সকল বিভাগের আবহাওয়া সংবাদ, একটিমাত্র দেশি এ্যাপ থেকে

হাসান সাহেব প্রতিদিন অফিস যাওয়ার আগে আধঘন্টা পত্রিকা পড়েন। এটা তার বহু দিনের অভ্যাস। পত্রিকা পড়ার জন্য আধঘন্টা বেশ লম্বা সময়। শুধু বুঝতে হবে কোন কোন খবরগুলো এড়িয়ে যেতে হবে। যেমন আবহাওয়ার খবর। আগামীকাল অমুক অমুক জায়গায় বর্জ্রসহ বৃষ্টিপাত হতেও পারে নাও পারে এমন ধরনের খবর পড়ে আসলে কারো কোন লাভ হয়না। আর অনেকদিন ধরেই এদেশে প্রচলিত আছে, আবহাওয়া অফিস যদি বলে আগামীকাল বৃষ্টি হবে তো দেখা যায় সেদিন কাঠফাটা রোদ। গরমে রাস্তার পিচ উঠে জুতোয় তলায় লেগে যাচ্ছে । পত্রিকাগুলোতে এই ধরনের খবর সম্ভবত পাতা ভরানোর জন্য ছাপা হয়।

তবে আশার কথা হচ্ছে গত দুই দশকে টেকনোলজির অনেক উন্নতি হয়েছে। বিভিন্ন গুগল ইয়াহুর মতো বিভিন্ন ওয়েব সাইটেই এখন আবহাওয়ার নির্ভরযাগ্য খবর পাওয়া যাচ্ছে। হাসান সাহেব তার ডেস্কটপ কম্পিউটারে উইন্ডোজ এর একটি ওয়েদার গেজেট ব্যবহার করেন। যতক্ষণ কম্পিউটারের সামনে থাকেন, প্রতি মুহর্তের আবহাওয়ার খবর তার চোখের সামনে থাকে। বাইরে বের হবার ব্যাপারে সীদ্ধান্ত নিতে সুবিধা হয়।
সেদিন একটা ঘটনা ঘটলো। হাসান সাহেব তার নতুন কেনা স্মার্টফোনটা হাতে নিয়ে দেখলেন যে, সেখানে ‘ওয়েদারনাও’ (WeatherNow) নামে একটা অ্যাপ আছে যেটা দিয়ে তিনি আঙ্গুলের এক ছোঁয়ায় যেকান আবহাওয়া সংক্রান্ত তথ্য পেতে পারেন। সন্দেহ নেই খুবই কাজের জিনিষ, তিনি বেশ খুশী হলেন। এখন আর আবহাওয়ার খবরের গুগল, ইয়াহু বা ডেস্কটপ কম্পিউটার খুলে বসে থাকতে হবে না। দেশের তৈরী মোবাইল অ্যাপ দিয়েই দেশের আবহাওয়া সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

‘ওয়েদারনাও’ (WeatherNow) একটি আবহাওয়া পূর্বাভাস অ্যাপ, শুধুমাত্র বাংলাদেশের জন্য। অ্যাপটি তৈরি করেছে মাল্টিমিডিয়া কন্টেন্ট এন্ড কমিউনিকেসন্স লিমিটেড (এমসিসি), একটি অভিজ্ঞ মোবাইল ও ওয়েব ডেভেলপমেন্ট কোম্পানী, এই কোম্পানীই বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ওয়েবসাইটটা ডিজাইন করেছে, যেখান থেকে এই অ্যাপটি তার প্রয়োজনীয় তথ্য খুঁজে আনে। বাংলাদেশে আবহাওয়া অধিদপ্তরও প্রযুক্তিগতভাবে অনেক এগিয়ে গেছে। তাদের ওয়েবসাইটে এখন সবধরনের দরকারী তথ্যাবলি পাওয়া যায়। এই অ্যাপের তথ্য তারাই সরবরাহ করছে।
‘ওয়েদারনাও’ অ্যাপটির ব্যবহার খুবই সহজ। এটি খুললেই প্রথমে একটি পেজ আসে, যেখানে ওই দিনটির তাপমাত্রা ও আবহাওয়ার অবস্থা  দেওয়া থাকে।

ছবি দেখেই বোঝা যায় বৃষ্টি হবে, কড়া রোদ পড়বে নাকি বজ্রপাতসহ ঝড় হওয়ার আশংকা আছে। একপাশে ছোট করে দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা দেওয়া থাকে। পেজের নিচে পরের চারদিনের পূর্বাভাস দেখা যাবে।

অ্যাপের মাধ্যমে সাতটি বিভাগের পূর্বাভাসই পাওয়া যায়। যে কোন একটি বিভাগের পূর্বাভাসকে প্রথম পেজের জন্য সেট করা যায়। অ্যাপটির ব্যবহারকারী চাইলে যে কোন মুহুর্তে এই সেটিংস্টা বদলাতে পারেন। এমসিসির ভবিষ্যতে অ্যাপটির মাধ্যমে জেলা ও শহর ভিত্তিক পূর্বাভাসও দেওয়ার পরিকল্পনা আছে।
এই অ্যাপে আরো অনেক কিছু সংযোজনের সুযোগ আছে, তবে সাধারণ মানুষের ব্যবহারের জন্য এটা একটি সহজ ও উপযোগি অ্যাপ হবে।
এই সময়ে অ্যাপটি এন্ড্রয়েড ও জাভা সিমবিয়ান প্লাটফর্মেও পাওয়া যাচ্ছে। ভবিষ্যতে এটা iOS ও আসবে।

ডাউনলোড করুন

এন্ড্রয়েড মোবাইল থেকে : https://play.google.com/store/apps/details?id=com.mcc.weathernow

নোকিয়া মোবাইল থেকে : https://publish.nokia.com/content_items/show/137901

জাভা প্লাটফর্মের অন্যান্য মোবাইলের জন্য : http://zapp.mcc.com.bd/

Level 2

আমি pothiksumon। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

জাভা মোবাইলে চলবে ?

@ Jubayer মনে তো হয়!
ধন্যবাদ আপনাকে।