের প্রচণ্ড জনপ্রিয়তার কারনে গেমলফট এই গেমের একটি S60v2 এডিশনও বার করে যা যেসব S60v2 সেটের র‍্যাম তুলনামুলক বেশি ছিল সেগুলোতে খেলা যেত।

 

ডাউনলোড করুন এখান থেকে......

২. প্রিন্স অফ পারসিয়া এইচডি - এটিও একটি অসাধারন এইচডি গেম যদিও অনেকদিন আগে গেমটি খেলেছিলাম তাই কাহিনি টিক মনে পরছে না তবে যতটুকু মনে পরে গেমটির শেষ অংশে খুবই উত্তেজনা ছিল অভারঅল গেমটির কাহিনি খুবই সুন্দর আপনি একবার শুরু করলে শেষ না করে উটবেন না যদিও গেমটি শেষ করতে আমার পুরো ২ দিন লেগেছিল।

 

ডাউনলোড করুন এখান থেকে......

৩. অ্যাসাসিন্স ক্রিড এইচডি – আরেকটি অসাধারন এইচডি গেম বিশেষ করে এর সাউন্ড ও গ্রাফিক্স সত্যিই অসাধারন। প্রায় ১ বছর আগে গেমটি খেলেছিলাম। যতটুকু মনে পরে কাহিনি অনেক লম্বা এবং শেষ করতে প্রায় ১ সপ্তাহ লেগে যাবে।

 

ডাউনলোড করুন এখান থেকে......

৪. এনএফএস আন্ডারকভার এইচডি – এনএফএস সিরিজের খুবই জনপ্রিয় একটি গেম হল আন্ডারকভার। এই গেমে চারটি সার্কিট আছে। এই চারটি সার্কিটের টোটাল ২২ টি ইভেন্ট খেলে আপনাকে শেষ করতে হবে মনে রাখতে হবে প্রত্যেকটা ইভেন্টে কিন্তু আপনাকে ফার্স্ট হয়ে শেষ করতে হবে। গেমটির রাইড কালেকশনে আছে বেশ কয়েকটি সুন্দর কার।

 

ডাউনলোড করুন এখান থেকে......

৫. স্পেস ইমপ্যাক্ট কাপ্পা বেজ এইচডি – এই গেমটির গ্রাফিক্স এককথায় অসাধারন কারন গেমটি সরাসরি নকিয়া ডেভেলপ করেছে। টাইম পাস করার জন্য অসাধারন একটি গেম। গেমটি খেলে দেখুন সিউর আপনি মুগ্ধ হবেন।

 

ডাউনলোড করুন এখান থেকে......

৬. সেভেন ডেইজ সেলভ্যাশন এইচডি - ভৌতিক কাহিনিনির্ভর গেম এটি। এই গেমটিতে আপনি একজন লেখকের ভুমিকায় অবতীর্ণ হবেন যে সাগরপারে বিশাল একটি বাড়িতে একা থাকে ও লেখালেখি করে। গেমটিতে আপনার চরিত্র পুরোপুরি একজন লেখকের মত আপনার চারপাশে অদ্ভুত সব ভৌতিক কর্মকাণ্ড ঘটলেও আপনি মনে করবেন এগুলো আপনার মনের অলিক কল্পনামাত্র যেমন একটি রুমে হটাত ভয়ঙ্কর আত্মা দেখে আপনাকে দৌরে সেই রুম থেকে পালিয়ে আসতে হবে কিন্তু তারপরেও আপনি মনে করবেন এগুলো অলিক কল্পনা কিন্তু একসময় আপনি টিকই বাস্তবতার মুখোমুখি হবেন এবং বাচার জন্য লড়াই চালিয়ে জেতে হবে।  গেমটি সর্বমোট ৭ দিনের যেখানে এক দিন এক দিন করে এগিয়ে যেতে হয় । আপনার প্রচণ্ড ধৈর্য থাকলে গেমটি খেলে দেখতে পারেন কারন গেমটি অনেক লম্বা তবে এর কাহিনি অনেক ভয়ঙ্কর এবং এর ভৌতিক দৃশ্য ও সাউন্ড সত্যিই মনে ভয় ধরিয়ে দেয়। গেমটি আমি শেষ করতে পারিনি তবে আমার এক ফ্রেন্ড শেষ করেছে প্রায় এক মাসে।

 

ডাউনলোড করুন এখান থেকে.....

সম্প্রতি আমি ক্রিকেট নিয়ে নতুন একটি ব্লগ সাইট খুলেছি যেখানে সব ইন্টারন্যাশনাল ক্রিকেট ম্যাচগুলো লাইভ সম্প্রচার করা হয় শুধু তাই নয় এ সাইটটিতে আপকামিং সব ক্রিকেট সিরিজ এবং টুর্নামেন্টের ম্যাচ শিডিউল সহ আছে বেশ কয়েকটি এক্সাইটিং ফ্ল্যাশ ক্রিকেট গেম।

ক্রিকেট নিয়ে করা আমার নতুন সাইটটি ভিসিট করতে পারেন। এখানে ক্লিক করুন।

এরকম আরও কিছু গেমসের কালেকশন আমার কাছে আছে যেগুলো নিয়ে পরবর্তীতে আরেকটি টিউন করার ইচ্ছা আছে।

আমার টিউনটি কষ্ট করে পড়ার জন্য সবাইকে ধন্যবাদ।

Level 0

আমি মিজান আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 60 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Bhaia, ami nokia 6730c use kori, amar phone e ki support korbe aai game gula?

    @digitallover_1991: আপনার সেটে সবগুলো গেম নাও চলতে পারে তবে আমার মনে হয় ১,২,৪ ও ৫ নম্বর গেম গুলো চলবে।
    আর সবগুলো গেম চলবে এমন সেটগুলো হল নকিয়া E51, E52, E55, E75, N95, N82, N85, N86, N79, N78, 6120C,6124C, 6220C, 6210, N96 সহ আরও বেশ কয়েকটি সেট যেগুলোর রেজুলেশন ২৪০*৩২০ এবং সিম্বিয়ান S60v3।

ধন্যবাদ।

ধন্যবাদ…।শেয়ার করার জন্য………আরও কিছু HD গেমস চাই।

    @saif khan sohan: আপনাকেও ধন্যবাদ। এরকম আরও একটি পোস্ট করব।

nfs underground onekdin khujcilam.peyecilam kintu install hoini.aj hoyce.
donnobad

    @Monir Hossen: আপনাকেও ধন্যবাদ। এনএফএস আন্ডারগ্রাউন্ড না আন্ডারকভার আর যতটুকু জানি এনএফএস আন্ডারগ্রাউন্ডের কোন এইচডি গেম নেই।

আমার সেট নকিয়া এন 70
আমি কি পারব ডাউনলোড করতে

@মিজানুর রহমান ( টিপু ) +8801712526528: সরি ভাই N70 সেটে এই গেমগুলো চলবে না কারন N70 সেট সিম্বিয়ান S60v1

আপনাকে ধন্যবাদ।

আমার কয়েকটা গেম দরকার। যদি কারো কাছে থাকে তবে দিয়েন। আমার মোবাইল সেটটি হল = নকিয়া আশা 305। ধন্যবাদ।

    @bachelorzone: গেমলফটের নতুন রিলিজ হওয়া গেমগুলোর দিকে লক্ষ্য রাখবেন। ভালো মানের গেম পাবেন ।

Level 0

Thanx. But nokia c5 e ki game gulo cholbe? Plz ans me….

    @Ontortk: এখানের সবগুলো গেমই C5 মোবাইলে চলবে। ধন্যবাদ।

Bhai ami nokia E5-00 use kori. HD game gulo ki amar mobile a colbay?

Level 0

Bhai amar Nokia C6-00. ai game gula ki cholba. আপনাকে ধন্যবাদ।

আপনার মোবাইল S60v5 সিরিজের আর এই গেমগুলো S60v3 এর সেটগুলোর সাথে কমপ্যাটিবল। আপনার সেটের জন্য এর চাইতেও ভাল মানের কয়েকটি এইচডি গেম আছে তবে এই গেমগুলোও আপনার মোবাইলে চলতে পারে। ধন্যবাদ।

আমি nokia e63 ব্যবহার করি…আমার শুধু NFs undercover টা চলছে।বাকি গুলাতে resulation এ সমস্যা হইছে।

Level 0

Thanks mijan bhai

ভাই এনএফএস ছাড়া আর কোনটার লিন্ক কাজ করেনা কেন?