আপনার মোবাইলের যেকোন Application লক করুন Heart Lock সফটওয়ারটি দিয়ে

আমি বরাবরই শুধুমাত্র নোকিয়ার Touch মোবাইল নিয়ে টিউন করি। কিন্তু আজ আমি আপনাদেরকে নোকিয়ার S60 V3 এবং S60V5(Touch Mobiles) এর একটি অতি প্রয়োজনীয় সফট্ওয়ার উপহার দিব। যার নাম Heart Lock। এই সফট্ওয়াটির দ্বারা আপনি মোবাইলের যেকোন অ্যাপ্লিকেশনকে, গোপনীয় ডাটা ইত্যাদি নিয়ন্ত্রন করতে অর্থাৎ পার্ডওয়ার্ড দিয়ে রাখতে পারবেন।

আসুন তাহলে জানা যাক সফট্ওয়ারটির সম্পর্কে কিছু তথ্য এবং এটি কিভাবে কাজ করে‍ঃ

প্রথমে সফট্ওয়ারটি ইন্সটল করার পর ‍চালু করুন। তাহলে নিচের মত একটি উইনডো আসবে।

এখন আপনি যেকোন পাসওয়ার্ড দিয়ে Ok তে ক্লিক করুন।

এখন আপনার মোবাইলে যে যে অ্যাপ্লিকেশগুলি ইন্সটল করা আছে সেগুলো প্রদর্শিত হবে। নিচের স্কিনশর্টটির মত

এখন যে যে এপ্লিকেশনগুলি আপনি পাসওয়ার্ড দিয়ে রাখতে চান সেগুলিকে ক্লিক করুন তাহলে মার্ক হবে। নিচের স্কিনশর্টটি দেখুন

তারপর  Options এ ক্লিক করে Lock এ ক্লিক করুন। নিচের স্কিনশর্টটির মত

এপ্লিকেশনটির উপরে লক্ষ্য করুন দুইটি ট্যাব আছে যথা‍ঃ

১। Locked

২। Unlocked

এখন locked ট্যাবে যান এবং দেখুন আপনি যে যে এ্যাপ্লিকেশগুলিকে সিলেক্ট করে Lock করেছিলেন সেগুলি ঠিকমত সম্পন্ন হয়েছে কিনা। নিচের স্কিনশর্টটি দেখুন

এখন আপনি সফট্ওয়ারটি থেকে বেরিয়ে আসুন এবং যে এপ্লিকেশনটি লক করেছিলেন সেটা চালু করুন। ধরুন আপনি আপনার File Manager লক করেছিলেন। দেখবেন নিচের মত একটি ‍উইনডো আসবে।

হয়ে গেলোতো এখন লক এবং আপনার পার্ডওয়ার্ড দিলে Ok করুন তাহলেই আপনি ওই এ্যাপ্লিকেশনটিতে প্রবেশ করার অনুমতি পাবেন।

এবার আসুন জানা যাক কিভাবে Application গুলো unlocked করবেন।

পূনরায় Heart Lock সফট্ওয়াটি চালু করুন এবং Locked ট্যাব এ ক্লিক করুন। আর অপ্রোয়জনীয় এপ্লিকেশনগুলিকে মার্ক (Select) করে Options এ ক্লিক করে Unlock এ ক্লিক করুন।

ডাউনলোড করার জন্য এখানে ক্লিক করুন।

আমার দেওয়া সফট্ওয়ারটি একদম ফুল ভার্সন এবং ক্রাক করা তাই নিশ্চিন্তে ব্যবহার করুন। তবে সফট্ওয়ারটি আপনার মোবাইলে ইন্সটল করার জন্য সাইন করতে হবে। সাইন বা হ্যাক করার জন্য নিচের টিউনগুলো দেখতে পাবেন।

**********************আমার সবগুলো টিউন দেখতে এখানে ক্লিক করুন*************************

আমার ইমেইল- ‍[email protected]

Level 2

আমি সাইফুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 185 টি টিউন ও 3440 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

টপটিউনার হতে ‍চাই !


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

থাকলে একটা S60V3 এর জন্য Call Recorder (Full Version) এর সন্ধান দাও…

    চেষ্টা করব। ধন্যবাদ।

    vai kau kisu mone koren na recently amar pc te akta problem hochse.jokhon kono converter statrt kore convert korle koiek minute er modhee motherboard beep sound korte thake randomly,and task manager e 100% cpu using dekhay. vaia aita kisher problem aktu solution dile valo hoto.

    ৥ মাসরাফী ভাইয়া। আপনার সবথেকে ভাল হত যদি আপনি আপনার কথাটা সাহায্য বিভাগে পোষ্ট করতেন। কারণ এই সমন্ধে আমি আপনাকে আপাতত কোন সাজেশন দিতে সক্ষম নই। ধন্যবাদ।

ধন্যবাদ শেয়ার করার জন্য………………।

চমৎকার হয়েছে….প্রিয়তে কাজে লাগবে

আচ্ছা ভাইয়া mobile এর software এর screen shot গুলো নিয়েছেন কিভাবে।জানালে খুসি হব।আর tune টা খুব ভাল হয়েছে।সরাসরি প্রিয়তে।

Level 0

Heart Lock সফটওয়ারটি nokia 5530 তে কাজ করবে?

    100% কাজ করবে। ধন্যবাদ।

    Level 0

    but when I install it on my mobile, then it says “Certificate error. Contact the application supplier”

    রকি ভাইয়া আমি টিউনে তো বলেছি যে সফট্ওয়ারটি সাইন করে ঢুকাতে হবে। আপনি নিশ্চই সফট্ওয়াটি সাইন করেননি তাই ইন্সটল হওয়ার সময় এটি দেখাচ্ছে। নিচের টিউনটি দেখুন।
    https://www.techtunes.io/mobileo/tune-id/39854/
    ১। কিভাবে ৫ মিনিটেই আপনার মোবাইলের সার্টিফিকেট ডাউনলোড করে মোবাইলেই সব রকমের সফট্ওয়ার সাইন করবেন তার ৩টি পানির মত নরম পদ্ধতি এবং সাথে ইন্টারনেট বাদে কম্পিউটার থেকেও কিভাবে সফট্ওয়ার সাইন করতে হয় তার নিয়ম।

    Level 0

    আপনার ৩টি পানির মত নরম পদ্ধতি থেকে আমি ১ম পদ্ধতি-টি করেছি। সব কিছুই সঠিক ভাবে হয়েছে। আমি ” my cert ” নামে একটি ফোল্ডার আমার memory card- এ পেয়েছি। but, তারপর ও Heart Lock সফটওয়ারটি ইনসটল করতে গেলে “Certificate error. Contact the application supplier” আসে। এখন কি করব?

    আপনিতো শুধু সার্টিফিকেট পাওয়ার একটা পদ্ধতিতে সফল হয়েছেন এবং সার্টিফিকেট ও কি ফাইলও পেয়েছেন। কিন্তু সার্টিফিকেট দিয়ে কিভাবে সফট্ওয়ার সাইন করতে হবে তার একটা নিয়ম কি ফলো করেছেন??
    আপনার মেরোরি কার্ডে পাওয়া My Cert ফোল্ডার থেকে যে সার্টিফিকেট এবং কি পেয়েছেন সেটা দিয়ে সফট্ওয়ারটা সাইন করুন। তাহলেই ইন্সটল হবে। সাইন করার জন্য ওই টিউনটির নিজের পদ্ধতিগুলো দেখুন।
    আর যদি নিজে নিজে করতে না পারেন তাহলে mobileapplicationsigner.blogspot.com এ ভিজিট করুন।

আমার মোবাইল অটোস্টার্ট সাপোর্ট করে তবে, লক করা………………….মোবাইল মাস্টার এওয়ার্ডে মোননিত হয়ে কেমন লাগছে?………..

    আপনার মোবাইল এই সফট্ওয়ারটির অটোস্টাট সাপোর্ট করে। কিন্তু “তবে, লক করা………………….মোবাইল মাস্টার এওয়ার্ডে মোননিত হয়ে কেমন লাগছে?………..” বুঝলাম না। একটু বুঝিয়ে বলবেন।

    আমি বোঝাতে চেয়েছিঃ
    ১.আমার অন্তত একটি মোবাইল আছে
    ২.সেটিতে অন্তত একটি থার্ড পার্টি প্রোগ্রাম ইন্সটল করা যায়
    ৩.সেই সকল/সেই থার্ড পার্টি প্রোগ্রাম নিয়ন্ত্রনের জন্য অন্তত একটি অপশন আছে
    ৪.সেই অপশনটার অন্তত দুটি সাব অপশন আছে
    ৫.সেই দুটি সাব অপশনের অন্তত একটি ডিস্যাবল অটোপ্লে
    ৬.ডিস্যাবল অটোপ্লে অন্তত আগের কমেন্টের সময় অন ছিল………………………….
    ৭.আমি আল্লাহর কাছে প্রতিজ্ঞাবদ্ধ বাজে কিছু মোবাইলে থাকবেন না…………….তাই পাসওয়ার্ড দেওয়া লাগেনা…………..

    এওয়ার্ডের ব্যাপার শিগগিরই জানতে পারবেন……………………….

    (টিপস প্রিয় ভাই ও বোনেরা আপনারা মোবাইল বিষয়ক টিউন বেশি করে লিখতে থাকুন………….) 🙂

    টিউনটা কিন্তু বেশ কাজে দিয়েছে ২এক্স থাঙ্কুস………………………..

Vai ami apner akgon boro vokto.Apner mobile sof. gulo amer khub valo laga. Aj ai soft.ti amer nokia n75(S60 V3)ta certific.problem dakassa.Ami sign in kora soft. dukaita gala failed dakai apni jodi sof. tar r akber kosto kora onno site thaka down. kora midifire a uplode kora diten khub upker hoto.Best wishes for serving good post.

    রাজিব ভাইয়া আমি আপনার সব কথাই বুঝেছি। তবে আপনি যে আবার আরেকটা লিংক চাচ্ছেন সেটার আর দরকার হবে না। কারণ এটিই পিওর ফুল ভার্সন ট্রাইল না। আর আপনি মনেহয় সফট্ওয়ারটিকে ভালভাবে সাইন করতে পারেন নাই।
    https://www.techtunes.io/mobileo/tune-id/39854/
    এই টিউনটা দেখে আগে সাইন করার চেষ্টা করেন।
    আর যদি অনেক চেষ্টার পরেও করতে না পারেন তাহলে আমাকে মেইল করে জানাবেন। আমি ‍সাধ্যমত আপনার জন্য চেষ্টা করব। ‍[email protected]

অনেক ভাল ভাল সফট শেয়ার করতেছেন অসংখ্য ধন্যবাদ।
আমি এখনো সাইন ইন’টা করি নাই পরে চেষ্টা করব আর কোন সমস্যায় পরলে আপনিত আছেন,না কি?

    আতাউর ভাইয়া আপনার জন্য আমি যেকোন সময় যথাসাধ্য সাহায্য করতে রাজি।
    তবে সফট্ওয়াটিকে সাইন না করলে এটি আপনার মোবাইলে ইন্সটল হবে না। তাই এটির ক্রাক করা ফুল ভার্সনটি ব্যবহার করার জন্য আপনার এটিকে সাইন করা ফরজ।
    ধন্যবাদ।

Bhi try korsi but failed hoisa.

সাইফুল ভাই ৩৫৪৮১৫০১৩৩৬৮৮৬৮

    আপনাকে আমি আমার ইমেইল অ্যাড্রেস -এ এটিকে সেন্ট করতে বলেছিলাম। আমি আপনাকে এটি সাইন করে দিলে আপনাকে এটির জন্য অতিরিক্ত ১০০ টাকা 01722402487 নম্বরে ফ্লেক্সিলোড করতে হবে এবং আপনার নাম, ইমেইল এড্রেস, মোবাইলের মডেল ও IMEI দিয়ে একটি SMS করতে হবে। আর ৩০ ঘন্টা সময় দিতে হবে। ধন্যবাদ।

Vai onek koster por sign in kora mobile a calitasi.Thank You

    সফল হয়েছেন শুনে ভাল লাগল। নিজের কাজ নিজেই করতে হয়। এতে আপনি জিনিসটা ভালভাবে বুঝতে পারবেন এবং আপনার বন্ধুদের মোবাইলেও এটি সাইন করে ঢুকাতে পারবেন। এতে আপনার বন্ধুরা আপনাকে খুব ভালবাসবে এবং সম্মানও করবেন। ধন্যবাদ।

নকিয়া এন-৭৩তে কি কাজ করবে?

সাইফুল ভাই মোবাইলে বিল্ঢ ইন SMS এর সফঃ কি আপনার কাছে আছে ? n75 এর জন্য থাকলে ইমেইল কইরেন। [email protected]

ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ . . .

saiful vai amake ata sign kore den. 2ta seter jonno mail kortesi kinto vai finger print tar kono kaj hoy nai jeta pathai silen maile ok mail korlam

ভাল হয়েছে । শেয়ার করার জন্য ধন্যবাদ।