আজ থেকে আপনার মোবাইলই সময় বলে দেবে ! এমনকি আপনি চাইলে ঘণ্টায় ঘণ্টায় একটা মোরগ ও বাগবে ! তার সাথে আরও কত কি !!

কাজে কাজে ব্যস্ত থাকার কারণে অনেকদিন মোবাইলীয় টিউন করা হয়নি। তাই আজকে আমি আপনাদেরকে একটা চমৎকার এবং খুব কাজের একটা সফট্ওয়ার উপহার দেব।

আসুন জানা যাক সফট্ওয়াটি কি রকম? ঃ

সফট্ওয়ারটির নাম Cuckoo (কোকিল/যে ঘড়ির ঘণ্টা কোকিল ডাকে ধ্বনিত হয়)। তবে সফট্ওয়ারটির নাম বাংলাতে কোকিলের ডাক হলেও আসলে কিন্তু এটাতে কোন কোকিলের ডাক নেই :(। তবে একটা তরতাজা মোরগ আছে। যে মোরগটি প্রতি ঘণ্টায় বাগবে (কুকক্রকু) । কত মজার তাই না? তবে হ্যা শুধু যে মুগরীই বাগবে তা না ; এমকি আপনি চাইলে ঘণ্টায় ঘণ্টায় আপনাকে সময়ও বলে দেবে 😀 । তবে একটা দুরসংবাদ হল সময়টা কিন্তু আপনাকে ইংরেজিতে বলবে। আমাদের মায়ের ভাষায় বলবে না 🙁 । তবুও অনেক ভাল।  এতেই শেষ নয়, এমকি এটিতে আরও ১০ টি বিভিন্ন রকমের সাউন্ড (শব্দ) যোগ করা আছে। আর সবচেয়ে মজার বিষয়টি হল আপনি সফট্ওয়ারটির বিউল্ট ইন অর্থাৎ ডিফল্ট সাউন্ড (শব্দ) বাদে আপনি আপনার মেমোরী কার্ড থেকে সাউন্ড পছন্দও করে দিতে পারেন। যা আপনাকে প্রতি ঘণ্টায় ঘণ্টায় বেজে শুনাবে।

সফট্ওয়ারটি যে যে হ্যান্ডসেটগুলিকে সাপোর্ট করেঃ

নোকিয়ার 5th Edition এর সকল প্রকার Touch সেটগুলি। যেমনঃ Nokia 5800, 5530, N97, X6, N8, C6, C7, C5-03, C6-01, 5230, 5250, 5233, 5235, 5228 এবং সকল প্রকার Symbian OS V9.4 এ চালিত সেটগুলি।

তবে এটি সম্ভবত 3rd Edition এর সেটগুলোতেও কাজ করতে পারে। আমি সঠিক জানিনা কারণ আমার কাছে 3rd এডিশন এর কোন হ্যান্ডসেট নেই। আপনার ট্রাই করে দেখতে পারেন। কাজ করলেও করতে পারে। (Maybe)...

ডাউনলোড করুন নিচের লিংকটি থেকেঃ

http://www.mediafire.com/download.php?eiem55jzj8qp2qo

সফট্ওয়ারটি যেভাবে ব্যবহার করবেনঃ

সফট্ওয়ারটির ব্যবহার বিধি আসলে খুবই সোজা। ব্যবহার করলেই বুঝতে পারবেন। তবুও আমি বলে দিচ্ছি।

কোন সাউন্ড -এর প্রিভিউ দেখার জন্য সফট্ওয়াটি আগে চালু করুন তারপর Options>Mode>তারপর আপনার পছন্দের সাউটিতে টিক (ক্লিক) দিয়ে দিন। নিচের স্কিনশর্টগুলি থেকে ধারণা নিতে পারেনঃ

আর যদি কোন কাষ্টম (Custom) ফাইল মানে আপনার পছন্দমত কোন ফাইল যদি সিলেক্ট করতে চান তাহলে > Options>Mode>Custom সিলেক্ট করুন।

তারপর আবার > Options>Settings>Custom File ক্লিক করে মেরোরি থেকে একটা সাউন্ড ফাইল সিলেক্ট করে দিন। নিচের স্কিনশর্টগুলি থেকে ধারণা নিতে পারেনঃ

ব্যাস এবার নিচিশ্চে ব্যবহার করুন। সকালে ঘুম ভাঙ্গতেও সমস্যা হবে না। কারণ মোরগ আপনাকে ঠিক জাগিয়ে তুলবে 😀 ।

***********************************************************************************************

আমার সবগুলোটিন দেখার জন্য উপরে "আমার টিউনার পাতা" তে ক্লিক করতে পারেন।

ফেসবুকে আমিঃ http://facebook.com/crazzzzzzyboy

***********************************************************************************************

Level 2

আমি সাইফুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 185 টি টিউন ও 3440 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

টপটিউনার হতে ‍চাই !


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

বেশ তো!

নোকিয়া ৬৩০০ তে কাজ না করলে আমার লাভ নাই। 🙁

৫১৩০ তে কাজ করবে না তাই আমারও লাভ নাই। 😉
অনেক ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য। ভবিষ্যতে গরিব মানুষ থেকে বড় মানুষ হলে নিয়ে নিব। 😉

    সহমত, আপনার মতো আমিও গরিব একটু বল লোক হলেই নিবু

    বেকার কেন আপনাকে ৫১৩০ টা নিতে হবে?
    এই ধরেণের সবচেয়ে কম দামের টাচ মোবাইলের দাম তো এখন ৯৭০০ (নোকিয়া ৫২৫০)।
    তাড়াতাড়ি দুইজনেই চেন্স করে নেন।

অসাধারন আসলে তোমাকে ছাড়া এত ভাল ভাল মোবাইল সফট আশাই করা যায় না।
তোমার জন্য আমার পক্ষ থেকে আন্তরিক দোয়া দোয়া রইল।
আর সফটির জন্য অনেক অনেক ধন্যবাদ।

    Level 0

    আতা ভাই আপনার কি সফটওয়্যার লাগবে বলেন

    আপনার মেইল এড্রেসটা দেন দরকার হলেই দরজায় নক করব।

    অনেক অনেক ধন্যবাদ আতাউর ভাইয়া।

যেকোন s60 সেটে কাজ করে। আমি c5-00 বের হবার পর থেকেই এই সফট চালাই।
আর ভাই আপনি store.ovi.com নিয়ে একটা টিউন দেন। nokia গ্রাহকদের জন্য অসাধারন ফিচার।

    যেকোন S60 সেটে কাজ করে না । তবে যেকোন S60 5th Edition এ কাজ করে।
    OVI নিয়ে আগে টিউন হয়েছে তাই করতে পারব না।
    ধন্যবাদ মন্তব্য করার জন্য।

দারুন জিনিস অনেক বেশি ধইন্যা শেয়ার করার জন্য। আর সাইফুল তুমার কাছে কি Ramblow sooftware er serial আছে থাকলে দিও আর তুমার দেয়া মোবাইলের স্ক্রীন শট নেয়ার সফটওয়্যার টা আমার মোবাইল এ সেটআপ নে ঠিকই কিন্তু চালু হয় না এখন আমি কি করব আমার মোবাইল নোকিয়া ই ৫১

    http://www.mediafire.com/download.php?9a5ij8t62o5ts6p

    উপরের লিংকথেকে র‍্যামব্ল এর ক্রাক ভার্সনটা ডাউনলোড করেন। তবে হ্যা এটি অবশ্যই সাইন করতে হবে।
    আর আপনারটাতে স্কিনশর্ট নেওয়ার সফট্ওয়ারটা কাজ করছে না তার কারণ আপনারটা ফ্লাট ষ্কিন ।

    ও হ্যা বলতে ভূলে গেছিলাম তা হল সফট্ওয়ারটি যদি কোন রেজিষ্ট্রেশন নম্বর চায় তাহলে যেকোন সংখ্যা দিয়ে ওকে করলেই হয়ে যাবে 🙂 ।

খুব ভাল যখন লাগবে নামিয়ে নিব,ধণ্ণবাদ সাইফুল ভাই

ধন্যবাদ ভাইয়া ।আমার ৫২৩৩ তে এখন আরামে ব্যবহার করতে পারব।ঘুম বাদ দিয়ে প্রাইভেট এ নিয়ে যাওয়ার জন্য আবারও ধন্যবাদ……

Level 0

AMARO NOKIA 5130

TATE KI BONDHUR 1 TA E SERISE ER A6E,
TAKE SOFT. TA DIE SURPRIZE DEBO.
THANK YOU FOR SHARE BHAIYA.

আপনি যে সফটওয়্যার গুলো দেন ১০০% কাজ করে। তাই আপনার কাছে ২টি সফট চাচ্ছি ৫৮০০এর জন্য । একটি হলো ইংলিশ টু বাংলা ডিকসনারি আরএকটি হলো অ্যডব রিডার ও ওফিস২০১০এর ফুল ভার্সনি। খুবই দরকার দিলে খুশি হতাম।

    টাচ মোবাইলের জন্য আমার খোজমতে এখনও কোন ইংলিশ টু বাংলা ডিকসোনারি পাওয়া যায় নি 🙁 ।

    অ্যডব রিডার নেই তবে নিচের দেওয়া রিডারটা অনেক ভাল 🙂 ।
    https://www.techtunes.io/mobileo/tune-id/46484/

    আর ওফিস (ফুল ভার্সন)
    https://www.techtunes.io/mobileo/tune-id/37775/

    অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনি সফট হ্যাক ও সেট হ্যাক করতে যে ঠিকানা দিয়েছেন সেই সাইটি কাজ করছে না।

Level 0

vi ami nokia 3110c use kore kintu mob flash dabar por aga ja sob application cholto ta akon chola na ke korbo bolben???r flash ami রিপেয়ার করুন নোকিয়া ফোন – বিনামুল্যে, কোনো সারভিসিং বক্স ছাড়াই
টিউন করেছেন : মিনহাজুল হক শাওন |
ata dakha dice??plz help koren

bro link!!