আপনার মোবাইলের র‍্যাম (Ram>Random Acsess Memory) পরিস্কার করুন। ছোট্ট একটি সফট্ওয়ার দিয়ে। শুধুমাত্র S60 V3 এবং V5 ভার্সনের সেটগুলোর জন্য।

আজকে আমি আপনাদেরকে একটি অত্যান্ত কাজের সফট্ওয়ার উপহার দেব। যার নাম RamBlow।  এই সফট্ওয়ারটির মাধ্যমে আপনি আপনার মোবাইলের র‍্যাম পরিস্কার করতে পারবেন।

সফট্ওয়ারটি সম্পর্কে বেশি কিছু বলছি না কারণ এটির ব্যবহার আপনার মোবাইলে ইন্সটল করলেই বুঝতে পারবেন।

সফট্ওয়ারটি চালু করলে নিচের মত উইনডো দেখতে পাবেন।

Cleanup অপশনটিতে ক্লিক করলে আপনার র‍্যাম সাথে সাথেই পরিস্কার হয়ে যাবে। অথবা আপনি ক্লিনআপ না করলেও অটোমেটিক ১ ঘন্টা পরপর (পরিবর্তন করতে পারেন) এটি আপনার মোবাইলের র‍্যাম পরিস্কার করে দেবে। এছাড়াও সফট্ওয়ারটির অপশনে গেলে কিছু এক্সট্রা অপশন পাবেন নিচের মত

এখান থেকে আপনার "Restart Phone" অপশনটা বেশ কাজে লাগবে। কারণ এখানে ক্লিক করলে আপনার সেটটি রিস্টাট হবে।

সবকিছুই তো জানা গেল এবার এখানে ক্লিক করে ডাউনলোড করুন

তবে হ্যা সফট্ওয়ারটি ক্রাক করা তাই ইন্সটল করার আগে অবশ্যই সাইন করে নিতে হবে।

*************************************************************************

****আমার সবগুলো টিউন দেখতে http://www.techtunes.io/tuner/saifulmd_0/ লিংকে প্রবেশ করতে পারেন****

আমার ইমেইল- ‍[email protected]

ফেসবুকঃ  http://www.facebook.com/crazzzzzzyboy

Level 2

আমি সাইফুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 185 টি টিউন ও 3440 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

টপটিউনার হতে ‍চাই !


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

শুধুমাত্র symbian এর অপর এত টিউন কর আমরা কি পাপ করছি।simple java supported set এর জন্য টিউন আশা করি…।
আর এতা অনেক ভাল হইছে…।good luk 4 next tune

    আরে না ভাইয়া তুমি কোন পাপই করনি। আসলে ‍জাভা সাপোর্ট সেটগুলোর জন্য সফট্ওয়ার খুব কম কমই পাওয়া যায় তাছাড়া পাওয়া গেলেও তেমন ভাল না। তাই। তবুও চেষ্টা করব। ধন্যবাদ।

Nokia X3 সেটে কোন সফটয়ার Install করা যায় কি না জানালে উপকার হবে।
Install করা গেলে কিভাবে Please বলুন
E-mail: [email protected]

    নোকিয়া X3 ভার্সন 5 এর সেট। এবং এতে সফট্ওয়ার ইন্সটল করা যায়।
    এবং আমার দেওয়া সফট্ওয়ারটিও আপনার মোবাইলে ইন্সটল হবে।

দূখিতঃ ভাই পারলাম না
Download এর পর Mobile Open করতে গেলে দেখায় File Formate not suppoted
ইহা Hack করার উপায় থাকলে জানাবেন।
মাঝে মাঝে কোন কিছু Install করলে তালার মত একটা আইসা যায় য়ার কারনে আর Open করেত পারি না।

ভালই হইল এখন থেকে মোবালের RAM’ও পরিস্কার রাখা যাবে,
ভাল জিনিস ধন্যবাদ শেয়ার করার জন্য।

Level 0

ধন্যবাদ সাইফুল ইসলাম। Amer Nokia N8 a kub balo kaj kortasa aber-o ধন্যবাদ সাইফুল bai 🙂

ধন্যবাদ শেয়ার করার জন্য

সাইফুল ভাই টিউনের জন্য ধন্যবাদ।আমার মডেল a877 samsung এটা তে কি সফটি চলবে? আমি নেটে খুজে দেখলাম সেটটি নাকি android চালিত…।
লিঙ্ক-www.gsmarena.com/samsung_a877_impression-2760.php)

    না ভাইয়া তাহলে এই সফট্ওয়ারটি আপনার সেটের জন্য প্রযোজ্য নয়। কারণ এই টিউন একমাত্র সামবিয়ান প্লাটফর্মের জন্য।
    তবে আমি আপনার প্লাটফর্ম নিয়েও টিউন করব। ইনশাআল্লাহ।