শাওমি নিয়ে এলো কম বাজেটে পোকো এম৩ সিরিজের স্মার্টফোন

টিউন বিভাগ মোবাইলীয়
প্রকাশিত
জোসস করেছেন
Level 12
কন্টেন্ট রাইটার, টেল টেক আইটি, গাইবান্ধা

বন্ধুরা আশাকরি সকলেই ভালো আছেন। বর্তমানে বাজারে আসছে নতুন নতুন মডেলের স্মার্টফোন। যার ফলে বাজারে একটি অসম প্রতিযোগিতা তৈরি হয়ে গিয়েছে কম দামে ভালো এবং সবচেয়ে বেস্ট স্মার্টফোন দেওয়ার ক্ষেত্রে। তারই ধারাবাহিকতায় শাওমি নিয়ে এসেছে কম বাজেটে সবচাইতে বেস্ট স্মার্টফোন xiaomi Poco M3 স্মার্টফোন।

স্মার্টফোনটি গত ২৪ তারিখে চীনে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। আগামী ২৭ তারিখ থেকে এই স্মার্টফোনটি  বিশ্ব বাজারে পাওয়া যাবে।

ফোনটির দাম এখনও চূড়ান্তভাবে বলা হয় নি। তবে বিভিন্ন সূত্রের মাধ্যমে জানা যায় ফোনটির দাম ১৩০০০-১৭০০০ এর মধ্যে হবে। তবে বাজারে আসলে আপনারা বিস্তারিত জানতে পারবেন। তাই এখন শুধু এর ফিচার দেখেই সন্তুষ্ট থাকতে হবে।

চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক এই স্মার্টফোনে কি কি থাকছে।

প্রথমেই বলে নেয়া যাক এই মোবাইলটির ডিসপ্লে সমন্ধে।

  • তিন কালারের Poco M3  স্মার্টফোনটিতে থাকছে ৬.৫৩ ইঞ্চির ডট ড্রপ নকশার ফুল এইচডি ডিসপ্লে। যেটির রেজুলেশনঃ
    1080 x 2340 pixels, 19.5:9 ratio
  • display protection-হিসেবে ব্যবহার করা হয়েছে Corning Gorilla Glass

বিভিন্ন সাইটে এই ফোনটির আনুমানিক যে দাম দেওয়া রয়েছে তা বিবেচনা করলে এই দামে যা অনেক।

এবার চলে আসি ক্যামেরার ক্ষেত্রে.

  • এতে back ক্যামেরা হিসেবে থাকছে ৪৮ মেগাপিক্সেল সেন্সর ও ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ যেটির রেজুলেশন  2160p @30fps, 3840×2160 pixels
  • ফোনটিতে সেলফি ক্যামেরা হিসেবে থাকছে ৮ মেগা পিক্সেলের একটি ক্যামেরা সেটআপ।

এই দামে এরকম ক্যামেরা সেটআপ তো সত্যিই অনেক বড় কথা। যাইহোক বাজারে টিকে থাকতে হলে তো এরকম দিতেই হবে।

এছাড়া, ফোনটিতে থাকছে ডুয়েল স্পিকার ও ১৮ ওয়াট দ্রুত চার্জ সমর্থিত ৬০০০ মিলিঅ্যাম্পায়ারের লিথিয়াম পলিমার ব্যাটারি। ফোনটিতে থাকছে, ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধাও।

ফোনটির Ram থাকছে ৪জিবি এবং Internal storage হিসেবে থাকছে 64/128 GB।

ফোনটিতে চিপসেট হিসেবে রয়েছে.

  • Qualcomm SM6115
  • Snapdragon 662 (11 nm

ফোনটিতে থাকছে Octa-core প্রসেসর।

এছাড়া ফোনটিতে সেন্সর হিসেবে থাকছে.

1. Fingerprint (side-mounted)

2. accelerometer

3. proximity

4. compass

সবমিলিয়ে এ বাজেটে দারুন একটি স্মার্টফোন পোকো m3 মডেলের ফোনটি। বাজারের সেরাও বলতে পারেন এই দামের ভেতরে। তো আজ এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী টিউনে ইনশাআল্লাহ।

আশা করি টিউনটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। আপনাদের কোন মতামত থাকলে টিউনমেন্টে অবশ্যই জানাবে। ধন্যবাদ

Level 12

আমি মো আতিকুর ইসলাম। কন্টেন্ট রাইটার, টেল টেক আইটি, গাইবান্ধা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 3 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 333 টি টিউন ও 93 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 60 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 2 টিউনারকে ফলো করি।

“আল্লাহর ভয়ে তুমি যা কিছু ছেড়ে দিবে, আল্লাহ্ তোমাকে তার চেয়ে উত্তম কিছু অবশ্যই দান করবেন।” —হযরত মোহাম্মদ (সঃ)


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস