[আপডেট: ২৩/০৯/২০১২] রিপেয়ার করুন নোকিয়া ফোন – বিনামুল্যে, কোনো সারভিসিং বক্স ছাড়াই [উইন্ডোজ ৭ ৬৪বিট সহ সকল ভার্সন সাপোর্টেড]

*** অনেক নতুন মডেল এভাবে ফ্লাশ দেওয়া সম্ভব না। সকল কাজ নিজ দায়িত্বে করবেন ***

যাদের নোকিয়া মোবাইল ফোন আছে, তারা সহজেই JAF দিয়ে আপনার ফোনটিকে ফ্ল্যাশ করে নিতে পারেন। তবে JAF দিয়ে সকল নকিয়া ফোন ফ্ল্যাশ করা যায়না। যেসব ফোন BB5 মডেলের অর্থাৎ Base Brand 5 সিরিজের শুধু সেগুলোই ফ্ল্যাশ করা সম্ভব। যারা ফ্ল্যাশ দিতে চান তারা আগে JAF ইন্সটল করে নিশ্চিত হয় নিন যে তাদের মডেলের ফোন লিস্টে আছে কিনা। তারপর ফ্ল্যাশ ফাইল ডাউনলোড করে কাজ শুরু করুন 🙂

যা যা লাগবে -

১) ইন্টারনেট কানেকশানসহ পিসি।

২) JAF v1.98 JAF PKEY Emulator v3 20.22MB ডাউনলোড করুন এখান থেকে [লিংক আপডেটেড]

৪) navifirm - 71KB ডাউনলোড করুন এখান থেকে [লিংক আপডেটেড]

৫) নকিয়া ফোন যার ফার্মওয়ার ইন্সটল করতে হবে
৬) পিসি-তে কানেক্ট করার জন্য USB কেবল

চলুন কাজ শুরু করে দিই...

১) প্রথমে নকিয়ার সব সফটওয়্যার আনইন্সটল করুন। কারন Nokia PC Suite, Synchronization, Ovi Suite ব্যাকগ্রাউন্ডে কাজ করলে সমস্যা হবে। এগুলো ভালমতো Close করতে পারলে (System Tray থেকেও) আনইন্সটলের দরকার নাই।

২) Firmware ডাউনলোড করা:

এই লিঙ্ক এ যেয়ে মডেল দেখে Firmware ডাউনলোড করে নিন। এখানে Firmware Executable আকারে থাকে, তাই ইন্সটল করা সুবিধা হবে। র‍্যাপিডশেয়ার থেকে ফাইল ডাউনলোড করার পুর্বে IDM ডিজ্যাবল করে দিন। অথবা ডাউনলোড বাটনে ক্লিক করার সময় Alt চেপে ধরে ক্লিক করুন। এতে কোনো এরর ছাড়াই ডাউনলোড করতে পারবেন। এই নিয়মটাই ভালো। রেপিডশেয়ার থেকে ডাউনলোড করতে সমস্যা হলে গুগল এ যান। তারপর এভাবে আপনার মডেল নাম্বার লিখে সার্চ দিন "site:mediafire.com RM-XXX" এখানে XXX হল নোকিয়া এর কোড, যেমন নোকিয়া ৫১৩০ এর কোড RM-495. এভাবে মিডিয়াফায়ার থেকে ফাইল পেয়ে যাবেন।

উপরের টুকু কঠিন লাগলে navifirm চালু করুন। ইন্টারনেট কানেকশান on থাকতে হবে। কিছুক্ষণ অপেক্ষা করুন। Products কলামে মোবাইলের মডেল আসবে। আপনার ফোন মডেল সিলেক্ট করুন। কিছুক্ষণ পর পাশে Releases কলামে ভার্সন লিস্ট আসবে, কাঙ্খিতটি সিলেক্ট করুন। কিছুক্ষণ পর পাশে Variants লিস্ট আসবে, এগুলো বিভিন্ন দেশ, এলাকা ও ভাষা-র Firmware প্রদর্শন করে। যেমন আমার নোকিয়া ৫১৩০ এক্সপ্রেস মিউজিকটি বাংলায়, ও লাল মডেলের। আমি তাই BENGA-RED সিলেক্ট করেছি। তারপর পাশে Firmware Files এর লিস্ট আসবে। All এ ক্লিক করে ডাউনলোড দিন। এগুলো হল ফোনের জন্য প্রয়োজনীয় File. ডাউনলোড হয়ে গেলে ফাইল গুলো C:\Program Files\Common Files\Nokia\DataPackage\Products\* ফোল্ডার এ রাখুন। লক্ষ করুন, আপনি যে মডেলের ফোন সিলেক্ট করবেন, তার কোড দিয়ে ফোল্ডার বানাতে হবে। যেমন নোকিয়া ৫১৩০ এর কোড RM-495, এর ফাইল C:\Program Files\Common Files\Nokia\DataPackage\Products\RM-495 এ রাখতে হবে। এন৭২ এর কোড RM-180, এর ফাইল C:\Program Files\Common Files\Nokia\DataPackage\Products\RM-180 এ রাখতে হবে। কাজ না করলে C:\Program Files\Nokia\Phoenix\Products ফোল্ডার এ ফাইল গুলো রাখুন। navifirm থেকে সহজেই আপনার ফোনের কোড বুঝতে পারবেন।

৩) JAF ডাউনলোড করুন। ইন্সটল করার পর Run করবেন না।

৪) JAF PKEY Emulator ডাউনলোড করে Run করুন। ছবির মত করে Go তে ক্লিক করুন।

অনেকেই সেভেন বা ভিস্তা ব্যাবহার করেন। উইন্ডোজ সেভেনে কাজ করতে হলে JAF PKEY Emulator এর প্রোপারটিজ এ যান, তারপর Compatibility Mood এ Run as Windows XP দিন।

এবার JAF Box চালু হবে। ছবির মত Box driver notinstalled এরর দিতে পারে।

ভয় পাবেন না। OK তে ক্লিক করুন। J.A.F. by ODEON নাম এ উইন্ডো আসবে।

৫) ছবি দেখুন। BB5 Tab এ ক্লিক করুন। এখানে অনেক গুলো অপশন রয়েছে। প্রথমে Manual Flash এ টিক দিন। তারপর Use INI তে টিক দিন। তখন ছোট্ট একটা উইন্ডো তে নকিয়ার মডেলের লিস্ট আসবে। সেখান থেকে আপনার টা সিলেক্ট করুন।

দেখবেন MCU, PPM আর CNT এর আইকন তা সবুজ হয়ে গেছে। Dropdown menu থেকে আপনার প্রয়জনীয় ভাষা ও মডেল সিলেক্ট করুন। ফোন Dead হলে Dead USB তে টিক দিন। Normal Mode আর Factory Set এ টিক দিলে ইন্সটল শেষে ফোন Factory reset হবে ও Normal mode এ চালু হবে। আগের ভার্সন ইন্সটল করতে চাইলে Downgrade এ টিক দিন। তবে Downgrade করার সময় সাবধান থাকবেন, Firmware ভাল না হলে ফোন dead হয়ে যাবে।

৬) আল্লাহর নাম নিয়ে Flash বাটন এ ক্লিক করুন। সবকিছু ঠিক থাকলে ফোন ফ্ল্যাশ হওয়া শুরু হবে। বক্সে এরকম টেক্সট আসবে যা দেখে Progress বুঝতে পারবেন।

JAF version 1.98.62
Detected PKEY: 9000BC25
Card life counter: 99.99%
P-key nokia module version 01.02
FBUS INTERFACE NOT CONNECTED!!!
USB Cable Driver version: 7.1.29.0
Changing mode...Done!
Detected P-KEY: 9000BC25
P-key nokia module version 01.02
Init usb communication...
Reading product code...
Product Code: 0571945
Searching for JAF saved location of ini...
Checking path: C:\Program Files (x86)\Nokia\Phoenix\Products\RM-495\
Searching for default location of ini...
Checking path: C:\Program Files (x86)\Common Files\Nokia\DataPackage\Products\RM-495\
Scanning ini files...
Searching for default location of ini...
Checking path: C:\Program Files (x86)\Common Files\Nokia\DataPackage\Products\RM-495\
FILES SET FOR FLASHING:
MCU Flash file: C:\Program Files (x86)\Common Files\Nokia\DataPackage\Products\RM-495\rm495__07.97.mcusw
PPM Flash file: C:\Program Files (x86)\Common Files\Nokia\DataPackage\Products\RM-495\rm495__07.97.ppm_ms
CNT Flash file: C:\Program Files (x86)\Common Files\Nokia\DataPackage\Products\RM-495\rm495__07.97.image_ms_red
APE Variant file: NONE
Backing up CRT...
Detected P-KEY: 9000BC25
P-key nokia module version 01.02
Init usb communication...
Reading IMEI...
C:\Program Files (x86)\ODEON\JAF\ProgData\358268032450034_CRT_backup_22844.pm
Done!
Backup CRT OK!
Detected P-KEY: 9000BC25
P-key nokia module version 01.02
Init usb communication...
Searching for phone...Found
Reading SW version...07.97
Reading battery value...3892 mV
Init usb flashing...
Reading flashid...
CMT: 307E0001 <=> SPANSION -> Type not in database
APE: 00000000 <=> Flash -> not detected
Verifing ADL communication... Status byte 2
Scanning selected flash files...
Found CMT ULO server in flash file...
ADL->Loader: Update Application Loader -> Single Chip
Loader len: 308032, CHK: 0x048B
ADL -> Sending loader...
.................................................................................................................................................................
Waiting for the phone to boot...
Searching for phone...
Status byte: 8000
Selecting CMT flash...
Result: 0000
Phone is in flash mode...
CMT blocks: 2289, APE blocks: 0
Erasing cmt...
Processing C:\Program Files (x86)\Common Files\Nokia\DataPackage\Products\RM-495\rm495__07.97.mcusw...
Erasing cmt zone 00000000 - 000006BF ... Erase result: 0000
Erasing cmt zone 000006C0 - 0001FFFF ... Erase result: 0000
Erasing cmt zone 00040000 - 000BFFFF ... Erase result: 0000
Erasing cmt zone 000C0000 - 0013FFFF ... Erase result: 0000
Erasing cmt zone 00140000 - 0137FFFF ... Erase result: 0000
Erasing cmt zone 01380000 - 0151FFFF ... Erase result: 0000
Processing C:\Program Files (x86)\Common Files\Nokia\DataPackage\Products\RM-495\rm495__07.97.ppm_ms...
Erasing cmt zone 01520000 - 01DBFFFF ... Erase result: 0000
Processing C:\Program Files (x86)\Common Files\Nokia\DataPackage\Products\RM-495\rm495__07.97.image_ms_red...
Erasing cmt zone 01DC0000 - 0215FFFF ... Erase result: 0000
Erasing cmt zone 02160000 - 03FBFFFF ... Erase result: 0000
Send CMT CFG...
Writing cmt...
Processing C:\Program Files (x86)\Common Files\Nokia\DataPackage\Products\RM-495\rm495__07.97.mcusw...
Sending CMT HASH for NOLO
Sending CMT HASH for KEYS
Sending CMT HASH for PRIMAPP
Sending CMT HASH for PASUBTOC
cmt->PAPUB_CERTIFICATE_DATA_BB5 block detected
cmt->PAPUB_CERTIFICATE_DATA_BB5 block detected, sending...
cmt->PAPUB keys already sent...
Sending CMT HASH for UPDAPP
Sending CMT HASH for DSP0
Sending CMT HASH for MCUSW
Processing C:\Program Files (x86)\Common Files\Nokia\DataPackage\Products\RM-495\rm495__07.97.ppm_ms...
Processing C:\Program Files (x86)\Common Files\Nokia\DataPackage\Products\RM-495\rm495__07.97.image_ms_red...
Rebooting...
Finishing CMT session...
Restarting CMT...
Pooling phone...
MCUSW: V 07.97
13-09-10
RM-495
(c) Nokia
APESW: (null)
VariantSW: (null)
Prodcode: 0571945
Done!

৭) Done দেখে বুঝবেন যে সব complete. এখন ফোনটি USB থেকে খুলুন, আর অন করে দেখুন কত সহজেই ফোন ফ্ল্যাশ, লক খোলা যায়।

সতর্কবার্তা

১) কাজ চলাকালে কেব্‌ল টান দিবেন না, এতে ফোন টি মারাত্তক ক্ষতিগ্রস্ত হবে।

২) কাজ চলাকালে পিসি যেন অফ না হয় সেদিকে খেয়াল রাখুন, ল্যাপটপ এ কাজ করলে সুবিধা হবে।

৩) Firmware যেন করাপ্টেড না হয়, তাহলে ফোন চালু হবেনা।

৪) অধৈর্য হবেননা, কাজটি করতে সময় লাগবে, ১০-৩০ মিনিট লাগতে পারে।

৫) সব নিজ দায়িত্বে করবেন। কারো কোনো ক্ষতি হলে আমি  নই। তবে আমি এটা নিজে করে ১০০ ভাগ সফল, অন্যদের ক্ষেত্রে না ও হতে পারে।

আমার পরবর্তী টিউন: LAN এ ফাইল ও ফোল্ডার শেয়ার করুন সহজেই


Level 0

আমি মো মিনহাজুল হক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 22 টি টিউন ও 2958 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 6 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

More: Codes unlock e tik dile security code unloack hobe.
File sys format e tik dile phone memory format hobe.

    amar নোকিয়া ৩১১০ মাজে মাজে অফ হএ জাই।
    আকন কি করব।
    প্লিস…

    ভাল টিউন্‌,
    আরকম আরও চাই টিউন।

    ধন্যবাদ!
    হার্ডওয়্যারে সমস্যা না থাকলে এটা কাজ করবে 🙂

বাহ্‌, দারুণ টিউন! অনেকেই উপকৃত হবেন sure. আমি তো বটেই! 🙂

এবার একটু হেল্প করেনছেন…
আমার নকিয়া 3230 আচমকা ডেড হয়ে গেছে সিম পাল্টাতে গিয়ে। চার্জও নেয় না, কিছুই না। ভাবছি একবার ফ্লাশ দেব; "জীবনের শেষ চিকিৎসা"। এই পদ্ধতিতে হবে?

    ধন্যবাদ ভাইয়া। যদি স্ক্রীন জ্বলে, হার্ডওয়্যার এ কোনো প্রব্লেম না থাকে, তাহলে হবে। আপনি ফোন ইউএসবি তে কানেক্ট করে চেষ্টা করে দেখেন, এই পদ্ধতি তে ডেড নোকিয়া ৫৮০০, এন৯৩ ও ফ্ল্যাশ করা গেছে।

    নাহ, স্ক্রীণ লাইট আসে না। শুধু গ্রাফ রেখার মত হালকা দাগ দেখা যায়। পাওয়ার বাটন অনেকক্ষণ চেপে ধরে থাকলেও কিচ্ছু হয়না। নোকিয়া কেয়ার থেকে একবার বলছিল মাদারবোর্ডে নাকি সমস্যা আছে। ওটা রিপ্লেস করতে হবে। হাদিয়া- ৬৮০০ টাকা মাত্র! আমি সশ্রদ্ধ সালাম দিয়ে ফোন নিয়ে চলে এসেছি।

    এখন আমার কি করা উচিত?

    Nokia 3230 BB5 supported na. Mainboard e, i mean RAM cheap e problem thakle hobena 🙁

    vai Motherboard jodi change kore thaole to pura mobile e change apne try marteparen jodi phone short circuit na thake tahole vabben 90% hobar somvabona ache. karon apnar phoner ja uposorgo software crash hole o amon hoy, r ram jodi kono karone kharap ba dry hoye disconnect hoye giye thake thaole o amon hobe.

    নোকিয়া কেয়ারে ভরসা নাই। আমার ৫১৩০ খানা পকেটে নিয়া এক রাতে ধুন্ধুমার বৃষ্টিতে ভিজছিলা, আড়াই ঘন্টা মত। পরে দেখি ফোন আর নাই। কেয়ার থেকে ইন্নালিল্লাহ পড়ায়া দিলো। ৬০০০ মত খরচ হবে। বাপজানরে ধরায়া দিলাম সেট। বাপজান এলাকার কোন এক পাতি মেকানিকরে দিয়া ঐটা সারাইছে ৬০০ টাকায়। বুঝেন…

    @স্বপ্নালু অনিক, নোকিয়া কেয়ার নিয়ে মেগা টিউন লেখা সম্ভব। কিন্তু ওই বিশ্রী জিনিস আর মনে করতে চাইনা 😛

    Level 0

    এটা হচ্ছে ডিসিডি ফোর। তাই আপনাকে যেফ চালু হওয়ার পর ডিসিডি এ উক্ত কাজটি করতে হবে।

ভাই previous version ত নোকিয়া আপডেটার দিয়ে রিপেয়ার করা যায়।।।।আর Flash এর জন্য ধন্যবাদ।।

    আপডেটার দিয়ে ডাউনগ্রেড করা যায় না। মন্তব্যের জন্য ধন্যবাদ 🙂

    অনেক সময় নতুন ভার্সন-এর চেয়ে পুরানো বেশি দ্রুত হয়। তাই ডাউগ্রেড করা লাগতে পারে 🙂

আমার ২৭০০ ক্লাসিক ফোন । সমস্যা হল এর বিল্টইন অপেরা মিনি কাজ করছে না ।
1. এই অবস্থায় ফ্লাশ দিলে কি সমস্যা দুর হবে ?
2. আগের মত ইউনিকোড বাংলা থাকবে ?
উল্লেখ্য আমি বিল্টইন ব্রাউজারে স্বাচ্ছন্দ বোধ করি কারন এটি অনেক কম রিসোর্স নেয় এবং দ্রুত ।
ধন্যবাদ । টিউন গুদামজাত করা হলো ।

    সমস্যা দূর হবে 🙂

    আমার ফোন এও ইউনিকোড বাংলা আছে। ফ্ল্যাশ করার পরও বাংলা দেখা ও লেখা যায়।

    Level 0

    আমার নোকিয়া ২৭০০ ক্লাসিক সেটের ও একই সমস্যা । আপনি কি আপনার সমস্যার সমাধান করতে পেরেছেন ? আমাকে দয়া করে একটু জানাবেন । [email protected]

thank uuu

ধরুন আমি Nokia 6233 ব্যাবহার করি। আমি কি নোকিয়া ৫১৩০ এর ফার্ম ওয়ার ব্যাবহার করতে পারবো?

Level 0

ভাল কাজ।

শান ভাই- আপনার পোষ্টটি খুবই উপকারী। আমি আমার নোকিয়া ৫১৩০ এক্সপ্রেস মিউজিক নিয়ে একটা সমস্যায় পডেছি। সেটি হলো- আমার ফোনটির নাকি সফটয়্যার খারাপ হয়ে গেছে। এবং ছবি তুলার সময় স্ক্রিনে কোন কিছু দেখায় না। তো আপনার এই পদ্ধতিতে সফটয়্যার আপগ্রেড করলে কি কাজ হবে।

    ধন্যবাদ 🙂 কাজ হবে আশা করি, আমার music player on হচ্ছিলো না। ফ্ল্যাশ করার পর কাজ করছে।

ঠিক করতে বেশী টাকা লাগবে। হতাশ হয়ে নিজেই লেগে পড়ি কীভাবে dead ফোনকে alive করা যায়। পেয়ে গেলাম উপায়, যা দিয়ে সিম লক, সিকিউরিটি লক,

লাইফটাইমার রিসেট, ফার্মওয়ার আপগ্রেড/ডাউনগ্রেড করা যায় – সম্পূর্ণ ফ্রী-তে

bhai sim lock repaire kibabe korlen?
apni to just ডাউনগ্রেড korlen.
jaf die sim lock repaire not possible(speacially sl3)
thanks for ur nice tune.i like this

    সরি ভাইয়া। একটু ভুল হয়েছে। সিম লক খোলা যায় phoenix দিয়ে। মন্তব্যের জন্য ধন্যবাদ 🙂

    সরি ভাইয়া। একটু ভুল হয়েছে। সিম লক খোলা যায় phoenix দিয়ে। মন্তব্যের জন্য ধন্যবাদ
    again wrong information
    bhai sl3 simlock not possible with any box or dongle
    just possible to direct unlock by code and cost 2000 tk. bd
    অন্য ভাবে করা যাবে
    তবে তার জন্য high configeration pc দরকার
    কেও এত দামি pc ব্যাবহার করে না

Level 0

ভাই, আমার নকিয়া ৬১২০। এটা করতে গেলে দেখায় cannot found ini file. এ ব্যপারে যদি সাহায্য করেন।

vai khob e sondor akta jinish tobe ai kaj ta e ATF Flasher a korte time lagbe borojor 120 second.
tobe jader kache flasher nai taderjonno khob e valo o opokari. thanks apnake.

    জি ভাইয়া, আমিও অন্যান্য সফটওয়্যার যেমন mobEx, fenix দিয়ে চেষ্টা করেছি। ওগুলতে USB Dongle লাগে যা টাকা দিয়ে কিনতে হয়। আপনাকেও ধন্যবাদ কমেন্টের জন্য 🙂

শাওন ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি অনেকদিন যাবত এরকম কিছু খুজছিলাম, আজ পেয়ে গেলাম। দেখি কাজ করে কিনা।

সুন্দর টিউন। ভাইয়া সেটের RPL নষ্ট হয়ে গেলে কি এটি দিয়ে ঠিক করা যাবে। অর্থাৎ যদি IMEI Number 14 ডিজিটের পর ? দেখাই তবে কি এটি দিয়ে ঠিক করা যাবে? আমার ফোন নোকিয়া এস ৭৩। আমার সেটের RPL নষ্ট হয়ে গেয়েছিল। আমি পরে সার্ভিস সেন্টার থেকে এটিকে ৪০০ টাকা দিয়ে ঠিক করে নিয়ে এসেছি। তবে এখন আমার কাছে এর RPL ব্যাকআপ ফাইলটি আছে। পরে কোন সময় যদি RPL নষ্ট হয় তবে কি এই সফটওয়্যার দিয়ে মেরামত করা যাবে? বা কারও যদি RPL সংরক্ষিত না থাকে এবং RPL নষ্ট হয় তবে সে কি করবে? দয়া করে জানাবেন। মেইল[email protected]

Level 0

ভাই কোন কারনে আমার নোকিয়া ২৭০০ সেটের মেমরী কার্ড লক হয়ে গিয়েছে । কিন্তু আমি লক করিনি বিধায় পাসওয়ার্ড ও জানি না । এ ক্ষেত্রে আমি কি করব ।

    মেমরি কার্ড S40 ফোন এ আনলক করা যায়না যতদুর জানি। কোনো S60 ফোন এ লাগিয়ে দেখুন। C:\ এ mmcstore.txt ফাইল আসে যেটা তে পাসওয়ার্ড লেখা থাকতে পারে।

Blue-Nokia এর লিংকটা দেখলাম। ভালোই লাগল। আর আমার মতে Downgrade এ টিক না দেয়াই ভাল। এতে রিস্ক কম থাকে। যদিও আমি এটা নিয়ে টিউন করেছিলাম তবুও আপনাকে ধন্যবাদ। কারন সবাই সব টিউন খুজে দেখতে পারেনা। আপনারটাতেও অনেকের উপকার হল।

ভাই আর কিছু প্রশ্ন ।
1.নেভিফার্ম এ বাংলাদেশের বা বাংলা ভাষা সাপোর্টেড ফার্মওয়্যার কোনটা কিভাবে বুঝব ?
2. Recently নোকিয়া যে ফোনগুলি রিলিজ দিচ্ছে সেগুলো ফ্লাশ দেওয়া যাবে তো ? (যেহেতু এটি পুরুনো এবং ক্র্যাকড সফটওয্যার ; নতুন ভার্সনের জন্যা তো পয়সা খরচ করতে হৈবেক)
আপনাকে আবারো অসংখ্য ধন্যবাদ ।

    উত্তরঃ

    ১ – বাংলাদেশি ফোন গুলা সাধারণত Indian bengali language এ আসে। তাই India-Bengali select করবেন। আরেকটা উপায় আসে। ফোন এর ব্যাটারি এর নিচে IMEI এর পাশে একটা কোড থাকে। ওটা দেখে Firmware চিনবেন। যেমন আমারটায় 0571945 ছিল।

    ২ – আমি ০২-২০১১ এ তৈরী ফোন ফ্ল্যাশ করে দেখেছি। কাজ করবে আশা করি 🙂 আর নতুন বের হলে ক্র্যাক পাবেন চিন্তা নাই 😛

Level 0

আমার এক বড় ভাইয়ে Sony Ericsson XPERIA X10i Android smartphone কিভাবে USB Data cable এর মাধ্যমে ফ্লাস করা দেখেছিলাম । আর একটা কথা Sony Ericsson XPERIA X10i Android smartphone অব্যশই আপনাকে Update Version দিয়ে ফ্লাস তা নাহলে ফ্লাস তো হবেই না বরং আপনার Android operating System কাজ করবে না।
আজ জানলাম Nokia Set এর USB Data cable এর মাধ্যমে ফ্লাস করা যায় ।ধন্যবাদ

Level 0

Update Version দিয়ে ফ্লাস করতে হবে তা নাহলে………………..

Level 0

Amar onek kaje lagbe thanks apnake.

ভাই, আমার nokia 6120c (RM-243, version 5.11) এর hacked version* কোনটা, একটু বলবেন.?
জানালে খুশি হব.।

ভাই, নকিয়ার ইনবক্স লক করার কোন সিস্টেম অথবা সফটওয়্যার আছে কি ?

"গেছে। Dropdown menu থেকে আপনার প্রয়জনীয় ভাষা ও মডেল সিলেক্ট করুন। "
ভাই এই Download menu টা কথায় আছে? পাচ্ছিনাতো!

ভাই আরেকটা কথা আমি নোকিয়া এন ৮ ব্যবহার করি, এটা কি ফ্ল্যাশ দেওয়া যাবে?
সমস্যা হচ্ছে ফোনে অরেঞ্জ কম্পানির MMS settings টা remove করা যাচ্ছে না তাই ভাবছি বাংলাদেশের ফার্মাওয়ার দিয়ে ফ্ল্যাশ দিব!
navifirm থেকে এন৮ এর বাংলাদেশি ফার্মওয়ার ডাউনলোড করেছি!

BB5 phone হলে অবশ্যই কাজ করবে।"
ei BB5 mane ki?

    এই মডেল গুলো BB5 ফোন
    Nokia 3109 Classic Nokia 3109 Classic Nokia 3110 Classic Nokia 3120 Classic
    Nokia 3250 Nokia 3500 Classic Nokia 3500 Classic Nokia 3600 Slide
    Nokia 5000 Nokia 5000 Nokia 5200 Nokia 5200
    Nokia 5220 XpressMusic Nokia 5300 XpressMusic Nokia 5300 XpressMusic Nokia 5310 XpressMusic
    Nokia 5310 XpressMusic Nokia 5320 XpressMusic Nokia 5500 Nokia 5500 Sport
    Nokia 5610 XpressMusic Nokia 5610 XpressMusic Nokia 5700 XpressMusic Nokia 5700 XpressMusic
    Nokia 5710 XpressMusic Nokia 5710 XpressMusic Nokia 6085 Nokia 6085
    Nokia 6086 Nokia 6110 Navigator Nokia 6110 Navigator Nokia 6120 Classic
    Nokia 6120 Classic Nokia 6121 Classic Nokia 6124 Vodafone Nokia 6125
    Nokia 6126 Nokia 6126 Nokia 6131 Nokia 6131 NFC
    Nokia 6133 Nokia 6133 Nokia 6133 Nokia 6135
    Nokia 6136 Nokia 6136 Nokia 6151 Nokia 6210 Navigator
    Nokia 6210 Navigator Nokia 6210 Navigator Nokia 6210 Navigator Nokia 6212 Classic
    Nokia 6220 Classic Nokia 6220 Classic Nokia 6233 Nokia 6233
    Nokia 6234 Nokia 6267 Nokia 6270 Nokia 6280
    Nokia 6282 Nokia 6288 Nokia 6290 Nokia 6300
    Nokia 6300 Nokia 6300i Nokia 6301 Nokia 6301
    Nokia 6500 Classic Nokia 6500 Classic Nokia 6500 Slide Nokia 6500 Slide
    Nokia 6555 Nokia 6555 Classic Nokia 6556 Classic Nokia 6600 Fold
    Nokia 6600 Slide Nokia 6630 Nokia 6631 (NM850iG) Nokia 6650 T-Mobile
    Nokia 6680 Nokia 6681 Nokia 6682 Nokia 7310 Supernova
    Nokia 7310 Supernova Nokia 7370 Nokia 7373 Nokia 7390
    Nokia 7500 Prism Nokia 7500 Prism Nokia 7510 Supernova Nokia 7610 Supernova
    Nokia 7900 Prism Nokia 8600 Luna Nokia 8800 Arte Nokia E50
    Nokia E50 Nokia E51 Nokia E51 Nokia E60
    Nokia E61 Nokia E61i Nokia E61i Nokia E62
    Nokia E65 Nokia E66 Nokia E66 Nokia E66
    Nokia E70 Nokia E70 Nokia E71 Nokia E71
    Nokia E71 Nokia E90 Communicator Nokia E90 Communicator Nokia N70
    Nokia N70 Nokia N71 Nokia N71 Nokia N72
    Nokia N73 Nokia N73 Nokia N75 Nokia N76
    Nokia N76 Nokia N77 Nokia N77 Nokia N77
    Nokia N78 Nokia N78 Nokia N78 Nokia N80
    Nokia N80 Nokia N81 Nokia N81 Nokia N81
    Nokia N82 Nokia N82 Nokia N90 Nokia N91
    Nokia N91 Nokia N91 Nokia N91 Nokia N92
    Nokia N92 Nokia N93 Nokia N93 Nokia N93i
    Nokia N93i Nokia N95 Nokia N95 8GB Nokia N95 NAM
    Nokia N95 8GB NAM Nokia N95 Nokia N95 Nokia N96

    BB5 এর পূর্ণ অর্থ হল "Base Band 5"

" ৫) ছবি দেখুন। BB5 Tab এ ক্লিক করুন। এখানে অনেক গুলো অপশন রয়েছে। প্রথমে Manual Flash এ টিক দিন। তারপর Use INI তে টিক দিন। তখন
ছোট্ট একটা উইন্ডো তে নকিয়ার মডেলের লিস্ট আসবে। সেখান থেকে আপনার টা সিলেক্ট করুন।"

এখানে আমার মোবাইল নোকিয়া এন৮ এর আরএম-৫৯৬ নাই!
কি করব?

ভাইগো এত মেগাবাইট খরচা কইরা আপনার জাফ , পি'কি এবং ফার্মওয়্যার ডাউনলোডাইলাম কিন্তু Use Ini তে ক্লিকানোর পর মোবাইল লিস্টে আমার ২৭০০ ক্লাসিক নাই । ভাই একখান উপায় বাতলে দেন ।
আমার মনে হয় নতুন রিলিজ সেটের জন্য আপডেটেড জাফ,পিকি লাগব। কিন্তু জাফ কিনতে পারব না । একটা আপডেটেড ক্র্যাকড জাফ,পিকি এর লিংক দেন। কৃতজ্ঞ থাকব ।
ধন্যবাদ ।

    ভাই কিছু ফোন সাপোর্ট না ও করতে পারে। Phoenix Service Software দিয়ে চেষ্টা করে দেখতে পারেন। এটার সাইজ কিন্তু বেশি, ৯০এমবি এর মত 🙂

অনেক ভাল লিখেছেন। ধন্যবাদ।

    ভাই IOS 4.3.1 এর জেইল ব্রেক কি বের হয়েছে?
    আমি নোকিয়া এন ৮ আর আইফোন ৪ ব্যাবহার করি,
    এন৮ ফ্ল্যাশ দিয়েছি এখন হ্যাক করার পালা!

    দয়া করে এই লিঙ্কটা একটু দেখে বুঝিয়ে বলবেন? http://www.n8fanclub.com/2010/11/nokia-n8-hacked-uda-custom-firmware.html

    নোকিয়া এন৮ হ্যাক করার জন্য যা যা দরকার সবই ডাউনলোড করেছি কিন্তু থিক মত বুজতে পারছি না!

হ্যা ভাই, অবশেষে আমার নোকিয়া এন৮ ফ্ল্যাশ দিতে পেরেছি! আমার মোবাইলে সমস্যা ছিল, আমার নোকিয়া এন৮ অরেঞ্জ অপারেটরের এর মেইড ইন ফিনল্যান্ড মোবাইল! ফলে অরেঞ্জ এর ইন্টারনেট, ওয়াপ আর এম এম এস সেটিংস বিল্টিন দেওয়া ছিল!
যদিও ইন্টারনেট আর ওয়াপ সেটিংস ডিলিট করতে পেরেছিলাম কিন্তু এম এম এস সেটিংস্টা ডিলিট হচ্ছিল না!
নেট ঘেটে দেখলাম এটা ডিলিট করার কোন অপসন ও নেই!
তাই বাধ্য হয়ে ফ্ল্যাশ দিতে চাছিলাম!
এবং সফিও হয়েছি! আলহামদুলিল্লাহ!
উল্লেখ্য: গতো মাসে আমি একটি HTC Desire HD রুট করতে যেয়ে নস্ট করে ফেলেছিলাম, তাই খুব ভয় হছিল!
আল্লাহর রহমতে সফল হয়েছি! আপনাকে ধন্যবাদ!

ভাই,
সালাম নিবেন।
আমি চেষটা করলাম।
কিনতু ২ টা সমসা হোলো।
MCU PPM CNT should be green.
but MCU PPM becomes green. CNT remains unchanged.

Another prob:
it shows

Searching for JAF saved location of ini…
Checking path: C:\Program Files\Nokia\Phoenix\Products\RM-84\
Scanning for ini files…
INI file .ini is missing. Continue searching for second ini type…
Changing flashing settings…
FILES SET FOR FLASHING:
MCU Flash file: C:\Program Files\Nokia\Phoenix\Products\RM-84\RM84_51003301.C0
PPM Flash file: C:\Program Files\Nokia\Phoenix\Products\RM-84\RM84_51003301.V01
CNT Flash file: NONE
APE Variant file: ?
Backing up CRT…
Detected P-KEY: 90009699
P-key nokia module version 01.02
Init usb communication…
Reading IMEI…
C:\Program Files\ODEON\JAF\ProgData\358637018707387_CRT_backup_1717313.pm
Done!
Backup CRT OK!
Detected P-KEY: 90009699
P-key nokia module version 01.02
Init usb communication…
Searching for phone…Found
Reading SW version…05wk07v48 5.0717.3.0.1
Reading battery value…4042 mV
Init usb flashing…
Reading flashid… Error getting flash id…

এখন আমি কি করব?
please please help me.

Level 0

ধন্যবাদ!

ভাই আমার নোকিয়া মোবাইলের Model: 5130c- 2, Code: 0579268, Type: RM-495, সমস্যা হল মোবাইলে প্লেয়ার চালু হয় না। সাথে যে অপেরা মিনিটা থাকে সেটাও নাই। আমি ইন্টারনেট সেটিং গুলা নিছিলাম সেগুলাও নাই। আমার চেনা জানা একজন কে ফোন করে জিজ্ঞেস করলাম। সে বলতেছে যে ফ্লাস দিতে হবে। তো এটা দিয়ে ফ্লাস দিলে কি হবে। প্লিজ একটু তাড়াতাড়ি জানাবেন। খুব বিপদে আছি।

আমার Nokia n73 মােঝ মােঝ hang হয়। এটা দিয়ে কাজ হবে।

Level 0

Firmware করাপ্টেড কিনা তা কিভাবে বুঝবো ? খুব ি কাজের টিপস ।অারো ভাল টিীনের অাশায়……………………

    ফ্ল্যাশ হউয়ার পর ফোন চালু না হলে বুঝবেন যে ঝামেলা আছে। তাই আপডেটেড Firmware ব্যবহার করবেন 🙂

Level 0

vi atao download korce. kontu seclet pon model a amar mob seclet korar por MCU, PPM আর CNT এর আইকন সবুজ hoi na ..akon ke korbo…aktu help koren mob nia problem a ase>>>>>

Level 0

vi ami nokia 3110c use kore .

Level 0

amak help koren

Level 0

JAF এ NO INI FILES FOUND দেখায়। DROP DOWN MENU ডেড হয়ে থাকে। এর সমাধান কী????????????????????????????

Level 0

vi amar akta babostha koren.??plz

Level 2

vai n70 firmware er ekta direct link den . Mobile theke download korbo computer e slow ebong net fail hoe?. Kindly bolen vetary ki remove korte hobe?

    http://rapidshare.com/files/142651032/RM-99_50819251_v9_N70-5.exe

    এখানে পাবেন ফ্ল্যাশ রম। মোবাইল থেকে হবেনা, কারণ এটা র‍্যাপিডশেয়ার থেকে করতে হবে। সাইজ ৪০ মেগা। ডাউনলোড করতে করতে লাইন ড্রপ হলে ঝামেলা। তাই পারলে কারো কাছ থেকে ডাউনলোড করে পিসি তে নিয়ে ফ্ল্যাশ দিন। আর ব্যাটারি ফুল চার্জ দিয়ে নেবেন। খুলতে হবেনা। 🙂

Level 0

amar mob 7610….ai mob ar software upgrade ki pssible??

আপনাকে কি বলে যে ধন্যবাদ দিব ভাষা খুজে পাচ্ছিনা। আমাএ nokia E51 প্রায় সময় কাজ করতে গিয়ে restart নিত আপনার এর টিউন দেখে আমি latest ফাইল ডাউনলোড করি সাহস করে Flash দেই এখন আমার মনে হয় আমার মোবাইল আগের থেকে দিগুন স্পীড হয়েছে তাছারা সব প্রব্লেম শেষ । আশা করি সবারই কাজে লাগবে । আর আপনার মোবাইল নাম্বার টা দিবেন please ।
আমি টাকা ফ্লেক্সিলোড পাঠাবো । কারন আমি যদি দুকান থেকে ফ্ল্যাশ দিতাম তাহলে আমার ১০০/২০০ টাকা খরছ হত । দোকানদার কে যদি ১০০/২০০ টাকা দিতে পারি আপনাকে দিতে পারবনা কেন। আর যদি আপনি নাম্বার না দেন তাহলে মনে অনেক কস্ট পাব আশা করি আপনি আমাকে কস্ট দিবেন না ।

    মাহমুদ ভাই,

    কাজে লেগেছে জেনে খুশী হলাম। তবে আপনাকে কষ্ট দেওয়ার জন্য দুঃখিত। এখানে কেউ কিন্তু টাকার জন্য টিউন করেনা। কাজে লাগলেই সেটা সার্থক বলে বিবেচিত হয়। আর সবারই কিছু অধিকার রয়েছে। এই ট্রিক শিখে রাখলে নিজের ও অন্যদের উপকার করা যাবে। এর চেয়ে খুশির আর কিছু হতে পারেনা।

    মন্তব্যের জন্য ধন্যবাদ।

    আমি জানি এখানে কেউ টাকার জন্য টিউন করেনা তারপর ও আমি বলছি আপনি আমাকে নাম্বার টা দেন plz
    আর যদি না দেন তাহলে আমি খুজে বের করবই

    আপনার ইয়াহু মেইলবক্স চেক করেন ভাই 🙂

দেখি আমি চেষ্টা করে

Level 0

vaiya=>amar set e5 manual flash list e show korse na 🙁 new kono vrsn er link deya jabe ki ja diye ami e5 ta flash dite parbo???deya gele khub upokrito hobo…………dhonnobad

ভাই, USB দিয়া মোবাইল কানেক্ট করা কালে মোবাইলটি On রাখব নাকি Off রাখব বললে উপকৃত হতাম (হাতে খড়িতো তাই)………………

    অন রাখবেন। ফ্ল্যাশ দেওয়া শুরু হলে এমনিতেই মোবাইল অফ হয়ে যাবে 🙂

ভাই, আমার ৩১১০ c মোবাইলটাকে দোকান থেকে ফ্লাশ দেওয়ার পর IMEI নম্বর ?????????????????????????? রকম আসে। What can i do? plz help………

    আপনার আসল IMEI টা তো ফোন এর স্টিকার থেকে জানতে পারবেন। JAF চালু করুন। CRT Tools এ দেখেন। মোবাইল কানেক্ট করে Write RPL দিন, তারপর আপনার মোবাইল এর RPL ফাইল টি দেখিয়ে দিন। তারপর Write এ ক্লিক করে আপনার মোবাইল এর IMEI চেঞ্জ করে নিন।

ভাই CRT Tools এ Click করার পর Write RPL এ Click করলাম, তারপর Select RPL আসে এবং RPL File খুজে, ভাই RPL File কোথায়, কিভাবে পাব? ফোনের স্টিকার দেখে IMEI নম্বর পেয়েছি। একটু বিস্তারিত লিখলে উপকৃত হব, আপনার সাহায্যের প্রত্যাশায় অপেক্ষমান………..Plz সাহায্যের হাতখানা আরেকবার বাড়ান………

    আচ্ছা, আপনাকে RPL বানাতে হবে? এইটা ডাউনলোড করুন http://www.mediafire.com/?mizjzmeg2xn

    এটা RPL বানানোর সফটওয়্যার। এখানে যেয়ে দেখবেন একটা ভিডিও টিউটোরিয়াল আছে। ওটা দেখে বুঝতে পারবেন যে একটা বক্স এ আপনার IMEI আর mcc-nss কোড দিতে হবে। বাংলাদেশে এই কোড

    47001 = Grameen Phone – Bangladesh
    47003 = Banglalink – Bangladesh
    47002 = Robi – Bangladesh

    কোড দুইটা লিখে Built PM এ ক্লিক করলেই ফাইল তৈরী হয়ে যাবে। এবার JAF এ ঢুকে Write PM এ ক্লিক করুন, আর যেভাবে CRT Tool এ বলেছি, ওভাবে RPL ফোন এ রাইট করে নিন। সফল হলে জানাবেন 🙂

ধন্যবাদ……………………………… দিয়ে ছোট করতে চাই না !!!! ইনশাল্লাহ জানাব। আরো গুরুত্বপূর্ণ টিউনের প্রত্যাশা…………… আশা করি পাব!!

    এটা আমার প্রথম টিউন। আরো দেখতে চাইলে আমার নামে ক্লিক করেন 🙂

Level 0

bhai ami flash a click korle first a akta warning msg ase. Then bole CRT back up hocce na. At last phone search kore pay na. Akta solution den. apnar contact number den @ [email protected]

ভাই আমার windows 7 এ কাজ করে না ।
৪) JAF PKEY Emulator ডাউনলোড করে Run করুন। ছবির মত করে Go তে ক্লিক করুন। অনেকেই সেভেন বা ভিস্তা ব্যাবহার করেন। উইন্ডোজ সেভেনে কাজ করতে হলে Compatibility Mood এ Run as Windows Vista দিতে হবে।

এটা কীভাবে করব?p-key রান হয় কিন্তু error দেখয়,- Checking Windows version …
Windows version: Microsoft
Searching for JAF install location …
Saved winscard.dll to: C:\Program Files\ODEON\JAF\winscard.dll
ERROR: Not supported Windows version

pls হেল্প

    JAF PKEY EMULATOR এর ফাইল এ রাইট ক্লিক করে Properties এ যান। তারপর Compatiblity ট্যাব এ যান। Run as Windows Vista দিন। ব্যাস! 🙂

Level 0

vi flash to dilam kintu aga ja sob application cholto ta akon chola na ???ke korbo help koren plz????????????

thank you

Level 0

vai, jaf emulator- file e right click korte- compatibility-kono menu paini………………….. ami asus er notebook kori..plz help me. tacara …..download file golo apnar dawa..c;/program…………nokia porjonto giaye….product file kuje pachi na..nijteke new folder baniye dile download error leka ase…………………. vaijan doa kore akto opokar korle kuboi khusi hobo……HOD BLESS U
……..

    আপনি blue nokia এর সাইট থেকে ফার্মওয়ার ডাউনলোড করেছেন? তাহলে সেটা ইন্সটল করলেই হবে। আপনাকে কোন ফোল্ডার বানাতে হবেনা বা C ড্রাইভ এর কোথাও কিছু চেঞ্জ করতে হবেনা। JAF এ এমনিতেই ফ্ল্যাশ ফাইল পেয়ে যাবে। ধন্যবাদ

Level 0

vaia, obosese jaf-pkey install korar por go dilm……….. but leka astast ..file cannot creat J.A.F BY ODEON……..KI KORI

    ভাইজান, দয়া করে এই কাজ টা করেন > JAF PKEY Emulator এ রাইট ক্লিক করে Properties এ যান। তারপর Compatibility ট্যাবে যান। সেখানে Run this program compatible for এ উইন্ডোজ এক্সপি দিন। তারপর রান করে Go দিলে অবশ্যই JAF চালু হবে।

Level 0

Init usb communication…
Searching for phone…Found
Reading SW version…ICPR71_09w47.8 501.21.001
Reading battery value…4001 mV
Init usb flashing…
Reading flashid…
CMT: 004000EC <=> SAMSUNG (SEC) -> KAT00F00RA
APE: 00000000 <=> Flash -> not detected
Verifing ADL communication… Status byte 7
Rebooting to flash mode…
Waiting for the phone to reboot…
Searching for phone…
Error reading phone init data…

এই পর্যন্ত হয়েই আটকে যাচ্ছে।

আমার সেটটা নোকিয়া ই৭১-১ (গ্রে স্টিল) মেইন ইন ফিনল্যান্ড; আরএম-৩৪৬। ভোডাফোনের লোগো এবং সেটিংস দেয়া সেট এর ভিতর। আমি অনেক চেষ্টা করেও সেটটায় ইউনিকোড আনতে না পেরে এই ফ্লাশ এর কাজটা করতে গেছি। বাট আগেই যা বললাম, কাজ বন্ধ হয়ে যাচ্ছে ঐ পর্যন্ত এসে… 🙁

এখন আমার করণীয় কি? আমি ই৭১ এর আরএম-৩৪৬; বাংলা; (গ্রো স্টিল না পাওয়ায় ব্লাক স্টিল) ডাউনলোড করেছিলাম…

    উপরে দেখেন সাইফুল্লাহ নামের এক ভাই এরকম সমস্যায় পড়ে অন্য ফার্মওয়্যার ইন্সটল করেছেন। আপনি কি দয়া করে Phoenix দিয়ে চেষ্টা করে দেখবেন? এটা নোকিয়া টিমের বানানো। সাইজ একটু বেশি। তবে সাবধান! পুরনো ভার্সন ইন্সটল দিবেন না। দিলে নষ্ট হওয়ার সম্ভাবনা আছে।

    http://www.filesonic.com/file/37856507/%5BSymbianZone.us%5DPhoenix_2010.8.zip

ভাইয়া, আমার একটু খানি Confusion আছে। একটু বুঝায় দিলেই হবে। আপনার ফার্মওয়্যার ডাউনলোডের লিঙ্কে গিয়েছিলাম। নিজের সেট খুজে বের করলাম। আমার সেটের মডেলঃ Nokia 6300 (RM-217, v7.21) । আগে ভার্সন অনেক পুরোনো ছিলো। বছরখানেক আগে 7.21 এ আপগ্রেড করি। এখন ঐ লিঙ্কে গিয়ে Major/Minor Change-log দেখতে পেলাম। 7.30 v9 (Global) Major হলেও, 7.30 v9.10 Minor । ডাউনলোড সাইজ দেখতে পেলাম, ১ম টার জন্য ২৪ এমবি। আর ২য় টা ১৪ এমবি। আমি কি সরাসরি 7.21 থেকে 7.30 v9.10 (Minor) এ আপগ্রেড করতে পারব ? আর আপনার ফেসবুক প্রোফাইলের লিঙ্কটা দিয়েন। [email protected]

    অবশ্যই ৭.২১ থেকে ৭.৩০ এ যাওয়া যাবে। আমি তো ৬.৯৩ থেকে সরাসরি ৭.৯৭ এ গেছি যদিও ৭.৯১, ৭.৯৩ আছে 🙂

ও আচ্ছা ! একটু অন্যরকম চিন্তা আসছিল মাথায় যে, পরের টার সাইজ আগের টার চেয়ে কম ! এই জন্য একটু ভয় পেয়েছিলাম। আর ভাইয়া, আপনি যে CRT 308 নিয়ে কয়েকটা কমেন্টে লেখছেন। আমি কি এইটাতে টিক দিয়ে ফ্ল্যাশ দিব ? আর আপনার ফেসবুক আইডির লিঙ্ক টা প্লিজ।

    CRT 308 রম চিপকে রিড অনলি রেখে কাজ করে। এটা যা থাকে তাই রেখে দেন। যখন সিম লক বা আইএমইআই নিয়ে সমস্যা হয় তখন CRT BKP দিতে হয় 🙂

Level 0

ভাইয়া,আমি naviform install করতে পারছি না। Click করলে লিখা উঠে 'The application failed to initialize property(0*c0000135).Click on OK to terminate the application.'
তারপর আর কাজ করে না।। একটু help করুন…

    আপনি দয়া করে ব্লু নোকিয়া থেকে ফার্মওয়ার ডাউনলোড করুন। না পারলে site:mediafire.com RM-XXX এভাবে সার্চ দিলেই মিডিয়াফায়ারে পেয়ে যাবেন। সেটা ইন্সটল করে কাজ করুন 🙂

Level 0

অসাধারণ পোষ্ট !!!

মাত্র আমার 3110 Classic ফ্লাশ দিলাম, তাও আবার ২ বার!!! 😀

আমার মেসেজিং থেকে ইমেইল উধাও হয়ে গেছিল, প্লাস মিউজিক প্লেয়ার খুব প্রব্লেম করতেছিল…এখন সব ওকে!!!

তবে, আমার ক্ষেত্রে ছোট একটা অব্জারভেশনঃ (জানিনা অন্যদের ক্ষেত্রে এরকম হয়েছে কি না)
আমার পিসি সুইট প্রথমে আমি আনইন্সটল করে দিয়েছিলাম; এরপর অনেকবার ট্রাই করেছি, JAF স্টার্ট হওয়ার পরে বলে Searching for phone….Not found!!! বিভিন্ন ভাবে চেস্টা করেছি, যেমন JAF আনইন্সল/ইন্সটল, Connectivity Cable different Versions ইন্সটল ইত্যাদি; কিন্তু লাভ হচ্ছিল না। শেষে পিসি সুইট আবার ইন্সটল করে কাজ করার সময় কেবল অফ করে রেখেছিলাম।
তারপর সব ঠিকমতই হয়েছে।

মনে হয় পিসি সুইট ছাড়া মোবাইল এর হার্ডওয়্যার এর জন্য ড্রাইভার পাচ্ছিল না বলে সমস্যা করছিল, কারন প্রথমে পিসি সুইট ছাড়া Windows দেখাচ্ছিল যে Hardware not installed..May not work properly. পিসি সুইট দেয়ার পর যখন হার্ডওয়্যার পেয়েছে, তখন আর কোন সমস্যা করে নি।

    আচ্ছা। আসলে নোকিয়া পিসি সুইট লাগবে ড্রাইভার এর জন্য। jaf এর সাথে অবশ্য ড্রাইভার দেওয়া থাকে। তবে সেটা কেউ কেউ ইন্সটল না করে থাকলে ফোন লাগালে ড্রাইভার পাবেনা, jaf ও কাজ করবেনা।

    নোকিয়া পিসি সুইট অন থাকলে ঝামেলা করে কারণ jaf কে ঠিকমত কাজ করতে না দিয়ে ফোন নিজেই অ্যাক্সেস করে। হাহা।

    আশা করি আর কোন সমস্যা হবেনা। ভালো থাকবেন 🙂

ভাই, শেষ পর্যন্ত পারলাম । কিন্তু, আমার সেটের ভার্সনটা ছিল MEA । কিন্তু আমি এটা না পেয়ে Europe এর টা দিয়ে ফ্ল্যাশ দিয়েছি । কাজ হইছে । কিন্তু আমার MEA লেখার জায়গায় B লেখা আছে । ফোনের মধ্যকার Integrated মেমরি তে যা থাকে মানে ফোন মেমরিতে যেসব ফাইল থাকে যেগুলো রিমুভ করা যায়্ না, সেগুলো রিমুভ করার কোনো সিস্টেম আছে ?

    হুম। সমস্যা নেই। বিভিন্ন এরিয়াতে ভার্শন আলাদা আলাদা হয়। যেমন চায়না গুলায় ডিকশনারী দেওয়া থাকে, কিছু ইউরোপীয়তে ফোন ব্লগ না কি যেন থাকে। হাহা।

    আমি SEAP-BENGA দিয়ে করি।

    ফোনের বিল্ট ইন ফাইল মোছার উপায় আছে, সেটা হল ফিনিক্স দিয়ে ফোন মেমরি ফরম্যাট দেওয়া। কিন্তু এটা করলে কিছু ফোনে নোকিয়া পিসি সুইট কাজ করেনা।

    ভালো থাকবেন 🙂

অসাধারন একটা টিউন। ধন্যবাদ শাওন আপনাকে।
আরে আমি কমেন্ট গুলা ঠিক মতো চেক করলেই তো আমার সব সমস্যা সমাধান হয়ে যাবে।
আর টিউন তো আছেই। যাক শুরু করি কমেন্ট গুলা পড়া আল্লাহ'র নাম নিয়া।
কমেন্ট থেকে বাস্তব ধর্মি প্রবলেম সল্ভ করা শেখা যায়… তাই শুরু করে দিলাম

please insert activated dongle. এই লেখা আসে অন হইনা। কি করব

    ডেক্সটপ এ আসা শর্টকাট থেকে আপনি JAF এ ক্লিক করবেন না। PKEY Emulator এ ক্লিক করলেই JAF চালু হবে। না কাজ হলে আবার ইন্সটল করে দেখুন 🙂

আপনার মেইল এড্রেসটা কি এখানে দেয়া যাবে?
আমার মনে হয় এড্রেসটা দিলে অনেকেই আপনার সাথে যোগাযোগ করে উপকৃত হবে।
সম্ভব হলে মোবাইল নম্বরটাও দিতে পারেন।

অপেক্ষায় রইলাম।
আপনার মঙ্গাল কামনা করছি।
ধন্যবাদ।

    রবিন ভাই, আমার মেইল অ্যাড্রেস পেজের উপরে ডান কোণায় দেওয়া আছে। আবারো দিই minhazul ডট haq এট gmail ডট com

    আপনার সমস্যা জানালে অথবা মেইল করলে সমাধান দেওয়ার চেষ্টা করবো 🙂

vaiia ami ai link theke install diacialam (http://www.mediafire.com/?4ab5h7ndlgcde53) but install deour por open korle "install a nokia dongle and try to start application again" dakhai,ami nokia n900 use kori,phone ta majha majha restart nai,pls help me…

ami blue-nokia.com theke "N900 (RX-51) Major 20.2010.36.2 v16" ta download korsi aber ki korbo?

vaiia apner satha ektu kotha bola jabe?apni ki yahoo messenger/skype use koren?khub problem a porsi ai n900 phone nia

apni j link diasen oi ta to ubontu operating system use kore korte hobe,ami windows 7 use kori,pls ektu kosto kore khuje link diben ki?

skype id ki deoua jabe ?

Level 0

ভাই,Nokia 5130 XM flash করতে চাচ্ছি।Naviform কাজ করছে না বলে আমি blue nokia থেকে firmware download করেছি।সমস্যা হচ্ছে firmware টা exe file.কিন্তু আপনি যে ভাবে দেখালেন,তাতে মনে হচ্ছে firmware টা ini file.আমি এখন কি করব?exe file টা কি set up করব?

    exe টা ইন্সটল করেন। তারপর এমনিতেই ফ্ল্যাশ ফাইল পেয়ে যাবে 🙂

      ফার্মওয়্যারটা আসলে কয়েকটা ফাইল মিলে তৈরী। সেখনাএ ফোনের আসল ফাইল, গ্রাফিক্স ও মাল্টিমিডিয়া ফাইল ইত্যাদি অনেককিছু মিলে থাকে। ব্লু নোকিয়া থেকে যেটা পেয়েছেন সেটা ইন্সটল দিলেই জ্যাফ এ ঢুকে দেখেন RM-495 সিলেক্ট করতেই সব ফ্ল্যাশ অপশন সবুজ হয়ে গেছে। এবার ফ্ল্যাশ দিন 🙂

আমার 5320XM কে phonenix দিয়ে ফ্লাশ দেয়ার পর dead হয়ে গেছে । এখন JAF দিয়েও ট্রাই করলাম । কিন্তু কোনো লাভ হইল না 🙁 🙁

    ভাই ফিনিক্স দিয়ে ফ্ল্যাশ দেওয়ার পর ডেড হলে সেটা জ্যাফ দিয়ে অবশ্যই খোলে। আপনি দয়া করে সবচেয়ে নতুন ভার্সন দিয়ে ফ্ল্যাশ দিন। আমারো একই অবস্থা হয়েছিল, ফিনিক্স এ ফ্ল্যাশ দেওয়ার পর ফোন চালুই হতনা। কাজ করে জানাবেন 🙂

    sorry ভাই, ভুল করে আপনার কমেন্ট টা ডিলিট করে ফেলসি। JAF দিয়ে updated firmware install দিলাম। কাজ হইসে । আমি তো মহা খুশি । ধন্যবাদ ভাই। আচ্ছা, এখন firmware downgrade করা যাবে ?

    আলহামদুলিল্লাহ! ডাউনগ্রেড করা যায় যতদুর জানি। তবে সেক্ষেত্রে ফার্মওয়্যার কুকড হতে হয় নাতো মোবাইল চালু হয়না। 🙂

Vai simens Phn kivabe Flash kora jai jodi bolten……………

    না ভাই, সিমেনস মোবাইল তো প্রায় বিলুপ্ত। আমার জানা নেই কিভাবে ফ্ল্যাশ দেওয়া যায়। তবে ফাইল সিস্টেম ফরম্যাট করে দেখতে পারেন।

ভাই, একটু হেল্প করেন…. আমার মোবাইল Nokia C5-00 (RM-645). যখন J.A.F. থেকে USE INI তে ক্লিক করি তখন লিস্ট আসে সেখানে আমার মোবাইলের RM-645 খুজে পাই না…. কি করব?? অগ্রিম ধন্যবাদ রইল। ভালো থাকবেন।

    ভাই এই ভার্সন এর JAF দিয়ে C5 তো দেওয়া যাবেনা। বর্তমানে আমি জানিনা এটা কিভাবে ফ্ল্যাশ দেওয়া যাবে। আপনি ফিনিক্স ব্যবহার করে দেখতে পারেন।

Phoenix_Service_Software_2011.02.000.44842_Cracked.rar downloadকরলাম । rar ফাইল তো setup নেয় না.help me please

    ভাই winrar অথবা 7z ডাউনলোড করে রার ফাইল টা এক্সট্র্যাক্ট করে সেটআপ ফাইল বের করে নিন। তারপর সেটা ইন্সটল করুন 🙂

Level 0

bhai eita ki windows 7 a kaj korbe………..GO te click korar por ERROE : Not Supported Windows Version Show kore……thanks in advance

Level 0

bhai onek to the power dhhhhhhhhhhhhhhonnnnnnnnnnnnnnnnnnnnnooooooooooooooooooooooobaaaaaaaaaaaaaaaaaaaaad…….priyo te agay thekei silo………..parle mohapriyo te rekhe ditam

Phoenix_Service_Software_2011.02.000.44842_Cracked.rar দিয়ে কি nokia x3.00 ,rm-540 ,v 08.54 flash দিতে পারব কি না?

Level 0

bhai r ekta jinis bolle upokar hoto…….ami firefox diye techtunes a dukhi kisukkhoner jonno firefox freeze hoye thake…ki ekta download kore….abar ektu por thik hoye jae…..evabe choltei thake jotokkon techtunes a thaki…..jani nah ekhane likha thik holo kina….bhul hole khomashundor dristite dekben…….

Phoenix_Service_Software_2011.02.000.44842_Cracked.rar file setup dilam দিলাম। কিন্তু Image file download এ ক্লিক দিলে error আসে । product code লেখার জায়গায় product code লেখলে download আসে না।please give me a link to download farmwere for my phone .please

vai
upne to v 4.11 er link desen amar to v 08.54 lagbay. upner link ta ke shaport korbay? please

Level 2

Bhai, apnar tune ti amar khub valo legese. apnake onek onek donnobad.. ..ami jodi Nokia care center theke amar mobile ti flash kori tahole ki besi upokar hobe naki apnar deya tune follow korle akrom flash hobe. I mean… konta besi valo hobe, kono parthokko ase? Please. janale onek upokar hobe. Amar n97 set ti power boot hoy na. amar taka jodi aktu besi lage ta ami spent korbo. kintu best konta amake janaben

    ভাই এটা আসলে সম্পুর্ণ নিজের ইচ্ছা। প্রথম কথা এটা ফ্রী, নিজেই করা যায়। তবে নোকিয়া কেয়ারে অবশ্য এফ-বাস কেবল ব্যবহার করে ফ্ল্যাশ করে। তাদের নোকিয়া এর যন্ত্রপাতি আছে। আর এটা তো ইউএসবি দিয়ে নিজেই ফ্ল্যাশ করা হচ্ছে। অনেকে অনেক আগে থেকে ফ্ল্যাশ করেছে। তাদের, এমনকি আমার নিজের কোন সমস্যা হয়নি। আর এটা যেহেতু ফ্রী, তাই একটু খুঁচিয়ে দেখতে দোষ কি?

    এন৯৭ ফ্ল্যাশ করতে এখানে একটু চোখ বুলিয়ে নিতে পারেন http://forum.dailymobile.se/index.php?topic=8810.0

    ধন্যবাদ। 🙂

Level 2

Bhai thanks.. poramorso deyar jonno….
ami internet explorer 8 install korte parsi na… karo jana thakle amake please help korun

Level 0

ভাই, আমার এক বন্ধু এই সফটি দিয়ে আমার nokia 5130 ফ্লাশ করছে তখন কাজও হয়ছে কিন্তু এটা থেকে বাংলা ভাগছে ,এখন প্রশ্ন হল ,
১- এখন আমি এটা কিভাবে ঠিক করব ?
২- আমি কি Downgrade করতে পারব ?
৩- ফোন যদি dead হয় কি করব ?
৪- ফোন যদি কোন সিগনাল না দেয় ( একে বারে OFF ) তখন কি করব ?

    এর কারণ হল সে বাংলাদেশী ছাড়া অন্য ভার্সন দিয়ে ফ্ল্যাশ করেছে।

    আপনি SEAP-BENGA বা বাংলাদেশী বা ইন্ডিয়ান কোন ভেরিয়ান্ট দিয়ে ফ্ল্যাশ দিন। অবশ্যই কাজ হবে।

    ডাউনগ্রেড করা যায়, তবে কেউ কেউ ব্যার্থ হয়, ফোন নষ্ট হয়ে যেতে পারে, বা চালু নাও হতে পারে।

    ফোন ডেড হওয়ার আশঙ্কা নেই। আমি কিন্তু আমার ৫১৩০ ফ্ল্যাশ করে সেটাই টিউনে লিখছি। আমারো ডেড হয়েছিল। জ্যাফ দিয়ে আবার ফ্ল্যাশ করে [ফোন অন করার সময় পাওয়ার বাটন চেপে ধরবেন] ঠিক করেছি।

    ফোন সিগনাল দিবেইনা এরকম হবেনা যদি ঠিক ফ্ল্যাশ দেন। তবে টেস্ট মুড বা ফ্ল্যাশ মুডে চলে গেলে কিছু নে দেখাতে পারে। সেক্ষেত্রে জ্যাফে দেখবেন normal – test – flash এরকম আছে। সেটা চেঞ্জ করে দিলেই ফোন নরমাল মুডে চলে আসবে। তবে সকল দায়-দায়িত্ব আপনার। উপরে মন্তব্য দেখুন, অনেকেই কিন্তু সফল 🙂

    ধন্যবাদ

এটা দিয়ে কি DCT4 সেট যেমন ৩২৩০ মডেলের সেট ফ্ল্যাশ দেয়া যাবে?? গেলে তা কিভাবে সম্ভব তা একটু জানাবেন প্লিজ

    ভাই এখানে মানে JAF এ DCT4 অপশন আছে, তবে ফোন না লাগালে সম্ভবত ফ্ল্যাশ করা যাবেনা। ওই অংশের নিয়ম একই। আর আমার কাছে কোন DCT4 ফোন নেই, তাই ঠিকমত বলতে পারছিনা … দুঃখিত 🙁

    Level 2

    @samaun khalid collins: Not applicable for USB and ONLY for F-Bus.

Level 2

Shawn vai apnak thanks dewar vasa amar nai.
Tar por o boli Allah apnar Medha k manob kollaner jonno aro besi pori pokko kore dik
Abong sate sate allhar dorbare apnar long life kamona kori ,,
( AMEEN )
ASHEK UAE

শাওন ভাইয়া,আমি আমার Nokia-c5 মোবাইলটি hake করতে Phoenix_Service_Software সফ্টওয়ার ব্যবহার করি। কিছু কাজ করার পর এরোর দেখায়। এখন মোবাইলের ডিস্প্লেতে লাইট পর্যন্ত আসছে না । বলতে পারেন আপনার মতোই অবস্থা কিন্তু আমার Nokia C5-00 ফোনটি RM-645 । যেইটি JAF v1.98 এর মধ্যে নেই। JAF v1.98.66 ডাউনলোড দিয়েছি কিন্তু সেইটা PC তে রান করে না। কোন উপায় জানা থাকেল PlZ জানাবেন।

    @আর,কে রকি: রকি ভাই, নতুন জ্যাফ রান করছেনা, কি এরর দিচ্ছে বলতে পারেন? জ্যাফ নতুন হলেও কিন্তু PKEY দিয়ে রান করতে হবে। তারপর ফ্ল্যাশ করতে হবে। চেষ্টা করে দেখুন। কম্প্যাটিবিলিটি মুডে রান হয় কিনা দেখেন। কোন এরর দিলে আমাকে জানান।

      @মিনহাজুল হক শাওন: ভাইয়া, JAF1.98.66Beta5WithWorkingEmulator(14.5 MB) সফ্টওয়ার টি ইন্সটল দেয়ার পর (Cannot find ‘FTD2XX.D_L’. Please re-install ) এরোর ম্যাসেজ টি দেখায়। এর পর OGM_JAF_PKEY_Emulator_v 5 দিয়ে প্রগ্রামটি Run করলে “your Version of C:\Program Files\ODEON\JAF\winscard.dll is not Supported” ম্যসেজ টি দেখায় এর পর “EMU error” ম্যসেজ দেখিয়ে বন্ধ হয়ে যায়।

      ভাবলাম সফ্টওয়ার টির প্রবলেম। বেশ কয়েকটি সাইট সাইট mediafire,ziddu.com, hotfile ও 4shared থেকে সফ্টওয়ারটি নামিয়েছি ,সবগুলোতেই একই ম্যসেজ দেখায়। আপনার দেয়া JAF.1.98.62 টিতে C5(RM-645) থাকলেই হয়তো কাজ হতো। ভাইয়া দেখেনতো কি করা যায়।

      আরো বিস্তারিত ও স্ক্রিনসট সহ আপনার [email protected] এ মেইল পাঠিয়েছি অনুগ্রহ করে দেখবেন। ধন্যবাদ।

আমি navifirm এর মাধ্যমে ৫২৩৩ সেটের ফার্মওয়ার ডাউনলোড করেছিলাম । এখন সেই ফার্মওয়ার কি Phoenix Service Software এর মাধ্যমে মোবাইলে ইন্সটল করতে পারব ?

Level 2

amar nokia 6630 power button press korle sudu alo jole kono onno kono kaj korena.battery na khola porjonto alo jolei thake. computer connect korle payna.ami ki korbo?amake help koren pls.

    @motaleb52: ফ্লাশ দেওয়ার ট্রাই করতে পারেন। ফোন বন্ধ করেন। জ্যাফ দিয়ে যখন “সার্চিং ফর ফোন” বলবে তখন ফোন চালু করবেন। ফোন সাধারণত পেয়ে যায় এসময়।

Level 2

1 ta rat atar pisone lagalam kono lav hoynai.

Level 0

Searching for default location of ini…
Checking path: \Products\RM-411\
Searching for JAF saved location of ini…
Checking path: C:\Program Files\Nokia\Phoenix\Products\RM-411\
Scanning ini files…
Searching for default location of ini…
Checking path: \Products\RM-411\
Checking path: C:\Program Files\Nokia\Phoenix\Products\RM-411\
FILES SET FOR FLASHING:
MCU Flash file: C:\Program Files\Nokia\Phoenix\Products\RM-411\rm411__07.23.mcusw
PPM Flash file: C:\Program Files\Nokia\Phoenix\Products\RM-411\rm411__07.23.ppm_mr
CNT Flash file: C:\Program Files\Nokia\Phoenix\Products\RM-411\rm411__07.23.image_mr_bd_blue
APE Variant file: NONE
Languages in ppm: English,French,Portuguese
Backing up CRT…
Detected P-KEY: 90009699
P-key nokia module version 01.02
Init usb communication…
Failed to backup CRT…
Detected P-KEY: 90009699
P-key nokia module version 01.02
Init usb communication…
PRESS POWER ON NOW!
Searching for phone…Found
Sending RAW loader…
Using 06.02.002
Elf2flash 09.07.000
CMT RAW loader…
Patching RAW boot step1…
Patching RAW boot step2…
Patching RAW boot step3…
Sending RAW Loader…
……………….Loader Sent!
Stage 2 starting……………………………………………………………………Loader Sent!
Stage 3 starting………………Phone prepared OK!
Waiting for the phone to boot…
Searching for phone…
Phone rebooted but not in flash mode…
আর কিছু হচ্ছে না 🙁 এখন কি করব?

Level 0

হয়েছে thank you, একই সমস্যা এর জন্য আগের বার nokia care কে ৮০০ টাকা দিছি, এখন আমই nokia care 😀

Level 0

Backing up CRT…
Detected P-KEY: 90009699
P-key nokia module version 01.02
Init usb communication…
Failed to backup CRT…
Detected P-KEY: 90009699
P-key nokia module version 01.02
Init usb communication…
Searching for phone…Not found!!!
Backing up CRT…
Detected P-KEY: 90009699
P-key nokia module version 01.02
Init usb communication…
Failed to backup CRT…
Detected P-KEY: 90009699
P-key nokia module version 01.02
Init usb communication…
Searching for phone…Not found!!!
Backing up CRT…
Detected P-KEY: 90009699
P-key nokia module version 01.02
Init usb communication…
Failed to backup CRT…
Detected P-KEY: 90009699
P-key nokia module version 01.02
Init usb communication…
Searching for phone…Not found!!!

আমার টা হলোনা কেন? নোকিয়া ৫১৩০।সমাধান দেন।এখন মোবাইল ডেড।

    @Mukut: Searching for phone…Not found!!!
    এইটা যখন দেখাবে তখন ফোনের পাওয়ার বাটন মানে কল এন্ড করার বাটন চেপ্পে ধরবেন, ফোনের আলো জ্বলে উঠবে, তখন ফ্ল্যাশ শুরু হবে। আর পুরান ফার্মওয়্যার ইউজ কইরেন না মিয়াভাই।

      Level 0

      @মিনহাজুল হক শাওন: পুরান ফার্মওয়ার?এক্টু বুঝিয়ে বলবেন?আমার ফার্মওয়ার কোনটা?মোবাইল অন করলে এখন সাদা হয়ে থাকে।অফ করতে হলে ব্যাটারি খুলতে হয়।এক্টু তারাতারি জানাবেন।

      ভাই নতুন ভার্শন হইল ৭.৯৭। এইটা দেন। আগের গুলা মানে ৫.৯৩ ভা ৬.৯৩ ইউজ না করাই ভালো। ওইগুলান দিয়া মোবাইল ডেড হয়।

      Level 0

      @মিনহাজুল হক শাওন: শাওন ভাই…পারলাম না ফ্ল্যাশ দিতে।দোকান এ দেখালাম,অরা দেখালো যে ফ্ল্যাশ এর ক্যাবল আলাদা।কিন্তু আমি ফ্ল্যাশ দিতে মোবাইল এর ডাটা ক্যাবল ব্যবহার করেছিলাম।

      দোকানে FBUS দিয়া ফ্লাশ দেয়। আমি কিন্তু USB দিয়েই ফ্লাশ দিছি। আচ্ছা, ফ্লাশ নিচ্ছে? নাকি ফ্লাশ দেওয়ার পর ফোন সাদা হয়ে থাকছে?

      Level 0

      @মিনহাজুল হক শাওন: ফ্ল্যাশ হয়নি।মোবাইল সাদা হয়েছিলো।১দিন ব্যবহার করিনি।এর পর অন করে দেখি কাজ করছে।কিন্তু মাল্টিমিডিয়া ফাংশন কাজ করছেনা।মনে হয় ভালো কোনো দোকান থেকেই দিতে হবে।কি আর করা।আমার Bad Luck টাই খারাপ।

      🙁 সব বাদ দিয়ে টেকটিউনসের পরিবারের মানুষেরই মোবাইল ডেড হল 🙁 ইজ্জত গেল ভাই।

      Level 0

      @মিনহাজুল হক শাওন: হাহাহা……কি আর করবো ভাই,অবশেষে খিলগাঁও তালতলা থেকে ২০০টাকা দিয়ে ফ্ল্যাশ মেরে আনলাম।এখন সব ঠিকঠাক।

Level 0

amake ek2sahajyo korte hobe

apnar kotha motoi korechilam kintu

amar nokia 5130c-2 tahang korto bole ami nijei flashing kori JAF die, but amar mobile er inbuilt file gulo corrupt hoy jae jamon themes, wallpapers, ringtones etc. ami tai ekti dokane saranor jonyo di. onek din mobile ta phele rakhar por se bole eta pore thakte thakte data corrupt hoy gache, akhon mobile on korlei NOKIA icon dakhanor porei dakhae “contact service” in red color tarporei set bondho hoy jae, dokandar bole mobile er circuit board chng korte hobe,

tar theke ami 1ta mobile kine nebo but karur jodi jana thake ebong TECHTUNES er dadader kache anurodh korchi ei baparta ek2 dakha jonyo

Level 0

vaya amar phone model nokia 7210 supernova… sob thik moto korar poro 3 ta green bati jolse na. phone on hoar por auto off hoye jai screen sada hoye……. ki korbo,,,,,plz quick ans diben…….

    @D3VIL: ফার্মওয়ার ঠিকমত ডাউনলোড করেছিলেন? তিনটা বাতি না জ্বলার কারণে ফ্লাশ অসম্পুর্ণ হয়েছে। ঠিকমত মডেল সিলেক্ট করে অপশনগুলো চালু করে ফ্লাশ দিন।

nokia x3.00 ,rm-540 ,v 08.54 flash দিতে পারব phoenix_service_software কোন version দিয়ে? please give me the download link

    @panthoshaandada: ভাই আমি নোকিয়া এক্স ৩ কোনটা দিয়েই ফ্লাশ করার চেষ্টা করিনি। নতুন এসব ফোন, রিস্ক না নেওয়াই ভালো।

Level 0

Searching for default location of ini…
Checking path: \Products\RM-411\
Searching for JAF saved location of ini…
Checking path: C:\Program Files\Nokia\Phoenix\Products\RM-411\
Scanning ini files…
Searching for default location of ini…
Checking path: \Products\RM-411\
Checking path: C:\Program Files\Nokia\Phoenix\Products\RM-411\
FILES SET FOR FLASHING:
MCU Flash file: C:\Program Files\Nokia\Phoenix\Products\RM-411\rm411__07.23.mcusw
PPM Flash file: C:\Program Files\Nokia\Phoenix\Products\RM-411\rm411__07.23.ppm_mr
CNT Flash file: C:\Program Files\Nokia\Phoenix\Products\RM-411\rm411__07.23.image_mr_bd_blue
APE Variant file: NONE
Languages in ppm: English,French,Portuguese
Backing up CRT…
Detected P-KEY: 90009699
P-key nokia module version 01.02
Init usb communication…
Failed to backup CRT…
Detected P-KEY: 90009699
P-key nokia module version 01.02
Init usb communication…
PRESS POWER ON NOW!
Searching for phone…Found
Sending RAW loader…
Using 06.02.002
Elf2flash 09.07.000
CMT RAW loader…
Patching RAW boot step1…
Patching RAW boot step2…
Patching RAW boot step3…
Sending RAW Loader…
……………….Loader Sent!
Stage 2 starting……………………………………………………………………Loader Sent!
Stage 3 starting………………Phone prepared OK!
Waiting for the phone to boot…
Searching for phone…
Phone rebooted but not in flash mode…
আর কিছু হচ্ছে না 🙁 এখন কি করব?,,,,and power on button click korle on o hocche na,,,,baterry khule abr lagale pore gia on hoi,,,,ami 6.51 version theke 7.23 version e 2 mas age update korsi,,,jaf diei,,,,but gotokakl rate,,,,,music play on hoi na not enough memory ase,,,,,nd sob aplication auto delect hoie gese,,,,,,amr handset model nokia 5220 xpress music,,,vai bipode asi help koren,,,,

    @furious: আপনার ফোন ফ্লাশই হয়নি। ফোন লাগিয়ে JAF এ দেখবেন Phone Mode: Normal, Flash, Test এরকম অপশন আছে। সেখানে Test বা অন্য অপশনে বদলে আবার Normal এ আনুন। আশা করি ফোন সাধারণভাবেই চালু হবে। আর হ্যা, ফ্লাশ চালু হওয়ার পর যখন Searching for phone… দেখাবে তখন পাওয়ার বাটন চেপে ধরবেন। তখনই ফোন ডিটেক্ট করবে।

Level 0

shawn vai ami normal mode e disi,,,,,but jokokhon ami flash click kori tokhon mobiler boot houer por ta automatically on houer kotha ,,,kintu ami power on button press korar poro kojno response kore na emnon ki usb disconnect korar poro kono respons pai na,,,,,,,,pore battery khule abr lagale on hoi,,,,ami ei porjonto 3 -4 bar try korsi,,,,

Level 0

JAF version 1.98.62
Detected PKEY: 90009699
Card life counter: 99.99%
P-key nokia module version 01.02
FBUS INTERFACE NOT CONNECTED!!!
USB Cable Driver version: 7.0.2.0
Changing mode…Done!
Changing mode…Done!
Changing mode…
Detected P-KEY: 90009699
P-key nokia module version 01.02
Init usb communication…
Done!
FILES SET FOR FLASHING:
MCU Flash file: NONE
PPM Flash file: NONE
CNT Flash file: NONE
APE Variant file: NONE
Searching for JAF saved location of ini…
Checking path: C:\Program Files\Nokia\Phoenix\Products\RM-411\

Searching for default location of ini…
Checking path: C:\Program Files\Common Files\Nokia\DataPackage\Products\RM-411\
Scanning ini files…
Searching for default location of ini…
Checking path: C:\Program Files\Common Files\Nokia\DataPackage\Products\RM-411\
FILES SET FOR FLASHING:
MCU Flash file: C:\Program Files\Common Files\Nokia\DataPackage\Products\RM-411\rm411__07.23.mcusw
PPM Flash file: C:\Program Files\Common Files\Nokia\DataPackage\Products\RM-411\rm411__07.23.ppm_a
CNT Flash file: C:\Program Files\Common Files\Nokia\DataPackage\Products\RM-411\rm411__07.23.image_a_a_green
APE Variant file: NONE
Languages in ppm: English,German,Finish,Swedish,Danish,Norwegian,Icelandic
Changing flashing settings…
Searching for default location of ini…
Checking path: C:\Program Files\Common Files\Nokia\DataPackage\Products\RM-411\
FILES SET FOR FLASHING:
MCU Flash file: C:\Program Files\Common Files\Nokia\DataPackage\Products\RM-411\rm411__07.23.mcusw
PPM Flash file: C:\Program Files\Common Files\Nokia\DataPackage\Products\RM-411\rm411__07.23.ppm_mr
CNT Flash file: C:\Program Files\Common Files\Nokia\DataPackage\Products\RM-411\rm411__07.23.image_mr_bd_red
APE Variant file: NONE
Languages in ppm: English,French,Portuguese
Backing up CRT…
Detected P-KEY: 90009699
P-key nokia module version 01.02
Init usb communication…
Reading IMEI…
Failed! Aborting!
Failed to backup CRT…
Detected P-KEY: 90009699
P-key nokia module version 01.02
Init usb communication…
Searching for phone…Found
Reading SW version…Error reading rap ver!
Reading mode…
Detected P-KEY: 90009699
P-key nokia module version 01.02
Init usb communication…
Failed!!!
Reading mode…
Detected P-KEY: 90009699
P-key nokia module version 01.02
Init usb communication…
Failed!!!
Reading mode…
Detected P-KEY: 90009699
P-key nokia module version 01.02
Init usb communication…
Done!
Backing up CRT…
Detected P-KEY: 90009699
P-key nokia module version 01.02
Init usb communication…
Reading IMEI…
C:\Program Files\ODEON\JAF\ProgData\355207031243530_CRT_backup_22552910.pm
Done!
Backup CRT OK!
Detected P-KEY: 90009699
P-key nokia module version 01.02
Init usb communication…
Searching for phone…Found
Reading SW version…07.23
Reading battery value…3810 mV
Init usb flashing…
Reading flashid…
CMT: 89820089 INTEL -> Type not in database
APE: 00000000 Flash -> not detected
Verifing ADL communication… Status byte 2
Scanning selected flash files…
Found CMT ULO server in flash file…
ADL->Loader: Update Application Loader -> Single Chip
Loader len: 307008, CHK: 0xC0CE
ADL -> Sending loader…
…………………………………………………………………………………………………………………………………………….
Waiting for the phone to boot…
Searching for phone…
Phone rebooted but not in flash mode…
ei rokom dekhasse abro korsi,,,,,,,,,,,tarpor jotoi power button click kori kono kaj hoi na,,emon ki usb dissconnect korar poro na,,,,,,,,,,bolte gele dead i dora ji kintu baterry khule abr lagie power button click korle set on hoi,,,,but oije music player not enough memory bole,,,,nd mobler built in sob software delect hoie gese,,,,vai ekhon ki kora ji,,,,,,,,hotat koira sim change korar por valo set emon hoia geloo….

    @furious:

    Waiting for the phone to boot…
    Searching for phone…

    এটুকু দেখেই বোঝা যাচ্ছে ফ্লাশ হয়নি। যখন Searching for phone… আসবে তখনি ফোনের পাওয়ার বাটন চালু করলে

    Selecting CMT flash...
    Result: 0000
    Phone is in flash mode...
    CMT blocks: 2289, APE blocks: 0
    Erasing cmt...
    Processing C:\Program Files (x86)\Common Files\Nokia\DataPackage\Products\RM-495\rm495__07.97.mcusw...
    Erasing cmt zone 00000000 - 000006BF ... Erase result: 0000

    এমন আসবে। পোস্ট দেখে মিলিয়ে নিন। তবুও কাজ না হলে আমার মনে হয় নিজে আর না করাই ভালো। মার্কেট থেকে সারিয়ে নিন।

Level 2

ভাইজান আমার মোবাইলটা হল Nokia E-50-02; RM-171; verson জানা নাই। আমাকে দয়া করে আমার সেটের ফার্মওয়্যার ডাউনলোড করে দিন। আমি ডাউনলোড করলে Error দেখায়। আমার E-mial: [email protected]

Vai apnakee onek thnx…….ami apnar software gulo download korteci……..dekhi ki kora jay……nd ami nokia 2700 c try korbo……….bt ami upore dekhlam JAF a 2700 nai akhon JAF diye ki flash hobena?

r akta onno problem pls……..ami ekhane Bangla kivabe likhbo……..? coz ami new pls

Vai amar aikhane Navifirm open hoy na….error dekhiye application terminate hoye jay…….ki korbo nw?

JAF version 1.98.62
Detected PKEY: 90009699
Card life counter: 99.99%
P-key nokia module version 01.02
FBUS INTERFACE NOT CONNECTED!!!
USB Cable Driver version: 7.1.42.0
Changing mode…Done!
FILES SET FOR FLASHING:
MCU Flash file: NONE
PPM Flash file: NONE
CNT Flash file: NONE
APE Variant file: NONE
Searching for JAF saved location of ini…
Checking path: C:\Program Files\Nokia\Phoenix\Products\RM-346\

Searching for default location of ini…
Checking path: \Products\RM-346\
Searching for JAF saved location of ini…
Checking path: C:\Program Files\Nokia\Phoenix\Products\RM-346\
No ini files found…
FILES SET FOR FLASHING:
MCU Flash file: NONE
PPM Flash file: NONE
CNT Flash file: NONE
APE Variant file: NONE
Detected P-KEY: 90009699
P-key nokia module version 01.02
Init usb communication…
FILES SET FOR FLASHING:
MCU Flash file: NONE
PPM Flash file: NONE
CNT Flash file: NONE
APE Variant file: NONE
Detected P-KEY: 90009699
P-key nokia module version 01.02
Init usb communication…
Phone Type:
FILES SET FOR FLASHING:
MCU Flash file: C:\Program Files\Nokia\Phoenix\DataPackage\Products\RM-346\RM346_0575942_510.21.009_001.dcp
PPM Flash file: NONE
CNT Flash file: NONE
APE Variant file: NONE
Detected P-KEY: 90009699
P-key nokia module version 01.02
Init usb communication…
Phone Type:
FILES SET FOR FLASHING:
MCU Flash file: C:\Program Files\Nokia\Phoenix\DataPackage\Products\RM-346\RM346_0575942_510.21.009_001.dcp
PPM Flash file: C:\Program Files\Nokia\Phoenix\DataPackage\Products\RM-346\RM-346_TypeLabel_002.xml
CNT Flash file: NONE
APE Variant file: NONE
Detected P-KEY: 90009699
P-key nokia module version 01.02
Init usb communication…
Phone Type:
FILES SET FOR FLASHING:
MCU Flash file: C:\Program Files\Nokia\Phoenix\DataPackage\Products\RM-346\RM346_0575942_510.21.009_001.dcp
PPM Flash file: C:\Program Files\Nokia\Phoenix\DataPackage\Products\RM-346\RM-346_TypeLabel_002.xml
CNT Flash file: C:\Program Files\Nokia\Phoenix\DataPackage\Products\RM-346\RM346_0575942_510.21.009_001.dcp
APE Variant file: NONE
Backing up CRT…
Detected P-KEY: 90009699
P-key nokia module version 01.02
Init usb communication…
Failed to backup CRT…
Detected P-KEY: 90009699
P-key nokia module version 01.02
Init usb communication…
Searching for phone…Not found!!!
Searching for JAF saved location of ini…
Checking path: C:\Program Files\Nokia\Phoenix\Products\RM-67\

Searching for default location of ini…
Checking path: \Products\RM-67\
Searching for JAF saved location of ini…
Checking path: C:\Program Files\Nokia\Phoenix\Products\RM-67\
No ini files found…
FILES SET FOR FLASHING:
MCU Flash file: NONE
PPM Flash file: NONE
CNT Flash file: NONE
APE Variant file: NONE
Searching for JAF saved location of ini…
Checking path: C:\Program Files\Nokia\Phoenix\Products\RM-346\

Searching for default location of ini…
Checking path: \Products\RM-346\
Searching for JAF saved location of ini…
Checking path: C:\Program Files\Nokia\Phoenix\Products\RM-346\
No ini files found…
FILES SET FOR FLASHING:
MCU Flash file: NONE
PPM Flash file: NONE
CNT Flash file: NONE
APE Variant file: NONE
Changing mode…Done!
Changing mode…Done!
Backing up CRT…
Detected P-KEY: 90009699
P-key nokia module version 01.02
Init usb communication…
Reading IMEI…
Failed! Aborting!
Failed to backup CRT…
Detected P-KEY: 90009699
P-key nokia module version 01.02
Init usb communication…
Searching for phone…Found
Reading SW version…Error reading rap ver!

amar nokia e-71-1. ami sobar update ta namiyeci… ki korbo?

Vai Amar Ekta C3-00 Set Netherland Theke Ana Hoyche Eta Flash Korle Country Lock ki Unlock Hobe ? Janaben Please ?

মিনহাজুল হক শাওন bai amar ta nokia n97 aita flash diata parbo amar phon aga thekcelo kentuk updet korar pora wifi ransh koma gace aga onak dura jato kentuk updet korar pora base dura jay na

jaf ar soft downlod nai pls new link dan

২) JAF v1.98 ও JAF PKEY Emulator v3 20.22MB ডাউনলোড করুন এখান থেকে

মিনহাজুল হক শাওন bai halp

ai lakha asa

File Removed for Violation.

The file you requested has been removed from MediaFire for a violation of our Terms of Service.

If you believe you have reached this page in error, please contact support.
Click here to view our help resources

Level 2

JAF v1.98 ও JAF PKEY Emulator v3 link kaj kore na please new link den .

ভাই JAF PKEY Emulator চালালে can not creat winscard.dll দেখায় !! কি করব এখন? আমি win 7 use করি। জানালে কৃতজ্ঞ থাকব।

    @রক্তিম রায়: জনাব, ইহার সমাধান পোস্টে উল্লেখ করা আছে।

    অনেকেই সেভেন বা ভিস্তা ব্যাবহার করেন। উইন্ডোজ সেভেনে কাজ করতে হলে JAF PKEY Emulator এর প্রোপারটিজ এ যান, তারপর Compatibility Mood এ Run as Windows XP দিন।

    আশা করি এবার কাজ হবে।

Level 2

vhaia JAF v1.98 ও JAF PKEY Emulator v3 download kora jasse na. plz notun akta link din otoba soft ta amar email [email protected] send kore diten khub valo hoto. r jodi mobile umber ta jodi diten?????????

amar mobile 3110c nokia lekha ase on hoea abar off hoe jay. atar somadhan ki kora jabe soft ta dia. amar phone pura off jodi help korten khub valo hoto

Level 0

আসসালামুয়ালাইকুম,
ভাই আমি একটা জিনিস জানতে চাই এই সিস্টেম বেবহার করলে আমার N73 ফোন এর কি latest firmware update hobe????ar amar phone er master key ami vule gesi eita pawar kono system ki ase? ar ekhane ki phone er product key lagbe?? amar kintu product key nai bcs battery er nise je sill ta thake oita mise gese………….emnitei kono system e ki product key pawa jabe?? amar qus gular ans diben please as quick.

    @djjmahbub:
    ১। লিস্টে N73 থাকলে অবশ্যই হবে।
    ২। ফ্লাশ করলে মাস্টার পাসওয়ার্ড মুছে ডিফল্ট ১২৩৪৫ হবে।
    ৩। প্রোডাক্ট কোড লাগবেনা, মেনু থেকে বাংলাদেশ/ইনডিয়া/এশিয়া সিলেক্ট করলেই হবে।

Level 0

ar vai ektu taratari help korben please

Level 0

ar ekta kaj korte parle aro valo hoy apnar skype id ta 😛 diben>?

Level 0

minhaz vai apnar skype ta ar fb ta diben ektu dorkar asilo please!

Level 0

ALL ROUNDER ভাই । আমার ও Nokia 5130c-2 Xpress Music . দুঃখের বিষয় এটি ফেব্রুয়ারী 2011 এ এক্সট্রা থিমস ব্যাবহারের কারনে ফোন মেমরী ব্লক/পূর্ন/শেষ হওয়ার কারনে একটি রিপেয়ারের দোকানে নিয়ে ফ্লাস করি । ফলে ভার্সন 7.95 থেকে 7.97 হয়ে গেছে । আগে বাংলা ছিলনা এখন বাংলা এসেছে । তবে আমার ২৯ টি Authority cartificate ছিল । পরে দেখি নয়টা বাদে সব কেটে গেছে । অনেক সুন্দর সুন্দর Apps ছিল । কিছুই নেই । খালি আদিম যুগের একটা বিল্ট ইন অপেরা । যা খুব ধীর ও পুরোনো হওয়ার কারনে অনেক পেজে ঢোকা যায়না । আপগ্রেড করার অর্নিং আসে কিন্তু সার্টিফিকেট না থাকার কারনে আপগ্রেড বা প্রয়োজনীয় কোন Apps download করতেও পারিনা । আবার মাঝে মধ্যে হ্যাং ও হয় ।
cartificate sign ছাড়া অপেরা ডাউন লোড করেছিলাম । তাতেও তেমন কাজ হয়না
প্রশ্নঃ
১. কিভাবে আমি Cartificate গুলো ফিরে পাব ?
২. কিভাবে এপ্লিকেশান গুলো ফিরে পাব ?
৩. নতুন কোন ভাসন আছে কি ? যাতে ফ্লাস করালে বাংলা ভাষা , সব সাট্রিফিকেট , সব Apps , ফাংশন আছে ।
৪. আমার চাচাত ভাইয়ের একটা 2700 আছে । বন্ধ হয়েছে কিন্তু আর চালু হয়নি । মেকার বলেছে মাদারবোর্ড গেছে । চাইছে 2500 টাকা । ফ্লাস করে কি সারানো যাবে ?
সময় পেলে [email protected] এ একখান মেইল দিয়েন । যাতে পরপর্তীতে সরাসরি আপনার মেইলে যোগাযোগ করতে পারি ।
ধন্যবাদ

    @MD.ASAD: জনাব আসাদ,

    ১। আমিও চেক করে দেখলাম আমার ফোনেও ৯টি সার্টিফিকেট। কিছু সার্টিফিকেট এক্সপায়ারের কারণে নকিয়া অফিশিয়ালি বাদ দিয়েছে। তবে আমি মাঝে মাঝে ফোন দিয়ে ইন্টারনেট ব্রাউজ করি। কখনো সমস্যা হয়নি। তবে আপনি অরিজিনাল নকিয়া ফার্মওয়্যার দিয়ে ট্রাই করতে পারেন। navifarm+ দিয়েই পাবেন। ভিজুয়ালের জন্য চাইলে অ্যানা কুকড ফার্মওয়্যর ট্রাই করতে পারেন। ডাউনলোড লিংক আমার ফোনের কিছু স্ক্রিনশট দেখতে পারেন এই লিংকে।

    ২। একই ফোন কারো কাছে আছে এমন কেও থাকলে তার ফোন থেকে কপি করে নিতে পারেন। হিডেন ও প্রোটেকটেড এপস কপি করতে Oxygen Phone Manager ব্যবহার করতে হবে।

    ৩। ৭.৯৭ ই নতুন ভার্শন। আপাতত আর কোন মেজর ফিক্স বের হয়নি। 🙁

    ৪। মাদারবোর্ড গেলে সারানো মুশকিল। আমার এন৭২ পড়ে আছে একই কারণে। তবে ডেড বা লকড হলে ফ্লাশ করার ট্রাই করে দেখতে পারেন। আফটার অল ফ্রি তো না? 😀

    ইমেইলেও এক কপি দিলাম। সাথে এখানেও কমেন্ট দিলাম যাতে কারো অনুরূপ সমস্যা হলে সলভ করতে পারে।

Level 0

আমার মোবাইল Nokia X3-02, RM-639 আমি RM-639 download করেছি কিন্তু JAF চালু করার পরে MCU, PPM আর CNT এর আইকন সবুজ হচ্ছে না এবং লিস্ট থেকে আমার মোবাইল এর মডেল খুজে পাচ্ছি না। আমাকে কোনভাবে সাহায্য করতে পারবেন।

    @shishir_ks: নতুন মডেলের ফোনের জন্য jaf4nok.ini নামের ফাইলটি বিভিন্ন ফোরামে পাওয়া যায়। ওটা খুজে বের করে C:/Program Files/ODEON/JAF এ রাখলে X3 সিলেক্ট করলে ফার্মওয়্যার ফাইলগুলা ডিটেক্ট করতে পারবে।

Level 0

মিনহাজুল ভাই jaf4nok.ini ফাইলটি খুজে পাচ্ছি না। please help me.

Level 0

vaia apnar number ta email korle upokito hobo.
[email protected]

Level 0

মিনহাজুল ভাই Nokia X3-02 এর জন্য jaf4nok.ini ফাইলটি খুজে পাচ্ছি না। please help me.

Level 0

ভাই আমার nokia 2700 classic এর letest firmware version 09.98 কিন্তু আমি যখনই jaf দিয়ে flash দিতে যাই । তখন লেখা উঠে APE file :none please solution দেন ।

@ মিনহাজুল হক vaia ami amar set nokia 3120 c. ami ( http://nokiafirmwarefile.blogspot.com/search/label/Nokia%203110c%20%28RM-237%29) thake latest firmware ta upload koresi… tarpor file ta programe files>nokia>phonix>product> RM-364 e copy koresi… then JAF pkey emulator (with windows xp service 3 because ami winodws 7 chalai) run korlam… tarpor amake (can’t load winscard.dll) ai likha ta dakhasse… ami akhn ki korte pari??? ar amar kothao vul hole suggest korben pls.

Level 0

boss apnar number ta kindly amake email koren.amar ektu problem hoice. ami apnar shate sorasori contact korte chai.plz help [email protected]

Level 0

দারুণ টিউন!

vi…

Checking path: \

Searching for default location of ini…
Checking path: \Products\\
Searching for JAF saved location of ini…
Checking path: *.vpl\
No ini files found…

eita keno hoetesa.. am new akta ini file programe/jaf.. a paste korce..but tar por ow ake kotha bolay… eita ki amar jaf er dos nake onno kicu????

    @nazmul islam yead: .vpl ফাইল খুজে পাচ্ছেনা যেটা আপনার ফ্লাশের জন্য দরকারী। আপনি INI বাটনে সিলেক্ট করে মডেল সিলেক্ট করুন এবং দেখুন কি কি ফাইল ডিটেক্ট করছে।

    JAF এর সমস্যা বলে মনে হচ্ছেনা।

ini button a click korle kono phone model e pay na…pura faka ….

ভাই আপনার এই টিউন পেয়ে যে উপকার পেয়েছি তা ভাষায় প্রকাশ করার মতো নয় । 🙂