আপনার ফেসবুক Notification পান আপনার নিজের মোবাইলে তাও আবার SMS এর মাধ্যমে (একদম বিনামূল্যে) Updated!!!!

ফেসবুক  প্রায় প্রতিটি দেশে খুব জনপ্রিয়। ফেসবুক থেকে সাইন আউট করে বেরিয়ে আসার পরও মনটা কিন্তু ফেসবুকেই পড়ে থাকে। সেজন্য ফেসবুকের একটি সুন্দর সেবা আছে। সেটি হল Facebook Notification  to Your Mobile। কিন্তু তাদের লিষ্টে বাংলাদেশ নেই। বাংলাদেশ নেইতো কি হয়েছে। তাই বলে তো আর আমরা এই সার্ভিসটা থেকে বঞ্জিত হতে পারিনা!

ফেসবুক নোটিফিকেশন আপনার মোবাইলে পেতে নিম্নের ধাপগুলো অনুসরণ করতে হবে ‍ঃ

১। প্রথমে আপনার ফেসবুক একাউন্টটে লগিন করুন।

২। তারপর আপনার Account থেকে Account Settings এ যান।

৩। তারপর Mobile ট্যাব-এ যান।

৪। তারপর আপনি যে নম্বরে আপনার ফেসবুক ষ্টাটাস পেতে চান সেটি থেকে fb লিখে নিম্নোক্ত নম্বরে সেন্ড করুন।

2555 (গ্রামীণফোন ‌ইউজারদের জন্য)

৫। ফিরতি এস.এম.এস এ আপনাকে একটি Confirmation Code দেওয়া হবে।

৬। এবার Already received a confirmation code? এ ক্লিক করুন।

৭। আপনি যে Confirmation Code -টি পেয়েছেন সেটি নিচের বক্সটিতে লেখুন।

৮। এবার Confirm এ ক্লিক করুন।

তারপরই কাজ শেষ!!!

এখন আপনি কি কি নোটিফিকেশন আপনার মোবাইলে পেতে চান তার সেটিংগুলি করে দিন।

এখন আপনি আপনার মোবাইল থেকেই পাবেন ফেসবুকের যাবতীয় খবর। চাইলে মোবাইল থেকেও আপনি আপনার ফেসবুকের Wall এ আপনার ষ্টাটাস পোষ্ট করতে পারবেন, আপনার যদি কোন ফ্রেন্ড রিকুয়েষ্ট থাকে, যদি কেউ আপনার ফ্রেন্ড রিকুয়েষ্ট গ্রহণ করে ইত্যাদি আরো অনেক খবর আপনার মোবাইলে এস.এম.এস এর মাধ্যমে ফেসবুক আপনাকে জানাবে।

বিঃ দ্রঃ  এটি শুধুমাত্র গ্রামীণফোন ইউজারদের জন্য এবং Confirmation SMS আসতে অনেকসময় ২৪ ঘণ্টা সময়ও লাগতে পারে।

 
(উপরের লেখাগুলি আমি ভূয়া লেখিনাই একদম প্রমাণিত এবং আমি নিজেই আমার মোবাইল থেকে এস.এম.এস এর মাধ্যমে আমার ফেসবুক  নোটিফিকেশন পাই)
 
 

সবার শেষে আপনাদের জন্য ফাঁকা টিটি উপহার দিলাম

ফাঁকা টেকটিউন

Level 2

আমি সাইফুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 185 টি টিউন ও 3440 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

টপটিউনার হতে ‍চাই !


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই আপনি যদি ছবি সহ বুঝিয়ে দিতেন তাহলে মনে হয় ভাল হত……………..

Ha ami 2din dhore use kori . But its only for Gp user. And AKHON off ase. Sokaleo thik silo. Maybe gp working on it. And not only status eta dia j kono fb page rss or friends updates o jana jay..

    সমস্যা নাই এখন আবার ঠিক হইছে। তবে আপনার কথাগুলি ঠিক। মন্তব্য করার জন্য ধন্যবাদ।

আমার ফেসবুকে Status পাওয়ার জনো কি আমার মোবাইলে

আমার ফেসবুকে Status পাওয়ার জনো কি আমার মোবাইলে ইনটারনেট কানেকশন লাগবে…………….

    কোন ইন্টারনেট কানেকশন লাগবে না। শুধু গ্রামীণফোন আর বাংলালিংকের সাথে কানেকশন থাকলেই হবে। ধন্যবাদ।

net lagbe na vai.. just 1ta sms fb to 2555

Saiful vai, kal rate off silo sokal 11.30am a aksathe sob sms ashche nd akhon abar 7pm theke off.. Try it.. Register update sob e off.. Gp mone hoyna eta free dibe. Tahole sob news sms e free + ami Email notification pabar o 1ta way ber korsi:) gmail a mail ashlei sms ashe .

    ভাই জিমেইলে কিভাবে এস.এম.এস পান তা বলেন। আমার দরকার। অনেক দিন ধরে খুজছি।

    ভাই জিমেইল-এর ব্যাপারটা সম্পর্কে ভালভাবে জানা থাকলে একটা টিউন করেন। আপনার টিউনের ‍অপেক্ষায়…………….

Oh, just now Gp care a alap korlam. ora bollo eta test basis choltase.. So incoming free. But it may cost in incoming sms too. it will launch later Officially.

আমি ভাবছিলাম এটা নিয়ে টিউন করব। ভালই উপস্থাপন করেছেন। কিন্তু একটা সমস্যা। আপনি যেটাকে স্টেটাস বলছেন সেটা আসলে নোটিফিকেশন। স্টেটাস হল আপনার হোমপেজে “Whats on your mind?” -এ যা লিখেন তা।

ভাই sms তো সিম থেকে কর হবে নাকি?

Adnan vai, gp ai service thik moto start na korle gmail alert kaj korbena, ai service thik hoa matroi tune korbo.

এইটার জন্য আলাদা টাকা কাটবে? কি ধরনের মোবাইল লাগবে।

ফেসবুক তাদের অফিসিয়াল SMS সার্ভিস বাংলালিন্ক এর মাধ্যমে দিচ্ছে…অর্থাত বাংলালিন্ক ফেসবুকের অফিসিয়াল পার্টনার….ফেসবুকের SMS নম্বর হলো-32665.
বাংলালিংক এর গ্রাহকেরা এই নম্বর এ fb লিখে সেন্ড করুন. তারপর কনফার্মেশন কোড সহ একটি একটি লিঙ্ক পাবেন. সেটি একটিভ করে নিলেই হয়ে গেলো. তারপর থেকে ফেসবুক থেকেই সরাসরি আপনি SMS পাবেন. (জিপি থেকে নয়). আমি গতপরশু থেকে চালু করেছি……..

    আপনার মূল্যবান তথ্য দেওয়ার জন্য ধন্যবাদ।

    এটায় কি পরে নোটিফিকেশনের জন্য টাকা পয়সা লাগবে?

দারুন

Koushik vai, gp o official partner of fb and Gp te active hoy fb likhe 2555 a pathale. Khub sighri er information Gp website a dibe. R apni mob a opera mini die fb > settings > sms a gelei dekhben Grameenphone Ltd dekhay only.. R banglalink er ta janina try korbo insallah . Tx for ur valuable info.

    সুলক ভাই,
    জিপি অএখনো পর্যন্ত অফিসিয়াল পার্টনার নয়। ফেসবুকের অফিসিয়াল SMS নম্বর হলো 32665. পৃথিবীর অন্য দেশ থেকেও অফিসিয়াল এই নম্বরে ফেসবুক SMS গ্রহণ করে, GP র দেয়া 2555 নম্বরে নয়। GP আপাতত এখানে Gateway হিসাবে কাজ করছে। এরা খুব খারাপ, সব কিছুতেই টাকা কমানোর ধান্দা করে থাকে।
    Opera Mini তে Grameenphone Ltd দেখায় কারণ আপনি GP এর SIM এর মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করছেন। SIM চেঞ্জ করে দেখুন, আর দেখাবে না. এখনো Confused থাকলে জানাবেন।

    আচ্ছা কৌশিক ভাইয়া, যেকোন অপারেটর থেকে যদি FB লিখে 32665 নম্বরে SMS দেওয়া হয় তাহলে কি রেজিষ্ট্রেশন হবে?

    Ami agei bolc Gp offcly lnch korenaii bt ami gp tei use kori 2555.

এটা তো টাকা লাগবে মনে হয় তাই না? স্টেটাস আপডেট করতে চাইলেই ঐ নাম্বারে এস,এম,এস করতে হবে।প্রতি sms এর টাকা কাটবে।আমি যেটা যানি সেটাটে কনো টাকা লাগবে না তবে ইন্টারনেট লাগবে মোবাইলে, ইয়াহু, জিমাইল, বা হটমেইল থেকে আপনার মোবাইলে মেইল আসলেই মোবাইলে পেয়ে যাবেন Facebook Notification sms এর মাধ্যমে।
ধন্যবাদ।

    মোবাইল থেকে এস.এম.এস করলে টাকা তো অবশ্যই কাটবে কিন্তু ফেসবুক থেকে মেসেজ আসলে টাকা কাটবে না। ধন্যবাদ

ভাল টিউন………

Level 0

আমি রেগুলার ৩জি ওয়ারিদ,
মনে হয় অপেক্ষা করা ছাড়া উপায় নাই

    অপেক্ষা না করে আপনি আপনার মোবাইল থেকে fb লিখে 32665 নম্বরে SMS করে দেখতে পারেন। যদি সফল হন তাহলেও মন্তব্য করবেন আর যদি না হন তাহলেও।

একটেল ইউজারদের জন্য কোন নম্বরে সেন্ট করতে হবে?
জানাবেন…pz

    ভাই একটেল ইউজারদের কথা বলতে পারবো না তবে আপনি আপনার মোবাইল থেকে fb লিখে 32665 নম্বরে SMS করে দেখতে পারেন। যদি সফল হন তাহলেও মন্তব্য করবেন আর যদি না হন তাহলেও।

FB লিখে 2555 এ সেন্ড করলে কি টাকা কাটবে? এবং এরপর যতবার এস.এম.এস আসবে ততবার কি বার টাকা কাটবে ?? প্লিজ একটু জানাবেন। ধন্যবাদ।

    fb লিখে SMS করলে শুধু মেসেজটারই টাকা কাটবে। তারপর যতবার এস.এম.এস আসবে তার সবগুলোই ফ্রি!

Level 0

এবার ভাল হইছে

ভাল হইনি
স নি ভাই এয় টা ভাল হ ই ছে

Level 0

সাইফুল ভাই, ধন্যবাদ, আমি আপনাকে ফোন করেছিলাম, আবার fb লিখে gp তে send করেছি, দেখা যাক জিপি কি করে আম্মার সাথে।

সাইফুল ভাই অনেক ধন্যবাদ আপনাকে। আজ থেকে শুরু করলাম…।

Level 0

hei hei kaj kore to.thanks

sms তো করলাম কিন্তু কোনও কোড তো এখন পেলাম না। অপেক্ষা করতেছি

আমিও আমার সেল ফোনে নোটিফিকেশন্ পাই… 🙂

ধইন্যবাদ ভাইয়া

Level 0

ইসলামের প্রতি আকর্ষণ কার দেখতে চাই। এইটা অলটাইম আপডেট হয় এমন এক ওয়েব সাইট , শুধু ইসলামিক http://islamicnews24.net/