আপনার নোকিয়ার 5th Edition এর সেটটিতে সকল প্রকার জাভা সফট্ওয়ার ও গেমগুলিকে ফুল Screen করে দেখুন !!

আজকে আমি আপনাদেরকে এই টিউনে কোন সফট্ওয়ার উপহার দেব না 🙁 । তবে নোকিয়ার 5th Edition সেটগুলির একটা অপশন সম্পর্কে অবগত করব। যা আমি মনে করি আপনাদের অনেক প্রয়োজনে আসবে 🙂 ।

_________________________________________________________________________________________

নোকিয়ার ৫ম ইডিশন এর সেটগুলি অর্থাৎ Touch মোবাইলগুলিতে জাভা (Java) সফট্ওয়ার অথবা গেম গুলি (প্রায় বেশিরভাগ) ইন্সটল করলে Full Screen জুড়ে দেখা যায় না।  অর্থাৎ সফট্ওয়ারটি ব্যবহার করার জন্য নিচে একটি ভার্চুয়াল কিবোর্ড দেখায়। অনেকেরই কাছে এটি খুব বিরক্তিকর তবে। তবে কিছু কিছু জাভা সফট্ওয়ার বা গেম টাচ মোবাইলে ইন্সটল হয় কিন্তু টাচের মাধ্যমে কাজ করা যায়। কিন্তু প্রায় বেশিরভাগ সফট্ওয়ার এবং গেম টাচেও সাপোর্ট করে তবে ডিফল্টভাবে ফুল ইস্কিন -এ দেখায় না। যেমন নিচের স্কিশর্টটি একটি জাভা সফট্ওয়ার এমনকি টাচেও কাজ করে কিন্তু তার সাথে ভার্চুয়াল কিবোর্ড দেখাচ্ছে---

কি বিরক্তিকর তাই না? এর সমাধানটা আসলে খুব সোজা 🙂 । কিন্তু প্রথম প্রথম অপশনটা খুজে পেতে অনেক সমস্যাও হতে পারে।

এই সমস্যার সমাধান করবেন যেভাবেঃ

প্রথমে "Menu" তে ক্লিক করুন তারপর আপনার "Settings" এ ক্লিক করুন

এরপর "Application mgt." এ ঢুকুন-

তারপর "Installed apps." এ যান--

এখন আপনার মোবাইলে আপনি যে যে সফট্ওয়ারগুলি ইন্সটল করেছিলেন সেগুলির তালিকা দেখতে পাবেন। এবার আপনি যে যেই জাভা সফট্ওয়ারটি থেকে কিবোর্ড রিমুভ করতে চান সেটিকে সিলেক্ট করে "Options" এ ক্লিক করুন--

তারপর "Suite Settings" এ ক্লিক করুন----

তারপর "On-Screen Keyboard" অপশনটিকে ক্লিক করুন।

তারপর এখান থেকে "Off" সিলেক্ট করে "Ok" করুন---

ব্যস এবার "Exit" করে বেরিয়ে আসুন। এখন যে সফট্ওয়ারটির কিবোর্ড বন্ধ করলেন সেই সফট্ওয়ারটি ওপেন করে দেখুন কিবোর্ড দেখতে পাবেন না। 🙂 ।

কি হ্যাপি তো??

***********************************************************************************************

আমার সবগুলো টিউন দেখার জন্য উপরে " আমার টিউনার পাতা" তে ক্লিক করতে পারেন।

ফেসবুকে আমি ঃ http://facebook.com/crazzzzzzyboy

***********************************************************************************************

আমি কালকে সকাল ৮.৩০ মিনিটে ঢাকায় রওনা দেব !
দেখা হবে মিটআপে 🙂 দোয়া করবেন যাতে ভালভাবে পৌছাতে পারি 🙂 ।

Level 2

আমি সাইফুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 185 টি টিউন ও 3440 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

টপটিউনার হতে ‍চাই !


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

খুব সুন্দর। 5thএডিসন সেটের গেম ডাউনলোডের একটি সাইট চাচ্চি আপনার কাছে। আসা করি অব্যশই দেবেন।

তুমি তো মিয়া একটা জটিল মাল…:p

Symphony SL 75 সেটের Themes দরকার তবে জাভা সার্পোট করে Themes হলে চলবে Please Help

অনেক অনেক ধন্যবাদ

অনেক ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ

Level 0

vai simbian kon kon feature ar maddhome bujhte parbo?

saiful vai ভার্চুয়াল কিবোর্ড cole geche se jonno onek onek thanks.but amar x6 mobile bangla to english dictionary te kunu word kuje pete hole tho sei word dictionary te likte hobe..but ekon ami tho likte parcina..plz vai ki korbo bole dile onek kushi hobo