সাথে সাথেই দেখে নিন নতুন আসা ম্যাসেজের প্রিভিউ+ আগে থেকেই ঠিক করে দিন কথা বলার লিমিট!!

ম্যাসেজ আসার পরে আমরা তাড়াতাড়ি করে চেক করে দেখি কে ম্যাসেজ দিল বা কি ম্যাসেজ আসলো। কিন্তু বেশিরভাগ সময় আমাদের হতাশ হতে হয় যদি হয় সেটা এয়ারটেলের ফালতু ম্যাসেজ। 🙁 এখন আপনি যদি ম্যাসেজ ওপেন না করেই জেনে নিতে পারেন কি ম্যাসেজ এসেছে তাহলে হয়তো আপনার হতাশা+ সময় অপচয় থেকে কিছুটা রক্ষা পাবেন।

যদি প্রিভিউতে দেখেন এয়ারটেলের ম্যাসেজ তাহলে ওপেন না করেই সোজা ডিলেট করে দিন। 😛 আর যদি হয় প্রিয়জনের ম্যাসেজ তাহলে প্রিভিউতে একবারতো দেখলেনই + ওপেন করে বার বার দেখুন বা মুখস্ত করুন আর অন্তরকে দিন প্রশান্তি 😉 😛 😆

আর হ্যা সফটওয়্যার এর নাম হলো Sms Preview। যা সিম্বিয়ান 3rd & 5th এডিশনে সাপোর্ট করবে।
এবার আসি অন্য অংশে। এই অংশ সাইফুলের সৌজন্যে 😀

আপনি যদি মোবাইলে কথা বলার সময় পালস নিয়ে চিন্তিত থাকেন তাহলে কাজে লাগবে এই অংশ। ধরেন আপনি ১:৫৫ সেকেন্ড কথা বলতে চাচ্ছেন এর বেশি হলেই আপনার আর মিস কলের পয়সাও থাকবে না তাহলে এই সফটওয়্যার আপনার জন্যই 😀 । আপনি খুব সহজেই আগে থেকে লিমিট করে দিতে পারবেন যা অটো ঐ সময় পরে কল কেটে যাবে। আমার মনে হয় এক্ষেত্রে কিছুটা হলেও আপনাদের ব্যালেন্স রক্ষা পাবে। 🙂

Auto hang up নামের এই সফটওয়্যার ইন্সটল করার পর দেখবেন keygen নামেরও একটা প্রোগ্রাম ইন্সটল হয়েছে। Use my Imei থেকে যে কোড পাবেন তার প্রথম অংশ Auto hang up সফটওয়্যার এর রেজিস্ট্রেশনের User ঘরে লিখবেন আর বাকি অংশ কোডের ঘরে লিখে ফুল ভার্শন করে নিন।

ডাউনলোড লিঙ্কঃ

Sms preview & auto hang up

আশা করি আপনাদের কাজে লাগবে।
ধন্যবাদ সবাইকে।

Level 7

আমি হাসান যোবায়ের। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 157 টি টিউন ও 4939 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 164 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

নতুন কিছু করার দারুন আকাঙ্ক্ষা!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

অনেক ধন্যবাদ। ভাই আপনি কি আমাকে siseditor, facewrap, angry bird for Nokia s60v5 দিতে পারবেন?
আমার ইমেইল – [email protected]

Level 0

konodin jei gulo shuninai sheishob ajob software er khoj shob apnar kache, koi theke je pan,allah malum, boraborer motoi upokari tune
Off Topic- porpor 3 ta mobile softer tune dilen, computerer soft rekhe mobile soft er dike jhuklen, mane ki? ajkal ki mobile e beshi time katachhen naki? lokkhon to bhalo na 😛 notun keu eshechhe naki life e?

Josh……..Ami Akta New Handset Nete Chise,,Plz Amake Ak2 Help Korben? Nokia Brand-er সিম্বিয়ান Set-er Modhe Kon Seta Kinle Best Hobe,,,,,Jeheto 3G is Comming

অসংখ্য ধন্যবাদ সফটওয়্যার এর জন্য। সিমবিয়ানে রেডিও রেকর্ড করার কোন সফট আছে কি আপনার খোজে ?

sms preview ১ বছর ধরে ব্যবহার করতাছি। খুবই ভালো।

বরাবরের মতো সুন্দর পোষ্ট !

তবে আমার মনে হয় পাবলিক প্লেসে এভাবে কোন কোম্পানীর নাম ধরে ফালতু না বলাই শ্রেয় 🙁

ধন্যবাদ আপনাকে ।।

    @প্রিন্স মাহমুদ: ফালতু ম্যাসেজকে ফালতু বলাই শ্রেয়। 😛

      উফফ্‌ এয়ারটেলের বিরক্তিকর ম্যাসেজে ভর্তি। গ্রাহকদের অত্যাচার করার উপায় আরকি। 😉
      আমি সিম্বিয়ান চালাইনা তাই কাজে লাগব না। মোবাইল কই থাকে সেইটাই মাঝে মাঝে মনে থাকে না। 😀

      যাই হোক, টিউন বরাবরের মতই চমৎকার। 8) :mrgreen:
      ধন্যবাদ।

Level 0

ধন্যবাদ হাসান ভাই। Nokia E50 mobile এর জন্য ‘Music stopper’ এর মত কোন software এর সন্ধান দিতে পারেন?

Level 0

আমি টিটি আছি মনে হয় আপনার জন্য, আপনার ফটো এডিট বিষয়ক টিউন পরেই আমার টিটির সাথে পরিচয়। কথাটা আগে বলিনাই কারন যদি অন্যকেউ কষ্ট পায় -আমি কোন টিউন করিনা। তবে প্রতি দিন ২/৩ ঘণ্টা টিটি তে থাকি, হাসিব ভাই , প্রবাসী ভাই আরও আনেকেই আছেন জাদের লেখা আমার খুব ভাল লাগে।
আপনার ছবিটা দারুন কিউট । ধন্যবাদ

অসাধারণ টিউন! 😀

Level 0

BOOS, ২টাই খুব কার্যকারী সফটওয়্যার। আমার নকিয়া c6-01 + N-79 এ কাজে লাগবে । অসংখ্য ধন্যবাদ আপনাকে।

সবাই জেনে গেল যে আপনি এয়ারটেল ব্যবহার করেন 😛 😀

একটিভ করতে গেলে খালি sms পাঠাই আর আমার টাকা সব শেষ

আপনার নামবার টা দেন আমি আপনাকে সব কিছু বলব

Level 2

জটিল টিউন 😀

auto hang up সফটওয়্যার এ ইন্সটল করলে expire certificate এরকম লেখা আসতেছে