আপনার এনড্রয়েডে নিয়ে নিন কিছু উইন্ডোজ ফিচার

বিশ্বজুড়ে স্মার্টফোন ব্যবহারকারীদের কাছে অ্যান্ড্রয়েড দারুণ জনপ্রিয়। তবে অনেকেই অ্যান্ড্রয়েড ফোনে মাইক্রোসফট উইন্ডোজের ফিচার ব্যবহার করতে পছন্দ করেন।

★গুগল অ্যাসিস্ট্যান্টের কাজ করবে কর্টানা

মাইক্রোসফট কর্টানার সব সুবিধা পাবেন cortana for androidÕ' অ্যাপের মাধ্যমে। এটি গুগল অ্যাসিস্ট্যান্টের মতোই রিমাইন্ডার সেট, প্ল্যান চেক এবং ওয়েব সার্চ করতে পারবেন। কর্টানা গুগল অ্যাসিস্ট্যান্টের মতোই ফোনের ডিফল্ট অ্যাপ হিসেবে কাজ করবে। এজন্য অ্যাপটির সেটিংস থেকে অ্যাপস অ্যান্ড নোটিফিকেশন অপশনে যেতে হবে। সেখানের অ্যাডভান্সে ডিফল্ট অ্যাপ, অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড ভয়েস ইনপুট পাবেন। অ্যাসিস্ট অ্যাপে ট্যাপ করলেই কর্টানা ব্যবহার করা যাবে। অন্য ডিভাইসে কর্টানা ব্যবহার করলে একই ই-মেইল আইডি দিয়ে সিংক করতে পারবেন।

★গুগলের বদলে বিং

গুগল সার্চে অনেক তথ্য পুনরাবৃত্তি ঘটে। কিন্তু মাইক্রোসফটের সার্চ ইঞ্জিন বিং-এ সেটি হয় না। তাই গুগল সার্চ ব্যবহার করতে না চাইলে ব্যবহার করতে পারেন বিং সার্চ। গুগল সার্চের জায়গা নেবে বিং সার্চ ফর অ্যান্ড্রয়েড অ্যাপ। অ্যাপটি ডাউনলোড করে ফোনের হোম স্ট্ক্রিনে লং প্রেস করলে 'বিং সার্চ ফর...' অপশন পাওয়া যাবে

বিস্তারিত-https://tricktips71.blogspot.com/2017/11/blog-post_91.html?m=1

Level 0

আমি ইনতিশার মাহমুদ তুর্য। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস