এখন থেকে অডিও ফাইল কনভার্ট করুন আপনার নকিয়া s60v5/s60v3 দিয়ে !!!!!!

আসসালামু আলাইকুম ঈদ মোবারাক !!! বন্ধুরা কেমন আছেন? আশা করি খুব ভাল। প্রায় ৪ মাস পরে আজ টিউন করছি । আপনাদেরকে ঈদের উপহার স্বরূপ একটা অ্যাপ্লিকেশান দিতে চাই ...... আর সেটা হল অডিও কনভার্টার এই  অ্যাপ্লিকেশানটি নকিয়া s60v5/s60v3 উভয়টিতেই চলবে।

মূল কথায় আসি .........আমরা অনেক সময় কিছু কিছু unknown অডিও ফাইল পাই যেগুলো পিসিতে চললেও মোবাইলে চলে না । তাই সেগুলো আমাদের কনভার্ট করার প্রয়োজন হয় । আর পিসিতে কনভার্ট করে মোবাইলে  ট্রান্সফার করাও অনেক ভেজাল। তাই এই সফটওয়্যারটি দিয়ে আপনার মোবাইলেই কনভার্ট করতে পারবেন।  যাহোক

প্রথমে অ্যাপ্লিকেশানটি নিচের লিঙ্ক থেকে ডাউনলোড করুন

http://www.4shared.com/get/eRbdDbjm/audiocube_by_rishad.html

আসুন তাহলে স্ক্রীনশটগুলো দেখা যাক ।

 

যেই গানটি কনভার্ট করতে চান সেটি প্রথমে ROOT ফাইলে রাখুন (অর্থাৎ C:/ অথবা E:/ )

এবার অ্যাপ্লিকেশানটি ওপেন করে browse থেকে অডিও ফাইলটিকে দেখিয়ে দিন।

যেমনটি দেখানো হল।

যেমনটি দেখান হল।

এবার convert এ ক্লিক করুন।

এখন আপনার কাছে জানতে চাইবে...... আপনি কি এটি ডিফল্ট মুডে কনভার্ট করতে চান কিনা ?

যদি আপনার উত্তর যদি “হ্যাঁ” হয় তাহলে “OK” চাপুন, আর যদি “না” হয় তাহলে “NO” চাপুন।

যদি NO হয় তাহলে নিচের মত অপশন আসবে।

আপনি যে ফরম্যাটে অডিও চালাতে চান তা সিলেক্ট করুন।

আমি ACC ফরম্যাটটি সিলেক্ট করেছি।

যেই অডিওটি আপনি ফরম্যাট করতে চান তার নামটি লিখুন।

আপনি এক মুখি সাউন্ড চান ? নাকি দ্বিমুখী ?

এক মুখি সাউন্ডের জন্য (mono) দ্বিমুখী সাউন্ডের জন্য (stereo) সিলেক্ট করুন।

এখান থেকে স্যাম্পল রেট নিরবাচন করুন । অথবা ডিফল্টে ছেড়ে দিন।

এখান থেকে  বিটরেট নির্বাচন করুন । অথবা ডিফল্টে ছেড়ে দিন।

চাইলে এখান থেকে দৈর্ঘ্য নিরধারন করতে পারেন।

ব্যাস এবার OK করলেই কনভার্ট স্টার্ট হয়ে যাবে।

এখন প্রশ্ন হল অউটপুট ফাইল কোথায় পাবেন...?

নিচে দেখুন C:/ ড্রাইভে

বিঃদ্রঃ এটি নতুনদের জন্য যারা আগে থেকে জানেন তাদের জন্য নয়।

ফেসবুকে আমি  http://www.facebook.com/gazirishad

Level 0

আমি রিশাদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

jodi kaj kore tobe khub sundor tune *****

Level 2

অনেক ধন্যবাদ

আপনাকেও ধন্যবাদ।

Level 2

ধন্যবাদ…… মোবাইলে ইন্সটল করলাম… বেশ ভাল

ভাইয়া সফটটার মূল বেব্সিতে এর লিঙ্ক টা একটু দিয়া যাবে?

Level 0

download korte parlam na.meadiafire a link ta den pls…………