যারা অরিজিনাল হেডফোন এর অভাবে রয়েছেন তাদের জন্য এই টিউন

 

আমাদের অনেকের কাছেই ব্র্যান্ড এর অরিজিনাল হেডফোন নেই। ব্র্যান্ড এর অরিজিনাল হেডফোন দিয়ে গান শোনার মজাই আলাদা। যা সাধারণত বাজারে কিনতে পাওয়া হেডফোনে ওরকম মজা পাওয়া যায়না। ফলে আপনার মোবাইল অথবা ডিভাইস এ ভাল সাউন্ড কোয়ালিটি সিস্টেম থাকা সত্তেও আপনি গান শোনে সেরকম মজা পাবেন্না।
আজ আপনাদেরকে পরিচয় করে দিব এমন একটি  হেডফোন এর সাথে যা থেকে আপনি পাবেন-
# সাউন্ড কোয়ালিটি পুরো ব্র্যান্ড এর অরিজিনাল হেডফোনের মত
# অসাধারন BASS
# দাম সস্তা
Brand name: CREATIVE
অনেকেই হয়ত এর সাথে পরিচিত। আমি এই হেডফোনের ফ্যান ২০০৭ সাল থেকে।
এই কম্পানির অনেক মডেল এর হেডফোন রয়েছে তার মধ্যে আমাদের দেশে পাওয়া যায় সবচাইতে ভাল যেটা সেটার সাথে আমি আপনাদের পরিচয় করিয়ে দিব।
পিকচার গুলো দেখুন

এই হেডফোনটা সবচাইতে ভাল। এর নির্দিষ্ট কোন মডেল নেই। এই হেডফোনটি প্লাস্টিক বক্সের মধ্যে থাকে। এটি অরিজিনাল হেডফোন।এই রকম দেখতে বাজারে আরও হেডফোন পাওয়া যায়। সেগুলো নকল হেডফোন। আপনারা উপরক্ত পিকচার গুলোর মত same to same মিলিয়ে হেডফোন টি কিনবেন এবং সাউন্ড কোয়ালিটি চেক করলেই বুঝতে পারবেন। আর পিকচার এ যেমনটি দেখছেন ঠিক এই রকম হেডফোনটি কিনবেন। হেডফোনের দাম ২০০-৩০০ টাকা নিবে।
নিচে নকল হেডফোনের কিছু পিকচার দেয়া হল-

Level New

আমি সাজ্জাদ হোসেন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 100 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

sure তো ভাই আমার টা কোন মতে চালাচ্ছি ওয়াল্টন এর সব কিছু ভাল হইলেও হেডফোন পুরাই ফালতু

স্ক্রিন শট দিয়ে ভাল করসেন

Level 2

valo

Level 0

Vi price ta koto hote pare?

    Level 0

    @সাজ্জাদ হোসেন: Thanks

Level 0

ভাই আপনি কতদিন হেডফোন ইউজ করেন জানিনা বা আপনার কতখানি ভালো লাগসে…… বাট আমি বলবো এইটা আপনার সব চাহিদা পূরন করবেনা……………………………
১। এইটা নয়েজ ক্যন্সেল করবেনা
২। এইটা চাইনিজ রেপ্লিকা
৩। ইয়ার প্লাগ সিস্টেম হউয়ায় টান খাইয়া সহজেই ছিড়ে যাবে
৪। রেসপন্স রেট খুবই সামান্য (অরিজিনাল হইলে ঠিক মত কাজ করত)
৫। 80 dbl এর বেশি সাউন্ড রেট হইলেই কাইন্দা দিব।
৬। সারাউন্ডিং সাউন্ড সিস্টেম এ মাইক এর মত মনে হইব।
৭। কটন চেঞ্জ করতে গেলে বার বার কটন ছিড়বো।
তবে কমদামের মধ্যে কিনলে কিনতে পারেন কিন্তু আমি ফোন বা এম পি থ্রি তে শোনার জন্য Symphony Customer Care থেকে ২২০ – ২৩০ টাকা দিয়ে Symphony Fushion ( In Ear Headphone) টা কেনার পক্ষপাতী। স্যামসাং বা আইফোন ছাড়া প্রায় সব ফোনেই সাপোর্ট করবে ।

    samsung এর original হেডফোন ও এটার সাথে টাইম নাই আর আপনি আসছেন symphonir হেডফোন নিয়া। ওই নয়েজ ক্যন্সেল চোক্কা হেডফোন দিয়া ২টা গান শুনলেই মাথা বেথ্যা করে তাছাড়া হেডফোন কানে দিলে গান না শুনলেও বাইরের কিছু শোনা যায় না।

আমার কাছে Logitech এর হেডফোন ই বেস্ট মনে হয়…। তবে দাম অকটু বেশী । ১-৩ বছর এর warrenty দিয়ে থাকে…। ঢাকা কিনতে পারলে বেশী ভাল হয়… Online এ ও কিনতে পারেন…। Amazon .com থেকে…।

এমআই এর হেডফোনগুলো ও অনেক ভাল সার্ভিস দেয়। এছাড়াও https://www.bdstall.com/headphone/ এখানে থেকে কোরসেয়ার কিংবা লজিটেক এর হাই কোয়ালিটি হেডফোন পাওয়া যাবে।