এক্ষুণি আনইনস্টল করুন এই অ্যাপসগুলি অন্যথায় মারাত্মক ভাবে ক্ষতির সম্মুখীন হবেন

এক্ষুণি আনইনস্টল করুন এই অ্যাপসগুলি অন্যথায় মারাত্মক ভাবে ক্ষতির সম্মুখীন হবেন। স্মার্টফোনের বাজারে এখন অ্যান্ড্রয়েড সাপোর্টেড ফোনই সবচেয়ে বেশি। বুঝতে ও দামে সহজলভ্য হওয়ায় মোবাইল ফোন ব্যবহারকারীরা অ্যান্ড্রয়েড’কে বেশি প্রাধান্য দেন। আর এই কারণে নানান সংস্থাও তাঁদের অ্যাপস ডেভেলপ করেন অ্যান্ড্রয়েডের জন্যই। গুগল প্লে স্টোর থেকে নানা রকম অ্যাপ ডাউনলোড করেন ব্যবহারকারীরা। ব্যাপারটা বেশ মজাদারও। হাজারো, লাখো অ্যাপের ভিড়ে নিজের পছন্দের অ্যাপ ঘাঁটতে ঘাঁটতে সময় অনায়াসে পের হয়ে যায়।

অনেকে আবার পছন্দ হলেই প্লে স্টোর থেকে অনবরত অ্যাপ ইনস্টল করতে থাকেন নিজের ফোনে। তার মধ্যে অনেক অ্যাপই বেকার পড়ে থাকে মোবাইলে। প্রথম প্রথম খুব আগ্রহ থাকলেও, পরে আর মাথাতেও থাকে না, কি কি অ্যাপ ইনস্টল করে রেখেছেন ফোনে। অথচ সময়ে সময়ে আপডেট করেও যাচ্ছেন গাঁটের পয়সা খরচা করে কেনা নেট ব্যালেন্স দিয়ে। তা নিয়ে যতই বলুন, কিচ্ছুটি যায় আসে না, তাহলে কিন্তু ভুল করছেন।

গুগল প্লে স্টোর থেকে অ্যাপ ডাউনলোড করেছেন বলে সবই নিশ্চিন্তে এমনটা কিন্তু ভাববেন না। তাতে যেমন ফোনের বারোটা বাজছে, তেমনই আপনার গোপন তথ্য গোপন না থেকে হ্যাকারদের হাতে চলে যাচ্ছে।

ডিফ্র্যাগমেন্টেশন অ্যাপস
smartphone hacking apps

কম্পিউটারে এসব দেখে অভ্যাস আমাদের। ফলে ফোনে সেই রকম অ্যাপসের সুবিধা দেখে আমরা ইনস্টলও করে নিই। কিন্তু কম্পিউটারের মতো ফোনে কোনও ড্রাইভ থাকে না। ফলে এই অ্যাপ কোনও কিছু ডিফ্র্যাগমেন্ট করতেও পারে না। অযথা আপনার ফোনের ব্যাটরি নষ্ট করে। সেই সঙ্গে ব্যক্তিগত ডেটাও সঞ্চয় করে রাখে। বিস্তারিত পড়ুন.

বুস্ট অ্যাপস
smartphone hacking apps

এই অ্যাপগুলি আপনার ফোনের ব়্যামের ক্ষমতা আরও বাড়িয়ে দেবে বলে দাবি করে। আদতে কোনওটাই হয় না। এই অ্যাপগুলি আপনার ফোনের ক্যাচে মেমোরি খালি করে শুধু। আর কোনও কাজে লাগে না। ফোন ঠিকমতো চলার জন্য যতটা ব়্যামের ব্যবহার করা দরকার সেটা করবেই। কোনও অ্যাপ দিয়ে তা বন্ধ করা যাবে না। এই সব অ্যাপ বরং আপনার ফোনে জায়গা নষ্ট করার পাশাপাশি অনেক গোপন ডেটা জমা করে চলেছে। বিস্তারিত পড়ুন.

অপটিমাইজার্স
smartphone hacking apps

ক্লিন মাস্টার্স-এর মতো অ্যাপগুলি খুব জনপ্রিয় স্মার্টফোন ব্যবহারকারীদের কাছে। ওই যে দেখিয়ে দেয় কতটা স্পেস খালি করতে পারবেন আপনি। তাহলে অতিরিক্ত জায়গা পাবেন আরও কিছু জমানোর জন্য ফোনেতে। আসলে এইসব অ্যাপস কোনও কাজেই লাগে না। বরং ব্যাটারি খায় অতিরিক্ত। সিস্টেম ফাস্ট করার বদলে আরও ধীরগতির করে দেয়। আর তার সঙ্গে একগাদা বিজ্ঞাপণের বহর তো রয়েইছে। বিস্তারিত পড়ুন.

অ্যান্টিভাইরাস
smartphone hacking apps

প্লে স্টোরে অ্যান্টি ভাইরাস দেখলে টপাটপ ডাউনলোড করতে ভালো লাগে। কিন্তু, খুব বিপজ্জনক এই অভ্যাস। আসলে নাম ভাঁড়িয়ে হ্যাকাররা নিজেদের অ্যাপ তৈরি করে। আপনাকে খুব চেনা লোগো দেখিয়ে বিনা পয়সায় অ্যান্টিভাইরাসের লোভ দেখায়। আর আপনিও ইনস্টল করে নিলেন। সহজে হ্যাকারকে নিজের ফোনের সম্পূর্ণ তথ্য সঁপে দিলেন এভাবে। ভাগ্য খারাপ থাকলে, আপনার ফোন অটোমেটিক ব্লক হয়ে যেতে পারে যে কোনও দিন। বিস্তারিত পড়ুন.

এমন আরোও কিছু অ্যাপস প্রত্যেকটি অনেক জনপ্রিয় কিন্তু আসলে সে গুলি কি সেফ ব্যবহারের জন্য? 

কিছু জনপ্রিয় মোবাইল অ্যাপস যা গোপনে সংরক্ষণ করছে আপনার তথ্য

Level 0

আমি শিমুল খান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 29 টি টিউন ও 16 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 38 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 24 টিউনারকে ফলো করি।

I have practical experience based on IT. We are initiate www.mhitfirm.com


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস