মোবাইলের মুভি দেখুন টিভিতে

টিউন বিভাগ মোবাইলীয়
প্রকাশিত
জোসস করেছেন

মোবাইলের মুভি দেখুন টিভিতে

আশাকরি সবাই ভালো আছেন। টেকটিউনসে এটা আমার প্রথম টিউন।

আজকের এই ট্রিকসে আপনি মোবাইলের মুভিসহ যাবতীয় তথ্য আপনার টিভিতে ট্রান্সফার করতে পারবেন। তবে এর জন্য আপনাকে বেশ কয়েকটি নিয়ম অনুসরণ করতে হবে।

১। প্রথম শর্ত হলো আপনার টিভিটি ওয়াইফাই সাপোর্টেড হতে হবে।
২। দ্বিতীয় শর্ত হচ্ছে আপনার মোবাইল এবং টিভি উভয়টিই সেম ওয়াইফাই কানেক্টেড হতে হবে।
৩। আপনার ফোনে স্ক্রিন কাস্ট অপশন থাকতে লাগবে বা ওয়ারলেস ডিসপ্লে অপশন থাকতে লাগবে।

যেভাবে মোবাইলকে টিভির সাথে কানেক্টে করবেন-
- সর্বপ্রথম আপনার মোবাইল এবং টিভিকে ওয়াইফাই কানেক্টেড করে নিন।
- এরপর উপরের শর্তমত যদি আপনার ফোনে সব কয়টি অপশন থাকে তাহলে Setting এ চলে যান।
- তারপর More অপশনটিতে ক্লিক করুন।
- নিচের Wireless Display অপশনটিতে প্রেস করুন। এছাড়াও আপনার ফোনে Screen Cast ও অন্যান্য অপশন দেখাতে পারে।
- আপনার টিভিতে ওয়াইফাই চালু করা থাকলে Wireless Display এর ভিতরে আপনার টিভির মডেল নাম্বার সো করবে, সেখানে ক্লিক করুন।
- এরপর টিভিতে আপনার পারমিশন চাইবে, সিম্পলি সেখানে Yes বাটনে ক্লিক করুন।
- লক্ষ করুন নিচে Connecting with (আপনার ফোনের নাম) দেখাবে। এরপর আপনার মোবাইলের স্ক্রিনটি টিভি স্ক্রিনের সাথে কানেক্ট হয়ে যাবে।
- আপনি চাইলে এটাকে Potrait কিংবা Landscape মুডেও দেখতে পারেন।

এভাবে আপনি ছোট পর্দার জিনিসকে বড় পর্দায় নিয়ে যেতে পারেন। এমনকি আপনি কারো সাথে ভিডিও কল করলে সেটাও টিভিতে বড় পর্দায় তাকে দেখতে পাবেন। আশা করি টিউনটি আপনাদের ভাল লাগবে। নতুন নতুন টিউন করার জন্য অনুপ্রেরণা দিবেন। ধন্যবাদ।

Level 0

আমি মান্নান চৌধুরী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস