আপনার নকিয়া (BB5) হ্যান্ডসেট ফ্লাশ করুন ঘরে বসেই, নিজের পিসিতে!

প্রথমেই বলে নিচ্ছি এটা আমার প্রথম টিউন, দুঃখিত ! বলতে বাধ্য হচ্ছি, "ভুলভ্রান্তি ক্ষমা করার মানসিকতা না থাকলে এ টিউনটা আপনার পড়ারই দরকার নেই।" আর আপনার মোবাইল BB5 সিরিজের না হলে আপনার জন্যও এই টিউন নয়।

ফ্লাশিং সফটওয়্যার ক্রেডিটঃ নাঈম ভাই।

শুরুতেই বলে দিই কি কি লাগবেঃ

১. নকিয়া সুইট (আপনার মোবাইলের ড্রাইভার হিসেবে কাজ করবে)***
২. BB5 Easy service tool ( ___ বাই নাঈম)***
৩. আপনার মোবাইলের ফ্লাশ ফাইল।***
৪. আপনার মোবাইলটি (অবশ্যই)
৫. ইউএসবি ডাটা কেবল।

এবার সফটওয়্যার দুটির ডাউনলোড লিংকঃ

  1.  Nokia Ovi Suite
  2.  BB5 Easy service tool

উপরের লিংক থেকে আগে সফটওয়্যার দুটি ডাউনলোড করে নিন।

আর আপনার মোবাইলের ফ্লাশ ফাইলগুলো কষ্ট করে এই সাইট থেকে খুঁজে ডাউনলোড করে নিন। ফ্লাশ ফাইল খুঁজতে সেটের মডেল নাম্বার না ব্যবহার করে RM নম্বর ব্যবহার করুন। RM না জানলে *#0000# এটা মোবাইলে প্রবেশ করিয়ে দেখে নিন। এবার ফ্লাশ ফাইল সম্পর্কে একটু ব্রিফিং দিয়ে নিই।

ফ্লাশ ফাইল হয় সাধারণত ৩টি। যথাঃ MCU, CNT, PPM

mcu ফাইলের কমন এক্সটেনশন - (.mcusw)[এটা আসল সিস্টেম ইমেজ ফাইল]

cnt ফাইলের কমন এক্সটেনশন - (.image_ora_pl)[এটা ইউজার ডাটা ফাইল]

ppm ফাইলের কমন এক্সটেiনশন - (.ppm_ms)[এই ফাইলের আন্ডারস্কোরের পরে _ms না থাকলে বুঝবেন এটাতে বাংলা নাই, আর হ্যাঁ এটা কিন্তু ল্যাংগুয়েজ ফাইল]

এবার কার্যপদ্ধতিঃ

১. প্রথমে সফটওয়্যার দুটি ইন্সটল করুন।

২. নকিয়া সুইটে আপনার সেট ইন্সটল করে নিন।

৩. এবার BB5 Easy Service Tool সফটওয়্যারটি অপেন করুন। এবং পাঁচ নং ট্যাব, Flashing ট্যাবে চলে যান। ঠিক এইরকম দেখাবে-

BB5_1

৪. এখানে এই মুহুর্তে আমার BB5 Series মোবাইল না থাকায় প্রত্যেকটা ধাপ দেখাতে পারলাম না বলে দুঃখিত। তবে আগে আমি এটা দিয়ে ফ্লাশ করেছিলাম আমার নকিয়া x2-00 সেট, তাই ১০০% নিশ্চিত এটা কাজ করবে।

৫. এই ইন্টারফেসটি আপনার সেটটিকে ডিটেক্ট করতে পারলে ব্লাক উইন্ডোটিতে মোবাইলের মডেল সহকারে অন্যান্য তথ্য দেখাবে। আর প্রথমে না দেখালে মোবাইলটি খুলে আবার সংযোগ করুন।

৬. এবার নিচের ছবির মতো চেকবক্স গুলো দিয়ে নিন। use INI এর চেকবক্স তুলে দিন এবং manual এর চেকবক্স বসিয়ে দিন।

৭. এবার ধাপে ধাপে ফাইল তিনটি সিলেক্ট করে দিন। আর হ্যাঁ select model বক্সে আপনার সেটের RM মডেল সিলেক্ট করে দিন।

৮. ফাইলগুলো দেখিয়ে দিতে প্রথমে নামের একেবারে বামদিকের চেকবক্সে টিক দিয়ে নামের মধ্যে ক্লিক করে ফাইল গুলো দেখিয়ে দিন। 1,2,3 দেখে বিভ্রান্ত হবেন না, অনেক মোবাইলে ২টি অথবা ৩টি সিএনটি ফাইল থাকে, যেগুলোর একটি সেগুলোর জন্য 1 ক্লিক করে সিলেক্ট করে দিন।

৯. এবার সব কিছু আবার ঠিক আছে কি না চেক করে, ফ্লাশ বাটন ক্লিক করুন।

১০. সবকিছু ঠিক থাকলে ১মিনিটের মধ্যেই আপনার সেট ফ্লাশ হয়ে যাবে।

[আর হ্যাঁ এটা দিয়ে আরো অনেক কিছু হয়, যারা এডভান্স ইউজার, তারা এমনিই বুঝতে পারবেন।]

ও হ্যাঁ আরও একটা কথা বলে দিচ্ছি, যা করবেন নিজ দায়িত্বে করবেন। বিপদে পড়লে সাহায্য করব ঠিক আছে, কিন্তু আমাকে দোষারোপ করে কোন কাজ হবে না বললাম। তবে সমস্যা না হওয়ারই কথা, এটা কিন্তু ডেড ফ্লাশও সাপোর্ট করে। তাই যদি একবার ভুলে সেট ডেড ও করে ফেলেন কোন সমস্যা নাই... হা হা 😀 ।

তো আর কি টিউমেন্ট বক্সে দেখা হবে আজকের মতো বিদায়। টিউন কেমন হলো জানাবেন কিন্তু!!!

(প্রথম টিউমেন্টে সাপোর্টেড সেটগুলোর একটা লিষ্ট দিয়ে দিচ্ছি, আপনাদের সুবিধার জন্য! )

Level 0

আমি মোঃ মামুনুর রশিদ মিল্টন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 41 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

"যা ভাবি তা বাস্তবে করার চেষ্টা করি। আমার একটা অদ্ভুদ স্বপ্ন আছে, জানি না আর কত অপেক্ষা করতে হবে সেটা বাস্তবে রুপান্তরিত করতে। তবে হ্যা, আমি কিন্তু নিজেকে অন্য অনেকের চেয়ে একটু ব্যতিক্রম মনে করি। জানি না এটা কোন মানসিক রোগ কি না ! আশা করি আমার টিউন গুলোর মাধ্যমে...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

সাপোর্টেড সেটঃ
Nokia 3110c, Nokia 3250, Nokia 5500, Nokia 6085, Nokia 6125, Nokia 6126, Nokia 6131, Nokia 6136, nokia 6151, Nokia 6233, Nokia 6234, Nokia 6270, Nokia 6280, Nokia 6630, Nokia 6680, Nokia 6681, Nokia 6682, Nokia 7373, Nokia 7370, Nokia N70, Nokia N71, Nokia N72, Nokia N73,, Nokia N80, Nokia N90, Nokia N91, Nokia N92, Nokia N93, Nokia E50, Nokia E60, Nokia E61, Nokia E62, Nokia E70, Nokia 3250, Nokia 5200, Nokia 5300, Nokia 5500, Nokia 5570, Nokia 5700, Nokia 6085, Nokia 6125, Nokia 6126,Nokia 6131,Nokia 6136,nokia 6151,Nokia 6233,Nokia 6234, Nokia 6270, Nokia 6280, Nokia 6282, Nokia 6288, Nokia 6300, Nokia 6708, Nokia 6630, Nokia 6680, Nokia 6681, Nokia 6682, Nokia 7373, Nokia 7370, Nokia 7390, Nokia N70, Nokia N71, Nokia N72, Nokia N73, Nokia N75, Nokia N76, Nokia N77, Nokia N80, Nokia N90, Nokia N91, Nokia N92, Nokia N93, Nokia N95, Nokia E50, Nokia E60, Nokia E61, Nokia E61i, Nokia E62, Nokia E65, Nokia E70, Nokia E90
—————
john_milton
—————

Nice Post Thank u bro 🙂

    Thank you Mr. Razu. You are the first tumentor in my techtunes account.

Nice .. thank u…

@John_Milton vai amar sony erisson c510 set ache, ai set ta ke flash deyer kono system ache?

    পরে সময় পেলে এ ব্যাপারে আর একটা পোস্ট করব, ততক্ষণ অপেক্ষা করুন, ধন্যবাদ।

ভাই, এই সিস্টেমে নকিয়া 2690, 2700c, 5130 ফোন গুলো ফ্ল্যাশ করা যাবে কিনা? প্লিজ জানাবেন।

    সম্ভবত 2690 হবে না, কিন্তু, 2700c এবং 5130 হবে।ধন্যবাদ টিউমেন্টের জন্য!

nokia-5130c হবে না? 🙁

    কাজ হবে ভাই, শতভাগ গ্যারান্টি! ধন্যবাদ আাপনার টিউমেন্ট এর জন্য

দারুন তো এবার হাতের টাকা বাজবে সাথে মোবাইল ফ্লাশ হবে। এটাকি Jaf থেকেও কি ভাল হবে। @ ধন্যবাদ

    Jaf অনেক পাওয়ারফুল সফট, তবে Nokia BB5 Series এর হ্যান্ডসেটগুলার জর‌্য এটাকে আদর্শ বলতে পারেন। ধন্যবাদ টিউমেন্টের জন্য!

Level 0

Vai Firmware download ar kisu bujhtesi nah .. amr Nokia 3110c . Rm 237 aikhane onek gula
RM 237 file ase ,, latin purple , black etc ,, konta download korbo ?? amk ektu bangla
supported Rm file ta khuje dite parben ???

Level 0

Vai firmware download korsi kinto egolote 3 ti file (MCU, CNT, PPM) nai. Browse korle egolo show kore na. amar moldel E75, Please Help me.. product code 057387

    ভাই দুঃখিত যে, আপনার সেটটি BB5 Series নয়। এক্ষেত্রে আপনাকে JAF ব্যবহার করে ফ্লাশ করতে হবে।
    http://www.4shared.com/rar/n2tjyvKlce/JAF_v19862__Emulator_v5.html
    এই লিংক থেকে JAF সফটওয়্যারটি ডাউনলোড করে নিয়ে ট্রাই করুন প্লিজ। আমার কাছে তো এরকম কোন সেট নেই থাকলে একটু ঘেটে দেখতে পারতাম। আর আপনার সেটটি সম্ভবত সিম্বিয়ান। JAF দিয়ে কিন্তু আপনি ঘরে বসেই ফ্লাশ করতে পারবেন। আর ফার্মওয়্যারের সব ফাইলই ব্যবহার করে ফ্লাশ দিন।

আমি জানতে চাই এটা দিয়ে কি সেট আনলক করা যাবে । এই রকম কিছু থাকলে আমাদের জানান ….ধন্যবাদ টুল গুলো এর জন্য

    হ্যা যাবে। সার্ভিস টুল ট্যাবে user code option টি ব্যবহার করুন। ধন্যবাদ টিউমেন্টের জন্য!

onek valo hoice, thank u vhai

    আপনাকে ও Thank U Vhai অনেক ভালো একটি টিউমেন্ট করার জন্য।!!

C5.00 তে কাজ করবে না?

    দুঃখিত ভাইয়া, এটা দিয়ে হবে না আপনাকে JAF ইউজ করতে হবে। কমেন্টসে আমি JAF এর ডাউনলোড লিংক দিয়ে দিয়েছি। এখন দেখছি JAF নিয়েও একটা টিউন করা লাগে। দেখি সময় হয় কি না? ধন্যবাদ টিউমেন্টের জন্য!

ভাই এটা দিয়ে নোকিয়ার কোন মোবাইল গুলো ফ্ল্যাশ করা যায় একটু মডেলগুলো বলবেন…..

ভাই, নোকিয়া 6120 ক্লাসিক হবে?

আমার Nokia 6120 classic RM-243। আর প্রোডাক্ট কোড 054949 । যার ফ্লাশ ফাইলগুলো খুজে পাচ্ছিনা। কোথায় পাবো দয়া করে যদি বলতেন।

আপনাকে অনেক অনেক ধন্যবাদ এটি শেয়ার করার জন্য।

JAF কোন কোন হ্যান্ডসেটে সাপোর্ট করবে, প্রথম কমেন্টের মত করে জানালে খুশি হতাম।

ধন্যবাদ

Level 0

vai amr Nokia E63 set ta slow howar karone reset disilam kintu reset deowar por thekei set on korlei lock code chaitese …..flash deowa sara ki kono way ase ai lock code paowar???

Nokia c2-01 flash hobe

Hello Brother,
Eita die ki Nokia Classic 2700 er country lock open unlock kora jabe?
Ebong jodi na kora jay tahole ki apner kase onno kono way ase classic 2700 er country lock unlock korar…!!
Thanks in Advance….:)

নোকিয়া e72 কি BB5 সিরিজের