Pocket Sensor, পকেটে মোবাইল রাখলে ডিসপ্লের বাতি সয়ংক্রিয়ভাবে নিভে যাবে !!! (Symbian 5th Edition)

আজকে আমি আপনাদেরকে আরও একটি গুরুত্বপূর্ণ সফট্ওয়ার উপহার দেব। সফট্ওয়ারটির নাম হল Pocket Sensor। যার সাহায্যে আপনি আপনার মোবাইলটি পকেটে রাখলেই অটোমেটিকভাবে ডিসপ্লের বাতি নিভে যাবে। আর ডিসপ্লের বাতি নিভে যাওয়া মানেই তখন Touch আর কাজ করবে না। মানে এককথায় Lock হয়ে যাবে।

প্রথমে নিচের লিংকটি থেকে সফট্ওয়ারটি ডাউনলোড করে নিনঃ

http://www.mediafire.com/download.php?x2fa67ptb6426q2

সফট্ওয়ারটি যেভাবে কাজ করেঃ

সফট্ওয়ারটি আপনার মোবাইলে ইন্সটল করার পর এটিকে চালু করুন। নিচের মত একটি উইনডো আসবে এবং তাতে উপরে দেখুন "Off" করা আছে। সেগুলোকে "On" করে দিন। আপনি চাইলে "Beep" অপশনটি Off করে রাখতে পারেন।

এবার অপশনে গিয়ে সফট্ওয়ারটিকে "Hide" করুন।

এখন আপনার মোবাইলটিকে পকেটে রাখুন দেখবে অটোমেটিক বাতি নিভে গেছে।

বন্ধ করবেন যেভাবেঃ

সফট্ওয়ারটি চালু করলে উপরে দেখবেন "On" করা আছে। সেগুলো "Off" করে দিন।

********************************************************

বর্তমানের প্রতিটি টাচ মোবাইলেই প্রায় সেন্সর যুক্ত করা থাকে। আপনি সফট্ওয়ারটি চালু করে সেন্সরে হাত দিলেও কিন্তু ডিসপ্লের বাতিটি নিভবে আবার ছেড়ে দিলে জ্বলে উঠবে। তাছাড়াও আপনারা লক্ষ্য করে দেখবেন যে, সফট্ওয়ার না থাকাতেও আপনি যখন মোবাইলে কারো সাথে কথা বলতেন তখন আপনি ফোনটি কানে লাগার সাথে সাথে বাতিটি নিভে যেত এবং যখন কান থেকে ফোনটি নামাতেন তখন আবার বাতিটি জ্বলে উঠত। সেন্সরগুলি সাধারণত সেটটির উপরে স্পিকারের পাশে থাকে।

যেমনঃ.......

*******************************************************

আমার করা সবগুলো টিউন দেখতে “আমার টিউনার পাতা” তে ক্লিক করতে পারেন।

এবং আমার পরবর্তী লেখা গুলি আপনার ই-মেইল-এ পেতে “আমার টিউন আর.এস.এস” এ সাবস্কাইব করতে পারেন।

ফেসবুকে আমিঃ http://facebook.com/crazzzzzzyboy

*******************************************************

Level 2

আমি সাইফুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 185 টি টিউন ও 3440 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

টপটিউনার হতে ‍চাই !


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

When i try to install it give me “certified error” this message….So not working……what to do…..

এটা আনকমন হয়েছে। ভবিষ্যতে আমার কাজে লাগবে। চালিয়ে যাও।

মজার একটা জিনিস

সুন্দর সফট,
ধন্যবাদ শেয়ার করার জন্য।
আমার একটা ভাল কেলকুলেটর লাগবে থাকলে শেয়ার করবা।

এতদিন খালি লাইটা দেখেছি কিন্তু ওটার কাজ বুঝিনাই আজ বুঝলাম …………………মজাই লাগছে ।
ধন্যযোগ সাইফুল ভাই টিউনটি করার জন্য ।

vai N95 a ki kaj korbe 🙁 ?