জেনে নিন মোবাইলের নতুন নতুন ভাইরাস ও মালওয়্যার সমন্ধে

আমরা কমবেশি সবাই মোবাইল ব্যবহার করি। কিন্তু মাত্র হাতে গোনা কয়েকজন মোবাইলের সুরক্ষার জন্য এন্টিভাইরাস ব্যবহার করি। এর ফলে প্রায় বেশিরভাগ মোবাইল ব্যবহারকারীই আক্রান্ত হয় বিভিন্ন প্রকার ভাইরাসে। যা মোবাইলে মারাত্বক ধরণের ক্ষতি সাধন করতে পারে। মোবাইলের ভাইরাসগুলি সাধারণত বিভিন্ন এ্যাপ্লিকেশন, ব্ল্রটুথ, ওয়াইফাই ইত্যাদি থেকে আসে। মোবাইলের সুরক্ষার জন্য আপনি বাজারে অনেক এন্টিভাইরাস পাবেন কিন্তু এই ভাইরাসগুলি প্রতিনিয়ত আপডেট হয় তাই নতুন নতুন পদ্ধতিতে আপনার মোবাইলকে আক্রান্ত করতে পারে।

সবগুলি ভাইরাস/মালওয়্যারের সাথে পরিচিত হওয়ার আগে পরিচিত হয়ে নিন সবচেয়ে দুর্দান্ত কয়েকটির সাথেঃ

  • Cabir: এটি ভয়ংকর একটি ভাইরাস। এটি মূলত সিমবিয়ান অপারেটিং সিস্টেমে চালিত মোবাইলগুলিতে আক্রমন করে। এটি আক্রমন করলে মোবাইল চালু হওয়ার সময় প্রত্যেকবার ‘Caribe’ ম্যাসেজটি সো করে। এরপর এটি মোবাইলের ব্লুটুথ দিয়ে অন্যান্য মোবাইলে ছড়ায়।
  • Duts: এই ভাইরাসটিকে জোঁক এর সাথে তুলনা করা যায়। কারণ এটি ইন্সটল করা এ্যাপ্লিকেশনগুলির ডাইরেক্টরিতে থাকা EXE ফাইলগুলির সাইজ চার মেগাবাইটের উর্দ্ধে বানিয়ে দেয়।
  • Skulls: এটি মূলত একটি Trojan Horse। এই ভাইরাসে মোবাইল আক্রান্ত হলে মোবাইলের Menu/HomeScreen এর আইকোনগুলির ইমেজগুলি পরিবর্তিত হয়ে একটি মাথার খুলির আইকোন হয়ে যায়। কখনো কখনো আবার এটি মোবাইলের সব এ্যাপ্লিকেশনকেও সংক্রামিত করতে পারে। নিচে এই ভাইরাসের একটি স্কিনশর্ট দিলাম। দেখেন এটি কেমন ভয়ংকর

  • Commwarrior: এই ভাইরাসটি MMS টাইপ করে ব্লাটুথ দিয়ে অন্যান্য মোবাইলে সংক্রামিত করে। বেশিরভাগ এটি নোকিয়ার সিমবিয়ান সিরিজ 60 এর V3 Edition, V5 Edition, Symbian^3 এর সেটগুলিকে আক্রান্ত করে। Commwarrior একটি executable (EXE) worm ফাইল। এটি আক্রান্ত হওয়ার সাথে সাথে মোবাইলের ব্লুটুথ ব্যবহার করে বিভিন্ন রকমের সংক্রামিত ফাইল ভিন্ন ভিন্ন নামে অন্য মোবাইলে প্রেরণ করে।

তাই এইসব ভাইরাস থেকে বাচতে হলে। প্রয়োজন ছাড়া আপনার মোবাইলের ব্লুটুথ, WiFi ইত্যাদি বন্ধ রাখুন।

উপরোক্ত কয়েকটি মারাত্বক ভাইরাস ছাড়াও নিচের তালিকাটি থেকে দেখে নিতে পারেন মোবাইলের ভাইরাস/মালওয়্যারগুলির ধরণ-

টেবিলটি  SymbianPoint.com থেকে সংগ্রহিত।

অনেক ভাইরাস/মালওয়্যার সমন্ধেই তো জানলেন। আপনার মোবাইলকে সুরক্ষিত রাখার জন্য ব্যবহার করতে পারেন ফ্রিওয়ার এই এন্টিভাইরাসটি।

আজ এ পর্যন্তই,
ভাল থকুন।

Level 2

আমি সাইফুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 185 টি টিউন ও 3440 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

টপটিউনার হতে ‍চাই !


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

বেশ ভালো লাগলো সাইফুল টিউনটা। কিছু অজানা তথ্যও মানে নতুন নতুন মোবাইল ভাইরাস সম্পর্কে জানা হোল। ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য। 😀

উরি জোশ… ভাল লাগসে… 😀

java support করবে ?

টু গুড

সুন্দর সুন্দর !!!

Level 0

যা মনে হচ্ছে Android phone অনেক ভাল

    @Joy: আমিতো ভাই সব মোবাইল ফোনকে নিয়েই লিখেছি। তারমধ্যে এন্ড্রুয়েটও আছে। তাই এতটা নিশ্চিত না হওয়াই ভাল।

ধন্যবাদ

আচ্ছা হাইড্রোজেন পার অক্সাইড দিয়া ধুইলে কি এই ভাইরাস দূর হইব না ? 😉

ভাল লাগ্ল…। 🙂

ভালো লাগলো 😀

vai ami BANGLALION ar ZYXEL modem ta use kori..otate ki wi/fi built in..? naki router use korte hobe? help plz

ধন্যবাদ বিষয় গুলো জানানোর জন্য

Level 0

supar

Level 0

virus gula songroho kore raka jay na vai………..?

    @iori97: অবশ্যই যায়। তবে আমার কালেকশনে নাই। আপনি গুগলের সাহায্য নিতে পারেন।

Level 0

vi amar nokia 5800 er bluetooth on korle bole ”unable to perform bluetooth operation”
Ki kori vi? bohu koste asi……

    @Adha_pagol: সম্ভবত হার্ডওয়ার প্রব্লেম। আপনি সাভিসিং সেন্টারে যোগাযোগ করতে পারেন।

কিছু দিন পর কাজে লাগবে। 😛

ধন্যবাদ ভালো লাগলো

amar mobaile to common warrior virus ta ace ami ai virus ta kivabe mobile teke bair korbo

nokia n70 vodafone

    @ashfaq adib:
    প্রথমে আপনার মেমোরীটি খুলে কম্পিউটারে ফরমেট দিন। এর পর মেমোরী কার্ডটি আপনার ফোনে না লাগিয়েই *#7370# ডায়াল করে আপনার সেটটি রিস্টোর করুন। তারপর মেমোরী কার্ডটি আবার ঢুকান। আশা করি ঠিক হয়ে যাবে।

ar rokom amar arek via o bolcilo .ami agulo sob 2 bar korci kuntu kicui hoena . ;+

Level 0

vi service centre a gelam. ora bole phone software flash dibe and update korbe. Kintu er karone phone dead hoye jete pare. R dead hole ora responsible thakbe na…tai ami r oder kase service korte di nai…..nokia care

Level 0

thik bolsen vi…..@saiful islam