এই রমজানে মুসলিম ভাই-বোনদের জন্য কিছু প্রয়োজনীয় এবং সৃজনশীল অ্যাপস

প্রযুক্তির কল্যাণে আজকে সবার জীবন অনেক গতিময় ও আরামদায়ক হয়েছে, প্রযুক্তির একটি বড় দান হচ্ছে আজকের স্মার্টফোন। আজকাল সবার হাতে হাতে স্মার্টফোন এবং সবাই ব্যবহার করছে হাজারো স্মার্ট-অ্যাপস। মুসলিম স্মার্টফোন ব্যবহারকারীও প্রতিদিন নানা ধরনের ইসলামিক অ্যাপস ব্যবহার করচ্ছে, এই সব অ্যাপসে আপনি পাবেন নামাজের সময়সূচি, কেবলা দিক নির্দেশনা, আশে-পাশের মসজিদ খোঁজার টুলস, কুরআন তেলাওয়াত সহ ইত্যাদি ধরনের অ্যাপস। আমরা সামনে রমজান উপলক্ষে আমাদের মুসলিম ভাই-বোনদের জন্য কিছু প্রয়োজনীয় এবং সৃজনশীল অ্যাপস নিয়ে এসেছি। আশা করি আপনাদের সবার উপকারে আসবে।


মুসলিম প্রো

অনেক জনপ্রিয় একটি অ্যাপ মুসলিম ভাই-বোনদের জন্য

মুসলিম প্রো অ্যাপ — ২০১৮ [প্রতিদিন ১০ মিলিয়ন ইজার এই আপ ব্যবহার করতেছে]

মুসলিম প্রো অ্যাপটি হল পৃথিবীর সবচেয়ে বেশি ডাউনলোড এবং রিভিয় দেওয়া একটি অ্যাপ। এই অ্যাপটি প্রায় ১০ মিলিয়নের বেশি ডাউনলোড হয়েছে এখন পর্যন্ত। এটি একটি অসাধারন এড-ফ্রী অ্যাপ, এটির পনি পাবেন নামাজের সময়সূচি, কেবলা দিক নির্ণয়, কুরআন সহ আরও অনেক কিছু। অ্যাপটি প্রায় ১৫টি ভাষায় ট্র্যান্সলেট করা হয়েছে এখন পর্যন্ত।

অ্যাপ ফিচারস

১. এড-ফ্রী এবং ব্যবহার বান্ধব
২. নামাজের সময়সূচি
৩. কেবলা দিক নির্ণয়
৪. কুরআন শরিফ সহ অডিও তেলাওয়াত


রমজান লিগ্যাসি

অনেক জনপ্রিয় একটি অ্যাপ রমজান এর জন্য

রমজান এর জন্য অনেক জনপ্রিয় একটি অ্যাপ

রমজান লিগ্যাসি অসাধারন একটি অ্যাপ এবং বিশ্বের ১নং স্বয়ংসম্পূর্ণ এবং শুধুর রমজানের জন্য ব্যবহারিত অ্যাপ। সারা বিশ্বে ১০ লাখের বেশি মুসলিম ভাই-বোন এই অ্যাপটি ব্যবহার করে এবং এটি একটি অসাধারন এড-ফ্রী অ্যাপ, এই অ্যাপটি আপনি পাবেন কেবলা দিক নির্ণয়, নামাজের সময়সূচি, ৩০ দিনের স্পেশাল রমজান প্লানার সহ আরও অনেক কিছু।

অ্যাপ ফিচারস

১. ৩০ দিনের স্পেশাল রমজান প্লানার
২. নামাজের সময়সূচি
৩. কনটেন্ড ফীড
৪. লাইভ সোশ্যাল স্ট্রিম


পিস

প্রয়োজনীয় ও উপকারী একটি অ্যাপ আমাদের মুসলিম ভাই-বোনদের জন্য

প্রয়োজনি ও উপকারী একটি অ্যাপ আমাদের মুসলিম ভাই-বোনদের জন্য

পিস অ্যাপটি যদি ব্যবহার করে না থাকেন তাহলে এখনে ইনস্টল করে নিন, এটি আমাদের দেশের ডেভেলপারদের (বিটবেরি টেকনোলজিস)তৈরি এবং শুধু মাত্র বাংলাদেশে ব্যবহার এর জন্য। অ্যাপটি পাবেন আপনি নামাজের সময়সূচী, আজান এলার্ম সহ রমজান মাসের ক্যালেন্ডার সহ আর অনেক ফিচার। আপনি আপনার জেলা নির্বাচন করলে, অ্যাপটি আপনাকে জানিয়ে দিবে আপনার নামাজের সময়সূচি এবং আজানের সময় অ্যাপটি আপনাকে এলার্ম দিয়ে জানিয়ে দিবে।

অ্যাপটি নিয়ে প্রতিদিনে কাজ হচ্ছে, আপনার মূল্যবান মতামত দিয়ে এই দেশি অ্যাপটিকে আরও অনেক বড় করতে পারেন।

অ্যাপ ফিচারস

১. নামাজের সময়সূচি
২. আজান অ্যালার্ম
৩. রমজান মাসের ক্যালেন্ডার


স্ক্যান হালাল

হালাল খাবার চেক করার জন্য উপকারী একটি অ্যাপ

হালাল খাবার চেক করার জন্য উপকারী একটি অ্যাপ

পশ্চিমে বসবাসরত মুসলমানদের জন্য প্রধান একটি সমস্যা হল হালাল ফুড। সবাই চিন্তা করে তারা যেই খাবারটি খাচ্ছে সেটি হালাল কি না। স্কান হালাল একটি প্রয়োজনীয় এবং উপকারী অ্যাপ আমেরিকা ও কানাডা অবস্থান রত মুসলিম ভাই-বোনদের জন্য। এই অ্যাপটির মাধ্যমে আপনি সপ গুলোর প্রোডাকটস গুলো চেক করতে পারবেন। অ্যাপ-স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করে আপনি আপনার প্রোডাকটি স্কান করে চেক করলে জানতে পারবেন সেটি হালাল কি না।

অ্যাপ ফিচারস

১. নামাজের সময়সূচি
২. আজান অ্যালার্ম
৩. রমজান মাসের ক্যালেন্ডার


আমি প্রতিনিয়ত আর্টিকেলটি আপডেট করতে থাকবো, নতুন কোন প্রয়োজনীয় অ্যাপের সন্ধান পেলে এখানে যুক্ত করে দিবো। আর্টিকেল পড়ার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ এবং আপনাদের সন্ধানে কোন অ্যাপ থাকলে টিউমেন্টে জানিয়ে দিবেন 🙂

লেখাটি প্রথম প্রকাশিত মিডিয়াম ব্লগে

Level 0

আমি মোহাম্মদ ফাহিম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 5 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস