নোকিয়া মোবাইলের কাজের কিছু কোড

*#7780# -> ফ্যক্টরী ডিফল্ট সেটিং রিস্টোর করে দেবে।
*#3283# -> সেটটা কবে তৈরী হয়েছে তা দেখা যাবে।
*#746025625# -> সিমের ঘড়ি বন্ধ করার জন্য।
*#67705646# -> অপারেটর লগো মুছে ফেলার জন্য।
*#73# -> ফোন টাইমার এবং গেম স্কোর রিসেট হবে।
*#0000# -> মোবাইলের ফার্মওয়্যার ভার্শন দেখা যাবে।
*#06# -> IMEI দেখা যাবে।

*#92702689# -> ওয়ারেন্টি সংক্রান্ত সেটিং দেখা যাবে।
*#7760# -> প্রডাকশন সিরিয়াল নাম্বার দেখা যাবে।
*#bta0# -> ব্লুটুথের ম্যাক এড্রেস দেখা যাবে।
*#9999# -> মোবাইলের ফার্মওয়্যার ভার্শন দেখা যাবে।
*#2640# -> মোবাইলে সিকিউরিটি কোড দেখা যাবে।
*#7328748263373738# -> সিকিউরিটি কোড ডিফল্ট হয়ে যাবে।
*#43# -> কল ওয়েটিং স্ট্যাটাস দেখা যাবে।
*#2820# -> ব্লুটুথের তথ্য দেখা যাবে।
*#7370# -> মোবাইলের মেমোরী ফরম্যাট করার জন্য।
*#delset# -> GPRS এবং ইমেইল সেটিং মুছে ফেলার জন্য।

Level 0

আমি আরিফুর আরিফ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 20 টি টিউন ও 586 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

তেমন কিছু না, পিসি নিয়ে সারাদিন ঘাটি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধারুন তো । কাজের জিনিস দিছেন ভাই ।

অনেক ধন্যবাদ ভাই। আসলে এসব কোড যারা মোবাইল ফোন সাভিস করে তাদের জন্য অনেক উপকারী। 🙂 তারপরেও সংগ্রহে রাখলাম।

    শাওন একমত না।

    কেন বলেন তো? 🙁

    শাওন কোন সময় যে কোন জিনিস কাজে লাগে তা তো বলা যায় না। তাই

Level 0

n73 তে ২টা আর কোন টা কাজ করেনা

শেয়ার করার জন্য ধন্যবাদ।

Level 0

ধন্যবাদ ভাই খুবই ভালো

হুম যেকোন সময় কাজে আসতে পারে।

ধন্যবাদ

সত্যি কাজের জিনিস।ধন্যবাদ আপনাকে।

কাজের জিনিস দিলেন আপনাকে অনেক ধন্যবাদ.

Level 0

ধন্যবাদ ভাই।

ধন্যবাদ ভাই। এটা কি সকল নোকিয়া সেটের জন্য

    জি,তবে সকল নোকিয়া সেটে সবগুলো কোড কাজ নাও করতে পারে। মিনিমাম ৪/৫ টি কোড সকল নোকিয়া ফোনেই করবে।

ধন্যবাদ আপনাকে। দরকারি কিছু কোড একসাথে পালাম।

” *#92702689# -> ওয়ারেন্টি সংক্রান্ত সেটিং দেখা যাবে।” –
– আমার মনে হয় এটা বেশি কাজের । যারা 2nd hand set কিনতে চান, তারা সহজেই set এর current condition এর ব্যাপারে নিশ্চিত হতে পারবেন।

    *পেলাম

    Level New

    at o beshi kajer na,,,,coz….flash korle shob reset hoye jai.

Level 0

ভাল হয়েছে
তবে কোন কোন সেটের ক্ষেত্রে এই কোড কাজ করবেনা

    স্বাভাবিক, তবে ৪/৫টি সকল নোকিয়া ফোনে করবেই।

Level 0

ভাই, Sony Ericsson-এর কোন Code নাই?