পরিচিত হয়ে নিন Blueftp এর সাথে। সকল প্রকার জাভা মোবাইলের জন্য !!

আজকে আমি আপনাদেরকে আরও একটি সুন্দর সফট্ওয়ার উপহার দেব। যার নাম Blueftp । যার মাধ্যমে আপনি অন্যের সেটের মেমোরীর ফাইল Bluetooth দিয়েই দেখতে পাবেন এমনকি ডাউনলোডও করতে পারবেন। আর এই সুন্দর এবং কাজের সফট্ওয়ারটির প্রতিটি জাভা সাপোর্ট মোবাইলেই কাজ করবে।

প্রথমেই সফট্ওয়ারটিকে ডাউনলোড করুন নিচের লিংকে ক্লিক করেঃ

http://www.mediafire.com/download.php?92wne0okk0253cz

ব্যবহার করবেন যেভাবেঃ

ডাউলোড শেষে মোবাইলে সফট্ওয়াটিকে চালু করুন। নিচের মত একটি উইডো পাবেনঃ

এইবার "Bluetooth" এ ক্লিক করুন। নিচের মত

এবার "Menu" তে ক্লিক করুন। তাহলে নিচের মত উইনডো আসবে-

এবার উপরের মত "Search Devices" এ ক্লিক করুন। এখন অন্য ডিভাসের ব্লুটুথ সার্চ করবে।

এখানে আমার সেটের ব্লুটুথ পেয়েছে তাই "sAiFuL_Islam_Symphony_T55" নামের ডিভাইজটি দেখাচ্ছে। এখন আপনি যেই সেটটা পাবে তাতে ডাবল ক্লিক করুন। নিচের মত কানেক্ট হওয়া শুরু করে দেবে।

কানেক্ট হওয়ার সময় পাসকোর্ড চাবে। তাই যেকোন পাসকোড দিয়ে ডিভাইস দুইটিকে পেয়ার করে নিন।

এবার দেখুন আমার মেমোরী কার্ডের সব ফাইল এই ডিভাইসে এসে গেছে। এখন আপনি "Menu" থেকে আপনার ইচ্ছামত অপশন পছন্দ করুন আর প্রয়োগ করুন। 🙂

সফট্ওয়ারটিতে নিচেরমত বিভিন্ন অপশন পাবেন এর প্রতিটিই কর্যকর করতে পারবেন।

*****************************************************************************************

ফেসবুকে আমিঃ http://facebook.com/crazzzzzzyboy

*****************************************************************************************

Level 2

আমি সাইফুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 185 টি টিউন ও 3440 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

টপটিউনার হতে ‍চাই !


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

সফট্ওয়াটি ডাউলোড হয় না

    ডাউনলোড করলাম! সুন্দর টিউন এবং উপকারী সফটওয়্যার। অনেক ধন্যবাদ! 🙂

    @ সিমা আপু, কেন কেন? ডাউনলোড কেন হবেনা? আমি এখনো সব ঠিকঠাক দেখলাম! আপনি পূরণার চেষ্টা করুন।

    @নেট মাস্টার ভাইয়া, ধন্যবাদ।

    ইদা্নিং কার সবচেয়ে বড় সমস্যা হল না বুঝে টিউন করা । আপনি ত ব্রান্ড এর না্মগুলো উল্লেখ করতে পারতেন । সকল জাভা সাপোর্টেড মানে বুঝলাম না । আপনি ত মনে হয় সিউর এ না… যে এই সফটোয়ার টাচ স্ক্রীন এনাবলড সেটের জন্য নয় । আমি সিউর হয়েছি… আর একেত আমার স্যামসাং স্টার… আবার আমি কয়েকটা সাইট ও ঘুরে আসলাম… আপনি জানতে চাইলে লিঙ্ক ও ব্যবহার করতে পারি…
    ধন্যবাদ

    মনে কষ্ট নিয়েন না… আমি শুধুমাত্র এতটুকুই বোঝাতে চেয়েছি যে টিউ্নটিতে (শিরোনামে) প্রায় কথাটি ব্যবহার করলে খুব ভালো হত ।
    ধন্যবাদ ।

সুন্দর সফট উপহার দেবার জন্য, অসংখ্য ধন্যবাদ।

আমিও ডাউনলোড দিলাম । ভালো কাজের জিনিস।
ধন্যবাদ।

    হুমম !! আমার অনেক কাজে লাগে। আশা করি আপনারও লাগবে 🙂 ।
    ধন্যবাদ।

@সাইফুল ভাই সফটওয়্যার এর সাথে নতুন করে পরিচয় করে দেওয়ার জন্য ধন্নবাদ।আর ভাল আছেন ত?

    ধন্যবাদ। শুধু কি ভাল আছি? একদম খাক্কাস মানে সবচেয়ে বেশি ভাল আছি !!
    মিটআপে আসছো কি?

Level 3

সাইফুল ভাই সফটওয়্যারটা দারুন।

ধন্যবাদ! খূবই কাজের জিনিস, তবে একটা অনুরোধ~
আমার মত যাদের মোবাইল খানাই একমাত্র প্রযুক্তির হাতিয়ার, তাদের জন্য মোবাইল থেকেই টিউনের সফ্ট গুলো ডাঃলোঃ করার মত একটা লিংক দিলে অধমের বড়ই উপকার হত। মিডিয়াফায়ার থেকে মোবাইলে ডাঃলোঃ করা প্রায় অসম্ভব। তাই কোন wap site বা Bloog siteর লিংক দিলে বড়ই কৃতার্থ হব।

পুরান এপ্লিকেশন. তবুও সেয়ার করার জন্য ধন্যবাদ। ভালো থেকো।

Level 0

siful vie,
software ta mone hoy onek valo. Tune ta o sundor hoise. But, software ta jodi rar/zip file kore diten tobe upkar hotto. Akho apni bibesona korben.

সুন্দর একটা টিউনের জন্য অনেক ধন্যবাদ ভাই, ও আর একটা কথা জাভা সাপোর্টেড মোবাইলে বাংলা পি ডি এফ ফাইল পড়ার জন্য কোস সফট এর লিংক কি দিতে পারবেন? যদিও আপনি মনে হয় একটা টিউন করেছিলেন মনে হয় এটা নিয়ে কিন্তু ঐটাতে বাংলা পড়া যায়না। একটু দেইখেন তো আমি অনেক খুজেও পাইনি

পুরান এপ্লিকেশন. তবুও সেয়ার করার জন্য ধন্যবাদ। এই এপ্লিকেশনের move অপশনটা বেশী মজার 🙂

Level 0

ভাই যদি পাসকোড দিয়ে পেয়ারই করতে হয় তাইলে আর এই সফট এর দরকার কি? পাসকোড বাদে কাজ করার মতো সফট থাকলে দেন।

link kaj kore nato vai………………