যে কোনো ইন্টারনেট enable সেটেই ব্যবহার উপযোগী Eng2বাংলা, বাংলা2eng ডিকশনারী। Vocabulary, English test, পত্রিকা, বিজ্ঞানের টেস্ট, Bcs test সহ আরও অনেক কিছু

এটা একটি অসাধারন সফ্টওয়ার। যারা এখনও ব্যবহার করেননি তাদের আমি অনুরোধ করছি ব্যবহার করার জন্য। আমি নিশ্চিত যে আপনারা ব্যবহার করে বিস্মিত হবেনই হবেন। আপনারা কল্পনাও করেননি এত সুন্দর সফ্টওয়ারের কথা।

যেভাবে ডাউনলোড করবেনঃ

প্রথমে আপনার মোবাইল দিয়ে wap.opentechbd.com এ প্রবেশ করুন।

screenshot0052.jpg

তারপর Infocell Lite এ ক্লিক করলেই ডাউনলোড শুরু হবে।

screenshot0053.jpg

সফ্টওয়ারটা মাত্র 34 কিলোবাইট। ডাউনলোড শেষে সফ্টটা ইন্সটল করুন।

screenshot0047.jpg

কি ভাবছেন এত ছোট সফ্ট আবার কি কাজ করবে?? চিন্তার কোনো কারন নেই এবার সফ্টটা ওপেন করুন।স্ফওয়ারটা খুলার সাথে সাথে ইন্টারনেট কানেকশান চাবে।

screenshot0048.jpg

ইন্টারনেট কানেকশান পেলেই প্রথম পেজটা আসবে।

screenshot0049.jpg screenshot0051.jpg

ব্যস, এবার আপনি আপনার পছন্দের ফিচারটি সিলেক্ট করে অবাক হন। আমি এখন এই সফ্টটার ফিচারগুলো বিস্তারিত লিখছি।

ফিচারঃ

  • 1. অভিধান- এটা ব্যবহার করে আপনি যেকোনো বাংলা শব্দকে ইংরেজিতে Translate করতে পারবেন। আবার যেকোনো ইংরেজীর বাংলা শব্দার্থ বের করতে পারবেন। ভাবছেন যে আপনার সেট বাংলা সাপোর্টেড সেট না হলে কিভাবে বাংলা লিখবেন? হা হা। আপনাকে অবশ্যই ফোনেটিক সিষ্টেমে বাংলা লিখতে হবে। বুঝেন নি?ধরুন আপনি কলা ফলের ইংরেজী জানতে চান। আপনি অভাধানে ক্লিক করে বক্সে Kola লিখে নিচে লেখা "Bang to Eng" তে ক্লিক করুন। তার সাথে সাথেই চলে আসবে কলা সহ অন্যান্য নিকটবর্তী শব্দার্থ।
  • 2. Vocabulary- আপনার ইংরেজী সম্পর্কে জ্ঞান বাড়াতে এক অনন্য জিনিস। এখানে আপনি Practise & Test দুটোই ব্যবহার করতে পারবেন।
  • 3. English- আপনার ইংরেজী সম্পর্কে জ্ঞান বাড়াতে আরও একটি অনন্য জিনিস। এখানেও আপনি Practise & Test দুটোই ব্যবহার করতে পারবেন।
  • 4. সাধারন জ্ঞান- একবার ঢুকে দেখুন। আমি লিখে শেষ করতে পারছি না।
  • 5. বিজ্ঞান- ভাই, আপনারা ব্যবহার করেই বুঝবেন, জিনিসটা কি! এখানেও আপনি Practise & Test দুটোই ব্যবহার করতে পারবেন।
  • 6. সংবাদ শিরোনাম- একটি দারুন জিনিস। আপনি এটি দ্বারা প্রথম আলো এবং ইত্তেফাক এ দুটো পেপারের শিরোনাম সমূহ জানতে পারবেন। আরও মজার কথা হচ্ছে রাত বারোটার মধ্যেই পরের দিনের পেপারের শিরোনামগুলো পেয়ে যাবেন।
  • 7. খেলার খবর- আপনি এটার মাধ্যমে খেলার আপডেট ও জানতে পারবেন। তবে রাত বারোটার পর থেকে আর আপডেট করা হয় না।
  • 8. BCS Test- ব্যবহার করলেই বুঝবেন। দারুন জিনিস। এখানেও আপনি Practise & Test দুটোই ব্যবহার করতে পারবেন।

বিঃদ্রঃ

এটি সম্পূর্ন ইন্টারনেট ভিত্তিক একটা সফ্টওয়ার। তবে আশার কথা হচ্ছে যে এই সফ্ট ব্যবহার করলে ইন্টারনেট খুবই কম ব্যবহার হয়, ফলে টাকাও কম কাটে। সবারই উচিত একবার হলেও সফ্টটা ব্যবহার করে দেখা। মন্তব্য জানানো অতিব জরুরী। আমি জানতে চাই আপনাদের এই লেখাটা কেমন লাগল।

Level 0

আমি ফয়সল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 47 টি টিউন ও 149 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

জানতে হলে আরও অনেক ঘাটতে হবে!!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ব্যবহার করে দেখেছি। অনেক আগেই। কিন্ত এখন বেশী কমার্শিয়াল হয়ে গেছে।

ইন্টারনেট স্ফটা কমার্সিয়াল হয় নাই।

Level 0

Thankssssss a lot. kazer zinis.

ব্যবহার করছি অনেকদিন হল ……আসলেই ভাল!!

কপাল খারাপ ফয়সাল ভাই….আমার সেট দিয়ে একসেস করা যাচ্ছে না..wap.opentechbd.com..দিলে.unknown file format massage আসতেছে , অন্য কোন উপায় থাকলে বলেন। আর উপরে wap.opentechbd.com নামে কিসের লিংক দিছেন….ক্লিক করলে তো কী যেন ডাউনলোড হচ্ছে, ঠিক বুঝতে পারতেছি না।

ক্নিক করতে তো আমি বলি নাই, আপনাকে সকল কাজই মোবাইল দ্বারা করতে হবে। না হলে তো আমার কিছু করার নাই। কারন এই সফ্টওয়ারের Creator আমি নই। আমি এই সফ্টটা প্রায় 10-12 টা নকিয়া সেটে ব্যবহার করেছি। এই রকম সমস্যা কখনও দেয় নাই। আবার প্রচেষ্টা করুন। না চল্লে সত্যিই আপনার কপাল খারাপ।

Level 0

ফয়সল ভাই, সবার আগে যেটা আমরা চাই, broadband এর মাধ্যমে mobile connection net. pls অন্য টিউন করার আগে , এটা আগে করুন।

I am greatfull to u.

Level 0

চমতকার জিনিশ দিছেন ভাই…..ধন্যবাদ

কিরন ভাই আপনার কাঙ্খিত জিনিস আর 2 দিনের মাঝেই পাবেন।

আপনাদের সকলকেও ধন্যবাদ।