বর্তমান টাইম দিয়া আপনার এন্ড্রয়েড মোবাইল আনলক করুন।

হ্যালো বন্ধুরা আপনার সবাই কেমন আছেন। আশা করি আল্লার রহমতে সবাই ভালো আছেন। আজ আমি আপনার সাথে আমার দ্বিতীয় টিউন টা করতে যাচ্ছি। আমি আজ আপনাদের দেখাবো কিভাবে আপনারা আপনাদের এন্ড্রয়েড মোবাইল বর্তমান টাইম দিয়া আনলক করবেন। আমরা আমাদের এন্ড্রয়েড মোবাইলে নানা ধরের লক ব্যবহার করে থাকি।

যখন আমরা আমাদের বন্ধু বা অন্য কারও সাথে থাকি তখন যদি আমরা আমাদের মোবাইল টা আনলক করি তখন দেখা যায় যে, যারা আমাদের সাথে থাকে তারা কিন্তু পরবর্তী যেকোন সময় আমাদের মোবাইল টা আনলক করতে পারবেন।যদি আপনারা আমার টিপ্সটা ফলো করেন তাহলে কেউ আপনার মোবাইল টা ভুলেও আনলক করতে পারবে না। তো আপনি এ লক টা কিভাবে করবেন।

প্রথমে লক টা করতে হলে একটা এপ্স লাগবে। আমি ভিডিও এর নিচে এপ্সটার লিঙ্ক দিয়া দিবো আপনারা সেইখান থেকে ডাউনলোড করে নিবেন। তো আপনাকে কিছু সেটিংস করতে হবে।

১. প্রথমে এপ্সটি ওপেন করবেন।

২. Current time এ ক্লিক করবেন।

৩. তারপর Not now এ ক্লিক করবেন।

৪. তারপর Ok তে ক্লিক করবেন।

৫.তারপর আপনি একটা Security Question সিলেক্ট করবেন এবং সেটা উত্তর দিয়া Ok তে ক্লিক করবেন।

৬.তারপর Permit Now এ ক্লিক করবেন যদি Permit drawing over other apps এ লেখা আসে তাহলে Ok তে ক্লিক করবেন।

Level 0

আমি রায়হান রাজু। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ami apnar mobile phone number cheye tument koresilam…ekhon dekhsi apnar shei post ta khuje passi na ( FAKE NATIONAL iF bishoye)…apnak amar dorkar kono baje ba oboidho kajer jonno noi. please apnar mobile number din othoba 01944532138 e ekta missed call din….please