এই প্রথম Mikrotik E-Book উদাহরণসহ RouterOS by Example

আমি লিখন। এটি আমার প্রথম টিউন। পরিচিত হবার আগেই পোস্ট দিয়ে দিচ্ছি...

মাইক্রোটিক এর ওপর আগ্রহ আমার অনেক দিন এর। বিভিন্ন স্থানে মাইক্রোটিকের ওপর প্রচুর ট্রেনিং সেন্টার গড়ে উঠেছে কিন্ত টাকা দিয়ে কোর্স করে শিখবো? এই চিন্তা করে বিভিন্ন ব্লগ/সাইটের টিউটোরিয়াল দেখে, ইউটিউব থেকে ভিডিও টিউটোরিয়াল নামিয়ে শিখে নিচ্ছি। কিছু দিন আগে টেকটিউনস এ ইউসুফ ইয়ামিন অমি ভাই এর বেশ কিছু টিউটোরিয়াল পেলাম। কিন্তু হঠাত উনার লেখা বন্ধ হয়ে যাওয়াতে অবাক হলাম। মাত্র ৫টি টিউটোরিয়াল দিয়েই উনি হাওয়া হয়ে গেলেন। কিন্তু কাজের কাজ উনি করে দিয়ে গেছেন। এই ৫টি টিউটোরিয়াল দিয়েই মাইক্রোটিক এর অনেক কাজ করা যাচ্ছে।

যাই হোক মূলকথায় আসি। অনেক খুজছি মাইক্রোটিক এর ওপর কোনো ধারাবাহিক বই/ইবুক আছে কিনা। মাইক্রোটিক এর ওপর বেশ কিছু প্রেজেন্টেশন স্লাইড পেয়েছি পিডিএফ এর ওপর, বেশ কিছু টিউটোরিয়ালও পেয়েছি। আর মাইক্রোটিকের নিজস্ব রেফারেন্স গাইড পেয়েছি।

কিছু দিন আগে ইন্টারনেট ঘাটাঘাটি করতে গিয়ে দেখি মাইক্রোটিক এর ওপর একটি ইংরেজী ভার্সনে নতুন বই বের হয়েছে। বই এর নামঃ RouterOS by Example লিখেছেনঃ Stephen Discher, অরজিনাল লিংকঃ এখানে

আরে বাবা! এটা দেখি কিনতে হবে। টাকা দিয়ে বই কিনবো? হা বই হলে কিনতাম, নীলখেত এ বইটি আসতে অনেক টাইম লাগবে। কিন্তু পিডিএফ কিনবো টাকা দিয়ে? মাথা খারাপ! আমার?

গুগলাইতে থাকলাম, টরেন্টে খুজে বইটিও পেয়ে গেলাম। দারুন বই। যারা মাইক্রোটিক এ নতুন ও এটি শিখতে চান বইটি নামিয়ে নিন।

বইটির সাইজঃ ১৩ এমবি।

টোটাল পেজঃ ২৬৯

অধ্যায়ঃ ১৮ টি।

Mikrotik RouterOS by Example

টরেন্ট লিঙ্ক

ভাই সিন্ধুক দিয়ে দিলাম। চাবিটা না হয় নিজেই খুজে নিন। না পেলে আমাকে পিন দিয়েন। সহজ!!!!

Level 0

আমি likhon3k। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 36 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

hello bhai can you upload it mediafire /www.box.com or dropbox, kindly give,
my. mail address : [email protected].
i can’t download from torrren link

    Level 0

    ভাই বিট টরেন্ট দিয়ে চেষ্টা করুন কাজ হবে। আর যদিও তাও না পারেন তাহলে লিংকের মধ্যে ফাইলটির যে নাম রয়েছে সে নাম দিয়ে গুগলে গুতা দেন। অনেক অনেক লিংক পেয়ে যাবেন।
    অনেক বিজি তাই মিডিয়া ফায়ারে দিতে পারছি না। দেখি ২/১ দিন এর মধ্যে দেয়ার চেষ্টা করবো।

Level 0

ভাই লিংকে তো কিছুই নাই, দয়া করে আমায় মেইলে দিলে অনেক খুশি হব। [email protected]

    Level 0

    ভাই ডিজিটালের যুগে টরেন্ট ব্যবহার করা শিখে নিন। অনেক কাজে আসবে। লিংক থেকে আমি ডাউনলোড দিলাম এখন। বিট টরেন্টটি আগে কম্পিউটারে ইনস্টল করে নিন। এর পর উক্ত লিংকে যান। ৩ টি ফাইল পাবেন। শুধু পিডিএফ নামিয়ে নিলেই কেল্লা ফতে।

Level 0

Vai Link Update Koran

    Level 0

    @rahmansaif: ভাই লিংক ওকে আছে। আমি তো লিংক দেইইইই নি। মনে হয় টেকটিউন্সের মডারেটররা দিয়েছেন।

Level 0

Vai Link Update Koran Dnload hoi na

    Level 0

    ভাই বিট টরেন্নট দিয়ে করেন। আমি টেস্ট করে দেখেছি কাজ হচ্ছে।

Level 0

ভাই আমি একটা বিপদে পরেছি, আমি মাইক্রটিj ব্যবহার করি কিন্তু আমার প্রভাইডার আমাতে ২ টা রিয়েল আইপি দিয়েছে, একটা আইপি আমার সুইচ থেকে ডাইরেক্ট আমার সিসিটিবি এর পিছিতে বসিয়েছি আর একটা আইপি আমার রাউটারে বসিয়েছি, এখন রাইটার থেকে এর লোকাল আইপির কম্পিউটার থেকে রিয়েল আইপি (সিসিটিবি) কম্পিউটারকে পিং করে পাই না, যদি সমাধান জানেন আমাকে সাহয্য করবেন দয়া করে, my mail ID – [email protected], my cell no: +8801841041436, যদি কেউ জানেন প্লিজ হেল্প মি…..

    Level 0

    @Zillur:
    আমি সিউর না কাজ হবে কিনা। তবে আপনি এক কাজ করে দেখুন। মাইক্রোটিক থেকে অন্য রিয়েল আইপিকে পিং করে দেখুন পান কিনা।

    মাইক্রোটিক এ লগইন করে নিউ টারমিনাল এ ক্লিক করুন। এবার এখান হতে আপনার ২টি রিয়েল আইপিতে পিং করে দেখুন পান কিনা। যদি পান তাহলে মাইক্রোটিক এর সাবনেট মাস্ক এ সমস্যা থাকতে পারে। একই সাবনেট মাস্ক হতে পারে।

    দেখুন অন্য কারো জানা আছে কিনা।

Level 0

Vai ami download korte parchi na..dropbox / mediafire-ei link den.plz… plz…

    Level 0

    @nkpiyas: ভাই সিন্ধুক দিসি। চাবী কই পাবেন তাও বলে দিসি। বাকীটা নিজে করে নিন। আগের কমেন্টস গুলা দেখেন।