রোজার জন্য একটি অত্যন্ত প্রয়োজনীয় মোবাইল এ্যাপ্লিকেশন

রমজান মাসে একজন রোজাদারকে এমন অনেক কিছুই করতে হয়, যা সারা বছর করার প্রয়োজন হয়না। ফলে রোজার অনেক নিয়ম কানুন ও দোয়ার বিষয়ে অনাভ্যাস দূর করতে এবং সঠিক নিয়মে রোজা পালন করার সুবিধার্থে পবিত্র রমজান মাস উপলক্ষ্যে মোবাইল এ্যাপ্লিকেশন প্রস্তুতকারী প্রতিষ্ঠান এমসিসি লি. নিয়ে এলো ‘রমজান’ নামের মোবাইল এ্যাপ্লিকেশন। এই এ্যাপ্লিকেশনে পুরো রমজান মাসের একটি ক্যালেন্ডার আছে যেখানে ব্যবহারকারী সেহরী ও ইফতারের সময়সূচী জানার পাশাপাশি উক্ত সময়ে স্বয়ংক্রিয়ভাবে এলার্ম বাজিয়ে সঠিক সময় আপনাকে জানিয়ে দেবে এই এ্যাপ্লিকেশন। আছে প্রয়োজন মাফিক এ্যালার্ম সেট করে রাখার ব্যবস্থা। সঠিকভাবে কেবলা খুঁজে বের করার জন্য এ্যাপ্লিকেশটিতে একটি কম্পাসও রাখা হয়েছে। সেহরী ও ইফতারের জন্য দোয়াসহ বিভিন্ন প্রয়োজনীয় দোয়ার বাংলা ও আরবীরূপও এই এ্যাপ্লিকেশনের মাধ্যমে ব্যবহারকারী জানতে পারবেন। তারাবীর নামাজের নিয়মকানুন ও দোয়া সম্পর্কেও জানার সুযোগ থাকছে। এছাড়া নামায বা বিভিন্ন সময়ে যারা তসবি পাঠ করে থাকেন, সেই তসবী গননার কাজেও এই এ্যাপ্লিকেশনটি চমৎকারভাবে ব্যবহার করা যাবে।

রোজার মাসে পবিত্র আল কোরআন থেকে তেলাওয়াত করা ও শোনাতে আছে প্রচুর ফজিলত। এই বিষয়টি মাথায় রেখে আল কোরআনও যোগ করা হয়েছে এই এ্যাপ্লিকেশনটিতে। এর মাধ্যমে ব্যবহারকারী বিখ্যাত কুয়েতি কারী শেখ মিশারি বিন রাশিদ আল ফাছি’র সমধুর কন্ঠে শুদ্ধ উচারণে কুরআন তেলওয়াত শুনতে পাবেন। প্রত্যেকটি সূরা আলাদা টেস্কট আকারে আরবি ও বাংলা তরজমা রাখা হয়েছে। এছাড়া সূরা সম্পর্কিত সাধারণ তথ্য যেমন আয়াত সংখ্যা, অবতীর্ণ হওয়ার স্থান ও সিজদা সংখ্যা জানার সুযোগ থাকছে। এছাড়া কোরআনের পিডিএফ ডাউনলোড করে যে কেউ সম্পূর্ণ কোরআন পাঠ করতে পারবেন। এছাড়া লাইভ কোরআনের অংশে কারআনের তেলয়াত, বাংলা ও ইংরেজি তরজমা, হাদিস ও হামদ নাথ ইত্যাদি শোনার সুযোগও থাকছে।

রমজান মাসের জন্য অত্যন্ত প্রয়োজনীয় এই মোবাইল এ্যাপ্লিকেশনটি গুগুল প্লে স্টোরের https://play.google.com/store/apps/details?id=com.mcc.ramadan এই লিংক থেকে ডাউনলোড করে সম্পূর্ণ ফ্রি তে ব্যবহার করা যাবে।

Level 2

আমি pothiksumon। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভালো জিনিশ ! ধন্যবাদ

শেয়ার করার জন্য ধন্যবাদ

Level 0

thanks….