নিজেই রিচার্জ করুন যেকোনো সময় যেকোনো স্থান থেকে আপনার নিজের মোবাইল থেকেই

শুরুতেই বলে নেই আমি বাংলা টা্ইপিং এ খুবই দুর্বল এবং এখানে এটাই আমার প্রথম টিউন, তাই আপনাদের কাছে অনুরোধ সব কিছুই দয়া করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। অনেক কষ্ট করে আপনাদের জন্য বাংলা টাইপ করেছি, যদি ভালো না লাগে তাহলে কতৃপক্ষের নিকট টিউন টি ডিলিট করার অনুরোধ রইলো কিন্ত দয়া করে কেউ গালি গালাজ করবেন না, কারন আমরা সবাই এখানে শিক্ষিত ভদ্র ঘরের ছেলে।

তাহলে আসুন শুর করি.

শিরোনাম দেখে হয়তো ভাবছেন এটা একটি মোবাইল নির্ভর রিচার্জ সার্ভিস, হ্যা তাই কিন্তু সাথে আরো আছে মোবাইল থেকে আপনার ব্যাংক অ্যাকাউন্ট এর ব্যালান্স চেক করা, ফান্ড ট্রাস্নফার করা সহ আরো বেশ কিছু সুবিধা।

যা যা লাগবে.

১. যমুনা ব্যাংক লিমিটেড এর যে কোন ব্রাঞ্চ এর একটি  Savings or Current Account.

2. Internet সাপোর্ট করে এবং Third party  Software Install করা যায় এ রকম একটি মোবাইল (Java, Symbian or Android, Doesn't matter.)

প্রথমেই আপনার নিকটস্থ ব্রাঞ্চ এ যান এবং ফ্রন্ট ডেক্স এ গিয়ে বলুন মুঠো ও SMS Banking এর application form দিন। Form টি সঠিক ভাবে পূরন করুন, আপনার মোবাইল নম্বরটি সঠিক ভাবে দিন, মনে রাখবেন মোবাইল নম্বরটি আপনার একাউন্ট এর সাখে যুক্ত হবে, টাকা তুলুন আর জমা দিন না কেন সব মেসেজ এই মোবাইলে আসবে, তাই মোবাইল নম্বরটি খুবই গুরুত্ব বহন করে। সব হয়ে গেলে form টি জমা দিয়ে চলে আসুন। ২/৩ দিনের মধ্যে আপনার মোবাইলে একটি SMS আসবে অনেকটা এরকম ... Your Mutho & SMS Banking Service has been activated your pin is 1234, pls change your pin at first.

এই মেসেজ পাওয়া মানে আপনার একাউন্ট টি আপনার মোবাইল এর সাথে লিংক করা হয়ে গেছে এখন আপনি এই সার্ভিস ব্যবহারের জন্য তৈরি।

এখনআপনার মোবইল এর মেসেজ আপশন এ যান এবং লিখুন   JBL MENU এবং সেন্ড করুন 6969 নম্বরে।

আপনার মোবইলে একটি ফিরতি মেসেজ আসবে যেটাতে একটি লিংক থাকবে। লিংকটি open করুন, এ ক্ষেত্রে চেষ্টা করবেন মোবইল এর built in browser ব্যবহার করতে।

140 to 180 Kb এর একটি ফাইল Download হবে,ফাইলটি Install করুন, সাথে আপনার মো্বাইলে একটি মেসেজ আসবে যেটিতে একটি Activation code দেওয়া খাকবে। কোডটি একটি কাগজে লিখে রাখুন।

এখানে একটি কথা উল্লেখযোগ্য যে এতক্ষন যা করলেন সবই ওই মোবাইল নম্বরটি দিয়ে করবেন যেটি আপনি form টি পূরন করার সময় দিয়েছিলেন।

Install হয়ে গেলে application টি  open করুন, activation code  চাইবে, যে কোডটি লিখে রাখতে বলেছিলাম তা দিন। হয়ে গেল activation. এখন Change Your PIN এই window আসবে, পুরানো পিন ১২৩৪ দিয়ে নতুন পিন সেট করে নিন। হয়ে গেল সব কাজ শেষ।

এখন আমি চিত্রের মাধ্যমে দেখা্বো বাকি কাজ গুলো। আগর ধাপ গুলো চিত্রের মাধ্যমে দেখাতে না পারার জন্য ক্ষমা চাইছি।

দেখুন আপনার মোবাইলে এ রকম একটি মেনু যুক্ত হযেছে.

Handset ভেদে আইকোনটি ভিন্ন হতে পারে।

Ope the Icon.

See MENU Like this.

To Know About your Jamuna Bank Account Information, Click the first Menu then see like this

To Know your Account Balance click on Balance Enquiry . Then See like this.

Then Enter Your Password. Like this

Then .

After in few seconds .

To know your account statement Click on Transaction History from Previous Menu...

এখন আমাদের জন্য খুবই দরকারি মোবাইল রিচার্জ এর কখা বলবো। পদ্ধতি একই। Go to Main Menu of your application Then Select Payment services . You will then see like this.

Then Select Mobile Recharge and see like this.

Then Select your operator you want to recharge, mobile type (prepaid or post paid) then amount .

Then click on Recharge and see like this

Fill up the Captcha and Insert your password.Like This

Then Press Confirm . And See like this.

You will get a sms that your account has been debited.

And recipient will get a sms like this

আপনি চাইলে যমুনা ব্যাংকের যে কোনো শাখা  থেকে ঐ শাখার অন্য একাউন্ট বা যমুনা ব্যাংকের অন্য শাখার যে কোন একাউন্ট এ টাকা ট্রান্সফার ও করতে পারবেন এভাবে.

Select the Fund Transfer from payment menu then.

আপনার মোবাইলে যদি ইন্টারনেট সাপোর্ট না করে তাহলে SMS এর মাধ্যমে সার্ভিস গুলো পেতে পারেন।

। আর এই সার্ভিসটির আর একটি বড় সুবিধা হলো আপনার একাউন্ট যখনি ডেবিট বা ক্রেডিট হোক না কেন (০.১ পয়সা  হলেও) আপনি তখুনি SMS পেয়ে যাবেন।

আর হ্যা এই সকল সার্ভিস এর জন্য  কোনো Extra Charge নাই। কিন্তু Yearly Charge আছে যা বছরে ২০০ টাকা মাত্র।

সময় পেলে ঘুরে আসতে পারেন  এখান থেকে অথবা এখানে

সবাই ভালো থাকবেন। দোয়া করবেন। খোদা হাফেজ।

Level New

আমি sajal007bd। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 53 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভালোই তো।আমি তো ইসলামি ব্যাংকের টা ব্যবহার করি।কিন্তু ওরা এখনো মোবাইলের এপ্লিকেশন দিয়ে চালু করেনাই।

Level New

Thanks Mukut vai.

অনেক সুন্দর গোছানো টিউন @ আমার কাজে আসবে । ১ম টিউন হিসাবে অনেক সুন্দর হয়েছে। ধন্যবাদ

আমি তো ইসলামি ব্যাংকের টা ব্যবহার করি। আলাদা কোন চার্জ কর্তন করেনা।

Level New

Thanks Hossain Vai, If u need any help regarding this, just let me know pls.

Level New

Rifat vai, Islami Bank ar service tao onek valo, but ota te may be akhono mobile application asa nai. Jamua Bank a yearly charge asa 200 tk, Jeta per year a akbar dite hoi. Alada kono charge nai. ব্যাংক ভেদে সিডিউল অব চার্জ ভিন্ন হতে পারে। এটা ব্যাংকের নিজের পলিসি’র উপর নির্ভর করে। আপনি চাইলে আপনার বন্ধুকে ফ্রি খাওয়াতে পারেন তাই না?? সেখানে কি কারো কিছু বলার আছে ভাইয়া??

খুব সুন্দর টিউন। আমি ব্রাকব্যাংক ব্যাবহার করি। কিন্তু তাদের মোবাইল এপ্লিকেশন নাই। সার্ভিস টা আমার খুব ভাল লেগেছে। দেখি একটা অ্যাকাউন্ট খুলে নিব।

Level New

Tnx, Shopno poka vai.

ধন্যবাদ টিউনের জন্য। কয়েকদিন আগে ব্যাংকের এক অফিসার আমাকে এটা নিতে বলেছিল। সাধারনত রিচার্জ ইসলামী/ব্র্যাক/ডিবিবিএল মোবাইল ব্যাংকিং দিয়ে করি। তাই আর নতুন করে ঝামেলা বাড়ালাম না, তা ছাড়া এটার জন্য বাড়তি চার্জ আছে এবং মিনিমাম ১০০ টাকা রিচার্জ করতে হবে।

Level New

Sumir Vai, Tnx for your comment but apnar information ta aktu wrong asa. Minimum 100 tk noi minimum 50 tk & Maximum 10,000 , asole ato kisu ami post a dite pari nai. Sorry. R akta kotha o boli jodi kisu mone na koren, ta holo sara bosor dhore 1 ta bank ar service amra nei but matro 200 tk charge dite chai na, tahole bolun company gula kivabe earn korbe r beche thakbe tar employee ra, kivabe??

Dutch Bangla er Mobile Banking korlei to hoi. etto jhamela er ki drkr…………

Level 0

আমি ডিবিবিএল মোবাইল ব্যাংকিং দিয়ে করি। ১ম টিউন হিসাবে অনেক সুন্দর হয়েছে। ধন্যবাদ।

Level New

Tnx @ Skytipsbd & Pankha kazi.

Vai aita kono baper na, j kono bank a aita online banking er maddhome kora jai.

Level New

Vai Chandan kumar, Ami Ki kokhono bolechi ai ta kono bapar??? Bivinno Banker ai Service Thaktei pare. Thaka tai to shavabik tai na? A rokom negative type ar comments korle to post korar r utsaho thake na vai. Whatever Tnx for your comment.

Level New

khub valo post