মোবাইল দিয়ে আপনার কম্পিউটার কন্ট্রোল করুন

আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে মোবাইলের ব্লুটুথ/ওয়াইফাই দিয়ে পিসি কন্ট্রোল করা যায়।

আমি এই সফটওয়্যার নোকিয়া ই৬৩ তে ব্যাবহার করেছি। অন্যান্য সেট এ চেষ্টা করে দেখতে পারেন।

প্রথমে নিম্মের লিঙ্ক থেকে সফটওয়্যারটি ডাউনলোড করুন।

Phone Remote Control 5.2 with WiFi & BlueTooth

এবার নিম্মেরমত করে ইন্সটল করুন

এবার ডাউনলোড করা ফোল্ডারে  'regme'  লিখা ফাইলটি রান করুন এবং নিম্মেরমত করে কাজ করুন

এবার ডেস্কটপে থাকা সফটওয়্যারটির আইকনে ডাবল ক্লিক করুন। এরপর টাস্কবারের আইকনটিতে ক্লিক করুন নিম্মেরমত স্ক্রীন আসবে

এবার নিম্মের মতো করে চেক করুন ফুল ভার্সন হয়েছে কিনা। না হলে আবার 'regme' ফাইলটি চালান।

এবার আমাদের মোবাইলে সফটওয়্যার ইন্সটল করতে হবে। সেজন্য নিম্মের মতো কাজ করুন

এবার ফাইলটি মোবাইলে পাঠিয়ে ইন্সটল করুন। ইন্সটল করা শেষ হলে সফটওয়্যারটি রান করুন মোবাইলে এবং পিসির সফটওয়্যার ও রান করুন।

এবার settings>Bluetooth settings>COM Port চেক করুন

এবার ব্লুটুথ ডিভাইস সার্চ করুন

এবার সার্চ করে পাওয়া যেকোনো একটি ডিভাইস সিলেক্ট করুন।

ডেস্কটপে কিছু নোটিফিকেশন আসতে পারে নিম্মরুপ। এমন আসলে পোর্ট নাম্বার যা দেখাবে সেটা পিসি সফটওয়ারে সেট করুন।

এবার মোবাইলে নিম্মেরমত স্ক্রীন আসবে যদি ঠিকমত কানেক্টেড হয়

 

আবার যদি আপনার পিসি এর সাথে মোবাইল পেয়ারড না থাকে তবে নিম্মের মতো নোটিফিকেশান আসবে পাস কী দিবেন তাহলে কাজ শেষ

এবার দেখাবো কিভাবে ওয়াইফাই দিয়ে পিসি কন্ট্রোল করবেন। এটার জন্য আপনার মোবাইল এবং পিসি তে ওয়াইফাই থাকতে হবে

প্রথমে মোবাইলে সফটওয়্যারটি রান করুন নিম্মেরমত করে কাজ করুন

এবার Settings>WiFi Settings যান

এবার পিসির আইপি এড্রেস দিন এবং যেকোনো একটি পাস কী দিন । পোর্ট যা আছে তাই থাকবে । সেভ করুন

এবার পিসি তে সফটওয়্যারটিতে নিম্মেরমত কাজ করুন। সেটিংস্‌ ট্যাবে যান এবং ওয়াইফাই ট্যাব সিলেক্ট করুন। Enable wifi connection চেক করুন। পাস দিন যা মোবাইলে দিয়েছিলেন এবং ওকে করুন।

এবার মোবাইলে যান নিম্মেরমত কাজ করুন

এবার পাসওয়ার্ড দিবেন যদি ওয়াইফাই প্রটেকটেড হয়

এখানে অনেককিছু করতে পারবেন। অনেক অপশন আছে।

আশা করি কাজে লাগবে। এটা নিয়ে অনেক টিউন আছে তারপরেও আবার লিখলাম কারন আমাকে কোন একজন অনুরোধ করেছিল

ধন্যবাদ

Level 0

আমি আজিম মাহমুদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 17 টি টিউন ও 181 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

I am a software developer. I like chatting, hacking, reading various books, gardening, playing games and I like my real friends.........................


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

dhonnobad vai. apner post golo khub kajer.

@habib050@ আপনাকেও ধন্যবাদ ভাইয়া এতো কষ্ট করে পড়ার জন্য। আপনাদের কাজে লাগলে আমার টিউন করা সার্থক হবে।

Level 0

vai ektu janaben, ei software use korte hole ki mobile hack kora hote hobe kina?
amar n73 hack kora na. etai ki use kora jabe?

@habib050@ hack kora lagte pare. amarta hack kora tai bolte parchina j normally kaj korbe kina. hack kore felun akdom eaqsy 😀

আপনাকে অনেক ধন্যযোগ কালকে মনে হয় আমিই আপনাকে এইরকম একটা টিউন করতে বলেছিলাম যাইহক আমি আখনও সফল হইনাই আচ্ছা এটা করতে কি ব্লু ডিভাইস এর সাথে ব্লু স্ফট ও থাকতে হবে জানালে খাশি হতাম ।।।।।।

Level 0

Thanks Vai

@আব্দুল মোমিন শিববাটি@ ভাইয়া আপনি বলেছেন তাই ভাবলাম আমি যতটুকু জানি লিখার চেষ্টা করে দেখি 😀 আপনার ব্লুতুথ ডিভাইস থাকতে হবে। ল্যাপটপে থাকে তাই আলাদা দরকার নাই। ডেস্কটপের জন্য আলাদা ডিভাইস লাগবে। আমি এর আগে ব্লুটুথ ডিভাইসের একটা সফটওয়্যার নিয়ে আলোচনা করেছিলাম। সেই সফটওয়্যার ব্যাবহার করুন আশা করি কাজ হবে। আমি ওটা ব্যাবহার করি। নরমালি কাজ করার কথা কিন্তু আমি শিউর না।

@painkhan@ apnakeo dhonnobad

হ্যা আমি পারলাম ধন্য++++

আর আপনার ব্লুটুথ ডিভাইসের সফটওয়্যার নামাতে চাইলাম কিন্ত পেলাম না একটু সরা সরি লিংক দিলে খুশি হতাম….

@আব্দুল মোমিন শিববাটি@ 😀 😀 😀

Level 0

vai ei software normal vabei cole. set hack er dorkar hoina.
vai ekta somossai porci. ami apner bola moto sob kicu korci kintu full version korte parlam na.
amar ta trial version dekhaitece.
r ami setup.exe and reg key alada alada download korci.
plz vaijan ektu help koren kivabe full version korbo.

Level 0

full version korte parci azim vai. @আজিম

@habib050@ ami vabsilam kivabe apnake help kora jai. vabte na vabte solution hoye gese 😀 😀 😀

ধন্যবাদ অনেক সুন্দর টিউন @ আর নোকিয়া ছাড়া কি Android সেটে হবে আর হলে তা কিভাবে করতে হবে?

@হোছাইন আহম্মদ@ hmm ache. tobe androider ami akta jani seta apnar wifi thakte hobe pc and mobile e.

Onek valo ekta tune. Sobar kaje asbe asa kori. 🙂

@Online Hunter@ amio temn asha kori 😀 😀 😀

পোস্ট আপডেট করে দিলাম কিভাবে ওয়াইফাই ব্যাবহার করেও পিসি কন্ট্রোল করতে পারবেন তা দেখান হয়েছে

android dia o kajta kora jai. tobe ai soft sudhu symbian e kaj kore. androider jonno alada software ache.

Level 0

I got .Jar+jad files from phone client folder.
But After installing on java touch phone its installed but options not working. Maybe its better with buttons phone or symbi.
Do you have any soft works with java touch? Like vectir.

Android সেটে হবে আর হলে তা কিভাবে করতে হবে?

@M.Sameer@ there are two versions. version 3.0 and version 5.2. and the extensions are .jar and .jad. you need to install both to check that which one is compatible with your phone set

@আশরাফ69@ Android set dia o PC control kora jai tobe maximum e trial version. j soft disi ata androider jonno na. amr kache 2ta ase androider jonno but seta nije try kore insall korben. kajta easy. nahole amk abr a bisoye arekta tune korte hobe android nia 🙁

Level 1

জাভা মোবাইল যেমন নোকিয়া আশা ৩০৫ এই সেট দিয়া হবে আজিম ভাই? দয়া করে জানালে অনেক অনেক খুশি হব 🙂

@KAYES@ via try kore dekhen. *.jad and *.jar dui format e ase.

vai softower ta download korte parici na. ektu help korun