আপনার আইফোনের জন্য এখনি ডাউনলোড করে নিন জনপ্রিয় মিডিয়া প্লেয়ার ভি এল সি(VLC)

আপনারা সবাই জনপ্রিয় মিডিয়া প্লেয়ার ভি এল সি(VLC) এর নাম শুনেছেন। এবং আপনাদের কম্পুতে ব্যাবহার করেন। মিডিয়া প্লেয়ার হিসেবে এর জনপ্রিয়তা আকাশ ছুই ছুই। ভি এল সি(VLC) মিডিয়া প্লেয়ার টি আমার নিজের ও অনেক পছন্দের। তাই আমি খুজছিলাম আমার সিম্বিয়ান ফোনে ব্যাবহার উপোযোগী ভি এল সি(VLC) এর কোন ভার্সন পাওয়া যায় কিনা কিন্তু পেলাম না। শুধু আইফোনে ব্যাবহার উপোযোগী একটা ভার্সন পেলাম তাই শেয়ার করলাম।

যে ফোন গুলি সমর্থন করবেঃ

আইফোন ফোর, আইফোন থ্রিজি এস, আই প্যাড এবং সম্প্রতি ছাড়া আইপড টাচের সকল ভার্সন। কিন্তু অবশ্যই আই ও এস ৩.২(iOS 3.2) বা এর বেশি হতে হবে।

vlc media player

আমার জানা মতে ভি এল সি(VLC) মিডিয়া প্লেয়ার টি প্রায় সকল ভিডিও ফরমাট সমর্থন করে এমন কি এটাতে এফ এল ভি(FLV) ফরমাটের ভিডিও গুলি দেখা যায়।

আশাকরি ভি এল সি(VLC) মিডিয়া প্লেয়ার টি আপনাদের খুব ই ভাল লাগবে।

এখান থেকে ভি এল সি(VLC) মিডিয়া প্লেয়ার টি আপনার আইফোনের জন্য ডাউনলোড করে নিন।

Level 2

আমি রাসেল রনি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 92 টি টিউন ও 308 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

অনেক দিন পর :D


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ডাউনলের পর ইনষ্টল করব কি করে?