বাটন টিপে মোবাইলের কল রিসিভ করতে হবে না। শুধু কানে লাগালেই অটোমেটিক রিসিভ হয়ে যাবে।

নোকিয়া এখন তাদের S60 V5 এর সেটগুলোর বিভিন্ন রকমের ফিচার যোগ করছে। যোগ করছে নতুন নতুন সিস্টেম। আর এর মধ্যে একটি অন্যতম নতুন সংযোজন হল তারা তাদের মোবাইলগুলোতে একটি সেন্সর যোগ করছে। সেন্সরটি মূলত ‍নাভিগেশন এর কাজে ব্যবহার হয়। তবে সেন্সরটি দেওয়ার জন্য অনেক সুবিধা হয়েছে। তাই খুজতে খুজতে একদিন খোজ পেয়ে গেলাম এই দারুন, মজার এবং এক্সাটিং সফট্ওয়ারটির।

আসুন তাহলে জানা যাক সফট্ওয়ারটি সম্পর্কে কিছু তথ্য ‍ঃ

আমি আজকে যে মজার সফটওয়ারটি নিয়ে টিউন করছি তা হল Auto Hello নামের একটি সফট্ওয়ার। যার গুনের দ্বারা আপনার মোবাইলে কোন কল আসলে তা বাটন টিপে রিসিভ করার দরকার নেই। যখনি কোন কল আসবে তখন শুধু মোবাইলটা কানে লাগান। আর  ইচ্ছেমত কথা বলুন।

নিচে সফট্ওয়ারটির দুইট স্কিনশর্ট ‍ঃ

নিচের লিংটি থেকে ডাউনলোড করুন ‍ঃ

ডাউনলোড করার জন্য আমাকে ক্লিক করুন।

Level 2

আমি সাইফুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 185 টি টিউন ও 3440 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

টপটিউনার হতে ‍চাই !


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

অন্ধ লোকের জন্য অনেক সুবিধা হবে ।

    ঠিক বলেছেন। ধন্যবাদ।

    অন্ধ লোক এই ধরনের মোবাইল দিয়ে call গ্রহন ছাড়া আর কিছু করতে পারবে না। 🙂 এই s60v5 (টাচ) মোবাইল গুলোর জন্য চোখ অতি প্রয়োজনিয়। কি বলেন !! ?

Level 0

ধারুন িজিনস । িটউেনর জন্য ধন্যবাদ ভাই।

আপনি কি ট্রাই করে দেখেছেন ? আমি কিন্তু পারিনি ।

    ক্যান ভাইয়া। আমি শুধু ট্রাই না এখনো ব্যবহার করেতেছি।
    আপনি সফট্ওয়ারটি ইন্সটল করার পর Options এ গিয়ে সফট্ওয়ারটি Enable করেন তাহলেই কাজ করবে।

টিউনটি খুবই সুন্দর হয়েছে। দেখি ট্রাই করে…….! ধন্যবাদ।

অস্থির একটা সফট্ , ভাল লাগল।

আপনি must s60v5 মোবাইল use করেন। মডেল কি?

আপনি must s60v5 মোবাইল use করেন। 🙂 কি মডেল ?

সংগ্রহে রেখে দিলাম ভবিষ্যতে কাজে লাগবে,
সুন্দর টিউন ধন্যবাদ।

জটিল সফট তো। টিউনারের জন্য অনেক শুভ কামনা। অন্তুত্য অন্ধ হোক আর ভাল সকলের কাজে আসবে। 🙂

মোবাইলের এত সুন্দর সফট দেখলে বড়ই আসফোস হয়….ব্যাবহরা করতে ইচ্ছা করে.কিন্তু আমি ব্যবহার করি…….২৭৩০………..:)………..
নকিয়া………….
🙂

    আমারো আফসোস হয় কারণ আমারো একটা নোকিয়া 2730 ক্লাসিক (পিছনটা লাল) ছিল। খুব ভালবাসতাম সেটটাকে।
    কিন্তু এখন আর কি করার চোর চুরি করেছে। তাই বর্তমানে চায়নাতে আছি।

আপনি তো টাচ ফোনের জন্য বস পাবলিক ।
আপনার টিউন গুলো খুবি উপকারি
ধন্যবাদ ভাই ।

ভাইযা আপনি সব জানেন.আপনাকে অনেক অনেক ধন্যবাদ…..

দারুণ!

Level 0

vaire tor tuneta khub valo laglo but ami ekhono porjonto use korine to korbo eta ki nokia shob sete use kora jabe ?

    না ভাইয়া। এটি নোকিয়ার সব সেটেই খাটবে না। এটি শুধুমাত্র নোকিয়ার S60 V5 এবং Symbian^3 ভার্সনের সেটগুলোতে অর্থাৎ Nokia 5228, 5230, 5233, 5250, 5530, 5800, C6, C7, E7, X6, X7 ইত্যাদি মডেলের সেটগুলোতে খাটবে।

Level 0

amar c5 e download kore install korlam. but application tA OPEN HOCHE NA. AKON KKI KORI VAI?

Level New

প্রথমে আপনাকে অনেক ধন্যবাদ যে এ information টি দেওয়ার জন্য। তবে আমার ফোনটি receiver কানে দিলেই receive হয়ে যায়, কোন সফটওয়ার ব্যবহার করি না। আমি যদি S60 V5 Mobile টা কিনি তাহলে আপনার এদেওয়া এ সফটওয়ার টি ব্যবহার করব। এখন ডাউনলোড করে রেখে দিলাম।

Link ta abar dila kosi hobo!!