Huawei Mobile Service, বিশ্বের সবচেয়ে বাজে সার্ভিস!!! ৫ মিনিট সময় নিয়ে একটু পড়ে নিন।

মোবাইলের ভাগ্য আমার বরাবরই খারাপ। এর আগে স্যামসাং একটা নিয়েও কম কস্ট পাই নি যা নিয়ে একটা টিউনও করেছিলাম টিটিতে। গত জানুয়ারীর দিকে একটা Huawei Y5C নিলাম। ভালই সার্ভিস দিচ্ছিল। বিশেষ করে এর Hearing Service টা দারুন। খুব ব্যস্ত জায়গায়ও স্পষ্ট শুনা যেতো। নিজের কাছে ভাল লাগায় ৭/৮ জনকে কিনেও দিয়েছি মডেলটা। গত মাসে কথা বলার সময় হঠাৎ করে Hearing Speaker টা নস্ট হয়ে যায়। বাইরে দিলে Original Speaker নাও পেতে পারি সে ভয়ে দিয়ে আসলাম সার্ভিসিং সেন্টারে। দেয়ার সময় জিজ্ঞেস করলাম কত সময় লাগতে পারে। বলল এক সপ্তাহ। আপত্তি ছিল না আমার। কিন্তু সেই যে দিলাম, এক সপ্তাহ আর শেষ হয় না। ফোন করলে বলে সার্ভিস সেন্টারে নাকি Hearing Speaker নাই। চিন্তা করেন-বিশ্বের তৃতীয় বৃহত্তম একটা মোবাইল কোম্পানির কাছে নাকি ১০/১৫ টাকা দামের একটা Hearing Speaker নাই!!! বিশ্বাস করা যায়? আগামী সপ্তাহে পাবেন, কাল পাবেন, পরশু পাবেন এভাবেই যাচ্ছে দিন। ধৈর্য্যের বাঁধ ভেঙ্গে যাওয়ার উপক্রম হলো আমার। উপায় না দেখে তাদের Facebook Page এ গেলাম অভিযোগ জানাতে।

 

 

 

 

 

 

 

দেখলাম সেখানে আমার মত বিভিন্ন দেশের আরো অনেক হতভাগা অনেক আগেই দুঃখের কথা লিখেছেন। তাঁদের সাথে আমিও যুক্ত হলাম। প্রতিত্তোরে কোন আশার বাণী ছিল না। কয়েকবার চিন্তা করলাম ভোক্তা অধিকার আইনে মামলা করতে পারি কি না। কিন্তু এ দেশে নাগরিক অধিকারটাতো সেই আফ্রিকার হরিণদের মত যারা বলতে পারে না, প্রতিবাধ করতে পারে না, বিচার চাইতে পারে না। নিজের বুদ্ধি দিয়েই বরং যতক্ষণ ঠিকে থাো যায়। তাই অপেক্ষা করা ছাড়া আর কিছুই ছিল না। অবশেষে ৩৬ দিন পর গত সপ্তাহে মোবাইলটা পৌঁছালো সার্ভিস সেন্টারে। একদিকে সার্ভিসিং সিস্টেমের প্রতি প্রচন্ড রাগ, অন্যদিকে সেটটা হাতে পাওয়ার অধিক আগ্রহ নিয়ে গেলাম সার্ভিসিং সেন্টারে। সেটটা দেখেই মাথার উপর যেন আমার আকাশ ভেঙ্গে পড়লো। মোবাইলের স্ক্রীনটা ভাঙ্গা। Service Man কে জিজ্ঞেস করলাম -আমার লাভটা কী হলো ভাই? তিনি বললেন-কোরিয়ার সার্ভিসে আনার সময় ভেঙ্গে গেছে। স্পষ্টই দেখা যাচ্ছে স্ক্র দিয়ে খোলার সময় স্ক্রো’র গোঁথা খেয়ে স্ক্রীন ফেটে গেছে। তাঁকে বললামও স্ক্রীনটা স্ক্রো’র আঘাতে ফেটেছে। তারপরও ধরে নিলাম কোরিয়ার সার্ভিসে আনার সময় ভেঙ্গে গেছে। এখন বলেন- কোরিয়ার সার্ভিসের দায়ভারটা কি আমার? তিনি আর কোন উত্তর দেন না। কয়েকবার বলার পরও তিনি নির্বিকার। তাঁরও হয়তো কিছুই করার ছিল না। কারণ দায়টা তার ঘাড়ে পড়ে না। উপায় না দেখে চলে আসলাম সেটটা নিয়ে। ভাগ্য ভাল Screen Protector ছিল তাই Original Screen টা Intact ছিল। কিন্তু সেটে আঘাতটাতো হয়েছে। সেটটা নিয়ে Accessories এর দোকানে গেলাম Screen Protector লাগাবো বলে। তাদের বুঝালাম বিস্তারিত। তারা বলল- “আসলে ব্রান্ডটা তত খারাপ না। নুতন ফিচার নিয়ে কয়েকটা সেট আসায় দ্রুত মার্কেট পেয়েছে। কিন্তু তাদের সার্ভিস সিস্টেম ভাল না। ঢাকায় সম্ভবত দুটা ছাড়া নিজস্ব কোন সার্ভিস সেন্টার নেই। সবগুলো Service Partner বা চুক্তি ভিত্তিক সার্ভিস। সার্ভিস সেন্টারে অনেকগুলো সেট একসাথে হলে তারপরই সেগুলো চুক্তিতে সার্ভিসিং করিয়ে নেই। সেটগুলো জমা হতে এক সপ্তাহও লাগতে পারে, আবার একমাসও লাগতে পারে। অনেক সময় পার্টসও পরিবর্তন করে ফেলে। যত্ন নেই খুব কম। আমাদের কাছে এরকম অনেকেই অভিযোগ করে”। তাদের কথা দেখি বরাবর মিলে গেছে। আমার সেটে এখন টাচ সমস্যা দেখা দিয়েছে। টাচ ভালভাবে কাজ করছে না। ব্যাটারি বেকআপও আগের মত নাই। এ হলো Service System. ব্রান্ড হিসেবে নাম করলেও Made in China, একবার গেলে আর পায় না স্বভাবটা বদলাতে পারে নি। আসলে তারা চায় না কাস্টমাররা তাদের কাছে সার্ভিসিং এর জন্য যাক। তাদের চিন্তা হলো-কাস্টমারকে এমন সর্ভিস দেবো যে জীবনে আর কোন দিন সার্ভিসিং এর নাম ধরবে না। Huawei Mobile Page থেকে ঘুরে আসলে আমার কথাগুলো আরো বুঝতে পারবেন। প্রতিদিন এত বেশি অভিযোগ পড়ে যে গত সপ্তাহে করা আমার অভিযোগটা খুঁজেই পাই নি। এর পর থেকে এখন কাউকে আর Huawei Mobile এর পরামর্শ দিই না। গতকালও এক বন্ধু ফোন করে নিয়ে গেলো মার্কেটে। গিয়ে দেখলাম তাঁর আরেক বন্ধু সহ দুজনেই Huawei GR5 কিনার জন্য এসেছে। আমার অভিজ্ঞতাটা শেয়ার করলাম। বললাম-ইলেক্ট্রনিক্স জিনীস। ডিস্টার্ব দিবে না তার কোন গ্যারান্টি নাই। তুমি যদি চাও এত টাকা দামের তোমার প্রিয় জিনীসটা সার্ভিস সেন্টারে যাওয়ার পর তার সাথে বিরোধী দলের আসামীর মত আচরণ করুক তাহলে Huawei Mobile কিনো। পরে একজনকে Sony Xperia M2 Dual এবং অন্যজন Samsung Galaxy J5 (2016) নিলো। এটা হলো আমার ব্যক্তিগত অভিজ্ঞতা। এরপরও কারো যদি ভাল লাগে কিনতে পারে।

Level 2

আমি Kamrul Cox। , Chittagong। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 70 টি টিউন ও 645 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

অসহায়দের সাহায্যে এগিয়ে আসুন।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

এইরকম ফট্টিবাজ কম্পানি কিভাবে বিশ্বের তৃতীয় ব্রান্ডট হয়!!!!

ভাই আমি তো ভাবছিলাম P9 অথবা Honor V8 কিনব….এখন কি করা যায়…

হুয়াই বেতিত কোন সেটটা ভাল হবে…জানালে খুশি হব….

    alcatel flash 2 nan

    Alactel Flash 2 Specs
    5.0-Inch HD IPS Display (720 x 1280 Pixels, 294 ppi)
    Android 5.1 Lollipop OS
    MediaTek MT6753 Chipset
    1.3GHz Octa Core 64-bit Cortex-A53 CPU
    Mali-T720 MP2 GPU
    2GB of RAM
    13.0 Megapixel Autofocus Main Camera with Two-Tone LED Flash
    5.0 Megapixel Front Camera with LED Flash
    16GB Internal Storage
    Expandable Up to 128GB via MicroSD
    Dual SIM (Regular + Regular)
    4G LTE, 3G HSPA+, 2G EDGE and GPRS Networks
    Wi-Fi and Wi-Fi Hotspot
    Bluetooth 4.0
    GPS with A-GPS
    FM Radio with RDS
    USB OTG
    MicroUSB 2.0
    3.5mm Audio Jack
    Accelerometer
    Proximity Sensor
    Ambient Light Sensor
    3,000mAh Li-ion Battery (Non-removable)

    Level 2

    বাজেট থাকলে Sony তে চলে যান। Sony তে বেশ ভাল কিছু সেট আছে। নিচের লিংকে রিভিউ পাবেন। আর হ্যাঁ কিনার আগে অবশ্যই এগুলোর রিভিও আর রেটিং দেখে নিবেন অনলাইনে।
    http://www.mobiledokan.com/sony/

বর্তমানে এন্ড্রয়েড ফোনের ক্ষেত্রে SAMSUNG শীর্ষে।

তবে দাম 15 হাজার এর উপরে উঠালে ভালোটাই পাবেন।

আমার অভিজ্ঞতায় সবচেয়ে বাজে মোবাইল সামসং এই মাসেই নোট ৪ খারাপ হইছে সার্ভিস সেন্টারে গিয়েও ঠিক করাইতে পারিনাই।এত দামি মোবাইল এখন অকেজ।তারপর হুয়াই অনার ৫এক্স কিনেছি দেখি কি হয় এর আগে বাড়িতেও মেট সেভেন দিছি ছয় মাস হইছে দেখি কপালে কি আছে আমারো মোবাইল ভাগ্য খারাপ এখন কোন মোবাইল যে কিনব বুঝে উঠতে পারছি না তবে নোকিয়া বেষ্ট মনে হইছে যত মোবাইল ইউস করছি তার মাঝে আর আগামীতে আইফোনের দিকে তাকিয়ে দেখি কপালে কি আছে।এর চেয়ে যদি ভাল কিছু থাকে তবে পরামর্শ আশা করছি।

    Level 2

    Samsung সম্বপর্কে আমারও একই মত। এ মোবাইলের কিছু কমন প্রবলেম আছে।

বসুন্ধরা সিটি কাস্টমার কেয়ার এ দিয়েছিলাম । ক্যামেরাতে ধূলা ঢুকছিল । ২ ঘণ্টা পরেই ঠিক করে ফেরত দিয়েছিল । এর ২০ / ২২ দিন পর আবার কল সেন্টার থেকে কল দিয়ে ফিডব্যাক নিয়েছিল যে কত সময় নিয়েছে আমার সেট ঠিক করতে , টাকা নিয়েছে কিনা , আমার কোন সাজেশন আছে কিনা । আমার কাছে খারাপ মনে হয়নি ।

Alactel Flash 2 আমি আমার বন্ধুর জন্য বাইমোবাইল থেকে অনলাইনে কিনে দিয়েছি। আসলেই সেটটা দারুন…কিন্তু আমার বাজেট 35000 টাকা । কোন মোবাইটা কিনলে ভাল হবে বুজতে পারতেছিনা… কারন আমি অনেক কষ্টে টাকা জোগার করেছি আর আমার পক্ষে নিত্তনতুর সেট পালটানো সম্ভব না… ‍Samsung Galaxy A7 (2016) কেমন হবে আর অনলাইন থেকে 32000 টাকায় পাওয় যায় সেই সেটগুলো কেমন হবে….আসল হবে না নকল হবে জানাবেন Plz..

Level 2

Huawei এর আরেকটা সমস্যা হলো, তারা কোন সেটের ফার্মওয়ার আপডেট ছাড়ে না। অর্থাৎ একটা সেট মার্কেটে ছাড়ার পর ওটা নিয়ে তাদের আর কোন চিন্তা নেই। যা সমস্যা গ্রাহকরা ভোগবে।

প্রথম যখন এন্ড্রএড কিনলাম নেটে দেখে শূনে অনেক যাচাই করে শখ করে একটা সনির এক্সপিরিয়া এস কিনলাম। ১২ মেগা কেমরা আর সব মিলিয়ে দারুন। আমার দরকার ও ছিল কেমরা ভাল ফোন। সেটা ২০১২ সালের দিকে। আহ ৩৫ হাজার টাকায় এক্সপিরিয়া এস টা কিনে ছিলাম। কিন্তু হায়। ১২ মেগা কেমরা দিয়ে দিনের আলোতে ছবি যাই উঠে মোটামুটি চলে। কিন্তু লো লাইটে ছবি এত টাই খারাফ এস যে মনের দুঃখে আমি কান্দি। হায় হায় আমার ৩৫ হাজার টাকাই জলে গেল। যারা সনির এই এক্সপিরিয়া এস মডেলটি কিনেচেন তারা আমার মনের দুঃখ টা ভাল করেই বুজতে পারবেন। হেয়ারিং সাউন্ড লো কোয়ালিটি তো আছেই। কিছু দিন পর থেকে শূরু হল গরম হয়ে যাওয়া- আর হেং হওয়া। সেই থেকে কানে ধরছি। জিবনে আর সনি মোবাইল না। এখন এল জি ক্লাস উইজ করি। করিয়ান মেইড। অনেক ফাস্ট। কেমেরা কয়ালিটি অনেক ভাল। আমি যে কোন চায়না মেইড ফোন স্যামসাঙ বা অন্য ব্রান্ড যাই হোক টার চেয়ে করিয়ান মেইড ফোন কেনার পরাম্রশ দিই।