প্রয়োজনীয় কিছু এক্সক্লুসিভ মোবাইল সফটওয়্যার ফ্রি ডাউনলোড করে নিন এক্ষুনি !!!

সবইকে স্বাগতম আমার আজকের টিউনে। আসা করি সবাই ভাল আছেন। আমি আজ আপনাদের কিছু প্রয়োজনীয় মোবাইল সফটওয়্যার উপহার দিব যে গুলো আমাদের দৈন্দীন জীবনে বেশ কাজের। নেটে বিভিন্ন রকমের মোবাইল সফটওয়্যার পাওয়া গেলেও তার মধ্যে কোনটি আসলেই করে তা নিয়ে বেশ আমাদের বেশ সমস্যায় পড়তে হয়। তাই কিছু ভাল মোবাইল সফটওয়্যার নিয়েই আমার আজকের টিউন।

১। Operamini 4:

Opera mini

এর জন্য নতুন করে বলার কিছুই নেই। যারা কম-বেশী মোবাইলে নেট ব্যবহার করে তাদের জন্য এটি খুবই কাজের। Operamini দিয়ে আপনি টেকটিউনউস ভিজিট করতে পারবেন।

২। mig33:

mig33

যারা চ্যাট করতে পছন্দ করেন তাদের জন্য এটি চমৎকার একটি সফটওয়্যার। আমার মনে হয় টেকটিউনউসের ৯৮% ভিজিটরই জানেন এটির সম্পকে।

৩।Microsoft Excel:

Excel

হিসাব বিঙ্গানের ছাএদের কাছে এটি বেশ কাজের বলে আমি মনে করি। তাই এই একবার ট্রাই করে দেখুন।

৪। Paint:

Paint

যারা ছবি আঁকেন তাদের জন্য মোটামোটি কাজেরই হবে এই পিচ্চি সফটওয়্যারটি।

৫। Calculator:

Calculator

ছোটমোট হিসাবের জন্য এটি ব্যবহার করতে পারেন।

৬। KDPlayer:

KD player

এটি সম্পকে যতই বলি ততই যেন কম বলা হয়। মিউজিক প্রেমীদের জন্য সবচেয়ে ভাল সফটওয়্যার হল এটি। এটিতে রয়েছে জটিল একটি ইকুলাইজার।

৭। AlarmClock:

Alrm Clock

যারা ঘুম থেকে দেড়ীতে উঠার কারনে স্যারদের পিটন খান তারা এটি ব্যবহার করে ভাল ফল পাবেন।

৮। WorldClockII:

INT time

সময় সচেতনদের কাছে বেশ উপকারী।

এখানে ক্লিক করে সকল সফটওয়্যার গুলো ডাউনলোড করুন।

2rfdoap

সবাই ভাল থাকবেন এবং সুস্ব্য থাকবেন এই শুভ কামনায়

"আলমাস"

Level 2

আমি আলমাস জামান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 107 টি টিউন ও 1591 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি আপনাদের আলমাস। ছোট বেলা থেকেই স্বপ্ন দেখতে ভালবাসি, তাই স্বপ্ন বাস্তবায়নে ছুটে বেড়াই অজানা অনেক দূরে। অনেক সময় স্বপ্ন খুঁজতে গিয়ে পথ হারিয়ে যাই তখন, বিস্তীর্ণ উজানে একলা হয়ে চিহ্ন একেঁ একেঁ পথ চিনে নেই...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Bhai amar mobile a opera mini 4 chalai kintu problem holo bangla lekha mishe jay.ati amar pc teo hoche.ki korbo?

    Level 2

    ধন্যবাদ ভাই। আপনি আপনার পিসিতে টেকটিউনসে দেওয়া সফটওয়্যারটি ব্যবহার করতে পারন আর মোবাইলের জন্য ফন্ট ব্যবহার করতে পারেন।

    You can try this link http://moonbd.com/all_in_one/index.php than go mobile > soft

    Level 2

    hum……………………. valo site

Level 2

Comment Comment ডাক পারি Comment গেল কার বাড়ী ? 😉

ধন্যবাদ আলমাস ভাই। ভাল টিউনসের জন্য। কাজে লাগবে।
—আপনার আর একটা ধন্যবাদ পাওনা আছে তা হল, আপনার কথা মত কাস্টমার কেয়ারে গিয়ে ড্রাইভার পেয়েছি এবং কাজ হচ্ছে(যে কোন chaina তে)। তাই ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ…………….

    Level 2

    yhX…………………….a lot !!! 😉

Level 0

টিউন্টি আরো ভাল হত যদি আলাদা আলাদা লিঙ্ক দেওয়ার পর সকল লিঙ্ক ১ সাথে দিলে

    Level 2

    ধন্যবাদ ভাইয়া। পরের টিউন গুলো ভাল করে করব। 😉

কেউ কি আছেন য়ে আমাকে হেল্প করার । kaspersky internet security 2010 এর ট্রায়াল রিসেটার চাই । কারোও কাছে থাকলে লিংকটি দেওয়ার জন্য।

আস্সালামু আলাইকুম আলমাস ভাই।
মোবাইলের জন্য জরুরি কিছু টিপ্স দিলেন। অবশ্যই কাজে লাগবে। তবে ক্যালকোলেটর প্রোগ্রাম টা কেমন যানি ঘোলাটে মনে হল। আমার মনে হয় এর চেয়ে ভাল মোবাইলের সাথে থাকা অরিজিনাল ক্যালকোলেটর টাই। যাইহুক অন্যান্নগুলো ভাল লেগেছে। আপনার জন্য রইল শুভ কামনা ও ধন্যবাদ।
তবে হ্যা, আমি নকেয়া এন ৮০ মোবাইল ব্যবহার করি। এই মোবাইলে ভাল চলবে এমন কোন ষ্মার্টমুভি সিরিয়াল কি সহ পেতে পারি কি?
আবারো ধন্যবাদ আপনাকে।

voice changer software থাকলে আওয়াজ দেন।
কারো কাছে কি Consized Oxford Dictionary 11ed এর registration key আছে?