গ্রামীনফোন লোকেশন ট্রাক!! জানুন আপনি কোথায় আছেন!

এই টিউনটি পড়ার পর আপনার মোবাইল কোন এলাকায় আছে তা ট্রাক করে ফেলতে পারবেন পুরো বিনামূল্যে! এমনকি আপনার পরিবারের সবাই কে কোথায় আছে তাও জানতে পারবেন!
গুগলমাপের মাধ্যমে সর্বোচ্চ ১.২ কিলোমিটার রেডিয়াস অ্যাকুরেসিতে আপনার লোকেশন কম্পিউটারে দেখতে পারবেন পৃথিবীর যেকোনো স্থান থেকে। বাসায় বসেই নজর রাখতে পারবেন আপনার ছেলেমেয়েরা কোথায় যাচ্ছে/কোথায় আছে।
সবচেয়ে বড় ব্যাপার সার্ভিসটি পাবেন পুরো বিনামূল্য!

এবার আসুন প্রসেসটা দেথি-

১. গ্রামীণফোনের আলো আসবেই ঠিকানায় গিয়ে রেজিস্ট্রেশন করুন।

২. আপনার ইমেইল অ্যাডড্রেসে পাসওয়ার্ড চলে যাবে। মেইলে লগ ইন করুন। ছবিতে দেখানো জায়গায় ক্লিক করুন। অ্যাকাইন্ট অ্যাকটিভেট হবে। তারপর উইন্ডোটি ক্লোজ করে দিন।

৩. ইমেইল থেকে আবার ছবিতে দেখানো নিচের লিংকটিতে ক্লিক করুন। পাসওয়ার্ডটি টেন্জ করে দিন।


৪. এবার ছবিতে দেখানো Developer Test Phone এ ক্লিক করুন।

৫. আপনার গ্রামীনফোন মোবাইল নম্বরটি দিন। ফরম্যাটটি হবে 88017XXXXXXXX ধরণের। এরপর Save করুন।

৬. আপনার মোবাইলে ভেরিফিকেশনের জন্য একটি কোড চলে যাবে। কোডটি নিচে দেখানো মত জায়গায় ঢুকিয়ে Change Test Phone এ ক্লিক করুন। অ্যাকাউন্ট ভেরিফাই হবে।


৭. এবার ফাইন্ডার আলটিমেটের ওয়েব সাইটে http://gpfinder.tk/ প্রবেশ করুন। (ব্রাউজারে মিনিমাম ফ্লাস প্লেয়ার ১০ ইন্সটল থাকতে হবে। অন্য কোনো ভার্সনের ফ্লাস প্লেয়ার দিয়ে ট্রাই করিনি)

৮. আপনার ইউজারনেম, পাসওয়ার্ড, মোবাইল নম্বর দিয়ে (যেই নম্বর দিয়ে ভেরিফিকেশন করেছেণ) Log In করুন।
বেশ কিছুক্ষণ সময় নেবে। ধৈর্য ধরে অপেক্ষা করুন।

১০. Latitude Longitude সহ আপনার নিখুঁত অবস্থান দেখা যাচ্ছে গুগল ম্যাপে!! 🙂



সীমাবদ্ধতাঃ আপনি যেই নম্বরে রেজিস্ট্রেশন করেছেন শুধুমাত্র সেটি ট্রাক করতে পারবেন। অন্যকারো মোবাইল ট্রাক করলে চাইলে তার নম্বর দয়ে নতুন অ্যাকাউন্ট খুলতে হবে।

বিঃদ্রঃ দয়া করে চুপি চুপি কারো ফোন ট্রাক করবেন না।কোনো অনৈতিক কাজে ব্যবহার করবেন না। প্রযুক্তিকে সঠিক পথে পরিচালিত করুন।

Level 2

আমি নেট মাস্টার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 64 টি টিউন ও 1834 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 8 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Sundor, priote rekhe dilam!!

ভাই কই কাজ ত হয় না, , , , , , , লগিন করা যায় না

    10 নং স্ক্রিণশট দেখুন। একটু আগেই আমি লগ ইন করেছি। ১০০০০০০০০০০% কাজ হয়। গ্যারান্টেড সার্ভিস। আপনি কী ধরণের ইরর পাচ্ছেন জানান।

না ভাই ঐ পেজে কিছুই আসছে না। আমি প্রায় ১৫ মিনিট ধরে আছি।
তারপরেও আপনাকে ধন্যবাদ নতুন তথ্য শেয়ার করার জন্য। 🙂

    7:10 PM 23 January 2011 আমি এখনি লগ ইন করে দেখলাম। সবকিছুই ঠিকঠাকমত চলছে। দেখুন কোথাও কোনো ভুল হয়েছে কি না। মোবাইল ফোন ভেরিফিকেশন করেছেন কি??

জটিলস্।টিউনটি পড়ে ভালো লেগেছে।Current আসামাত্র try করে দেখবো।প্রিয়তে নিলাম।

ভাই এই মাসেজ আসে
Login NOT successful
The Aloashbei.com retumed the following
messages: Invalid User ID and Password

Back To Login

ভাই password & user name ok তার পরেও এই মাসেজ আসে.

    আপনার ইউজারনেম ও পাসওয়ার্ড ভুল হয়েছে অথবা অ্যাকাউন্ট ভেরিফাই করা হয়নি। মোবাইলে আসা কোড দিয়ে ভেরিফিকেশন করেছেন তো?? ইমেইলে ভেরিফিকেশন করেছেন তো? 2 ও 6 নং ধাপটা সঠিকভাবে করেছেন তো??
    আপনি https://www.aloashbei.com.bd/ এ আপনার ইউজারনেম ও পাসওয়ার্ড দিয়ে দেখুন সেটি ঠিক আছে কিনা। পাসওয়ার্ড না মিললে Forgot Password লিংক থেকে আবার পাসওয়ার্ড টি জেনে নিন। তারপর সঠিক ইউজারনেম ও পাসওয়ার্ড সহ http://gpfinder.tk এ লগইন করুন

    vai….. amar O eki PROB hoitase////
    ALOASBEI.com e log in korte pari……kin2 GPFINDER e LOG-IN korte gele

    —Login NOT successful
    The Aloashbei.com retumed the following
    messages: Invalid User ID and Password
    Back To Login—

    account Verified…..successfully

    আমার মনে হয় টিউনটি দেবার পর অনেক ইউজার ট্রাই করায় আলোআসবেই API লোড নিতে পারছে না। লোড কমলেই সমস্য্ হবেনা। এর মধ্যেই অনেকে সফল হয়েছেন দেখছি। আপনার জন্য শুভকামনা থাকলো।

হূমম এটা কাজ করে। আমি আগেই দেখেছিলাম।

ধন্যবাদ আপনাকে সুন্দর টিউনের জন্য।

    ধন্যবাদ।টিউনাররা যারা পাচ্ছেন না তারা সম্ভবত কোনো একটা স্টেপে সমস্যা করছেন।

ভাই password ভুলে গেলে কি কন বাবস্থা আসে ?

Level 0

খুব ভাল লেগেছে। জোশ

Level 0

আমি পেরেছি।ধন্যবাদ আপনাকে সুন্দর টিউনের জন্য।

Level 0

ট্রাই করে দেখব। অনেক ধন্যবাদ শেয়ার করার জন্য।।

sorasori PRIYO te!!!

ভাই এতদিন আপনি কোথায় ছিলেন! অন্যান্য কোন ফোন কোম্পানীর জন্য এই ব্যবস্থা জানা থাকলে অবশ্যই জানাবেন। অসাধারণ টিউন উপহার দেয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

    টিটি তেই ছিলাম 🙂 .. … অন্য কোনো কোম্পানীর কথা আপাতত জানা নেই। বাংলা লিংকের আছে তবে টাকা লাগে।

আলোআসবেই সার্ভারে সমস্যা করছে ওরা বলছে

    আমার মনে হয় টিউনটি দেবার পর অনেক ইউজার ট্রাই করায় আলোআসবেই API লোড নিতে পারছে না। লোড কমলেই সমস্য্ হবেনা। এর মধ্যেই অনেকে সফল হয়েছেন দেখছি। সবার জন্য শুভকামনা থাকলো।

Sorasori preote

এভাবে বোধহয় শুধু নিজের mobile ই track করা যাবে…

    অন্যকারো মোবাইল ট্রাক করতে চাইলে নতুন করে সেই মোবাইল ভেরিফাই করতে হবে।

এইবার পাইছি; এখন মেহেদী স্যারের নম্বরটা কালেকশন করে দেখন উনি বর্তমানে কোথায় অবস্থানরত 🙂

    ধুর !! মনটাই খারাপ হইয়া গেল 🙁 ।
    আমার ইউজারনেম অর্থাৎ saifulmd_0 এর _ টা সাপোর্ট করে না। 🙁 🙁
    কোন সলুশন কি আছে???

    ইউজারনেমে কি বা যায় আসে?? কেউ তো আর ইউজারনেম দেখতে আসছে না।

ভালো লেগেছে। পিলাচ

Level 0

ভাই, মোবাইল বন্ধ থাকলেও কি কাজ হবে?

    না। মোবাইল বন্ধ থাকলে লাস্ট যেখানে মোবাইল অন ছিল সেই জায়গার লোকেশন দেখাবে।

ভাই http://www.aloashbei.com.bd থেকে মোবাইল ভেরিফিকেশন নম্বর আসছে না…প্লীজ হেল্প করেন।

    অপেক্ষা করুন আসবে। নইলে আবার রেজিস্ট্রেশন করুন।

Level 0

Invalid User ID and Password দেখাচ্ছে, কিন্তু আমি আমার ID, Password নিয়ে ভুল করি নি।
http://www.aloashbei.com এ log in হচ্ছে কিন্তু Finder Ultimate এ log in হচ্ছে না। ভাই, একটু সাহায্য করেন।

    User ID and Password এর সাথে সেই মোবাইল নম্বরটি দিন যেটি ভেরিফাই করা হয়েছে। অন্য কোনো মোবাইল নম্বর বসাবেন না।

    Level 0

    না ভাই…সব ই ঠিক আছে…তবু হচ্ছে না…এক ই সমস্যা দেখায়…

Level 0

bai ak bar kor ci a r pa ri nai

ধন্যবাদ

    1 বার পারলে বার বার ই পারবেন। তবে যেই মোবাইলে রেজিস্ট্রেশন করেছেন শুধু সেই মোবাইলই ট্রাক করতে পারবেন। অন্যকারো মোবাইল ট্রাক করতে চাইলে নতুন করে সেই মোবাইল ভেরিফাই করতে হবে।

Level 0

অনেক্ষন ধরে চেষ্টা করছি। বার বার নিচের মেসেজ দেখায়।
Login NOT successful…
There has been a problem communicating with the Aloashbei.com sever, please try to login again.

    API এর লোড বেড়ে গেছে মনে হয়। এত ইউজার একসাথে ট্রাই করছে…. অতলোড নেবার ক্ষমতা নেই মনে হচ্ছে।

নিজের ফোন ছাড়া কি অন্য কারো ফোন ট্রেস করা যাবে …???
ভাল টিউন … ধন্যবাদ…

    অন্যকারো ফোন ট্রেস করতে চাইলে তার মোবাইলে ভেরিফিকেশন কোডটি জেনে নিতে হবে। সেই কোড দিয়ে অ্যাকাউন্ট ভেরিফাই করলেই হবে।

    ধন্যবাদ নেট মাস্টার ভাই

ধন্যবাদ শেয়ার করার জন্য………….

Level 0

Verification Code ta koy digit & ki rokom akta sample kau ak2 den.

ধন্যবাদ ভাই পরে ট্রাই করে দেখব আপাততো প্রিয়তে রাখলাম

Login NOT successful…
There has been a problem communicating with the Aloashbei.com sever, please try to login again.বারবার একই

    API এর লোড বেড়ে গেছে মনে হয়। ফ্রি হলেই লগইন করতে পারবেন।

Songroha rakha dilam kaja asba.thankyou

ধন্যবাদ আপনাকে সুন্দর টিউনের জন্য।

thanks nice tune.i m successfull.

    অভিনন্দন! 🙂 🙂 আশা করছি আপনার মত সবাই সফলতা পেয়ে যাবে। 🙂

Level 0

I have tried a lot, but cannot login. Getting the following message.

Login NOT successful…
There has been a problem communicating with the Aloashbei.com sever, please try to login again.

    চেষ্ঠা করতে থাকুন। অনেকেই যখন পেরেছেন আপনিও পারবেন। 🙂
    সফল হলে জানিয়েন।

    Level 0

    I have tried using firefox and IE, even changing my IP. But still no luck. Anyway, tnx for the share.

gpfinder.tk site এ ঢোকা যাচ্ছে না!

    আমি এইমাত্র ঢুকে দেখলাম! 🙂 কোনো সমস্যা পেলাম না।

আমি আজকে ট্রাই করবোনা। এই সপ্তাহেও করবোনা। সবার দেখা শেষ হোক তারপর api এর লোড কমলে মজা করে দেখবো। সবুরে মেওয়া ফলে।

আচ্ছা দুইবার তিনবার চারবার প্রিয়তে রাখার কি কোন পদ্ধতি কারো জানা আছে ? থাকলে বলবেন ।
এ টিউনটা একবার প্রিয়তে রাখলে মন ভরবে না ।

    ধন্যবাদ স্যার! 🙂
    আপাতত একবার ই প্রিয়তে রাখুন 🙂

Level 0

ভাই আমার USER NAME এ _ আছে কিন্তু http://gpfinder.tk/ লগিন পেইজ এ _ সাপোর্ট করেনা।। প্লিজ হেল্প করুন।।

    ব্রাউজারের জন্য ফ্লাশ ইনন্টল করা আছে তো? না থাকলে এডোবির সাইট থেকে মজিলা বা IE এর জন্য লেটেস্ট ফ্লাস ইন্সটল করে নিন।

Level 0

http://gpfinder.tk/ লগিং করে বসে আছি। কিছুই হয় না।

    কেউ সফলতা পাচ্ছেন কেউ পাচ্ছেন না। যারা পাচ্ছেন না তারা কেন পাচ্ছেন না, ব্যাপারটা বুঝতে পারছিনা।

Level 0

The server is too busy!!! Even after repeated trying,I couldn’t log in due to servers’ business!!!

    মুশকিল! এত ইউজার লোড! শেষে আমি নিজেই লগইন করতে ব্যার্থ হব বলে মনে হচ্ছে!

mobile e code saeneto vai. saradin chesta korlam. tar por o.. sei ek e kotha…
“Current Test Phone : Not set yet!”
pls ektu solve diyen vai…

    asenato

    আলো আসবেই তে রেজিস্ট্রেশন করলে আপনার মোবাইলে কোডসহ একটি এসএমএস যাবে (অবশ্যই গ্রামীণফোন নম্বর হতে হবে)
    সেই কোড দিয়ে Current Test Phone ভেরিফাই করতে হবে। আপনি যদি কোনো কারণে এসএমএস না পেয়ে থোকেন তবে আবার চেষ্ঠা করুন। সার্ভিসটি চালু রয়েছে। ভালোভাবে টিউটোরিয়ালটি পড়ুন এবং কোথাও কোনো ভুল হচ্ছে কি না খুটিয়ে দেখুন।

ভাই আমি লগিন করতে পারতিছি না নট সাক্ছে মেসেজ দেয় কারন কি

    ভাই মেসেজ দেয় your account password will NOT stored by the webside

Level 0

ভাইয়া আমার মোবাইল এ confiramation code আসেনা কি জন্য

Level 0

http://gpfinder.tk/ এই সাইটে কোন লগইন হয় না। আমি অনেক্ষণ ট্রাই করেছি, তাছাড়া সার্ভার লোড হলে তো এতোদিন পর হওয়ার কথা।

http://gpfinder.tk eta to kaj korce na

Level 0

http://gpfinder.tk/ isn't working

নেট মাস্টার ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ ।ভাই আমি আপনার এই টিউনটা অনেক আগে পেয়ে ছিলাম এবং এটা দিয়ে কাজ করে দেখে ছিলাম ,ভাই এটা আমার অনেক উপোকার করেছি তারপরে ভাই আমার pc ফরমেট হবার পরে আমার সব ফাইল হারিয়ে যায় তার পরে আপনার এই টিউনও আরপাই না তার পরে আমি গ্রামীন ফোনের ইমেলে অনেক ইমেল পাঠাই কিন্তু কোন সারা পাইনাই তার পরে অনেক অনেক খোজাখুজির পরে আবার টিউন টি পেলাম বাই এখন আর কাজ করে না ,ভাই অনেক উপকার হয় জদি আবার এটা নিয়ে ভাল করে একটি টিউন করেন ,ভাই অনুরোধ রোইল ,ভাল থাকবেন ।

Baijan thnks fr ur post…….bt sorry to say tht…..grameen pghn alo asbai ta duklei untrusted website leka utca…ki kora jai bolun to…………

Level 0

vai kaaj korse na.. 1hr hoise bose asi..

Level 0

ভাল টিউন করেছেন, ধন্যবাদ।