আসছে ৬জিবি র‍্যাম ও ৫০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির শাওমি Mi Max 2

সুপ্রিয় টিউনার কমিউনিটি,

কেমন চলছে আপনাদের দিনকাল? ঈদের কেনাকাটায় ফ্যাবলেট কিংবা অধিক ব্যাটারির স্মার্টফোন কেনার কথা ভাবছেন নাকি? তাহলে শাওমি Mi Max 2 কেনার কথা ভাবতে পারেন। এক তথ্যমতে আগামী সপ্তাহে এর ঘোষণা দিতে যাচ্ছে চীনা জায়ান্ট Xiaomi

প্রাপ্ত তথ্যানুযায়ী এই ফোনে অপারেটিং সিস্টেম হিসেবে থাকবে অ্যান্ড্রয়েড ৭.১ নউগ্যাট, স্ন্যাপড্রাগন ৬৬০ চিপসেটের এই ফোনে আরও থাকবে ৬ গিগাবাইট র‍্যাম আর ১২৮ জিবি রম। এতে ১২ মেগাপিক্সেলের রেয়ার ক্যামেরা থাকবে বলে ফাঁস হওয়া এক ছবি থেকে জানা গেছে।

Mi Max 2 কবে নাগাদ বাজারে আসবে কিংবা এর দাম কেমন হবে সে সম্পর্কিত কোন অফিসিয়াল তথ্য পাওয়া না গেলেও ধারণা করা হচ্ছে জুনের প্রথম সপ্তাহেই বাজারে আসবে এই ফ্যাবলেট আর এর দাম হতে পারে বাংলাদেশী প্রায় ২২-২৩ হাজার টাকা। আপডেট পাওয়ামাত্র নতুন কোন টিউন দিয়ে দেখা হবে আপনাদের সাথে।

সাশ্রয়ী বাজেটে দারুণ সব ফিচারের ফোন এনে ইতোমধ্যেই স্মার্টফোন বাজারে বেশ শক্ত অবস্থান তৈরি করেছে শাওমি, Mi Max 2 এর জনপ্রিয়তা Mi Max কেও ছাড়িয়ে যাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এখন অপেক্ষা বাজারে আসার!

Level 0

আমি আরিফিন সৈকত। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 76 টি টিউন ও 24 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

অ্যান্ড্রয়েড নিয়ে কাজ করতে ভালো লাগে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভালই তো, অনেক সুন্দর মোবাইল