বাংলাদেশে প্রথম স্মার্টফোন বানাচ্ছে ইন্ডিগো

দেশে প্রথমবারের মতো সংযোজিত হতে যাচ্ছে স্মার্ট মোবাইল হ্যান্ডসেট। সেই সঙ্গে কম দামের ফিচার ফোনও সংযোজন করা হবে।

সরকারি কোম্পানি টেলিফোন শিল্প সংস্থার (টেশিস) সহযোগিতায় এ স্মার্টফোন বানাবে বেসরকারি কোম্পানি ইন্ডিগো গ্রুপ। ইতোমধ্যে হ্যান্ডসেট বানানোর প্রয়োজনীয় কার্যক্রম প্রায় শেষ পর্যায়ে রয়েছে।

জানা গেছে, ‘ওকে মোবাইল ব্র্যান্ড’ নামের এ স্মার্টফোন আগামী ঈদুল ফিতরের আগেই বাজারে আসবে। স্মার্ট হ্যান্ডসেট ও ফিচার ফোন সংযোজনের জন্য এখন প্ল্যান্ট বসানোর কাজ শেষ পর্যায়ে রয়েছে।

ok mobile_techshohor

প্ল্যান্ট স্থাপনের জন্যে টেশিসের কাছ থেকে জায়গা এবং বিদ্যমান অবকাঠামো ভাড়া নিয়েছে দেশীয় বেসরকারি কোম্পানি ইন্ডিগো গ্রুপ। গ্রুপটি চীন থেকে মোবাইল স্মার্টফোন বানানোর প্রযুক্তি আনছে। আর আমেরিকান ব্র্যান্ড ‘ওকে মোবাইল’ নিয়ে হ্যান্ডসেট বাজারজাত করবে কোম্পানিটি।

সংশ্লিষ্টদের দাবি, এটিই হবে ‘মেড ইন বাংলাদেশ’ শীর্ষক প্রথম মোবাইল হ্যান্ডসেট। এর আগে আরও কয়েকটি কোম্পানি হ্যান্ডসেট সংযোজনের উদ্যোগ নিলেও শেষ পর্যন্ত তা সফল হয়নি।

বর্তমানে চীনের ছয় জন প্রকৌশলী এ বিষয়ে টঙ্গিতে টেশিস ফ্যাক্টরিতে কাজ করছেন বলে জানিয়েছেন ইন্ডিগো গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জসিমুল হক।

জসিমুল জানান, শুরুতে পাঁচ মডেলের মোবাইল হ্যান্ডসেট নিয়ে আসবেন তারা। এ ক্ষেত্রে সর্বনিন্ম হ্যান্ডসেটটির মূল্য ১২’শ থেকে ১৪’শ টাকা হবে বলে জানিয়েছেন তিনি। একই সঙ্গে সবচেয়ে দামি ফোনটির মূল্য হতে পারে ৩০ হাজার টাকা।

প্রধান আকর্ষণ হিসেবে থাকবে ৩৮’শ টাকার থ্রিজি সমর্থিত স্মার্ট মোবাইল ফোন।

তা ছাড়া ৭ হাজার, ১৪ হাজার এবং ২২ হাজার টাকা মূল্যের আরও কয়েকটি মডেলের হ্যান্ডসেটও এখানে সংযোজিত হবে বলে জানিয়েছেন উদ্যোক্তরা।

এসব সেটে ২ থেকে ১২ মেগাপিক্সেল ক্ষমতার ক্যামেরা থাকবে। প্রতিটি হ্যান্ডসেট ডুয়েল সিমের হবে।

ইতিমধ্যে ওকে ব্র্যান্ডের কয়েকটি উন্নত মানের কয়েকটি হ্যান্ডসেট চীন থেকে সংযোজন করে আনা হয়েছে। যেগুলো পরীক্ষা-নিরিক্ষা এবং অনুমোদনের জন্যে সরকারের বিভিন্ন পর্যায়ে দেওয়া হয়েছে।

এর আগে কয়েকবার হ্যান্ডসেট সংযোজনের জন্য দরপত্র আহবান করেও টেশিস ভালো সাড়া পায়নি। অবশেষে চতুর্থবারের মতো দরপত্র আহবানের পর কাজ পেয়েছে ইন্ডিগো গ্রুপ।

টেশিসের ব্যবস্থাপনা পরিচালক মোঃ হোসনুল মাহমুদ খান জানান, ছয় টাকা প্রতি বর্গফুট হিসেবে ইন্ডিগোকে ১৪ হাজার ৯২৩ বর্গফুট জায়গা ভাড়া দেওয়া হয়েছে। একই সঙ্গে চুক্তি অনুসারে মুনাফার ৫ শতাংশও পাবে টেশিস।

এ বছরের ২৭ ফেব্রুয়ারি উভয় পক্ষের মধ্যে এ বিষয়ে চুক্তি সই হয়। চুক্তি অনুসারে ছয় মাসের মধ্যে হ্যান্ডসেট সংযোজন শুরু করতে হবে কোম্পানিটিকে।

এর আগে দোয়েল ল্যাপটপের মাধ্যমে বেশ সাড়া ফেলেছিল টেশিস। কিন্তু অল্প দিনের মধ্যে টেশিসের আশা ভঙ্গ হয়। বর্তমানে ল্যাপটপ সংযোজন বন্ধ রয়েছে বলেও জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এদিকে ইন্ডিগো গ্রুপ আশা করছে প্রথম বছরে মাসে ১ লাখ হ্যান্ডসেট সংযোজন করতে পারবে তারা। দু’বছরের মধ্যে দেশের ১০ থেকে ১২ শতাংশ হ্যান্ডসেটের বাজার ধরতে পারবে বলেও আশা এমডি জসিমুলের। এটা সম্ভব হলে দু’বছরের মধ্যে তারা লাভের মুখও দেখতে পারবেন বলে মনে করেন তিনি।

এই উদ্যোক্তা বলেন, শুধু দেশের বাজার নয়, এর পর আফ্রিকা এবং ব্রাজিল ও মেক্সিকোসহ দক্ষিণ আমেরিকার আরও কয়েকটি দেশে হ্যান্ডসেট রপ্তানি করাও সম্ভব হবে।

আমার বাংলা টেক ব্লগে ভাল লাগতে আসতে পারেনঃ  আইটি বাংলা ব্লগ

Level 0

আমি রাকিব হোসেন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 61 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

Well done, Indigo group.

Good news for us

Level 0

ভাইরে দোয়েল এর মতো অবস্থা যাতে না হয়!!

Level 0

খাজনার চেয়ে বাজনা বেশী না হয়…………..