আর হ্যাক নয় এখন সাইন (sign) করেই সফট্ওয়ার ঢুকান নোকিয়ার S60 V3 ও V5 সেটগুলোতে!!

আপনি যদি নোকিয়া ব্রান্ডের কোন মোবাইল ফোন ব্যবহার করে থাকেন তাহলে আপনি হয়ত জানেন যে তাদের সেটে সফট্ওয়ার, গেম বা থিম ঢুকানোর আগে সেগুলোকে সাইন করে ঢুকাতে হয়। আর আজকে আমি সেই পদ্ধতি নিয়েই আপনাদেরকে এই টিউনটি উপহার দেব।  তাই এই সহজ কাজটি করার জন্য নিচের স্ক্রিনসটসহ নিয়মগুলি ফলো করেন তাহলেই নোকিয়ার যেকোন সফট্ওয়ার সাইন করতে পারবেন।

আসুন তাহলে দেখা যাক কিভাবে নোকিয়ার S60 V3 ও V5 সেটে সফট্ওয়ার সাইন করে ঢুকাতে হয়।

Screenshot 1

http://cer.opda.cn/en/. – এ যান এবং Register করে Login করুন।

Screenshot 1

login করার পর  “Apply cer” এ ক্লিক করুন। উপরের “Screenshot 2″ দেখুন.

Screenshot 1

এখন যে ফরমটি দেখাবে সেটিকে পূরণ করুন  “Screenshot 3″ এর মত করে.  আপনার মোবাইলে *#06# চেপে আপনার IMEI নম্বরটি বের করুন এবং যথাস্থানে এটিকে লিখুন।  এই  application form – টি submit করার পর আপনাক ২৪ ঘণ্টা অপেক্ষা করতে হবে।

Screenshot 1

পরেরদিন আপনি লগিন করার পর  “Signing Softs” -এ ক্লিক করুন যা উপরের স্কিনশটে দেখানো হয়েছে। পাতাটির নিচে চলে যান যেখানে আপনি আপনার ফাইটি সাইন করার জন্য upload অপশনটি পাবেন।

Screenshot 1

এখান থেকে আপনি unsigned সফট্ওয়ারটি Browse করে দিন। তারপর যেকোন Remark লিখুন এবং “Submit and Upload” বাটনে ক্লিক করুন।

Screenshot 1

অবশেষে সফট্ওয়ারটি সাইন হলে Download বাটনে ক্লিক করুন। আর ইচ্ছামত সফট্ওয়ার ইন্সটল করুন।

বিঃদ্রঃ এই পদ্ধতিটি নোকিয়ার S60 V3 ও V5,  যেমনঃ নোকিয়া 5230, 5233, 5530, 5800, x6, x3, n97, n95, n81, n73 ইত্যাদি সেটগুলো সহ সবগুলোতেই খাটবে।

Level 2

আমি সাইফুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 185 টি টিউন ও 3440 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

টপটিউনার হতে ‍চাই !


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level New

ভাই এক tune কয়বার করবেন ?????
আপনার গত tune এ একটা coment করছিলাম but ans. পাই নাই………

For cool apps for nokia v3 and v5:
http://oveislam.blogspot.com/

    কেন ভাই এই টিউন কয়বার করছি? ‍থাকলে লিংক দিয়া প্রমাণ করেন।
    আর আমার গত টিউনে আপনার কমেন্টটি “কমেন্ট মডারেটর” এ ছিল। তাই Reply করতে দেরি হয়েছিল।
    যেই টিউনে আপনি মন্তব্য করেছিলেন সেই টিউনে আবার গিয়ে দেখেন আপনার কমেন্ট-এর উত্তর কখন, কোন দিন, কোন সময়ে দিয়েছি।
    কোন কিছু বলার আগে নিশ্চিত হয়ে তারপর বলবেন।

সুন্দর টিউন করলেন । ধন্যবাদ

Level 0

সাইফুল ভাই, জটিল হইছে

অনেক ধন্যবাদ……কাজে লাগবে

মোবাইল কিনব কদিন পর কাজে ল;আগবে

many manY thanks 4 a useful TUNE!!

onek din kojcilam apna k …..jotil tune….thanks boss

    আমি টেকটিউনসকে ভালবাসি। তাই আমাকে সবসময়ই টেকটিউনেই পাবেন। ধন্যবাদ।

24 hour pore uplod dilam hoche na… ki kore boru asa korecilam….asa amar go goru bali ontar pore holu chai…… vai samododan chai….plz

upload dole please choose the cer..! ai msg ti asche…ki korbu vai

    উপরের অংশে যেখানে আপনার IMEI নম্বর দেওয়া আছে তার বাম পাশে দেখবেন একটা ছোট চেকবক্স আছে সেখানে ক্লিক করে তারপর আপলোড করুন। আশা করি কোন সমস্য হবে না। ধন্যবাদ।
    https://www.techtunes.io/mobileo/tune-id/39854/
    টিউনটি দেখেন 17 তারিখের করা।

thank u….

ভাই আমার সেট e৭১ winxpstart নামে সফট টা ইনস টল ডিলে বলে unable to install component is built-in,
recuired application access not granted

help chai

টেকটিউনস এ ব্রাউস কোরতে গেলে হাং হোয়ে জায়
সমাডান দেন

Level 0

vai kaj kore na……………

ভাইয়্যা এখন আর এখানে ফ্রী সাইন্ড করা যায়না

ভাই এখানে কি এখন ঠাকা লাগে? আমি করতে পগলে তো ডোনেশন চাই।