ফেসবুক এনিমেটেড পিকচার হ্যাক – মিস করলে জলে গেলো !

ফেসবুক এর একটি নতুন জিনিস জা হয়ত আপনারা অনেকেই লক্ষ করে থাকবেন । সেটি হল অনেকে দেখবেন ছবি শেয়ার করে এবং তা এনিমেটেড । ফেসবুক সাধারনত এনিমেটেড ছবি শেয়ার করতে দেয় না । যেকোনো ছবি আপলোড দিলে তা JPG তে কনভার্ট হয়ে যায় । আজকে একটি উপায় দেখাবো যেভাবে ফেসবুক এ এনিমেটেড ছবি শেয়ার করবেন ।

কিভাবে করবেন ?

নিচের কোড টি লক্ষ করুন ।

http://www.facebook.com/connect/uiserver.php?app_id=2915120374
&method=stream_publish
&redirect_uri=http://www.facebook.com
&from=100003293108497
&target_id=100003293108497
&action_links=[{"text":"Techtunes",
"href":"http://www.facebook.com/pages/Techtunes/323434175373"}]
&attachment={'name':'I am Tuning on Techtunes','href':'http://www.facebook.com/pages/Techtunes/323434175373','media':[{'type':'image',
'src':'https://fbcdn-sphotos-a.akamaihd.net/photos-ak-snc1/v33382/509/38/01AweCZknHdMEAc-EOAADixLyRH0w:.mp3',
'href':'http://www.facebook.com/pages/Techtunes/323434175373'}],
'description':'I am too much busy on writing tune in Techtunes. Dont dare to disturb me. I love Techtunes.  I get much fun by visiting, writing, reading on techtunes.',
'properties':{'You should also join':{'text':'Techtunes',
'href':'http://www.facebook.com/pages/Techtunes/323434175373'}}}

এটি আপনার ব্রাউজার এর এড্রেস বার এ পেস্ট করে এন্টার দিন, যেই পেজ টি আসবে সেখানে Share বাটন এ ক্লিক করুন । এবার হোম অথবা আপনার প্রোফাইল এ গিয়ে দেখুন ।। আর এর লেখা ছবি ইত্তাদি পরিবর্তন করতে চাইলে নিচে লক্ষ করুন ।

এখানে লাল রঙের লেখা গুলো আপনি পরিবর্তন করতে পারবেন । কিভাবে করবেন এবং করলে কি হবে তা বলি ।

প্রথম লাইন এ আপনি যেখান থেকে পোস্ট করবেন তার ID । যেমন আপনি যদি আপনার প্রোফাইল থেকে পোস্ট করতে চান তাহলে আপনার প্রোফাইল এর আইডি আর পেজ থেকে পোস্ট করতে চাইলে পেজ এর আইডি দিন ।

২য় লাইন এ যেখানে পোস্ট করবেন তার আইডি । কোন পেজ এ পোস্ট করলে তার আইডি । বন্ধুর প্রোফাইল এ পোস্ট করলে তার আইডি ।  নিজের প্রোফাইল এ পোস্ট করলে আপনার নিজের আইডি দিবেন ।

৩য় লাইন এ আপনি একশন টেক্সট এ জা দেখাতে চান তা লিখুন । এটি নিচের ছবির ৩ নং এর মত দেখাবে ।

চতুর্থ লাইন এ আপনি আপনার পেজ বা প্রোফাইল এর লিঙ্ক দিতে পারেন । এতে ৩য় লাইন এর একশন টেক্সট এ ক্লিক করলে এই লিঙ্ক এ যাবে ।

৫ম লাইন এ আপনার পোস্ট এর শিরোনাম দিন এবং এতে ক্লিক করলে জেই লিঙ্ক এ যাবে সেই লিঙ্ক দেন । এটি নিচের ছবির ৫ নং এর মত দেখাবে ।

ষষ্ঠ লাইন এ আপনার এনিমেটেড ছবি এর লিঙ্ক দিন । ছবি টি অবশ্যই ফেসবুক এ হতে হবে । ( ছবি এর জন্য নিচে দেখুন ) এটি নিচের ছবির ৪ নং এর মত দেখাবে ।

৭ম লাইন এ ছবি তে ক্লিক করলে জেই লিঙ্ক এ যাবে সেটি দিন ।

৮ম লাইন এ পোস্ট এর ডেসক্রিপশন দিন । এটি নিচের ছবির ১ নং এর মত দেখাবে ।

৯ম লাইন এ লিঙ্ক সহ লেখা দেখাবে । এটি নিচের ছবির ২ নং এর মত । আপনার ইচ্ছা মত লিখুন ।

১০ম লাইন এ ২নং এ Techtunes এ ক্লিক করলে জেই লিঙ্ক এ যাবে সেটি লিখুন । মানে আপনার পেজ/প্রোফাইল এর লিঙ্ক দিন ।

-=> বিদ্রঃ লাল রঙ ছাড়া কোন কোড পরিবর্তন করবেন না ।

এবার সম্পূর্ণ কোড টি ব্রাউজার এর এড্রেস বার এ পেস্ট করে এন্টার দিন । নিচের মত একটি পেজ আসবে এবার শেয়ার এ ক্লিক করুন । বেছ...! এবার আপনার প্রোফাইল এ দেখুন মজা 😀

এনিমেটেড ছবি কোথায় পাবেন ?

এখানে ক্লিক করুন একটি পেজ আসবে । ওখানে অনেক ছবি আসবে । যেটি পছন্দ হয় সেটির উপর রাইট ক্লিক করে Copy Image URL এ ক্লিক করে নিন । এবার এই লিঙ্ক টি ছবির লিঙ্ক এর জায়গায় দিন । খেয়াল করবেন এসব ছবি এর শেষে .mp3/.jpg থাকবে আপনি কিছু পরিবর্তন করবেন না । যেমন আছে তেমন রাখবেন ।

প্রোফাইল বা পেজ আইডি কোথায় পাবেন ?

যার অথবা জেই পেজ এর আইডি আপনার দরকার তার প্রোফাইল এ যান । এবার ব্রাউজার এর এড্রেস বার এ খেয়াল করুন । নিচের মত কিছু একটা পাবেন ।

http://www.facebook.com/r4k18ul

বা

http://www.facebook.com/pages/Techtunes/323434175373

যদি প্রথম টির মত কিছু পান তবে facebook.com এর আগে graph এড করুন । যেমন graph.facebook.com/r4k18ul এরপর নিচের মত একটি পেজ পাবেন হাইলাইট করা টি হচ্ছে তার আইডি ।

আর যদি ২য় টার মত পান তবে লাল রঙ করা নাম্বার টি হচ্ছে আইডি ।

ধন্যবাদ টিউন টি পরার জন্য । টিউন টি ভাল লাগলে ফেসবুক এ শেয়ার করবেন । সমস্যা হলে অথবা আপনার অনুভুতি জানাতে কমেন্ট করবেন । টেকটিউনস এর সাথে থাকুন । নিয়মিত টিউন এবং কমেন্ট করে টেকটিউনস কে এগিয়ে নিয়ে জেতে সাহায্য করুন ।

আমার পেজ লাইক করুন - অই বাংলা ছবির ডায়লগ ছাড়বি না

Level 0

আমি কম্পিউটার লাভার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 101 টি টিউন ও 1258 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 20 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Also known as "Raiku Saiko". React.js & Javascript Developer. Former Wordpress Developer, Front-end Designer. Technology Addicted.


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

😉 মজাই তো। সময় করে ট্রাই করে দেখবো।

নতুন জিনিস শিখলাম।
টিউনের জন্য ধন্যবাদ।

😉 অস্থির জিনিস মজাই আলাদা।
এক কিলো ধইন্যা

Level 0

অসাধারন, আমি আনেক দিন থেকে খুজছিলাম। আনেক ধন্যবাদ।

Level 0

ছবিতে 3 No এ যেখানে Techtunes দেখাচ্ছে ওখানে Share থাকলে ভালো হতো।

    @AmitTunes: আপনি চাইলে ওইটা করতে পারবেন । ওখানে শেয়ার লিখে আপনার শেয়ার এর লিঙ্ক দিয়ে দিন 🙂

জটিল টিউন ভাই, এইরকম আরও কিছু দেন……… অসংখ্য ধন্যবাদ

Level 0

জটিল জিনিস দেখাইলেন ভাই!!! অনেক ধইন্যা

Level 0

wow.. its really so nice… thanks 😀 😀 😀

হুম, সুন্দর টিপস! ধন্যবাদ ভাইজান।… 🙂

Nice!!!!!!!! 😛

পুরা বস টিউন, অনেক ধন্যবাদ

bro আপনার কাছে কি Action_Essentials_2 এখনও আছে ? যদি থাকে তবে আমাকে জানান । আমার এটা অনেক দরকার । আপনি ঢাকায় থাকলে আমার সাথে শেয়ার করলে বান্দার বহুত উপকার হত।
ধন্যবাদ।

01676290957 – amar sathe jogajog koren. ami dhakay thaki..