আপনার স্মার্টফোন এর হাইব্রিড সিকিউরিটি

অনেকে স্মার্টফোন মোবাইলের নিরাপত্তার জন্য বিভিন্ন ধরনের অ্যান্টিভাইরাস ব্যবহার করে থাকেন । আবার অনেকে ব্যবহার করেন বিভিন্ন ধরনের সফটওয়্যার । কিন্তু, বেশীরভাগ সফটওয়্যার মোবাইলের নিরাপত্তা রক্ষার পরিবর্তে ক্ষতি করে ।

তাই, আপনার স্মার্টফোন এর হাইব্রিড সিকিউরিটি নিশ্চিত করতে আজ আমি আপনাদের জন্য নিয়ে এলাম একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মোবাইল সফটওয়্যার যা আপনার মোবাইলের নিরাপত্তা প্রদান সহ বিভিন্ন ধরনের সুবিধা দিয়ে থাকবে ।

সফটওয়্যারটির নাম হচ্ছে "NetQin Mobile Guard" যা আপনার  স্মার্টফোন এর হাইব্রিড সিকিউরিটি প্রদান করবে । সফটওয়্যারটি সম্পূর্ণ ফ্রি এবং ফুল ভার্সন ।

সফটওয়্যারটি এখান থেকে ডাউনলোড করে নিন ।

NetQin Mobile Guard এ আছে;

Backup: এখান থেকে আপনি আপনার স্মার্টফোনের সকল ফোন নম্বর (Contact No.) এর ব্যাকআপ রাখতে পারবেন ।

Boot Mrg: কিছু কিছু সফটওয়্যার আছে যেগুলো আপনার ফোনে ইন্সটল থাকলে ফোন চালু করার সাথে সাথে স্বয়ংক্রিয়ভাবে চালু হয়ে যায় । যা আপনার ফোন স্লো করে ফেলে । আপনি এখান থেকে এসব সফটওয়্যার নিয়ন্ত্রন করতে পারবেন ।

Clean Spam: এর মাধ্যমে ফাইল ম্যানাজার এর অপ্রয়োজনীয় ফাইল মুছতে পারবেন ।

App Mrg: এখান থেকে সফটওয়্যার আপডেট নিয়ন্ত্রন করতে পারবেন ।

Os Scan: ফোনের যাবতীয় সমস্যা সমাধান করতে এটি বিশেষ ভাবে কাজ করে ।

Call filter: এখান থেকে কল নিয়ন্ত্রন করতে পারবেন ।

Web Mrg: ইন্টারনেট এ কত কেবিপিএস স্পীড পাচ্ছেন, কত মেগাবাইট ব্যবহার করেছেন এখান থেকে সবকিছু জানতে পারবেন ।

File Mrg: ফাইল ম্যানাজার এ সকল ফাইল নিয়ন্ত্রন করতে এটি ব্যবহার করা হয় ।

সফটওয়্যার টি শুধুমাত্র আপনার স্মার্টফোন এ ব্যবহার করতে পারবেন ।

আশা করি সফটওয়্যারটি আপনাদের ভাল লাগবে । ভাল লাগলে কমেন্ট এর মাধ্যমে জানান ।

পোস্ট লিখেছেন জিহাদুর রহমান।

পূর্বে প্রকাশিত টিউটোরিয়ালবিডি ব্লগে

Level 0

আমি টিউটোহোস্ট। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 162 টি টিউন ও 69 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

টিউটোহোস্ট বাংলাদেশের একটি জনপ্রিয় ওয়েব হোস্টিং সেবাদানকারী প্রতিষ্ঠান। যুক্তরাস্ট্র এবং যুক্তরাজ্য ভিত্তিক দ্রুতগতির বেশ কিছু ওয়েব সারভারে গুরুত্বপূর্ণ তথ্যগুলো নিরাপদে সংরক্ষণ করা হয়। আমরা এদেশে ২৪ ঘন্টা এবং বছরে ৩৬৫ দিন অনলাইন এবং ফোন সাপোর্টের ব্যবস্থা রেখেছি। বাংলেদশসহ অনেক দেশের জনপ্রিয় ওয়েবসাইট আমাদের সারভার ব্যবহার করছে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

হুহ,এর চেয়ে Iobit Advanced Mobile Care ঢের ভাল।